ট্রেনের সময়সূচিভ্রমণ

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম , কিভাবে ticket.railway.gov.bd ওয়েবসাইটে NID ভেরিফিকেশন করবেন

আপনারা সকলে জানেন বর্তমান সরকারের রেল মন্ত্রণালয়ের নতুন উদ্যোগ অনুযায়ী একজন যাত্রীকে ট্রেনে ভ্রমণ করার জন্য টিকিটের সাথে এনআইডি থাকা বাধ্যতামূলক। তাই প্রত্যেক জাতির কে টিকিট কাটার সময় অবশ্যই এনআইডি কার্ডের নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তাই আজকের এই অনুচ্ছেদে আমরা আপনাদের জানিয়ে দেবো কিভাবে রেলওয়েতে এনআইডি ভেরিফিকেশন করবেন এবং অনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম সম্পর্কে আলোচনা করব। তাই আপনারা যারা অনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম জানতে আমার এই ওয়েবসাইটে এসেছেন তাদের সকলকে স্বাগতম।

Ticket.railway.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে বর্তমানে জাতীয় পরিচয় পত্র ভেরিফাইড করে আপনি ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন। অর্থাৎ যে এনআইডি কার্ড দিয়ে টিকিট ক্রয় করবেন সেই ব্যক্তিকে ট্রেনের ভ্রমণ করতে হবে। আপনি চাইলে অন্য ব্যক্তির টিকিট দিয়ে রেলে ভ্রমণ করতে পারবেন না। এরফলে বাংলাদেশ রেলওয়েতে এক যুগান্তকারী উন্নয়ন সাধিত হয়েছে। আগে টিকিট ব্লাকারদের অত্যাচারে সাধারণ যাত্রী টিকিট ক্রয় করতে পারত না। ফলে অতিরিক্ত দাম দিয়ে টিকিট ক্রয় করতে হতো। এই সমস্যার সমাধানের জন্য বাংলাদেশ রেলওয়ে নতুন উদ্যোগকে সকলে সাধুবাদ জানাই। তাই আজকের এই অনুচ্ছেদে কিভাবে নতুন নিয়মে টিকিট করার করবেন সে বিষয়ে আপনাদের জানাবো।

ticket.railway.gov.bd ওয়েবসাইটে এনআইডি ভেরিফিকেশন

আপনারা সকলে জানেন বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নতুন ভাবে ট্রেনের টিকিট বিক্রয়ের দায়িত্ব পেয়েছে সহজ ডটকম। সহজ ডট কম দায়িত্ব পাওয়ার পর ticket.railway.gob.bd ওয়েবসাইটের মাধ্যমে টিকেট বিক্রয় করে আসতেছিল। পূর্বেও অনলাইনে টিকিট ক্রয় করার জন্য এই ওয়েবসাইটে এনআইডি ভেরিফিকেশন করে টিকিট ক্রয় করতে হয়তো। কিন্তু এখন সরকারের নির্দেশ অনুযায়ী প্রত্যেককে এনআইডি ভেরিফিকেশন সাপেক্ষে টিকিট ক্রয় করতে হবে। আপনি অনলাইনে কিভাবে ট্রেনের টিকিট ক্রয়ের জন্য এনআইডি ভেরিফিকেশন করবেন সেটির ২ পদ্ধতি রয়েছে। আজকে আমরা দুটি পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরব।

আপনাকে সর্বপ্রথম ticket.railway.gob.bd ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে আপনার এন আই ডি ভেরিফিকেশন করতে হবে। এন আই ডি ভেরিফিকেশন করার জন্য নিচের ধাপ গুলো লক্ষ্য করুন।

Related Articles

প্রথমেই আপনাকে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে আপনার NID নম্বর ও জন্ম তারিখ দিয়ে ID ভেরিফিকেশন করতে হবে। শুরু করার জন্য Register ক্লিক করুন।

আপনার মোবাইল নম্বর, NID নম্বর ও জন্ম তারিখ দিয়ে Verify ক্লিক করুন। আপনার আইডি ভেরিফাই হলে, একটি Password সেট করুন। আপনার Email, Post Code ও ঠিকানা ইংরেজিতে লিখে Registration বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

এসএমএস এর মাধ্যমে রেলওয়েতে এনআইডি ভেরিফিকেশন

অফলাইনে অর্থাৎ এসএমএস এর মাধ্যমে যদি আপনি এনআইডি ভেরিফিকেশন করতে চান তাহলে প্রথমে আপনার মেসেজ অপশনে গিয়ে নিজের ধাপগুলো অনুসরণ করতে হবে।

প্রথমেই লিখতে হবে “BR” তারপর একটি স্পেস দিন “NID Number” লিখুন আবারও স্পেস দিয়ে ” জন্ম তারিখ লিখুন” এসএমএসটি পাঠিয়ে দিন 26969 নাম্বারে।

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম 2023

আপনি পূর্বের নেয় আবারো ticket.railway.gob.bd এই ওয়েবসাইটে প্রবেশ করুন। এখন তৈরি করার সময় আপনি যে ইউজারনেম মানে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করেছেন সেটির প্রবেশ করুন। ticket.railway.gob.bd প্রবেশ করার পর আপনি হোম পেজে টিকিট কাটার অপশন দেখতে পারবেন।এবার আপনি কোথায় অবস্থান করতেছেন অর্থাৎ আপনার প্রান্তিক স্ট্রেশনের নাম সিলেক্ট করুন। এরপর আপনার গন্তব্যের স্টেশনের নাম ও সিলেট করুন।আপনি কত তারিখে ভ্রমণ করতে চান সেটি সিলেট করুন। আপনি কোন শ্রেণীতে ভ্রমণ করতে চান সেটি সিলেক্ট করুন। চয়েজ ইউর ক্লাস অপশন থেকে।

  • From – আপনি যে স্টেশন থেকে ট্রেনে উঠবেন বাছাই করুন এবং TO- তে আপনি যে স্টেশনে নামবেন তা বাছাই করুন।
  • Date of Journey থেকে আপনার ভ্রমণের তারিখ বাছাই করুন।
  • Choose Class – এখানে উপরের মত অপশনগুলো পূরণ করে হলুদ রংয়ের Find বাটনে ক্লিক করুন। এরপর আপনার বাছাই করা তারিখের সকল ট্রেনগুলো দেখানো হবে।

ফাইন্ট টিকিট অপশনটিতে ক্লিক করলে আপনার গন্তব্যের যাওয়ার জন্য সিট ফাঁকা আছে কিনা সেটি দেখতে পারবেন। সিট ফাঁকা থাকা সাপেক্ষে আপনি আপনার পছন্দের সিট বেছে নিতে পারেন। আপনার পছন্দের সিট পেয়ে গেলে আপনাকে যে কোন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা। টাকা পরিশোধ করার বিস্তারিত নিয়ম নিচে তুলে ধরেছি।

ট্রেনের টিকিট ক্রয়ের মূল্য পরিশোধের নিয়ম

ট্রেনের পছন্দের টিকিট পেয়ে গেলে আপনার হাতের কাছে থাকা যে কোন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনি টাকা পরিশোধ করতে পারেন। বিকাশ নগদ কিংবা রকেট এর মাধ্যমে ট্রেনের টিকিটের টাকা পরিশোধ করা যায়। নিম্নোক্ত পদ্ধতি গুলো অনুসরণ করে খুব সহজেই আপনি মোবাইল ব্যাংকিং বিকাশ থেকে টাকা পরিশোধ করতে পারবেন।

টিকেটের মূল্য পরিশোধ করার জন্য Mobile Banking (bKash) অথবা Debit/Credit Card অপশন বাছাই করুন। এরপর Confirm Purchase বাটনে ক্লিক করে পেমেন্ট সম্পন্ন করুন।

  • বাই টিকিট অপশনটিতে ক্লিক করলে আপনি কোন ব্যাংকিং প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা পেমেন্ট করতে চান সেটি দেখাবে। ধরুন আপনি বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করতে চান।
  • তাহলে বিকাশ অপশনটি চয়েস করে নিন।
  • বিকাশ নম্বরটি প্রবেশ করান।
  • তারপর আপনার বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেটি নির্দিষ্ট স্থানে প্রবেশ করেন।
  • এরপর পাসওয়ার্ড দিলে আপনার বিকাশ একাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নিয়ে যাবে।
  • এবং আপনি টিকিটটি ক্রয় করেছেন ঠিক পর মুহূর্তে আপনাকে মেইলে টিকিটটি পাঠিয়ে দেবে।

এভাবে খুব সহজে ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *