Uncategorized

অনলাইনে বেতন বিল দাখিল | গেজেটেড সরকারি কর্মকর্তার বেতন বিল অনলাইন

আপনি কি অনলাইনে বেতন বিল থাকলে এর বিষয়ে চিন্তাভাবনা করছেন। আজকের এই অনুচ্ছেদে আমরা অনলাইনে কিভাবে বেতন বিল দাখিল করবেন সে বিষয়ে আপনাদের জানাতে এসেছি।

বাংলাদেশ সরকারের আই বাস ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে অনলাইনে বেতন বিল দেশে এবং দেশের বাইরে থেকে সাবমিট করতে পারবেন। গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে বেতন বিল অনলাইন করার সুবিধা থাকলেও বর্তমান সকল কর্মকর্তা কর্মচারী এই আওতায় এসেছে। কিভাবে অনলাইনে বেতন বিল সাবমিট করবেন সে বিষয়ে আপনাদের বিস্তারিত তথ্য আজকের এই অনুচ্ছেদে তুলে ধরেছি। মনে রাখবেন আপনি যত তাড়াতাড়ি বেতন বিল সাবমিট করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার বেতন সম্পাদন হবে।

অনলাইন পে বিল সাবমিসশন পদ্ধতি । যেভাবে বেতন বিল দাখিল করবেন

নতুন এই পদ্ধতি চালু হওয়ার পর থেকে অনেকেই জানেনা কিভাবে অনলাইনে বেতন বিল সাবমিশন করা যায়। বেতন বিল সাবমিশন পদ্ধতি আজকের এই অনুষ্ঠানে খুব সুন্দর ভাবে তুলে ধরেছে আশা করি আপনার এই অনুচ্ছেদটি ভালো লাগবে।

  • প্রথমে Online Paybill Submission লিখে গুগল করে প্রথম লিংক এ যান অথবা www.ibas.financce.gov.bd/ibas2 এ লিংকে যেতে হবে।
  • রেজিস্টেশনকৃত ইউজার আইডি, পাসওয়ার্ড ও ক্যাপচা এন্ট্রি করে সিস্টেমে লগইন করতে হবে।
  • Budget Excecution বাজেট এক্সিকিউশন অপশনে ক্লিক করুন।
  • তারপর অনলাইন পে বিল সাবমিসশন অপশনে ক্লিক করুন।
  • ফিসক্যাল ইয়ার অব স্যালারি থেকে অর্থ বছর সিলেক্ট করুন।
  • Month of Salary এর ড্রপ ডাউন লিস্ট থেকে মাসের নাম সিলেক্ট করুন।
  • Go Button এ ক্লিক করে নিচের বেতন ও আহরন অংশ ও কর্তন সমূহ দেখুন ঠিকঠাক আছে কিনা।
  • কোন তথ্য পরিবর্তন করতে চাইলে Settings অপশন ও যান।
  • নিচে Submit বাটনে চাপ দিলে আপনার মোবাইলে একটি পাসওয়ার্ড যাবে।
  • সেই পাসওয়ার্ড মোবাইল থেকে দেখে বসিয়ে Ok করে দিলেই আপনার কাজ শেষ। অনলাইনে বেতন সাবমিসশন হয়ে গেল।

বাড়ি ভাড়া, আয়কর ও মোবাইল এলাউন্স আপনি নিজে পরিবর্তন করতে পারবেন। অন্য কোন তথ্য পরিবর্তন করতে চাইলে হিসাব রক্ষণ অফিসে যোগাযোগ করতে হবে।

Related Articles

NB. আরেকটি বিষয় শুধু অনলাইনে একাউন্ট খুলে বেতন বিল দাখিল করলেই হবে না। আপনাকে আপনার ব্যাংক ডিটেইলস এবং জাতীয় পরিচয়পত্রের কপি, চেক বইয়ের ফটোকপি সহ একটি সীটে সমস্ত চাহিত তথ্য পূরন করে সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিসে জমা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *