টিপস

অনলাইন জিডি বাংলাদেশ পুলিশ, ঘরে বসেই অনলাইনে জিডি করার নিয়ম

আপনি এখন ঘরে বসেই যেকোনো ধরনের জিডি করতে পারবেন। মনে রাখবেন এই প্রক্রিয়াটি খুবই উপকারী। আপনি যদি সরাসরি জিটি করে কোন উপকার না পেয়ে থাকেন তারপরও আমি বলব অনলাইনে জিডি করলে এর থেকে ভালো উপকার পাবেন। তাই কিভাবে অনলাইনে জিডি করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের এই অনুচ্ছেদে আমি তুলে ধরেছি। কিভাবে অনলাইনে জিডি করবেন সে সম্পর্কে জানতে হলে আমার এই অনুচ্ছেদটি আপনাকে মনোযোগ দিয়ে পড়তে হবে। আমি এই অনুচ্ছেদে অনলাইনে জিডি করার সমস্ত প্রক্রিয়া আপনাদের হাতে-কলমে শিখিয়ে দেব। অনলাইনে জিডি করতে হলে আপনাকে কোন ওয়েব সাইটে যেতে হবে কি কি কাজ করতে হবে সবগুলো তুলে ধরবো আজকের এই অনুষ্ঠানটিতে। আশা করি আমার এই অনুচ্ছেদটি আপনাদের পছন্দ হবে এবং আপনি উপকৃত হবেন।

জিডি কি?

সাধারণত আপনার সাথে যদি কোন অন্যায়ের হাতে চাচ্ছে এমন সম্ভাবনা থাকে তাহলে মানুষ যেটি বা থানা সাধারণ ডায়েরি করার চিন্তাভাবনা করে। অর্থাৎ আমরা বলতে পারি কোন কিছু হারালে কিংবা জীবন ও সম্পদের ক্ষতির আশঙ্কা থেকে নাগরিকরা থানায় পুলিশের কাছে সাহায্য চেয়ে যে আবেদন করে থাকে তাকে জিডি বলা হয়। অপর কথায় জিডিকে প্রকাশ করা যায় সাধারণ ডায়েরি। আপনি যদি সাধারণ আইডি কোন থানায় করে থাকেন তাহলে পুলিশ চেষ্টা করে আপনার সেই সমস্যাটি সমাধান করে দেওয়ার।

কোন কোন সমস্যার ক্ষেত্রে অনলাইনে জিডি করতে পারবেন

আপনি সাধারণত থানায় গিয়ে জিডি করলেন যে সকল সমস্যা সমাধান পেয়ে থাকেন ঠিক সেই সেই সমস্যার সমাধান অনলাইনে জিডি করলেও করতে পারবেন। অনলাইনে জিডি করার ক্ষেত্রে আপনার যে সকল সমস্যার সমাধান হবে বা যে যে সমস্যার সমাধান পেয়ে থাকবেন সেগুলো নিচে তুলে ধরা হলো।

যে কোন সমস্যায় পুলিশের সাহায্য পাওয়া যায়
-নাগরিক সেবা নিশ্চিত হয়
-নাগরিকের জান-মালের রক্ষা নিশ্চিৎ করা
-কোন কাগজপত্র হারিয়ে গেলে এর কপি তুলতে জিডি করতে হয়
-কোন মালপত্র হারিয়ে গেলে জিডি করতে হয়
-কেউ নিখোঁজ হলে জিডি করতে হয়

জিডি করতে কি কি লাগে ?

-আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর

-আপনার সচল মোবাইল নম্বর

-আপনার জন্ম তারিখ

অনলাইন আবেদনের নিয়মাবলী

আপনি যে কোন সমস্যার কারণে থানায় জিডি করার মতো করে অনলাইনে জিডি করতে পারেন। এখানে একটি বিষয় আপনাদের বলে রাখা ভালো, অনলাইনে জিডি করলে আপনি সশরীরে জিডি করার থেকে বেশি মূল্যায়ন পাবেন এবং আপনার কাজটির গতি ত্বরান্বিত হবে। আপনি সহজেই যেকোনো সমস্যার সমাধান করে নিতে পারবেন। বিডি পুলিশ অ্যাপস থেকে খুব সহজেই কিংবা ওয়েবসাইট http://gd.police.gov.bd/ হতে আপনি সহজেই অনলাইনে জিডি করতে পারবেন। যে সকল প্রক্রিয়ার মাধ্যমে অনলাইনে জিডি করবেন সে সকল প্রক্রিয়ায় নিচে তুলে ধরা হয়েছে।

মাত্র তিন ধাপে সম্পন্ন হবে ডিজিটাল জিডি, অনলাইনে জি ডি সার্টিফিকেট ডাউনলোড করুন , জেনে নিন জিডির সর্বশেষ অবস্থা ।

প্রথম ধাপ:

-আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর ,মোবাইল নম্বর ও জন্ম তারিখ লিখে সাবমিট করুন

-আপনার পরিচয় নিশ্চিত করার জন্য এসএমএস এর মাধ্যমে একটি কোড আপনার দেওয়া মোবাইল নম্বরে পাঠানো হবে ।

-ঐ কোডটি আপনি পরবর্তীতে পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করতে পারবেন এবং আপনার মোবাইল নম্বরটিই হবে আপনার ইউজার নেইম।

দ্বিতীয় ধাপ:

-নিজের জন্য নাকি অন্যের পক্ষে জিডি করবেন সেটি নির্বাচন করুন ।

-জিডির ধরন এবং আপনি কি হারিয়েছেন অথবা খুঁজে পেয়েছেন তা নির্বাচন করুন

-কোন জেলার কোন থানায় জিডি করতে চান তা নির্বাচন করুন,ঘটনার সময় ও স্থান লিখে “পরবর্তী ধাপ” বাটনে ক্লিক করুন

তৃতীয় ধাপ:

-আপনার বর্তমান ঠিকানা এবং ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত বর্ণনা লিখুন

-জিডি সম্পর্কিত কোন ডকুমেন্ট থাকলে সেগুলো সংযুক্ত করুন।আপনার ইমেইল এড্রেস লিখুন। “সাবমিট ” বাটনে ক্লিক করে জমা দিন

-আবেদন সম্পন্ন হলে লগইন করে আপনি আপনার জিডির সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *