আন্তর্জাতিক নারী দিবস কবে, শুভেচ্ছা, স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন, পোস্ট, ছন্দ

সুপ্রিয় পাঠক বৃন্দ আমাদের এই ওয়েবসাইটে আপনাদের স্বাগতম। আজকে আন্তর্জাতিক নারী দিবস নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে। পৃথিবীব্যাপী নারীদের অধিকার নিয়ে আন্দোলন হয়েছিল এরেই প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নারী শ্রমিকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করেছে। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। আজকের এই অনুচ্ছেদে বিশ্ব নারী দিবস নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে। আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস ক্যাপশন উক্তি ও বাণী নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে এই অনুচ্ছেদে।
১৮৫৭ সালে শ্রমিক বৈষম্য, কর্মঘন্টা নির্দিষ্টকরণ অমানবিক পরিবেশে নারীদের অধিকার নিয়ে প্রতিবাদ জানাতে সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় নেমেছিল সুতা কারখানার নারী শ্রমিকরা। তাদের অধিকার আদায়ের জন্য মিছিল করে গিয়েছিল। ১৯০৯ সালের ২৮ শে ফেব্রুয়ারি নিউইয়র্ক সোশ্যাল ডেমোক্রাট নারী সংগঠনের পক্ষ থেকে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী জেটকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ডেনমার্কে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নারী সম্মেলন ১৯১০ সালে। এই সম্মেলনে ১০০ জন নারী প্রতিনিধি যোগ দিয়েছিল ১৭ টি দেশ থেকে। এই সম্মেলন থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ৮ ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হবে। ১৯১১ খ্রিস্টাব্দে থেকে নারীদের সম অধিকার দিবস হিসেবে ৮মার্চ কে বিশ্ব নারী দিবস হিসেবে পালিত হবে সিদ্ধান্ত গৃহীত করা হয়েছিল। দিবসটি পালন করতে এগিয়ে আসে বিশ্বের সমাজতান্ত্রিক দেশগুলো। ১৯১৪ সাল থেকে ৮ মার্চ বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন শুরু হলো। পরবর্তীতে জাতিসংঘ সকল দেশকে নারী দিবস পালনের আহ্বান জানায়। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার পর ১৯৭৫ সাল থেকে ৮ ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। এরপর থেকে ই ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে সারা বিশ্বে পালন করা হয়। নারীদের সম অধিকার সারা বিশ্বে যথার্থ মর্যাদা দেওয়া হয়।
কবে আন্তর্জাতিক নারী দিবস
১৮৫৭ সালে নারীদের অধিকার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে নারীরা সর্বপ্রথম রাস্তায় নেমেছিল প্রতিবাদ করতে। এরপর থেকে আন্তর্জাতিক নারী সম্মেলন অনুষ্ঠিত হয় ডেনমার্কে। ১৯১১ খ্রিস্টাব্দ থেকে ৮ মার্চকে নারীদের সমান অধিকার হিসেবে দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়। প্রতিবছরেই ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস নানা আয়োজন উৎসবের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়। প্রত্যেক দেশেই নারীদের অধিকার নিয়ে নারীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আর্থিক রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানে বিশেষ গুরুত্বের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
আধুনিক নারী দিবসের তাৎপর্য জনসচেতনতা দিবস নারী ও কন্যা দিবস।
নারী দিবসের প্রতিপাদ্য ২০২৩
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। মাছ গঠনে নারীদের সমান অধিকার ওড়ার লক্ষ্যে প্রত্যেক বছরই নারী দিবস পালন করা হয়। ২০২৩ সালে জাতিসংঘ নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে “ নারীর সুস্থতা ও জাগরণ ”। জাতিসংঘের এই প্রতিপাদের আলোকে বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ”টেকসই আগামীর জন্য জেন্ডার সমতায় আজ অগ্রগণ্য”।
নারী দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস
২০২৩ সালে জাতিসংঘ নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছেন নারী সুস্থতা ও জাগরণ। বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ বছরের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছি টেকসই আগামীর জন্য জেন্ডার সমতা আজ অগ্রগণ্য। নারী দিবস উপলক্ষে সারাদেশে শোভাযাত্রা আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। একটি দেশের প্রভৃতি এবং উন্নতির পিছনে নারীর ভূমিকা অনেক বেশি। নারী পুরুষ একটি দেশ ও জাতি গঠনে সমানভাবে কাজ করে। আমরা সকলেই মানুষ একটি সুখী সমৃদ্ধ ও গণতান্ত্রিক বিশ্ব তৈরীর কাজে পুরুষরা যেমন ভূমিকা রাখে তেমন ভূমিকা নারীরাও রাখে। সারাবিশ্বে তাই নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলে গেছে। নারীরা এখন সকল কাজেই পুরুষের পাশাপাশি ভূমিকা রাখছে। নারীরা কোন কাজেই আজ আর পিছিয়ে নেই সকল কাজেই নিজেদেরকে যোগযোগ্য এবং সামর্থ্য প্রমাণ করে অবদান রেখে যাচ্ছি বিশ্ব দরবারে। পৃথিবী শুরুতে নারী ও পুরুষরা সমান তালে তাল মিলিয়ে সভ্যতা গড়ে তুলেছিল কিন্তু নারীদের প্রতি পুরুষের নির্যাতন অবহেলা নারীদের পিছিয়ে রেখেছে। তবে আজ আর বিশ্ব দরবারে নারীরা পিছিয়ে নেই সকল ক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি নিজেদেরকে উপস্থাপন করেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নারীরা এখন আর আগের মত নির্যাতন যৌনলালসার শিকার হয় না। তারা এখন নানা কাজের মধ্যে দিয়ে দেশ গঠনে জাতি গঠনে ভূমিকা রাখছে। নারী দিবসে নারীদের শুভেচ্ছা জানানোর জন্য বিভিন্ন ধরনের স্ট্যাটাস শেয়ার করা হয়েছে।
**নারীদের সম্মান করতে শেখো…
কারণ তাদের ছাড়া আমাদের
জীবন অসম্ভব হয়ে পড়ত..
শুভ নারী দিবস…
**তারা চায় মুক্ত আকাশ,
তারা চায় উড়তে..
ডানার দাবি তারা জানায় না কখনো,
কারণ ইচ্ছেশক্তি তাদের রক্তে..
হ্যাপি ওমেনস ডে
**জীবন যদি রামধনু হয়,
তবে তুমি হলে তার রঙের বাহার…
জীবনে যদি নাম আঁধার,
তুমি হয়ে ওঠো তার আশার আলো..
নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা…
**তুমি ঈশ্বরের অনবদ্য এক সৃষ্টি,
তোমাকে ছাড়া আমার
অস্তিত্ব থাকতো না,
ধন্যবাদ আমাকে জন্ম
দেওয়ার জন্য এবং
সবসময় আমার পাশে
থেকে উৎসাহ দেওয়ার জন্য
শুভ নারী দিবসের শুভেচ্ছার
**ঈশ্বর নিশ্চই নারীদের আগে
পুরুষদের বানিয়েছেন…
কারণ তিনি আগে
একটা রাফ বানিয়ে নিয়ে
তারপরে তার শ্রেষ্ঠ শিল্পটা
বানাতে চেয়েছিলেন…
শুভ নারী দিবস…
**আজ মহিলা দিবস…তাই আজ আমি স্ত্রী-জাতির
সেই সমস্ত প্রতিনিধিদের
ধন্যবাদ জানাতে চাই যারা
কোনো না কোনো ভাবে
আমার জীবনকে সুন্দর
করে তুলেছে
হ্যাপি ওমেনস ডে
**তিনি আমার বাবাকে খুব ভালবাসেন..
আমাদের যত্ন নেন..
সংসার তাঁকে ছাড়া অচল হয়ে পরে…
তিনি-ই আমার দেখা সবচেয়ে সবল নারী..
হ্যাপি ওমেনস ডে মা
নারী দিবসে শুভেচ্ছা উক্তি
নারী দিবসে নারীদের শুভেচ্ছা জানানোর জন্য বিভিন্ন ধরনের স্ট্যাটাস ও উক্তি শেয়ার করা হয়। পুলিশের পাশাপাশি নারীরা দেশ গঠনে ভূমিকা রাখে। একটি দেশ তখনই উন্নতি করবে যখন তার নারী ও পুরুষের সমানভাবে দেশ ও জাতি গঠনে এগিয়ে আসবে। লিঙ্গ বৈষম্য না রেখে আমরা সকলেই মানুষ আমাদের সমান অধিকার হওয়া উচিত তারই প্রেক্ষাপটে নারীরা তাদের অধিকার আদায়ের জন্য সর্বপ্রথম রাস্তায় নেমেছিল। সমান অধিকার আদায়ের জন্য বিশ্বব্যাপী নারীদের এই আন্দোলনের প্রেক্ষাপট আজ এই ৮ মার্চ বিশ্ব নারী দিবস। সুখী সমৃদ্ধি ও গণতান্ত্রিক বিশ্ব করার কাজে পুরুষের মতো নারীরাও প্রত্যয় নিয়ে এগিয়ে আসলে আরো বেগবান হবে বিশ্ব। নারীদের কে নিয়ে বিভিন্ন ধরনের উক্তি শেয়ার করা হলো আমাদের এই অনুচ্ছেদে।
১| প্রত্যেকদিনই নারী দিবস, শুধু আজকের দিনটা স্পেশ্যাল ।
২| নিজেকে সব সময় স্পেশ্যাল ভাববে, জানবে তুমি সবার চেয়ে এগিয়ে আছ।
৩| নারী হল পরিবারের স্তম্ভ, তাঁর অনুপ্রেরণা ছাড়া কোনও কিছু সম্ভব নয়। তাই তাঁকে জানাই নারী দিবস এর অনেক অনেক শুভেচ্ছা।
৪| মেয়েরা সব সময়ই কোমল হৃদয় হয়। তাঁরা ভালবাসার মানুষকে সব সময় মনের গভীরে স্থান দেয়।
৫| একজন আদর্শ নারী হয়ে ওঠো (আন্তর্জাতিক নারী দিবস)। হয়ে ওঠো সবার অনুপ্রেরণা। আজকের দিনে এটাই চাই।
৬| তুমি আমার ক্ষমতার উৎস, তুমি আমার ভালবাসার অনন্ত নদী। আন্তর্জাতিক নারী দিবস এর অনেক শুভেচ্ছা রইল।
৭| এই পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল আর সবচেয়ে বর্ণময় কবিতার চেয়েও আকর্ষণীয় তুমি।
৮| এই বিশ্বে যা যা সেরা জিনিস আছে, সব যেন তুমি পাও। এই কামনাই করি।
৯| সব সময় আনন্দে থাক, কখনও কোনও অবস্থাতেই ভেঙে পড়ো না।
১০| তুমি আগুন দিয়ে তৈরি অগ্নিকন্যা। রক্ষা করো সবাইকে, ভালবাসায় ঘিরে রাখ।
১১| তোমার এতটাই ক্ষমতা আছে যে একবার হাসলেই এই পৃথিবী সুন্দর হয়ে যায়।
১২| নিজেকে এতটাই যোগ্য করে তোলো যে তোমাকে ভিড় অনুসরণ করতে না হয়, উল্টে ভিড় তোমায় অনুসরণ করুক ।
১৩| তুমি নিজেও জাননা, তোমার মধ্যে কতটা ক্ষমতা লুকিয়ে আছে। সবাইকে নিজের আলোয় আলোকিত করেছ তুমি।
১৪| তুমি দারুণ, তুমি আলাদা, তুমি সুন্দর আর তাই তো তুমি নারী।
১৫| তোমার মতো নারী খুঁজে পাওয়া খুব মুশকিল (আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা)। তুমি অনন্যা, তোমার জন্য রইল আন্তর্জাতিক নারী দিবস এর শুভেচ্ছা ও অভিনন্দন।রর
নারী দিবসের ক্যাপশন
৮ মার্চ বিশ্ব নারী দিবস সারাবিশ্বে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়। বিশ্ব নারী দিবসে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে নারী দিবসের ক্যাপশন শেয়ার করি। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেকদার করিয়াছে নারী অর্ধেক তার নর। হ্যাঁ এ বিশ্ব গঠনে পুরুষের পাশাপাশি নারীদের সমান ভূমিকা রয়েছে। তাই বিশ্ব নারী দিবসে শুভেচ্ছা জানানোর জন্য আমরা বিভিন্ন ধরনের ক্যাপশন শেয়ার করি। এই অনুচ্ছেদে সুন্দর সুন্দর কিছু ক্যাপশন শেয়ার করা হয়েছে।
১| জীবন যদি রামধনু হয়, তবে তুমি হলে তার রঙের বাহার, জীবনে যদি নাম আঁধার, তুমি হয়ে ওঠো তার আশার আলো। আন্তর্জাতিক মহিলা দিবস এর অনেক অনেক শুভেচ্ছা ।
২| জগতের যেখানেই যে জাতি নারীর অসম্মান করবে,সেই জাতিরই পতন নিশ্চিত। নারীদের সম্মান করো। শুভ নারী দিবস।
৩| আমরা কন্যাসন্তান হিসাবে মিষ্টি, আমরা বোন হিসাবে যত্নবান, আমরা প্রেমিকা হিসাবে সুন্দরী, আমরা স্ত্রী হিসাবে প্রিয়তমা, আমরা মা হিসাবে পরম মমতাময়ী, আমরা শক্তির আধার, আমরা নারী! (আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা)।
৪| আজকের দিনে কারো পক্ষে বলা সম্ভব নয় যে আমরা নারীরা পুরুষদের থেকে পিছিয়ে আছি, সব ক্ষেত্রে আমরা পুরুষদের টক্কর দেওয়ার ক্ষমতা রাখি.. তাই আপামর নারীজাতিকে আমি জানাতে চাই যে নিজেকে কখনো দুর্বল ভেবো না, কারণ তুমি নারী শক্তির অংশ। নারী দিবসের শুভেচ্ছা (Happy Womens day quotes)।
৫| আজ মহিলা দিবস। তাই আজ আমি স্ত্রী-জাতির সেই সমস্ত প্রতিনিধিদের ধন্যবাদ জানাতে চাই যারা কোনো না কোনো ভাবে আমার জীবনকে সুন্দর করে তুলেছে বিভিন্ন সময়ে। সবাইকে ধন্যবাদ। আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।
৬| আমরা নিজেদেরও খুব ভালবাসি! তাই আজকের দিনটা শুধু নিজেদের দিলাম।
৭| বাধা এলে তার মুখোমুখি দাঁড়াব। আমাদের মধ্যে আছে অনন্ত শক্তির আধার।
৮| মেয়েদের শুধু অন্যের ভাল স্ত্রী হয়ে ওঠা শেখালে চলবে না। তাঁদেরকে সবার আগে যোগ্য করে তুলতে হবে।
৯| নারীবাদী হওয়া মানে মেয়েদের শক্তিশালী করা নয় (আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা), তাঁরা এমনিতেই শক্তিশালী।
১০| এই পৃথিবী আমার বিষয়ে কী ভাবছে আমি জানিনা। আমি ভাবছি আমি সেরা আর সেটাই সত্যি।
১১| মেয়েরা যখন শক্তিরূপা হয়ে ওঠে তখন পৃথিবীতে অনেক বড় পরিবর্তন আসে (নারী শক্তি নিয়ে উক্তি)।
১২| আমি বলতে চাইনা যে সামনের জন্মে আমি মেয়ে হতে চাইনা। বরং এটাই বলতে চাই যে যতবার জন্মাই যেন মেয়ে হয়ে জন্মাই।
১৩| আমরা জানি ম্যাজিক। সেটার সন্ধান চাইলে আমাদের সম্মান দিতে হবে।
১৪| আগে নিজের বাড়িতে নিজের মা ও বোনকে একজন মানুষ হওয়ার সম্মান দিন। তারপর বাইরে বেরিয়ে বাকি মেয়েদের দিকে তাকাবেন।
১৫| নারী দিবস একদিনে পালন করা জায়না।সেটা সম্ভব নয়। কারণ সমুদ্রের জল একটা গ্লাসে রাখা যায়না।
আন্তর্জাতিক নারী দিবসের ছন্দ
**পৃথিবীতে এমন কোনো সম্পর্ক নেই যা
নারী কে ছাড়া সম্পূর্ণ,
একজন মমতাময়ী মা,
একজন যত্নশীল বোন,
একজন বুঝদার স্ত্রী,
একজন নম্র কন্যা,
হে নারী,তোমার মধ্যে
সব কিছু আছে….
তাই পুরো পৃথিবী
তোমাকে শ্রদ্ধা করে…
শুভ আন্তর্জাতিক
নারী দিবসের শুভেচ্ছা…
**সারা পৃথিবীর মনের কথা এটা..
সবাই তোমায় জানাতে চায়…
যে তুমি ছাড়া আমরা অস্তিত্বহীন..
আমাদের শুভেচ্ছা নিও
আজকের এই বিশেষ দিনে..
কারণ আজকের দিনটা শুধু তোমাদের…
হ্যাপি ওম্যানস ডে..
নারী পুরুষের সমতা ব্যক্তিদের বিলোপ ঘটালে নারী স্বয়ংক্রিয়ভাবে পুরুষের পাশাপাশি আপন ইচ্ছা শক্তিতে বিশ্ব গঠনে ভূমিকা রাখবে। নারীদের প্রতি সমাজের অপদৃষ্টিভঙ্গি পরিবর্তন করে শ্রদ্ধাশীল হতে হবে। এই অপদৃষ্টি পরিবর্তন না করতে পারলে সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে না। সমাজতান্ত্রিক প্রচেষ্টার মধ্যে নানা পরিবর্তনে আজ নারী মুক্তি নিয়ে প্রত্যেক দেশেই বিস্তার আলোচনা হচ্ছে। নারীদের প্রতি হীনদৃষ্টি পরিবর্তন করে সমাজে এই বৈষম্য দূর করে আমরা সকলেই সমাজ গঠনে পুরুষ ও নারী সমান তালে কাজ করে যায়। তবেই এ বিশ্বকে সুন্দর সমৃদ্ধ ও গণতান্ত্রিক করতে পারব।