আসল ভিটমেট চেনার উপায়, অরজিনাল ভিটমেট ডাউনলোড করুন এখান থেকে

বর্তমান সময় অনলাইন থেকে কোন কিছু নামানোর জন্য একটি মাধ্যম দরকার। আপনি কোন অ্যাপস এর মাধ্যমে অনলাইন থেকে কোন গান বা ভিডিও ডাউনলোড করতে পারবেন। অনলাইন থেকে ভিডিও ডাউনলোড করার জন্য সবথেকে জনপ্রিয় অ্যাপস হলো vidmate। আজকের এই অনুষ্ঠানে কিভাবে আসল ভিটমেট অ্যাপস ডাউনলোড করবেন সে সম্পর্কে আপনাদের জানাতে এসেছি। বর্তমান অ্যান্ড্রয়েড ফোনের জন্য গুগল প্লে স্টোরে অরিজিনাল vidmate অ্যাপটি পাওয়া যায় না। বিভিন্ন উপায়ে এটি সংগ্রহ করতে হয়। অরজিনাল ভিটমেট অ্যাপ ডাউনলোড করার জন্য আপনি মূলত গুগলের উপর নির্ভর করতে পারেন। গুগল প্লে স্টোরে অরিজিনাল ভিটমেট অ্যাপটি পাবেন না। কিন্তু google এ অনুসন্ধান করে যখন আপনি ভিটমেট অ্যাপ ডাউনলোড করবেন সেক্ষেত্র আছে নানা রকম বিপত্তি। তাই নানা রকম ভুয়া ভিটমেট অ্যাপ থেকে মুক্ত থেকে কিভাবে অরজিনাল vidmate অ্যাপটি ডাউনলোড করবেন সে সম্পর্কে আপনাদের জানিয়ে দেব।
আসল ভিটমেট চেনার উপায়
ভিটমেট অ্যাপ বা vidmate Apk এমন একটি অ্যাপস যার সাহায্যে আপনি ইন্টারনেট থেকে যে কোন গান ডাউনলোড করতে পারবেন। সবাই জানি ইউটিউব থেকে শুধুমাত্র গান শোনা যায় কিন্তু ইউটিউব থেকে ডাউনলোড করে রাখা যায় না। youtube সহ ফেসবুকে যেকোনো ধরনের ডাউনলোড করার জন্য আমরা চেয়ে বেশি ব্যবহার করে থাকি ভিটমেট অ্যাপ। অনলাইনে বহু প্রতারক চক্র ডুপ্লিকেট ভিটমেট অ্যাপ দিয়ে রেখেছে যেগুলো থেকে আসলে গান ডাউনলোড করা যায় না। এতগুলো ঝামেলা থেকে মুক্ত থেকে কিভাবে অরজিনাল vidmate অ্যাপ চিনবেন সে সম্পর্কে আমরা নিচে বিভিন্ন ধাপ আলোচনা করেছি। আপনি আমার এই ধারণা গুলো থেকে অরজিনাল vidmate অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন।
- vidmate.app প্লে স্টোরে পাওয়া যায় না। তাই প্লে স্টোর থেকে ডাউনলোড করা বিরত থাকুন।
- vidmate.app এর সাইজ খুব বেশি নয়। তাই অতিরিক্ত বড় সাইজ এর ভিটমেট অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকুন।
- ভিটমেট অ্যাপ ইন্সটল করার ক্ষেত্রে অন্যান্য অ্যাপ ব্যবহারের পারমিশন চায় না, তাই আপনার ডাউনলোডকৃত ভিটমেট অ্যাপ টি ব্যবহারের সময় যদি অন্য অ্যাপ ব্যবহারের পারমিশন চায় তাহলে এটি ইন্সটল করা থেকে বিরত থাকুন।
- আসল ভিটমেট অ্যাপ টি ডাউনলোড করতে শুধুমাত্র ভিটমেট অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন।
- মনে রাখবেন ভিটমেট অফিশিয়াল ওয়েবসাইট ব্যতীত যেখান থেকে ডাউনলোড করেন না কেন সেটি নকল।
vidmate অ্যাপের সুবিধা
vidmate অ্যাপ এর নানাবিধ সুবিধা আছে। যেমন ভিটমেট অ্যাপ থেকে আপনি যেকোনো ধরনের অডিও ভিডিও গান ডাউনলোড করে নিতে পারবেন। vidmate থেকে আপনি ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ যেকোনো ধরনের ভিডিও ডাউনলোড করতে পারবেন। অ্যাপসের মাধ্যমে আপনি একটি ভিডিওর যেকোনো রেজুলেশন সিলেক্ট করে নিয়ে সেই রেজুলেশন এর ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন। একটি ভিডিও গান কে আপনি চাইলে অডিও আকারে ডাউনলোড করে নিতে পারবেন এবং সেটি আপনার ফোনে সংরক্ষণ করতে পারবেন। সুবিধার কারণে ভিটমেট অ্যাপ সকলের কাছে অত্যন্ত জনপ্রিয়।
- পছন্দের গান ডাউনলোড করা যায়।
- ইউটিউব থেকে যে কোন গান ডাউনলোড করা যায়।
- ফেসবুক থেকে যে কোন গান ডাউনলোড করা যায়।
- mp3 গান ডাউনলোড করা যায়।
- ইচ্ছেমতো রেজুলেশনের গান ডাউনলোড করা যায়।
- দ্রুত সময়ে যেকোন ছবি ও গান ডাউনলোড করা যায়।
- এর ব্যবহার সুবিধা অনেক।
- অল্প এমবি দিয়ে গান ডাউনলোড করা সম্ভব।
কিভাবে অরজিনাল vidmate অ্যাপ ডাউনলোড করবেন
vidmate অ্যাপটি গুগল প্লে স্টোর পাওয়া যায় না সেহেতু একটি ডাউনলোড করতে বেশ বেগ পেতে হয়। গুগল প্লে স্টোর vidmate ডাউনলোড করা যায়। আপনারা যারা vidmate অ্যাপ ডাউনলোড করতে সক্ষম হন না তাদের নির্ভর করতে হয় অন্য কারো মোবাইল থেকে শেয়ার এর মাধ্যমে ভিটমেট নেওয়া। কিন্তু অনেকের কাছে শেয়ারইট থাকে না তাই ভিটমেট অ্যাপটি হয়তো আপনার নেওয়া হচ্ছে না। আমরাই আপনাদের জানিয়ে দিচ্ছি কিভাবে অরজিনাল অ্যাপটি সহজে আপনার ফোনে ডাউনলোড করে নেবেন।
- আসল ভিটমেট ডাউনলোড করার জন্য প্রথমে আপনার মোবাইলের গুগল ক্রোমে অথবা যেকোনো একটি ব্রাউজার এ গিয়ে google.com এ যেতে হবে। এরপর VidMate official লিখে সার্চ দিতে হবে।
- সাইটটি ওপেন হলে ক্লিক করুন অফিশিয়াল ডাউনলোড।
- এবার ভিটমেট সফটওয়্যার টি আপনি আপনার মোবাইলের কোন জায়গায় সংরক্ষণ করবেন সেটি নির্বাচন করুন।
- এখন আপনার মোবাইলে ভিটমেট সফটওয়্যার টি ডাউনলোড শুরু হয়েছে। ডাউনলোড সম্পূর্ণ হলে তারপর,,,,,
- অ্যাপ টি অটোমেটিকলি ইন্সটল হয়ে যাবে, অটোমেটিক ইন্সটল না হলে ইন্সটল করে নিন।
ইন্সটল হয়ে গেলে ওপেন এ ক্লিক করুন। - এরপর vidmate.app আপনার ফটো, মিডিয়া এবং ফাইল ব্যবহারের অনুমতি চাবে। সবগুলো পারমিশন দিয়ে দিন।
- তাহলে আপনি পছন্দ অনুযায়ী গান ডাউনলোড করা শুরু করুন।