টিপস

ই-পর্চা, অনলাইনে জমির নকশা দেখা

আপনারা ইতিমধ্যেই ই-পর্চা ওয়েবসাইটের নাম শুনেছেন। আজকে এই অনুচ্ছেদে আলোচনা করব কিভাবে ই পর্চা ওয়েবসাইটের মাধ্যমে জমির নকশা অনলাইনে দেখবেন। আজকে খুব সহজেই কি পর্চা ওয়েবসাইটের মাধ্যমে জমির নকশা বের করার নিয়ম আপনাদের জানিয়ে দেবো। তাই আপনারা যারা অনলাইনে জমির নকশা অনুসন্ধান করে আমার এই অনুচ্ছেদে এসেছেন তাদের সকলকে স্বাগতম। অত্যন্ত সহজ পদ্ধতিতে জমির নকশা জানার জন্য আমার এই অনুচ্ছেদটি আপনাকে সাহায্য করবে।

ই- পর্চা

ই- পর্চা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি বাংলাদেশের সমস্ত জমির তথ্য পেয়ে যাবেন। বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের অধীনেই ই-পর্চা ওয়েবসাইট পরিচালিত হয়। তাই বাংলাদেশের যে কোন জমির দাগ নম্বর খতিয়ান নম্বর হতে শুরু করে সেই জমির নকশা পেয়ে যাবেন এই পর্চা ওয়েবসাইটে। এখানে আপনি ডেমো দেখতে পারবেন প্রয়োজনে ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট হতে। ডাউনলোড করার জন্য আপনাকে প্রয়োজনীয় ফ্রী প্রদান করতে হবে। কিভাবে সহজেই ই পর্চা ওয়েবসাইটের মাধ্যমে জমির নকশা ডাউনলোড করবেন সে সম্পর্কে নিচে বিস্তারিত তুলে ধরেছি।

অনলাইনে জমির নকশা দেখার উপায়

আপনারা সকলে জানেন বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের অধীনে ই পর্চা ওয়েবসাইট ব্যাপকভাবে প্রচলিত আছে। এই ওয়েবসাইটে একটি একাউন্ট তৈরি করে আপনি সহজেই আপনার জমির নকশা বের করতে পারবেন। এর জন্য আপনাকে জমির দাগ নম্বর এবং খতিয়ান নম্বরে প্রয়োজন হবে। আমি নিচে বিস্তারিত তথ্য তুলে ধরেছি যাতে করে আপনি সহজেই জমির খতিয়ান নম্বর ও দাগ নম্বর দিয়ে জমির নকশা বের করতে পারেন।

জমির নকশা বের করুন>>> https://eporcha.gov.bd/map-search-panel

  • ডিজিটাল ভুমিসেবা মেনু থেকে মৌজা ম্যাপ – অনলাইন আবেদন এর সিস্টেম দেখতে পাবেন।
  • এবার একইভাবে আপনি চাইলে ম্যাপ থেক অথবা সরাসরি বিভাগ নির্বাচন করুন।
  • এবার জেলা নির্বাচন করুন।
  • ম্যাপের টাইপ বা ধরণ (আর এস) নির্বাচন করুন।
  • এবার উপজেলা/ সার্কেল নির্বাচন করে আপনার এলাকার মৌজা নির্বাচন করুন।
  • সিট একাধিক থাকলে সেগুলো সিলেক্ট করুন এবং সবশেষে অনুসন্ধান করুন।
  • ফলাফলে আপনার সামনে ম্যাপ চলে আসবে এবং আপনি চাইলে সেটি একই প্রক্রিয়ায় সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *