একুশে পদক ২০২৩, কে কে পাচ্ছেন একুশে পদক ২০২৩?

একুশে পদক ২০২৩ পাচ্ছেন ১৯ বিশিষ্ট নাগরিক ও ২ প্রতিষ্ঠান । ২০২৩ সালে একুশে পদক ঘোষণা করা হয়েছে। আপনি কি জানেন ২০২৩ সালে কে বা কারা পাচ্ছেন একুশে প্রথম। সর্বশেষ তথ্য মতে এ বছর শিক্ষা চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার পদক্ষে ভূষিত হয়েছেন উনিশ একজন বিশিষ্ট নাগরিক এবং দুইটি প্রতিষ্ঠান। আসুন আমরা এই অনুচ্ছেদে ২০২৩ সালে একুশে পদক বিজয়ী ব্যক্তিদের নাম এবং তালিকা দেখে আসি।
একুশে পদক হল বাংলাদেশের সর্বোচ্চ সাংস্কৃতিক পুরস্কার। এটি ২১শে ফেব্রুয়ারি এর দিন বাংলাদেশের ভাষা আন্দোলনের স্মৃতি রক্ষার্থ প্রদান করা হয়। এই পুরস্কারটি বাংলাদেশ সরকার প্রদান করে থাকে।একুশে পদক দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে সাধারণত সাংস্কৃতিক, সাহিত্যিক ও শিক্ষাতথ্য সম্পর্কিত। পুরস্কারটি একজন ব্যক্তি বা সংস্থা পেতে পারেন।একুশে পদক প্রথমবার প্রদান করা হয় ১৯৭৬ সালে। তখন পুরস্কারটি শুরু করা হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে নিকটবর্তী কিছু সালে। একুশে পদক প্রদান করা হয় প্রতি বছর একই দিনে।
কে কে পাচ্ছে একুশে পদক ২০২৩?
আমরা আগে জেনেছি দুইটি প্রতিষ্ঠান এই বছর একুশে পদকে ভূষিত হচ্ছে। একটি হল বিদ্যানন্দ ফাউন্ডেশন অপরটি হল জাতীয় জাদুঘর। এখন আমরা ২০২৩ সালে জাতীয় পুরস্কার প্রাপ্ত 19 জন ব্যক্তির নাম আলোচনা করব। বাংলাদেশ বিশিষ্ট নির্জন ব্যক্তির যারা এ বছর ২০২৩ সালে একুশে পদক্ষে ভূষিত হচ্ছে তাদের তালিকা নিচের ধারণ করা হলো।
একুশে পদক পুরস্কারের জন্য যারা মনোনীত হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা এ. কে. এম. শামসুল হক (মরণোত্তর), অভিনেতা মাসুদ আলী খান ও শিমুল ইউসুফ, সাংবাদিক মো. শাহ আলমগীর (মরণোত্তর), চিত্রশিল্পী কনক চাঁপা চাকমা, আবৃত্তিকার জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ।
ভাষা আন্দোলনে অবদানের জন্য মনোনয়ন পেয়েছেন খালেদা মনযুর-ই-খুদা, বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুল হক (মরণোত্তর) ও হাজী মো. মজিবর রহমান।
শিল্পকলায় (অভিনয়) মাসুদ আলী খান ও শিমুল ইউসুফ, শিল্পকলায় (সংগীত) মনোরঞ্জন ঘোষাল, গাজী আব্দুল হাকিম ও ফজল-এ-খোদা (মরণোত্তর), শিল্পকলায় (আবৃত্তি) জয়ন্ত চট্টোপাধ্যায়, শিল্পকলায় নওয়াজীশ আলী খান, শিল্পকলায় (চিত্রকলা) কনক চাঁপা চাকমা।
মুক্তিযুদ্ধে মমতাজ উদ্দীন (মরণোত্তর), সাংবাদিকতায় মো. শাহ আলমগীর (মরণোত্তর), গবেষণায় ড. মো. আবদুল মজিদ, শিক্ষায় প্রফেসর ড. মযহারুল ইসলাম (মরণোত্তর), সমাজসেবায় মো. সাইদুল হক, রাজনীতিতে অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম (মরণোত্তর) ও আকতার উদ্দিন মিয়া (মরণোত্তর) এবং ভাষা ও সাহিত্যে মনোনয়ন পেয়েছেন ড. মনিরুজ্জামান (মরণোত্তর)।
কোন কোন প্রতিষ্ঠান একুশে পদক পাচ্ছে?
আপনারা সকলে জানেন প্রতিবছর দুইটি করে প্রতিষ্ঠানকে একুশে পদকে ভূষিত করা হয়। এবছর একুশে পদকে ভূষিত হয়েছে শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য জাতীয় জাদুঘর। এবং সব থেকে আকর্ষণ হল এ বছর একুশে পদক্ষে ভূষিত হয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
বিদ্যানন্দ ফাউন্ডেশন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী একটি প্রতিষ্ঠান। আমরা দেখেছিলাম করোনা মহামারীর সময় বিদানন্দ ফাউন্ডেশন ব্যাপকভাবে গরিব-দুঃখী খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে ছিল। এর ধারাবিকতায় এখনো বিদ্যানন্দ ফাউন্ডেশন তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে এবং নিয়মিত তাদের বিনা পয়সা খাদ্য কর্মসূচি চালু রেখেছে। এদিক থেকে বিবেচনা করলে বিদ্যানন্দ ফাউন্ডেশন এবছর একুশে পদকে ভূষিত হওয়ার সবথেকে যোগ্য প্রার্থী।