টিপস

এসএসসি পরীক্ষা নিয়ে স্ট্যাটাস, উক্তি, ক্যাপশন, ফেসবুক পোস্ট

আমরা এই অনুচ্ছেদে এসএসসি পরীক্ষা নিয়ে স্ট্যাটাস, এসএসসি পরীক্ষা নিয়ে উক্তি, এসএসসি পরীক্ষা নিয়ে ক্যাপশন এবং এসএসসি পরীক্ষা নিয়ে ফেসবুক পোস্ট তুলে ধরব। তাই আপনারা যারা এসএসসি পরীক্ষা নিয়ে বিভিন্ন রকম পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদান করতে চাচ্ছেন তাদের জন্য এই অনুচ্ছেদটি। আশা করি আমার এই অনুচ্ছেদটি আপনাদের পছন্দ হবে এবং আপনি আমার এই অনুচ্ছেদ হতে আপনার পছন্দের তথ্যগুলো সংগ্রহ করে নিতে পারবেন। আমার এই অনুচ্ছেদটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমরা আমাদের সার্থকতা খুঁজে পাব। আপনাদের জন্য সর্বঙ্গিন শান্তি কামনা করে আজকের এই অনুষ্ঠানটি এখানে শুরু করছি।

এসএসসি পরীক্ষা, অর্থ হল সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। বাংলাদেশের সকলে নিম্ন মাধ্যমিক পরীক্ষা নামে জেনে থাকে। আমরা এই অনুচ্ছেদে এসএসসি পরীক্ষা দিতে নিয়ে কিছু স্ট্যাটাস তৈরি করে দিয়েছি। এর প্রধান কারণ হলো এসএসসি এমন একটি পরীক্ষা যেটি জীবনের ভিত্তি প্রশ্ন হিসেবে ধরে নেওয়া হয়। এটি প্রথম পাবলিক পরীক্ষা এবং এই পরীক্ষার ফলাফল জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রভাব পড়বে। তাই এই পরীক্ষায় ভালো রেজাল্ট করা একান্ত আবশ্যক। কারণ, এই পরীক্ষায় ভালো রেজাল্টের মাধ্যমে আপনি ভালো জায়গায় যেতে পারবেন। তাই প্রত্যেক শিক্ষার্থীদের উচিত এসএসসি পরীক্ষাকে খুবই গুরুত্বসহকারে নেওয়া এবং খুব মনোযোগ দিয়ে এসএসসি পরীক্ষার সম্পন্ন করে ভালো ফলাফল অর্জন করা।

এসএসসি পরীক্ষা নিয়ে স্ট্যাটাস

সামনে এসএসসি পরীক্ষা। আপনি যদি এসএসসি পরীক্ষা নিয়ে কিছু স্ট্যাটাস অনুসন্ধান করে আমার এই অনুচ্ছেদে এসে থাকেন তাহলে আমার এই অনুষদে আপনাকে স্বাগতম। আমরা আপনাদের জন্য আজকের এই এসএসসি পরীক্ষা নিয়ে কিছু স্ট্যাটাস তৈরি করে দিয়েছি।

 পরীক্ষার শেষ ৫ মিনিটে সকলের কাছেই এক অন্যরকম শক্তি চলে আসে।
( সংগৃহীত) 

> পরীক্ষা আসলেই অনেক ভালো, এর মাধ্যমে আমি বুঝতে পারি যে আমি ফোন ছাড়াও ৩ ঘণ্টা কাটাতে পারি।
( পিন্টারেস্ট জিয়া) 

> পরীক্ষায় ব্যর্থ হয়েছো বলে এটা ভেবো না যে সব শেষ, এর মানে শুধু এই যে তোমার সফলতার সময়টা একটু পিছিয়ে দেয়া হয়েছে।
(সংগৃহীত) 

> একটা পরীক্ষা কখনোই তোমাকে তুমি কেমন মানুষ সেটা বিচার করতে পারে না কিংবা তোমার ভবিষ্যত বাণী করে দিতে পারে না।
( লাউরা হেনরি) 

>  আমি পরীক্ষায় কিছু বিষয়ে ফেল করি, কিন্তু আমার কিছু সহপাঠী তা পাস করে যায়। আর এখন তারা মাইক্রোসফট এর ইঞ্জিনিয়ার এবং আমি তার মালিক।
( বিল গেটস) 

>  প্রত্যেক পরীক্ষাই জীবনে আরো কিছুটা সুন্দর বা তিক্ততার রূপ দেয়। আর এটা পুরোপুরি আপনার উপর।
( লরেনজো ডোজিয়ার)

এসএসসি পরীক্ষা নিয়ে উক্তি

কথায় আছে ছাত্র জীবন সুখের জীবন যদি না হতো পরীক্ষা। ছাত্র জীবনে পরীক্ষা সব থেকে বড় শত্রু। এসএসসি পরীক্ষা প্রত্যেক ছাত্র-ছাত্রীর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যক। এই পরীক্ষায় ভালো ফলাফল করলে জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে আপনি ভালো জায়গায় যেতে পারবেন। আমরা আপনাদের জন্য আজকের এই অনুষ্ঠানে এসএসসি পরীক্ষা নিয়ে কিছু বিখ্যাত উক্তি শেয়ার করেছি।

  1. প্রত্যেক পরীক্ষাই জীবনে আরো কিছুটা সুন্দর বা তিক্ততার রূপ দেয়। আর এটা পুরোপুরি আপনার উপর।
    ——————————-লরেনজো ডোজিয়ার
  2. একটা পরীক্ষা কখনোই তোমাকে তুমি কেমন মানুষ সেটা বিচার করতে পারে না কিংবা তোমার ভবিষ্যত বাণী করে দিতে পারে না।
    ——————————- লাউরা হেনরি
  3. আমরা ভাবি যে পরীক্ষায় ভালো মার্ক অর্জন করা গুরুত্বপূর্ণ, তবে এটা কি মনে রাখি যে পরীক্ষায় শুধুই পাঠ্যবইকে কেন্দ্র করে যাচাই করা হয় ?
    ——————————-বার্নাবি লেনন
  4. মাঝেমধ্যে আমরা পরীক্ষা শেষ করি, আর মাঝে মাঝে পরীক্ষা আমাদের শেষ করে ফেলে।
    ——————————-আনান্দি ভেনকাতারামান
  5. একজন জজ হলেন আইনের ছাত্র যিনি কিনা নিজের পরীক্ষা নিজেই নেন।
    ——————————-এইচ এল মেনকেন
  6. পরীক্ষার নম্বর সব সময়ই আপনার বুদ্ধিমতার সমান হয় না।
    ——————————- সংগৃহীত
  7. তুমি আগে নিজেকে বিশ্বাস কর। এটা জেনে রাখো যে তোমার মধ্যে এমন কিছু আছে যা যেকোনো পরীক্ষার থেকেই উচ্চতর।
    ——————————-ক্রিশ্চিয়ান ডি লারসন
  8. পরীক্ষা হলো দুঃস্বপ্নের মতো, কিন্তু যখন তুমি এর জন্য পরিশ্রম করবে তার ফলাফলটা তোমার সামনে রূপকথার মতোই মনে হবে।
    ——————————- খাংগাল হুয়েরিট
  9. জীবন হলো সবচেয়ে বড় পরীক্ষা। এখানে যারাই অন্যদের অনুকরণ করার চেষ্টা করে তারাই ব্যর্থ হয়, কেননা তারা এটা ভুলে যায় যে প্রত্যেকের প্রশ্নপত্র ভিন্ন।
    ——————————- সংগৃহীত
  10. যদি তুমি কোনো মানুষের ক্ষমতা পরীক্ষা করতে চাও, তবে তাকে ক্ষমতা দাও।
    ——————————- আব্রাহাম লিংকন
  11. আমি পরীক্ষা নিয়ে মোটেও চিন্তিত নই, কেননা পরীক্ষার কয়েকটা খাতার পৃষ্ঠা আমার ভবিষ্যত নির্ধারণ করতে পারে না।
    ——————————- টমাস আলভা এডিসন

এসএসসি পরীক্ষা নিয়ে ক্যাপশন

আপনার ছোট ভাই বোন কিংবা আপনি নিজেই যদি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন তাহলে আমার এই অনুচ্ছেদ হতেই এসএসসি পরীক্ষা নিয়ে কিছু ক্যাপশন সংগ্রহ করে নিতে পারেন। আশা করি আমার এই অনুচ্ছেদে এসএসসি পরীক্ষা নিয়ে ক্যাপশন গুলো আপনাদের ভালো লাগবে।

১. মাঝেমধ্যে আমরা পরীক্ষা শেষ করি, আর মাঝে মাঝে পরীক্ষা আমাদের শেষ করে ফেলে।
— আনান্দি ভেনকাতারামান

২. একজন জজ হলেন আইনের ছাত্র যিনি কিনা নিজের পরীক্ষা নিজেই নেন।
— এইচ এল মেনকেন

৩. পরীক্ষার নম্বর সব সময়ই আপনার বুদ্ধিমতার সমান হয় না।
— সংগৃহীত

৪. তুমি আগে নিজেকে বিশ্বাস কর। এটা জেনে রাখো যে তোমার মধ্যে এমন কিছু আছে যা যেকোনো পরীক্ষার থেকেই উচ্চতর।
— ক্রিশ্চিয়ান ডি লারসন

৫. পরীক্ষার শেষ ৫ মিনিটে সকলের কাছেই এক অন্যরকম শক্তি চলে আসে।
— সংগৃহীত

৬. পরীক্ষা আসলেই অনেক ভালো, এর মাধ্যমে আমি বুঝতে পারি যে আমি ফোন ছাড়াও ৩ ঘণ্টা কাটাতে পারি।
— পিন্টারেস্ট জিয়া

এসএসসি পরীক্ষা নিয়ে ফেসবুক পোস্ট

আর অল্প কিছুদিনের মধ্যে শুরু হবে নিম্ন মাধ্যমিক পরীক্ষা বা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা সংক্ষেপে যাকে এসএসসি বলে। আমরা এই অনুচ্ছেদে এসএসসি পরীক্ষা নিয়ে কিছু ফেসবুক পোস্ট তুলে ধরেছি। আপনি যদি এসএসসি পরীক্ষা নিয়ে ফেসবুক পোস্ট করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার এই অনুসারটি আপনাকে সাহায্য করতে পারে। আমরা এই অনুচ্ছেদে অনেকগুলো ফেসবুক পোস্ট শেয়ার করেছি আপনার পছন্দ ফেসবুক পোস্টে এখান থেকে সংগ্রহ করতে পারেন।

১। “পড়িতে বসিবো এই কথাটি বলিয়া লাভ নাই বার বার,

একবার বসিলে উঠিয়া যাই শতবার।”

২। পরীক্ষায় ব্যর্থ হয়েছো বলে এটা ভেবো না যে সব শেষ, এর মানে শুধু এই যে তোমার সফলতার সময়টা একটু পিছিয়ে দেয়া হয়েছে।
— সংগৃহীত

৩। “পরিক্ষার জন্য পরে থাকা দিন এবং চাপ একে অপরের ব্যস্তানুপাতিক, এবং যেখানে কাল থেকে পড়ব ধ্রুবক।”৪। “প্রোফাইল এর মালিক পরীক্ষার টেনশনে।”

৫। “বন্ধুরা পরীক্ষার টেনশনে আছি।”

6। “পরীক্ষার ভয়, আর নয় আর নয়।”

৭। “কোপায়ে পরীক্ষা দিমু।”

৮। “বিরক্ত করবেন না। সামনে পরীিক্ষা।”

৯। “দেখ ভাই টেনশন করিস না, ভাল করে এক্সাম দে, পাশে আছি।”

পরীক্ষা।
           – খালিদ বিন সিদ্দীক

পরীক্ষা মানে পরখ করা
পরীর অক্ষি নয়,
“পরীক্ষা” শব্দ শুনলে মনে
লাগে অতি ভয়।

এই পরীক্ষা, সেই পরীক্ষা
পরীক্ষার নেই শেষ,
পরীক্ষা হঠাৎ পিছিয়ে গেলে
আনন্দ হয় বেশ।

সেই পরীক্ষা আসে আবার
দু’দিন বাদেই ফিরে,
আনন্দ সব ম্লান হয়ে যায়
হতাশা যায় বেড়ে।

শিক্ষার্থীরা আজ হয়েছে
চিকিৎসকের রোগী,
টেস্ট আর পরীক্ষা নিয়ে
চরম ভুক্তভোগী।

কলেজ কিংবা ভার্সিটি সব
ডায়গনস্টিক সেন্টার,
রক্ত-মূত্র-পরীক্ষা-নিরীক্ষা
ছিড়ে ফেলছে তার।

এ সব গন্ডি পেরিয়ে আবার
চাক্রী-পরীক্ষায় বসা,
যেই পরীক্ষার নেই সিলেবাস
নাই প্রকাশের ভাষা।

একটা চাক্রী পাবার জন্য
শত পরীক্ষা দেয়া,
একটুখানি সুখের আশায়
কতো ঝুকি নেয়া!

শেষ করলো জীবন-যৌবন
চাকর হওয়ার নেশা,
এর চেয়ে ভাই ভালই ছিল
চাষাবাদের পেশা।

ভালোই ছিল রিক্সা-ভ্যান
ভালোই ছিলো অটো,
উচ্চশিক্ষা শেষ করে কেনো
চাকর হয়ে খাটো?

ভাবছি এসব নির্জনে বসে
ভাবছি বসে একা,
ভাবছি মোরা কতো নির্বোধ
আমরা কতো বোকা।।

মহা আতঙ্কের পরীক্ষা
                – সুবর্ণা ভট্টাচার্য্য
পরীক্ষা ওরে পরীক্ষা!
বছরখানিক কেটে যেতে,
হাজির তোমার বেলা।

রুটিন দিল,
পড়ল মাথায় বাজ।
মনের তাড়া দিচ্ছে সাড়া,
পড়ছি যে তাই সাঁঝের বেলা।

সারাদিন শুধু পড়া আর পড়া,
পড়া তো নয় যেন যুদ্ধে লড়া।
আসবে এটা,আসবে ওটা;
অফুরন্ত বইয়ের পড়া।
মানে-মানে কেটে গেলেই প্রাণে সবার বাঁচা।

পরীক্ষা তুমি জীবনের বড়ো খেলা,
আতঙ্কে! ভুলেছি তাই সব নাওয়াখাওয়া।
সকাল-বিকাল ভাবনা এখন,
এত পড়া পড়ব কখন?
সারাবছর দিয়েছি ফাঁকি তাইতো সর্বনাশ!

কেউ পড়ে সরবে,কেউ পড়ে নীরবে,
পড়ছে কেউ হেলেদুলে,
কেউবা আবার নির্ঘুম রাত জেগে,
আমিও পড়ি নড়েচড়ে।

পরীক্ষার পূর্বের রাতে;
সভা হয় রুমে রুমে…
জনে জনে…
বাজলে দু’ঘন্টা ‘একাডেমিক ভবনে’;
দেখা হবে বারান্দায়,
কথা হবে হাতের ইশারায়,
কে কার ভরসায়, ঢুকবে হলে প্রত্যাশায়,
কার সিট সামনে, কার সিট পিছনে
আগে পিছে মারবে কে কখন উকি!
কী যে হবে ভেবে মরে, ভয়ে ভয়ে বাড়ে ঝুঁকি।

ওরে যদু,ওরে মধু,
তোরা আমার আশা
তা-ই রাখি মনে এত ভরসা!
পাশ করলে খাবি আর খাবি;
চিকেন-মার্টন-রুটি
মন ভরে,পেট পুরে
এটা বলে রাখি।

খোলা জানালায় আঙুলের ইশারায়;
তুলে তর্জনি বলবি কেউ,
১ এর ক, মধ্যমাতে খ,
অনামিকাতে গ, ও কনিষ্ঠাতে ঘ…,
এইভাবে উত্তর ছুড়াছুড়ি করবে জনে জনে…
কথা বলব ফিসফিসিয়ে,
লিখব খাতায় হনহনিয়ে…!
পরীক্ষা নিয়ে শত কল্পনা,
রুমে বসে করি কত পরিকল্পনা।

পাশ করা চাই এই ভাবনা এখন মাথায়,
সোজা-কঠিন প্রশ্ন নিয়ে থাকি দুশ্চিন্তায়।
যেতে যেতে পথে তাই বইটি পড়া চাই।

এই পরীক্ষা,সেই পরীক্ষা; পরীক্ষার নাই শেষ।
পরীক্ষা হঠাৎ পিছিয়ে গেলে আনন্দ হয় বেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *