কলকাতার সেরা ছবির তালিকা

বাংলা চলচ্চিত্র জগতকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে কলকাতার টালিগঞ্জের বিভিন্ন ছবি। অর্থাৎ কলকাতায় শুধুমাত্র বাংলা ছবি নির্মাণ করা হয়। প্রতিবছর কলকাতায় ব্যাপক জনপ্রিয় কিছু বাংলা মৌলিক সিনেমার পাশাপাশি দক্ষিণী সিনেমা রিমিক করে বেশ কিছু সিনেমা তৈরি করা হয়ে থাকে । বাংলা অস্কারজয়ী প্রথম সিনেমা পথের পাঁচালী সত্যজিৎ রায়ের এই ছবিটি নির্মাণ হয়েছিল কলকাতায়। নিঃসন্দেহে বলা যেতে পারে কলকাতার এযাবৎকালে সর্বকালের শ্রেষ্ঠ সিনেমা এটি। এছাড়াও কলকাতায় বেশ কিছু জনপ্রিয় বাংলা সিনেমা তৈরি হয় প্রতিবছর ।
মহানায়ক উত্তম কুমার এবং সুচিত্রা সেনের অভিনীত বেশ কিছু ছবি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ছবি হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্যতা রাখে। যেমন জীবন থেকে নেওয়া, দেনা পাওনা ইত্যাদ। আসুন আজকের এই অনুচ্ছেদে আমরা কলকাতার সেরা কিছু ছবির নাম দেখে আসি।
কলকাতার সর্বকালের সেরা ছবি
এযাবৎকালে কলকাতার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ছবিগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। ২০২৩ সাল পর্যন্ত কলকাতার সর্ব কালের সর্বশ্রেষ্ঠ দশটি ছবির তালিকা আমরা প্রকাশ করেছি। আমার এই অনুচ্ছেদ হতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ দশটি ছবির তালিকা দেখে নিতে পারেন।
- ‘ক্যালকাটা’ (১৯৪৬)
- ‘দো বিঘা জমিন’ (১৯৫৩)
- ‘মহানগর’ (১৯৬৩)
- ‘ক্যালকাটা’ (১৯৬৩)
- পথের পাঁচালী
- ‘প্রতিদ্বন্দ্বী’ (১৯৭০)
- ‘ইন্টারভিউ’ (১৯৭১)
- ‘৩৬ চৌরঙ্গী লেন’ (১৯৮১)
- ‘কাহানি’ (২০১২)
- ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী!’ (২০১৫)
- ‘আমি ও মনোহর’ (২০১৮)
কলকাতার সেরা ছবি ২০২৩
আসুন এখন আমরা দেখে নেই ২০২৩ সালে সমগ্র ইন্ডিয়াতে কোন ছবিগুলো টপ টেনের মধ্যে জায়গা করে নিল। সম্প্রতি হিন্দি ছবি কাশ্মীর ফাইলস মুক্তি পাওয়ার পর টপ টেনের মধ্যে জায়গা করে নেয়। এছাড়াও ২০২৩ সালে কোন কোন ছবি সমগ্র ভারতের মধ্যে টপ টেনে জায়গা করে নিল তার তালিকা দেখে নেয়া যাক।
- ১) রকেট্রি : দ্য নাম্বি ইফেক্ট
- ২) ৭৭৭ চার্লি
- ৩) খুদা হাফিজ চ্যাপ্টার ২ অগ্নিপরীক্ষা
- ৪) কাদাইসি বিভাসাই
- ৫) বিক্রম
- ৬) কেজিএফ চ্যাপ্টার ২
- ৭) এক লাভ ইয়া
- ৮) ওল্ড মঙ্ক
- ৯) অত্রু
- ১০) মেজর
এ দশকের সেরা ১২ টি ছবি
গত ১০ বছরে কলকাতার সর্বশ্রেষ্ঠ দশটি তালিকা প্রকাশ করেছে সৃজিত মুখার্জি। কিন্তু সাম্প্রতিক সময়ে সবচেয়ে জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির কোন ছবি এই তালিকার স্থান পায়নি। অনেকেই সৃজিত মুখার্জির এই মহানুভবতা কিছুটা অবাক হয়েছিলেন। কারণ গত ১০ বছরের সৃজিত মুখার্জির বেশ কিছু ছবি দর্শক সমালোচকের প্রশংসা করিয়েছিল। আসুন গত দশ বছরের সৃজিত মুখার্জির করা কিছু ছবির তালিকা দেখে আসি।
- ১) ভূতের ভবিষ্যত- অনীক দত্ত
- ২) বাকিটা ব্যক্তিগত- প্রদীপ্ত ভট্টাচার্য
- ৩) ফড়িং- ইন্দ্রনীল রায়চৌধুরী
- ৪) সিনেমাওয়ালা- কৌশিক গঙ্গোপাধ্যায়
- ৫) পেণ্ডুলাম- সৌকর্য্য ঘোষাল
- ৬) মেঘে ঢাকা তারা- কমলেশ্বর মুখোপাধ্যায়
- ৭) পিউপা- ইন্দ্রাশিস আচার্য
- ৮) জোনাকি- আদিত্য বিক্রম সেনগুপ্ত
- ৯) নগরকীর্তন- কৌশিক গঙ্গোপাধ্যায়
- ১০) মাছের ঝোল- প্রীতম ডি গুপ্ত
- ১১) সহজ পাঠের গপ্পো- মানস মুকুল পাল
- ১২) বেলা শেষে – নন্দিতা রায়
সম্মানিত পাঠক, আমরা এতক্ষণ কলকাতার ছবির ইতিহাসে সবথেকে বিখ্যাত কিছু ছবির নাম তুলে ধরেছি। আশা করি আমাদের এই অনুচ্ছেটি আপনাদের অনেক সাহায্য করবে। আমাদের অনুচ্ছেদটি পরে আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ওয়েবসাইটের অন্যান্য পোস্ট গুলো ভিজিট করে আসতে পারেন ধন্যবাদ।