ভ্রমণ

কুয়াকাটা হোটেল ভাড়া [কুয়াকাটা সমুদ্র সৈকত হোটেল ভাড়া]

আপনি কি কুয়াকাটা যাওয়ার কথা ভাবছেন? আজকে এই অনুচ্ছেটি কুয়াকাটা ভ্রমণ ে আপনাকে সাহায্য করবে। আমরা এই অনুচ্ছেদে কুয়াকাটার হোটেল ভাড়া সম্পর্কে আলোচনা করব। এছাড়াও কুয়াকাটা কি কি হোটেল পাওয়া যায় সে সম্পর্কে আপনাদের জানানোর জন্য এই অনুচ্ছেটি তৈরি করছি।

কুয়াকাটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের পটুয়াখালী জেলায় অবস্থিত। কুয়াকাটা এমন একটি জায়গা যেখানে দাঁড়িয়ে এক সূর্যাস্ত এবং সূর্য উদয়ের দৃশ্য দেখা যায়। এই জায়গায় দাঁড়িয়ে আপনি দেখতে পারবেন সূর্য কিভাবে সমুদ্রের নিজ থেকে উপরে ভেসে আসতেছে। আবার একই জায়গায় দাঁড়িয়ে দেখতে পারবেন কিভাবে সমুদ্রের নিচে সূর্য অস্ত যাচ্ছে। সূর্যাস্তের সময় লাল রক্তিম আকাশের সাথে লাল রক্তিম সূর্য আপনার মনকে আবেশিত করবে। আপনি হারিয়ে যাবেন সম্পূর্ণ কল্পনারাজ্যে। তাই জীবনে একবার হলেও কুয়াকাটা দেখার ইচ্ছা সকলের মাঝে আছে।

কুয়াকাটা হোটেলের তালিকা

কুয়াকাটা দেখতে প্রতিবছর হাজার হাজার পর্যটক ভিড় করে। কুয়াকাটার সমুদ্র সৈকত কর্তৃপক্ষ এবং কুয়াকাটা স্থানীয় ভাবে বেশ কিছু হোটেল মোটেল এবং রেস্তোরাঁ গড়ে উঠেছে। প্রতিবছর পর্যটক এর কথা চিন্তা করে হোটেল এবং মোটেল টেলের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা আপনাদের সুবিধার্থে এই অনুচ্ছেদে কুয়াকাটার কিছু বিখ্যাত হোটেলে তালিকা এবং যোগাযোগ নম্বর এই অনুচ্ছেদে সংযুক্ত করেছি।

১. হলিডে হোমস (পর্যটন করপোরেশন), কুয়াকাট

ফোন : ০১৭১৫-০০১১৪৮৩
ভাড়াঃ নন এসি টুইন : ১১০০ টাকা ও ইকোনমি : ৮০০ টাকা

Related Articles

২. ইয়োথ ইন (পর্যটন করপোরেশন), কুয়াকাটা

ফোন : ০৪৪২৮-৫৬২০৭
ভাড়াঃ নন এসি টুইন : ১৫০০ টাকা ও এসি টুইন : ২৫০০ টাকা

৩. হোটেল স্কাই প্যালেস, পর্যটন এরিয়া, কুয়াকাটা

ফোনঃ ০১৭২৭-৫০৭৪৭৯, ০১৭২৭-০৩০২৪৮, ০১৭১৬-৭৪৯০২৭
ভাড়াঃ নন এসি কাপল : ১২০০ টাকা  ও নন এসি টুইন : ১৪০০ টাকা

৪. হোটেল নীলাঞ্জনা, রাখাইন মার্কেট, কুয়াকাটা

ফোনঃ ০১৭১২-৯২৭৯০৪
ভাড়াঃ নন এসি সিঙ্গেল : ৮৫০ টাকা, নন এসি টুইন : ১৪৫০ টাকা

৫. বিশ্বাস সি প্যালেস হোটেল, বেড়ি বাধ, কুয়াকাটা

ফোনঃ ০১৭৩-০০৯৩৩৫৬
ভাড়াঃ নন এসি টুইন : ১৮০০ টাকা, ৩ বেডেড রুম : ২০০০ টাকা

৬. সাগর কন্যা রিসোর্ট লিমিটেড, পশ্চিম কুয়াকাটা, কুয়াকাটা

ফোনঃ ০১৭১১-১৮১৭৯৮
ভাড়াঃ নন এসি কাপল : ১২০০ টাকা (নীচতলা), ১৫০০টাকা (উপরের তলা) , নন এস টুইন : ১৮০০ টাকা

৭. হোটেল কুয়াকাটা ইন, সদর রোড, কুয়াকাটা

ফোনঃ ০১৭৫-০০০৮১৭৭
ভাড়াঃ ইকোনমি টুইন/কাপল : ১৫০০ টাকা , ইকোনমি ফ্যামিলি রুম : ১৮৫০ টাকা (১ ডাবল, ১ সিঙ্গেল)

৮. কিংস হোটেল, সাগর পাড়, কুয়াকাটা

ফোনঃ ০১৭১৩-২৭৭৬৩০
ভাড়াঃ ইকোনমি ডাবল : ৬০০ টাকা, নন এসি ডিলাক্স : ৮০০ টাকা

৯. হোটেল বনানী প‌্যালেস, পর্যটন এরিয়া, কুয়াকাটা

ফোনঃ ০১৭১-৩৬৭৪১৯২, ০১৯১১-৬৭২১৩৫, ০১৭১২-৮৪৯৩৭৩
ভাড়াঃ নন এসি টুইন/কাপল : ১২৫০ টাকা (নীচতলা), ১৬৫০ টাকা (উপরের তলা), ডরমেটরী : ৪০০০ টাকা (৮ বেড)

কুয়াকাটা হোটেল ভাড়া

কুয়াকাটা সকল শ্রেণীর এবং সকল ধরনের হোটেল মোটেল সরবরাহ আছে। এছাড়াও কুয়াকাটা দুটি ডাক বাংলো এবং সাগর কন্যা পর্যটন হলিডে হোমস রয়েছে। এছাড়াও জেলা পরিষদের দুটি রাখাইন কালচার একাডেমির রেস্ট হাউস রয়েছে এর সকল জায়গায় আপনি অনায়াসে বিলাসবহুল ভাবে রাত্রি যাপন করতে পারবেন। স্থানীয় এবং ব্যক্তিগত পর্যায়ে আরো শতাধিক হোটেল রয়েছে কুয়াকাটা। আপনি চাইলে যে কোন মানের হোটেলে রাত্রে যাপন করতে পারবেন। ভিআইপিভাবে রাত্রি যাপন করার জন্য কুয়াকাটা সকল ধরনের সুযোগ-সুবিধা সমিত হোটেল পাওয়া যায়।

কুয়াকাটায় সাধারণত নরমালি থাকার জন্য এক হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে হোটেল পাওয়া যায়। অপরদিকে কুয়াকাটা বিলাসবহুল ভাবে থাকার জন্য 10 হাজার থেকে ৪০ হাজার টাকার রুম পাওয়া যায়। কুয়াকাটা সুইমিংপুল সম্মিলিত এবং সাগর কন্যার ভিউ সম্মিলিত রূপগুলোতে সাধারণত ২৫ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে পাওয়া যায়। আমি এই অনুচ্ছেদে কুয়াকাটার কিছু গুরুত্বপূর্ণ হোটেলের তালিকা তুলে ধরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *