টিপস

কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে

কৃষি বন্ধু প্রকল্প, সম্মানিত কৃষক বন্ধুরা আজকের এই নিবন্ধে আমরা কৃষি বন্ধু প্রকল্প নিয়ে আলোচনা করতে যাচ্ছি, কৃষি বন্ধু প্রকল্পের কত টাকা পাবেন, কৃষি বন্ধু প্রকল্পের টাকা কিভাবে দেওয়া হয়। কৃষি বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন ইত্যাদি সকল বিষয় এই অনুচ্ছেদ আলোচনা করা হবে। আপনি যদি কৃষি বন্ধু প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই অনুচ্ছেদ আপনাকে স্বাগতম। ভারতের পশ্চিমবঙ্গের সরকারের ঘোষণা অনুযায়ী কৃষি বন্ধু প্রকল্প এর আওতাভুক্ত যে কোন কৃষক বাৎসরিক ২ কিস্তিতে কৃষি বন্ধু টাকা পেয়ে থাকে। তাই কৃষি বন্ধু প্রকল্পের বিষয় আজকের এই অনুচ্ছেদে আলোচনা করা হচ্ছে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ২০১৯ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু হয়। এর আওতায় কৃষকের অর্ধেক উন্নয়নের লক্ষ্যে সরকার বাৎসরিক একটি অনুদান কিছু নথিভুক্ত কৃষকের মধ্যে বিতরণ করার চেষ্টা করে থাকে। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে আপনি কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত হয়ে বাৎসরিক অনুদান পেতে পারেন। কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত হয়ে বাৎসরিক কি কি পরিমাণ টাকা পেতে পারেন সেই বিষয়ে এবং কবে কবে পাবেন ইত্যাদি নানান বিষয়ে এই অনুচ্ছেদে তুলে ধরা হবে।

কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা পাবেন?

কৃষকের উন্নতি প্রকল্পে কৃষক বন্ধু প্রকল্প ভারতের রাজ্য সরকার কর্তৃক ঘোষণা দেওয়া হয়েছে। ২০১৯ সালের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী কৃষকের আর্থিক উন্নতির জন্য এই অনুদান চালু হয়। আপনার আবাদি জমির উপর ভিত্তি করে কৃষক বন্ধুর প্রকল্প টাকা দিয়ে থাকে। বাৎসরিক দুই কিস্তিতে কৃষক বন্ধু প্রকল্প টাকা উত্তোলন করা যায় আমি এই অনুচ্ছেদে কি পরিমাণ টাকা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় একজন কৃষক পাবে সে বিষয়ে পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরেছে।

১) যাদের নিজেদের জমির পরিমান ০.০১ একর থেকে ০.৪০ একর পর্যন্ত, তারা এই প্রকল্পে বছরে মোট ৪,০০০ টাকা করে পাবেন অর্থাৎ বছরে দুটো কিস্তি রবি ও খারিফ মরশুমে ২,০০০ টাকা করে পাবেন।

Related Articles

(২) যাদের জমির পরিমান ১ একর কিংবা তার বেশি তারা প্রতি বছরে মোট ১০,০০০ টাকা করে পাবেন অর্থাৎ বছরে দুটো কিস্তিতে রবি ও খারিফ মরশুমে ৫,০০০ টাকা করে পাবেন।

(৩) এবার যাদের জমি ০.৪০ থেকে ১ একরের মধ্যে তারা নিম্নলিখিতভাবে নিজের প্রাপ্ত অর্থের পরিমান নির্ধারণ করবেন।

মনে রাখবেন, ১ একর = ১০০ ডেসিমেল
প্রতি ডেসিমেল হিসেবে ১০০ টাকা করে দেওয়া হয়।

ধরি, আপনার জমি রয়েছে ০.৮২ একর।

ডেসিমেলে আপনার জমির পরিমান হবে ০.৮২×১০০= ৮২ ডেসিমেল

তাহলে আপনি টাকা পাবেন ৮২×১০০= ৮২০০ টাকা

অর্থাৎ সূত্রটি হবে
বছরের প্রাপ্ত মোট টাকার পরিমান = (Y × ১০০) × ১০০ ; যেখানে Y হলো একরে আপনার জমির পরিমান।

এই টাকাকে ২ দিয়ে ভাগ করলে বছরের দুটো কিস্তি রবি ও খারিফ মরশুমে আপনি কত টাকা করে পাবেন তা বেরোবে।

মনে রাখবেন শুধুমাত্র ০.৪০ একর থেকে ১ একরের মধ্যে জমি থাকলেই উপরোক্ত সূত্রটি প্রয়োগ করে নিজের প্রাপ্ত টাকার পরিমান নির্ণয় করতে পারবেন। যদি আপনার ১ একরের বেশি জমি থাকে তাহলে বছরে মোট ১০,০০০ টাকা ও যদি আপনার ০.৪০ একরের কম জমি থাকে তাহলে আপনাকে বছরে মোট ৪,০০০ টাকা দেওয়া হবে।

আপনার জমির পরিমান কতো তা চেক করবেন কীভাবে?
(১) প্রথমে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট https://krishakbandhu.net/ তে যান এবং ‘নথিভুক্ত কৃষকের তথ্য’ এই অপশনে ক্লিক করুন।

(২) Enter Voter Card বক্সে আপনার ভোটার কার্ড নম্বরটি লিখবেন এবং I’m not a robot লেখাটির বক্সে টিক দিয়ে Search এ ক্লিক করবেন।

(৩) তাহলে আপনি কৃষক বন্ধু প্রকল্পে নিজের স্ট্যাটাস দেখতে পাবেন।

(৪) এবারে একসারির বক্সটিতে Status এর আগের ঘরে Total Land (In Acre) যে সংখ্যাটি লেখা রয়েছে সেটিই আপনার জমির পরিমান (একরে )।

আপনার জমির পরিমান কতো তা চেক করবেন কীভাবে?  প্রথমে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট https://krishakbandhu.net/ তে যান এবং ‘নথিভুক্ত কৃষকের তথ্য’ এই অপশনে ক্লিক করুন।

কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন?

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি ঘোষণা অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রতি বছর তুই কিস্তিতে প্রদান করা হয়ে থাকে। প্রথম কিস্তি জানুয়ারি মাসের শুরুতে এবং দ্বিতীয় জুন জুলাইয়ে কৃষকের ব্যাংক একাউন্টে আসতে শুরু করে। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় টাকা পাওয়ার জন্য আপনাকে কৃষক বন্ধু প্রকল্পে এপ্রোভ হতে হবে। আপনি যদি কিছু বন্ধু প্রকল্পে আপলোড না হয়ে থাকেন তাহলে এই প্রকল্পের টাকা নাও পেতে পারেন। আপনি কি সব বন্ধু প্রকল্পের আওতাভুক্ত আছেন কিনা সেই স্ট্যাটাস চেক করার জন্য নিচে একটি লিঙ্ক প্রদান করলাম। উক্ত লিংকে গিয়ে খুব সহজে কৃষক বন্ধু প্রকল্পে আওতাভুক্ত আছেন কিনা সে বিষয়ে ধারণা পেতে পারেন।

27 শে জুন ২০২৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু করেছেন।

সম্মানিত পাঠক আমরা এই অনুচ্ছেদে কৃষক বন্ধু প্রকল্পের কত টাকা পাবেন এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন ইত্যাদি বিষয়ে আলোচনা করেছি। আমরা এই অনুচ্ছেদে কৃষক বন্ধু প্রকল্পের আরো নানান বিষয় নিয়ে আলোচনা করব। আপনি চাইলে আমার এই ওয়েবসাইটের অন্যান্য পোস্ট গুলো ভিজিট করে আসতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *