টিপস

ক্ষমা চাওয়ার এসএমএস, স্ট্যাটাস, মেসেজ ও ক্ষমা চাওয়ার পদ্ধতি

ক্ষমা একটি মহৎ গুণ তথাপি অন্যের কাছে ক্ষমা চাওয়াটাও একটা মহৎ গুণ। ক্ষমা চেয়ে কারো কাছে ছোট হাতে হয় এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই অনুচ্ছেদে আমরা ক্ষমা নিয়ে বা ক্ষমা চেয়ে কিছু মেসেজ, এসএমএস, উক্তি, এবং ক্ষমা চেয়ে স্ট্যাটাস ও ক্ষমা চাওয়ার পদ্ধতি আলোচনা করব। তাই আপনারা যারা এই অনুচ্ছেদে ক্ষমা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্য এই অনুচ্ছেদ এসেছেন তাদেরকে এই অনুচ্ছেদে স্বাগতম। আমার এই অনুষ্ঠানটি ভালোভাবে পড়লে আপনি সহজে বুঝতে পারবেন কিভাবে আপনি কারো কাছে ক্ষমা চেয়ে কোন মেসেজ ,এসএমএস, স্ট্যাটাস, পাঠাবেন । তাহলে চলুন মূল পোস্টে চলে যাওয়া যাক।

মূল পোস্ট আলোচনা করার পূর্বে ক্ষমা সংক্রান্ত কিছু তথ্য জেনে আসি। ক্ষমা শব্দটি হল সংস্কৃত শব্দ যা ধৈর্যের কিছু। বৈদিক সাহিত্য এবং হিন্দু ধর্মের মহাকাব্য ক্ষমা এবং এর একই করনের উপর ভিত্তি করে ক্ষমা ধারণা বর্ণনা করা হয়েছে। ক্ষমা শব্দটি প্রায়ই সংস্কৃত গ্রন্থের কৃপা ও দয়া ও করুণা এর সাথে মিল পাওয়া যায়। এছাড়া ধর্মানুসারে ছয়টি মহাগুনের মধ্যে ক্ষমা একটি গুণ। তাই কেউ আপনার কাছে কোন অপরাধ করলে সে যদি ক্ষমা চায় তাকে ক্ষমা দেওয়া যেমন মহৎ গুণ অপরপক্ষে অন্যের কাছে ক্ষমা চেয়ে নেওয়াটাই একটি মহৎ গুণের অন্তর্ভুক্ত।

ক্ষমা চাওয়ার মেসেজ

আপনি যদি নিজের অজান্তে কিংবা জেনে শুনে কোন অপরাধ করে থাকেন কারো কাছে তাহলে, সেই অপরাধের জন্য তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া যেতে পারে। এতে করে আপনি তার কাছে ছোট হবেন এমনটি ভাবা মোটেই উচিত নয়। তার কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মিচুয়াল করে নিলে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। তাই আমরা ক্ষমা চাওয়ার কিছু মেসেজ আপনাদের জন্য আমি তৈরি করেছি।

মানুষ একে অপরকে ক্ষমা করতে পারে বলেই, পৃথিবীতে মনুষ্য জাতি সর্বগ্রহণযোগ্য। এখানেই মানুষ এবং পশু পাখির মধ্যে পার্থক্য।

Related Articles

 যে ক্ষমা করতে জানে না তার হৃদয় যে কত ভয়ঙ্কর তা শুধু তার আচরণ দ্বারা উপলব্ধি করা যায়‌। ক্ষমাহীন মানুষ পশুর সমান।

 যার মাঝে প্রিয়জনকে হারানোর ভয় থাকে। সে তার নিজ ভুলের জন্য সাথে সাথে ক্ষমা চায়। কারন সে প্রিয়জনের মূল্য জানে।

ক্ষমাহীন দৃষ্টি কখনোই অনুতাপ করে না। যে ক্ষমা করে সে ক্ষমা পায়।

আপনি কাউকে ক্ষমা করতে জানলে আপনি অবশ্যই জীবন্ত। কারণ আমরা তো হৃদয় কখনো অন্যকে ভারমুক্ত করতে জানেনা।

 তুমি যখন প্রথমবার অবহেলা করেছিলে, আমি শতগুণ ক্ষমার দৃষ্টিতে তোমার কাছে এসেছিলাম। তোমায় ভালোবাসি বলেই তো এতো এতো আয়োজন।

 কতটুকু মানসিক শক্তির দরকার হলে একজন মানুষ অপরজনকে ক্ষমা করতে পারে? ঠিক যতটুকু আপনি অন্যের কাছ থেকে আশা করা ঠিক ততটুকু ক্ষমায অন্যজনকে দান করুন।

তুমি এক যুগ পর্যন্ত আমার উপর অভিমান করে থাকো, অথচ যে কোন একটা মুহূর্তে আমি তোমাকে হাজার বার ক্ষমা করে দিতে পারি।

 ক্ষমা মানুষের মৃতপ্রায় হাজারো অনুভূতিকে এক মুহূর্তে জাগিয়ে তুলতে পারে। ক্ষমার গুন যে কত বড় তা শুধুমাত্র ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি জানে।

ক্ষমা চেয়ে স্ট্যাটাস

আপনি হয়তো কোন ভুল নিজের অজান্তেই করে ফেলেছেন। সেটির জন্য অন্যে মানুষ বিপদে পড়েছে। কিন্তু এখন আপনি তার কাছে সরাসরি ক্ষমা চাইতে পাচ্ছেন না। এর বিকল্প হিসেবে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস দিতে পারেন। সেই স্ট্যাটাস দিয়ে আপনি তার কাছে ক্ষমা চাইতে পারেন। তাই আমরা এই অনুচ্ছেদে ক্ষমা চেয়ে কিছু স্ট্যাটাস যেগুলো আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে পারবেন সেগুলো তুলে ধরেছি।

আপনি যদি সত্যিকারভাবে কাউকে ভালবাসতে চান। তাহলে অবশ্যই আপনাকে ক্ষমা করা শিখতে হবে।

পৃথিবীতে একজন মানুষের সর্বোচ্চ সংযম হচ্ছে প্রচন্ড রাগের মাথায় কাউকে ক্ষমা করে দেয়া। সহজে কাউকে ক্ষমা করার ক্ষমতা সবার থাকে না।

যদি ক্ষমাই করতে না পারো তাহলে ভালোবাসো কেন? যে ভালবাসায় ক্ষমা নেই সে ভালোবাসা পাথর স্বরুপ‌।

ক্ষমা এমন অদৃশ্য শক্তি যা অহংকারকে ধুলোয় মিশিয়ে দেয়।‌ হৃদয় নিংড়ানো ভালোবাসার অবিশ্বাস্য প্রকাশই হচ্ছে ক্ষমা।

যে ক্ষমা করে শুধুমাত্র সেই জানে। হৃদয় কত বড় পাথর রেখে তাকে ক্ষমা করতে হয়েছে। তাই ক্ষমা কখনোই সাধারণ নয়।

ক্ষমা চেয়ে এস এম এস

অনেকেই অনলাইনে ক্ষমা চেয়ে এসএমএস লিখে অনুসন্ধান করে থাকেন। তাই আমরা আপনাদের জন্য এই অনুচ্ছেদে ক্ষমা চাই কিছু এসএমএস আপনাদের জন্য শেয়ার করব। আপনি চাইলে আমার এই অনুচ্ছেদ হতে ক্ষমা চাই এসএমএস গুলো সংগ্রহ করে নিতে পারেন। এবং আপনার প্রয়োজনে এই এসএমএস গুলো ব্যবহার করতে পারেন।

** আমাদের দুজনের মধ্যে তুমি সবসময়ই বেশি পরিনতবয়্স্কা আর বুদ্ধিমান…দয়া করে প্রতিবারের মতন এবার ক্ষমা করে দাও..

** আমার উপর রেগে থাকা তোমার প্রতিটি মিনিটের জন্যে তুমি নিজের জীবন থেকে খুশীর ৬০টি করে সেকেন্ড হারাচ্ছ…

** আমার কথা না ভাবো,আমাদের এতদিনের সম্পর্কটার কথা ভেবে আজ আমায় ক্ষমা করে দাও…আর কখনও এমন হবে না…

** আমার চোখের জল তোমায় সেই ক্ষমা চাওয়ার বার্তাটুকু দিতে চাইছে যেটা আমার মন তোমাকে বোঝাতে পারছে না কোনভাবেই…প্লিজ ক্ষমা করে দাও…

** আমি আমার ভুল থেকে এবং তোমার চোখের জল দেখে বুঝতে পেরেছি যে দোষটা আমারই ছিল… ক্ষমা করে দাও প্লিজ্…

** আমি খুব দুঃখিত “জেলাস” হওয়ার জন্যে..কিন্তু আমি যে তোমায় ভালবাসি…আর তাই তোমাকে হারাতে ভীষণ ভয় পাই..

** আমি চাই তোমায় হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাতে, কিন্তু তোমার জন্যে আমার হৃদয়ে গভীরতার যে অন্ত নেই…
আমি জানি আমার বেস্ট ফ্রেণ্ড আমার উপর রাগ করে বেশীক্ষণ থাকতেই পারবে না…তাও বলছি,মন থেকে sorry!!

ক্ষমা চাওয়ার পদ্ধতি

বিভিন্ন পদ্ধতিতে আপনি ক্ষমা চাইতে পারেন। আমি ক্ষমা চাওয়ার কিছু পদ্ধতি আপনাদের কাছে তুলে ধরব। কারো কাছে ক্ষমা চাওয়া বা বিনয়ী হয়ে থাকা মোটেই খারাপ গুন নাইট এটি একটি ভালো এবং ভদ্র গুণ।

আপনার ভুল স্বীকার করুন

‘আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আমাকে মাফ করে দাও’- এভাবে বলুন। ক্ষমা চাওয়ার সময় অজুহাত দেখাবেন না যে, এ জন্য করিনি বা এ জন্য ভুল হয়েছে। সরাসরিভাবে বিনয়ের সঙ্গে ক্ষমা চান।

আপনার সরলতার বহিঃপ্রকাশ ঘটান

আপনি যে তার সঙ্গে খারাপ ব্যবহার করে মন থেকে অনুতপ্ত, সেটি আপনার কথায় তাকে বুঝিয়ে দিন। কথা বলুন বিনয়ী সুরে ও নরম ভাষায়। আপনার বিনয়ের সম্পূর্ণটুকু উপস্থাপন করুন।

আর কখনও এমন হবে না

আমার কাছ থেকে তুমি আর এমন খারাপ  ব্যবহার পাবে না- এটি তাকে বলুন। আপনার জীবনে তার ভূমিকা তুলে ধরুন। আপনার চলার পথে তাকে আপনার কতটুকু প্রয়োজন সেটি বোঝান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *