স্ট্যাটাস

গরিবের ঈদের স্ট্যাটাস

গরিবের ঈদ স্ট্যাটাস লিখে যারা অনুসন্ধান করছেন তারা আমার এই অনুচ্ছেদ হতে বেশ কিছু স্ট্যাটাস সংগ্রহ করতে পারবেন। আমরা গরিবের ঈদ স্ট্যাটাস এই অনুচ্ছেদের সংযুক্ত করেছি। আশা করি আমার এই অনুচ্ছেদ হতে খুব সহজে গরিবের ঈদ স্ট্যাটাস গুলো সংগ্রহ করতে পারবেন।

পৃথিবীতে গরিব ধনী বলতে কোন কিছুর অস্তিত্ব নেই। তথাপি, আমরা এই অনুচ্ছেদে গরিবের ঈদ স্ট্যাটাস বলতে বুঝেছি যারা ব্যস্ততার কারণে বাড়ি যেতে পারিনি তাদেরকে গরীব হিসেবে অবহিত করেছি। আপনারা যারা কর্মস্থলে থাকার কারণে পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পারছেন না তাদেরকে গরিব বলে সম্বোধন করছি। গরিবের ঈদ স্ট্যাটাস বলতে বুঝেছি পরিবার-পরিজন ছাড়া ঈদ উদযাপন করা কতটা কষ্টের সেটি স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করা। আশা করি আমার এই অনুচ্ছেদটি আপনাদের কাজে লাগবে।

গরিবের ঈদের স্ট্যাটাস

ঈদ হলো ইসলামিক ধর্মের একটি বড় উৎসব। এটি পুরো বিশ্বের মুসলমান সম্প্রদায়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঈদ দুটি প্রধান প্রকার রয়েছে – ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। ঈদুল ফিতর রমজান মাসের শেষ দিনে পালন করা হয় এবং ঈদুল আযহা জুলহজ মাসের দশম দিনে পালন করা হয়। এই দুটি ঈদে মুসলমানরা ঈদ নামাজ পড়ে, কাপড় পরিধান করে এবং পরিবার ও বন্ধুদের সাথে ভালো সময় কাটিয়ে থাকেন। ঈদ হলো শান্তি, প্রেম ও বন্ধুত্বের উৎসব।

ঈদ মানেই হলো আমাদের ভেতরে লুকিয়ে থাকা হাসি। ঈদ মানেই হলো আমাদের মনের ভেতরে জমে থাকা আশা। ঈদ মানে হলো আমাদের একে অপরের প্রতি ভালবাসা। ঈদ মানে হল দূর আকাশের ঐ মিষ্টি চাঁদের হাতছানি। ঈদ মানে হলো সবাই মিলে একসাথে আনন্দের জোয়ারে ভাসা। তাই তোমাকে আমি জানাতে এসেছি ঈদ মোবারক এর শুভেচ্ছা।

Related Articles

খুশির হাওয়া আজ লাগছে মনে, নাচবো আমরা আজ প্রতিক্ষণে। সাজাবো মোদের নতুন করে, ভাসবো আমরা সুখের ঘোরে। ঈদের এই আনন্দ থাকুক তোমার সারাটি জীবন ধরে। ঈদ মোবারক শুভেচ্ছা নিও।

ঈদের আনন্দ ভাগাভাগি করব আজকে তোমার কাছে, তোমাকে জানিয়ে দিতে চাই ওই একফালি চাঁদ দেখা গেছে দূর আকাশে। সময় অনেক কম তাই যেতে হবে বাড়ি,ঈদের আনন্দের ভেলা গুলোকে সাজাবো সারি সারি, সময় পেলে এসো বন্ধু আমারি কাছে, একসাথে করব আনন্দ দুজন মিলে মিশে।

সবার মধ্যেই ঈদের আনন্দ আসুক, সে গরিব হোক কিংবা ধনী হোক সবাই যেন এক সারিতে বসুক। আর এই আশাতে তোমাকে জানাতে চাই ঈদ মোবারক এর শুভেচ্ছা।

ফিরে এসেছে সেই খুশির দিন, তুমি কি জানো বন্ধু আজকে আমাদের ঈদের দিন। তোমার পাশে থাকা গরিব মানুষদের খবর নিও। ঈদের এই খুশির দিনে তাদেরকেও শুভেচ্ছা জানিও।

আমাদের মাঝে ফিরে এসেছে সেই আনন্দের ঈদ। বিশেষ এই দিনটিতে মুছে যাক আমাদের মধ্যে যত আছে ক্লান্তি এবং জরা। হাসি খুশিতে ভরে উঠুক আমাদের জীবন, পূর্ণতা পাক সব মানুষের জীবনধারা।

মেঘলা আকাশের ওই মেঘলা দিন, ঈদের শুরু হতে বাকি আছে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই আমরা ফিরে পাবো সেই খুশির দিন। আপনাদের সামর্থ্য অনুযায়ী নতুন কাপড় চোপড় কিনে নিন। আপনার আশেপাশে থাকা গরিব-দুঃখী মানুষদের খবর নিন। সমাজের সকল স্তরের মানুষদের ঈদের দাওয়াত দিন। সবাই মিলে ঈদের খুশিতে হয়ে যান অমালীন।

গরীবের ঈদ আনান্দ নিয়ে স্ট্যাটাস

ঈদুল ফিতর হলো রমজান মাসের শেষ দিনে মুসলিম সমাজের প্রধান উৎসব। এটি মুসলিম সমাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ উৎসব হিসাবে গণ্য করা হয়। রমজান মাস হলো ইসলামিক দিনের একটি পবিত্র মাস যেখানে মুসলিমরা রোজা রাখেন। ঈদুল ফিতর হলো রোজা খানি সমাপ্তির দিন। এই দিনে মুসলিমরা সকালে ঈদ নামাজ পড়ে এবং পরস্পরকে ঈদ মোবারক জানায়। আর এরপর পরিবার ও বন্ধুদের সাথে ভালো সময় কাটিয়ে থাকেন। দান ও খেদান করে এবং খাবার বিতরণ করে আরও একটি গুরুত্বপূর্ণ পর্ব হিসাবে ঈদুল ফিতর উৎসবটি পরিচালিত হয়।

ঈদের আনন্দটা শেয়ার করতে পারলাম না বাড়িতে না যাওয়ার কারণে বন্ধুদের সাথে তবুও সকল বন্ধুকে জানাই আমার অন্তরের স্থল থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ।

 % ঈদ মোবারক %

আমি গরিব বলে আমার ফেসবুক স্ট্যাটাস এ কোন বন্ধু লাইক বা কমেন্ট করে না শুধুই আমি গরিব বলে তবুও সকল বন্ধুকে ঈদের শুভেচ্ছা জানাই।

 % ঈদ মোবারক %

ঈদ মনে হল খুশি আর এই খুশি তে কেটে যাক মনের সব ক্লান্তি আর এই ঈদে ভুলে যাও জীবনের সব ভুলভ্রান্তি সকলকে ঈদের শুভেচ্ছা।

 % ঈদ মোবারক %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *