চিত্রা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়া, সাপ্তাহিক বন্ধ এবং অনলাইন টিকিট ২০২৩

চিত্র এক্সপ্রেস ট্রেনের সময়সূচী টিকিট মূল্য আজকের এই অনুচ্ছেদের আলোচ্য বিষয়। আপনারা যারা চিত্রা এক্সপ্রেস ট্রেনের সময়সূচি টিকিট মূল্য এবং ভাড়ার তালিকা জানতে এসেছেন তাদেরকে এই অনুচ্ছেদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে খুলনা রেলওয়ে স্টেশন পর্যন্ত যাতায়াতকারী আন্তঃনগর ট্রেনগুলোর মধ্যে অন্যতম হলো চিত্রা এক্সপ্রেস। এছাড়াও চিত্রা এক্সপ্রেস ট্রেনটির আর একটি অন্যতম পরিচয় হলো যেটি বাংলাদেশের আন্তঃনগর এবং দ্রুতগামী ট্রেনগুলোর মধ্যে অন্যতম। আজকের এই অনুষ্ঠানে আমরা চিন্তা আন্ত নগর ট্রেনের সময়সূচি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব। আসুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক।
ঢাকা থেকে খুলনা যাতায়াতকারী আন্তঃনগর ট্রেন চিত্রা এক্সপ্রেস। ৭৬৩/৭৬৪ নম্বর হিসেবে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি পরিচিত। ট্রেনটিতে রয়েছে উন্নত ধরনের সেনিটেশন ব্যবস্থা এবং ক্যান্টিন সুবিধা। চিত্রা এক্সপ্রেস ট্রেনটিতে বারোটি বগি আছে বারটি বগিটিতে সর্বম োট ৭৮১ টি আসন রয়েছে। এছাড়াও চিত্রা এক্সপ্রেস ট্রেনটিতে এসি কেবিন রয়েছে দুইটি এবং চাইলে আপনি এসিসি শেয়ার এবং কেবিন ভাড়া করতে পারবেন। ট্রেনটি সপ্তাহের সোমবার সাপ্তাহিক বন্ধ থাকে।
চিত্রা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩
আপনারা সকলে অবগত আছেন বাংলাদেশ রেলওয়ের সময়সূচি প্রতিনিয়ত পরিবর্তিত হয়। এই অনুচ্ছেদের চিত্রা এক্সপ্রেস ট্রেনের সর্বশেষ সময়সূচী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। চিত্রা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে সোমবার বন্ধ থাকে তাই সপ্তাহের বাকি নিয়মিত ভাবে ঢাকা টু খুলনা রোডে চলাচল করে।
ট্রেনটি প্রতিদিন ঢাকা থেকে সন্ধ্যা সাতটায় খুলনার উদ্দেশ্যে রওনা দেয়। চিত্রা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন ভোর ৩ টা ৪০ মিনিটে খুলনা রেলওয়ে স্টেশনে পৌঁছায়। অপরদিকে চিত্রা এক্সপ্রেস ট্রেন টি খুলনা রেলস্টেশন হতে ঢাকার উদ্দেশ্যে সকাল ৯ টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এবং ঢাকায় পঞ্চায় বিকেল ৫ঃ৫৫ মিনিটে। সপ্তাহে সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত ট্রেন টি বাকি ছয়দিন নিয়মিতভাবে চলাচল করে।
স্টেশনের নাম | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
ঢাকা টু খুলনা | সোমবার | ১৯ঃ০০ | ০৩ঃ৪০ |
খুলনা টু ঢাকা | সোমবার | ০৯ঃ০০ | ১৭ঃ৫৫ |
চিত্রা এক্সপ্রেস ট্রেনের টিকিট মূল্য তালিকা ২০২৩
খুলনার মানুষের কাছে জনপ্রিয় চিত্রা এক্সপ্রেস ট্রেনটি। খুব স্বল্পমূল্যে ঢাকা টু খুলনা রোডে চলাচল করার জন্য ব্যাপক পরিচিতি লাভ করেছে অত্র এলাকার মানুষের কাছে। এই ট্রেনটি তে বিলাসবহুল ভাবে যাতায়াত করার পাশাপাশি ইকোনোমিকাল ক্লাসেও যাতায়াত করতে পারবেন। এজন্য ট্রেনটিতে রয়েছে শোভন শ্রেণির ব্যবস্থা। এছাড়াও আপনি চাইলে এই ট্রেনটিতে এসি কেবিন করে ঢাকা টু খুলনা এবং খুলনা টু ঢাকা যথাযথ করতে পারবেন। আমি একটি টেবিলের মাধ্যমে চিত্রা এক্সপ্রেস ট্রেনের টিকিট মূল্য তুলে ধরেছি।
আসন বিভাগ | টিকেটের মূল্য (১৫% ভ্যাট) |
শোভন চেয়ার | ৫০৫ টাকা |
প্রথম সিট | ৬৭০ টাকা |
প্রথম বার্থ | ১০০৫ টাকা |
স্নিগ্ধা | ৮৪০ টাকা |
এসি সিট | ১০০৫ টাকা |
এসি বার্থ | ১৫০৫ টাকা |
চিএা এক্সপ্রেস ট্রেনের বিরতির স্থান এবং সময়সূচী 2023
চিত্রা এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে যেসব স্টেশনে বিরতি দেয় সেগুলো হলো:
- নওয়াপাড়া 9:30,
- যশোর 10:02,
- মোবারকগঞ্জ 10:47,
- কোটচাঁদপুর 11:10,
- মিরপুর 11:25,
- চুয়াডাঙ্গা 11:46,
- আলমডাঙ্গা 12:07,
- পোড়াদহ 12:24,
- উল্লাপাড়া 1:15,
- বঙ্গবন্ধু সেতু 3:45,
- বিমানবন্দর 5:22।
চিত্রা এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে যেসব স্টেশনে বিরতি দেয় সেগুলো হলো:
- বিমানবন্দর 7:27,
- বঙ্গবন্ধু সেতু 9:15 ,
- উল্লাপাড়া 10:09,
- বড়ালী 10:30,
- ঈশ্বর্দি 11:15 ,
- ভেড়ামারা 11:55,
- পোড়াদহ 12:16,
- আলমডাঙ্গা 12:35,
- চুয়াডাঙ্গা 12:55 ,
- যশোর 2:20 ,
- নোয়াপাড়া 2:52।