ভ্রমণলঞ্চের সময়সূচি

ঢাকা টু কাউখালী লঞ্চের সময়সূচী, ভাড়া, টিকিট বুকিং কাউন্টার নাম্বার

সম্মানিত সুধী, আজকে এই অনুচ্ছেদে আমরা ঢাকা টু কাউখালী লঞ্চের সময়সূচি এবং টিকিট মূল্য আলোচনা করবো। তাই আপনারা যারা টাকা টু কাউখালি লঞ্চের সময়সূচি অনুসন্ধান করে আমার এই অনুচ্ছেদে এসেছেন তাদেরকে এই অনুচ্ছেদে স্বাগতম। প্রতিদিন শত শত মানুষ ঢাকা টু কাউখালী রুটে চলাচল করে থাকে। ঢাকা থেকে কাউখালী যাওয়ার সবথেকে জনপ্রিয় রুট হল লঞ্চ। তাই ঢাকা থেকে যে সকল মানুষ কাউখালী যাতায়াত করার চেষ্টা করেন তাদের অধিকাংশ লঞ্চ ব্যবহার করেন। অনেকে প্রথমবার এই রুটে লঞ্চ ব্যবহার করেন তাই জনপ্রিয় এই নৌ রোডটি সম্পর্কে জানার জন্য অনেকের আগ্রহ রয়েছে। আমরা সেই সকল মানুষদের উদ্দেশ্যে আজকের এই অনুচ্ছেদে ঢাকা টু কাউখালী রোডের সময়সূচী এবং টিকিট মূল্য তুলে ধরব।

ঢাকা থেকে কাউখালী পর্যন্ত যাতায়াত করে মূলত এমভি রেডসান ৫। এই লঞ্চটি মূলত ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল হতে যাত্রা শুরু করে চাঁদপুর বরিশাল তুষার খালি হয়ে কাউখালী পৌঁছায়। রাষ্ট্রে পরিচালনা করেন মেসার্স ডলার ট্রেডিং কর্পোরেশন। তাই আপনারা যারা কাউখালী যাতায়াত করার জন্য লঞ্চ অনুসন্ধান করে এই অনুচ্ছেদে এসেছেন তাদের জন্য আমি এই লঞ্চটিকে রিকমেন্ট করব। আসুন আমরা এই রোড সম্পর্কে আরো বিস্তারিত জেনে আসি।

ঢাকা টু কাউখালী লঞ্চ সময়সূচী

অনেকে ঢাকা টু কাউখালী লঞ্চের সময়সূচি অনুসন্ধান করেন। আপনারা যত ঢাকা টু কাউখালী লঞ্চের সময়সূচি অনুসন্ধান করে এই অনুচ্ছেদে এসেছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনাদের জন্য আমরা অতি যত্ন সহকারে ঢাকা টু কাউখালী লঞ্চের সময়সূচী ও টিকিট মূল্য তুলে ধরব।

ঢাকা সদরঘাট থেকে ঢাকা-কাউখালী-তুষখালী রুটের লঞ্চ ছাড়ে সন্ধ্যা ০৬টা ৩০ মিনিটে। এম ভি রেডসান-৫ লঞ্চের যোগাযোগ নম্বর: ০১৭-১১৩৭-৮৮২৫। সতর্ক বার্তা: লঞ্চের সময়সূচী এবং ফোন নম্বর অনিবার্য কারনবশত পরিবর্তন হয়ে যেতে পারে।

ঢাকা টু কাউখালী লঞ্চের টিকিট মূল্য

ঢাকা টু কাউখালী যাওয়ার জন্য সরাসরি কোন লঞ্চ না পেলেও আপনি এই রুটি চলাচল করার জন্য বিভিন্ন ধরনের স্টিমার পেয়ে যাবেন । ঢাকা টু কাউখালী মধ্যে চলাচল করা সবথেকে জনপ্রিয় স্টিমারের নাম হলো রকেট স্টিমার। এই স্টিমার যে চলাচল করার জন্য একজন যাত্রীকে যে প্রকার টাকা পরিষদ করতে হবে তা নিচে তুলে ধরা হলো।

Related Articles
এম. ভি. রেডসান-৫
পরিচালনায়ঃ মেসার্স ডলার ট্রেডিং কর্পোরেশন
রুটঃ ঢাকা – চাঁদপুর – বরিশাল – তুষখালী – কাউখালী
যোগাযোগঃ ০১৭১১৩৭৮৮২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *