ঢাকা টু খুলনা লঞ্চের সময়সূচী, ভাড়া, টিকিট বুকিং কাউন্টার নাম্বার

ঢাকা টু খুলনা লঞ্চের সময়সূচি এবং টিকিট মূল্য আজকের এই অনুষ্ঠিত আলোচনা করা হবে। আপনারা যারা ঢাকা টু খুলনা লঞ্চের সময়সূচি এবং টিকেট মূল্য অনুসন্ধান করে আমার এই অনুচ্ছেদে এসেছেন তাদেরকে স্বাগতম। আপনাদের বলে রাখি ঢাকা থেকে খুলনা যাতায়াত করার জন্য আপনি সরাসরি খুলনা লঞ্চ টার্মিনালে যেতে পারবেন না। এজন্য আপনাকে ঢাকা থেকে মোড়লগঞ্জ লঞ্চ টার্মিনাল পর্যন্ত যেতে হবে। এখান থেকে আপনি খুলনা যেতে পারবেন। আপনার সুবিধার্থে আরও একটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেটি হল বর্তমান সময় ঢাকা থেকে খুলনা যাওয়ার জন্য লঞ্চের পাশাপাশি স্টিমার পেয়ে যাবেন। আপনি চাইলে এই রোডে চলাচল করার জন্য স্টিমার ব্যবহার করতে পারেন। আসুন ঢাকা টু খুলনা লঞ্চের সময়সূচি সহ বিস্তারিত তথ্য জেনে আসি।
খুলনা বাংলাদেশের পশ্চিমবঙ্গের অবস্থিত বিভাগীয় শহর। বাংলাদেশের বিভাগীয় শহর গুলোর মধ্যে অন্যতম এবং বাংলাদেশের বড় শহর গুলোর মধ্যে প্রথম শ্রেণীতে অবস্থান করছে। তাই এই শহরতে প্রতিদিন হাজার হাজার মানুষ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের যাতায়াত করে। দক্ষিণ পশ্চিম বঙ্গের অবস্থিত হওয়ায় এই অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে নৌপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ধারাবাহিকতায় কোথায় ঢাকা টু খুলনা লঞ্চ সার্ভিসের পাশাপাশি ঢাকা টু খুলনা স্টিমার সার্ভিস চালু হয়েছে। তাই আপনাদের সুবিধার্থে আমি এই অনুচ্ছেদে আরো বিস্তারিত তথ্য তুলে ধরছি।
ঢাকা টু খুলনা লঞ্চের সময়সূচি 2023
আপনারা ঢাকা ও খুলনা (মোড়েলগঞ্জ) থেকে সপ্তাহে ৬দিন স্টিমার/রকেট সার্ভিস পাবেন। ঢাকা থেকে শুক্রবার রকেট সার্ভিস বন্ধ থাকে আর খুলনা/মোড়েলগঞ্জ থেকে বন্ধ থাকে রবিবার। আর বৃহস্পতিবার যে নৌযানটি ঢাকা থেকে ছেড়ে যাবে সেটি খুলনা অবধি যাবে অন্যান্য দিন মোড়েলগঞ্জ পর্যন্ত যাবে। এখানে আরো উল্লেখ্য যে সোমবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে এবং শনিবার ও বুধবার খুলনা/মোড়েলগঞ্জ থেকে সাধারণত এম. ভি. মধুমতি থাকে। সপ্তাহের অবশিষ্ট দিনগুলো স্টিমারের জন্য বরাদ্দ।
ঢাকা টু খুলনা রকেট সার্ভিস-এর সময়সূচি:
ঢাকা হতে সন্ধ্যা ০৬.৩০ মিনিট।
চাঁদপুর হতে রাত ১১.০০ মিনিট।
বরিশাল হতে সকাল ০৬.০০ মিনিট।
ঝালকাঠি হতে সকাল ০৮.০০ মিনিট।
কাউখালি হতে সকাল ০৯.৩০ মিনিট।
হুলারহাট হতে সকাল ১০.৩০ মিনিট।
চরখালী হতে সকাল ১১.৩০ মিনিট।
মাছুঁয়া হতে দুপুর ০১.০০ মিনিট।
সন্যাসী হতে দুপুর ০২.০০ মিনিট।
মোড়েলগঞ্জ হতে দুপুর ০২.৩০ মিনিট।
মংলা হতে সন্ধ্যা ০৬.০০ মিনিট।
খুলনা পৌঁছায় রাত ০৮.৩০ মিনিট।
খুলনা টু ঢাকা রকেট সার্ভিস-এর সময়সূচি:
খুলনা হতে ভোর ০২.৪৫ মিনিট।
মংলা হতে সকাল ০৬.০০ মিনিট।
মোড়েলগঞ্জ হতে সকাল ০৯.৩০ মিনিট।
সন্যাসী হতে সকাল ১০.০০ মিনিট।
মাছুঁয়া হতে সকাল ১১.০০ মিনিট।
চরখালী হতে দুপুর ০১.০০ মিনিট।
হুলারহাট হতে দুপুর ০২.০০ মিনিট।
কাউখালি হতে দুপুর ০২.৩০ মিনিট।
ঝালকাঠি হতে বিকেল ০৪.০০ মিনিট।
বরিশাল হতে সন্ধ্যা ০৬.৩০ মিনিট।
চাঁদপুর হতে রাত ০১.০০ মিনিট।
ঢাকা পৌঁছায় সকাল ০৬.০০ মিনিট।
চাইলে আপনি ফোনেও কেবিন রিজার্ভ করতে পারেন নিচের নম্বরগুলোতে…
+৮৮০ ২৯৫৫৯৭৭৯ ও +৮৮০ ১৭২৯৭৭৪৫৬
ঢাকা টু খুলনা লঞ্চের টিকিট মূল্য
ঢাকা থেকে খুলনা যাওয়ার জন্য সরাসরি কোন লঞ্চ না পেলেও আপনি এই রুটি চলাচল করার জন্য বিভিন্ন ধরনের স্টিমার পেয়ে যাবেন । ঢাকার টু খুলনার মধ্যে চলাচল করা সবথেকে জনপ্রিয় স্টিমারের নাম হলো রকেট স্টিমার। এই স্টিমার যে চলাচল করার জন্য একজন যাত্রীকে যে প্রকার টাকা পরিষদ করতে হবে তা নিচে তুলে ধরা হলো।
ভিআইপি কেবিনের ভাড়া ৫ হাজার ৭০০ টাকা। প্রথম শ্রেণির (ডাবল কেবিন) ৩ হাজার ৯০০ টাকা, সিঙ্গেল কেবিন ২ হাজার ৯০ টাকা, ডিলাক্স সেমি ডাবল কেবিন ২ হাজার ৭২০ টাকা। এ ছাড়া ইকোনমি চেয়ার ৪৯০ টাকা, তৃতীয় শ্রেণির ডেক ৩১০ টাকা।