বাসের সময়সূচি

ঢাকা টু বগুড়া বাসের সময়সূচি, ভাড়া, টিকেট কাউন্টার নাম্বার

সম্মানিত পাঠক আপনারা অনেকেই জানতে চেয়েছেন ঢাকা থেকে বগুড়া গামী বাসের কাউন্টার ঠিকানা মোবাইল নম্বর এবং টিকিট মূল্য। আপনাদের সুবিধার্থে আজকের এই নিবন্ধে উত্তরের নগরী বগুড়া ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা থেকে বগুড়াগামী বাসের টিকিট মূল্য সময়সূচী এবং কাউন্টার নম্বর এর বিস্তারিত তথ্য শেয়ার করেছি। আশা করি খুব সহজেই আপনার কাঙ্খিত বাসের টিকিট মূল্য সময়সূচি এবং কাউন্টার নম্বর এখান থেকে খুব সহজেই অনুসন্ধান করতে পারবেন।

বাংলাদেশে পরিবহন সেবায় বাস পরিবহন একটি অন্যতম পরিবহন। প্রতিদিন ঢাকা থেকে কয়েক লাখ যাত্রী এক জেলা থেকে অন্য জেলায় ভ্রমণ করছে। ঢাকা থেকে দূরপাল্লার জেলাগুলোতে ভ্রমণের জন্য বাস ব্যবস্থা নিরাপদ এবং আরামদায়ক। ঢাকা থেকে বগুড়া যাওয়ার জন্য আপনি খুব সহজেই বাসে ভ্রমণ করতে পারবেন। উত্তরের নগরী বগুড়া ভ্রমণের জন্য অনেকগুলো বাস প্রতিনিয়ত ঢাকা থেকে বগুড়া গমন করছে।

ঢাকা থেকে হানিফ পরিবহন নাভেল পরিবহন শ্যামলী পরিবহন আগমনী এক্সপ্রেস ডিপজল এন্টারপ্রাইজ এস আর ট্রাভেলস অরেন ট্রাভেলস মানিক এক্সপ্রেস এ ছাড়া আরও অনেক বাস পরিবহন সার্ভিস ব্যবস্থা চালু রয়েছে। এ সকল বাস ঢাকা থেকে টাঙ্গাইল সিরাজগঞ্জ হয়ে বগুড়ার উদ্দেশ্যে গমন করে। উত্তরে ভ্রমণের জন্য ঢাকা থেকে টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর ঠাকুরগাঁ ও পঞ্চগড় রুটে এ সকল বাস চলাচল করে। ঢাকা থেকে বগুড়া গমনের জন্য আপনি খুব সহজেই ঢাকায় অবস্থিত কাউন্টার গুলোতে টিকিট সংগ্রহ করে বগুড়ার উদ্দেশ্যে ভ্রমণ করতে পারবেন। আজকের এই অনুচ্ছেদে ঢাকা থেকে বগুড়া গমনের উদ্দেশ্যে ঢাকা টু বগুড়া গামী এ সকল বাসের টিকিট মূল্য সময়সূচী এবং অনলাইনে কিভাবে টিকিট সংগ্রহ করবেন ও কাউন্টার নাম্বার নিয়ে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে।

ঢাকা টু বগুড়া গামী বাসের টিকিট মূল্য

ঢাকা থেকে সড়ক পথে বগুড়া কমন এর উদ্দেশ্যে মাত্র ১৮৮ কিলোমিটার দূরত্বের পথ পাড়ি দিতে হয়। এই রুটি প্রতিনিয়ত হানিফ এন্টারপ্রাইজ শ্যামলী পরিবহন এস আর ট্রাভেলস মানিক এক্সপ্রেস আগমনী এক্সপ্রেস নাবিল পরিবহন আহাদ এন্টারপ্রাইজ আর কে ট্রাভেল স এ কথা ট্রান্সপোর্ট সহ আরো অনেক বা সার্ভিস রয়েছে। এ সকল বাঁচে এসি নন এসি বাস পরিষেবা প্রদান করে। চার থেকে পাঁচ ঘন্টার ভ্রমণের জন্য আপনি অবশ্যই ঢাকা থেকে বগুড়া যাওয়ার উদ্দেশ্যে বাসে ভ্রমণ করতে পারবেন।

Related Articles

এ সকল বাসের টিকিট মূল্য সাশ্রয়ী। আপনি খুব সাশ্রয় ভাবে এবং আরামদায়ক ও কম সময়ের মধ্যে ঢাকা থেকে বগুড়া গমন করতে পারবেন এ সকল বাস ভ্রমণে। ঢাকা থেকে বগুড়াগামী এসি ও এসি বাসের ভাড়া সময়সূচি নিচের এই তালিকায় দেওয়া হলো।

ঢাকা-বগুড়া এসি বাসের ভাড়া ও সময়সূচি-২০২৩

বাসের নাম বাসের ব্র্যান্ড বাসের ধরণ ভাড়া
শ্যামলি এন আর ট্রাভেলস হুন্দাই (Hyundai) বিজনেস ক্লাস ১১০০
এস আর ট্রাভেলস হুন্দাই (Hyundai) বিজনেস ক্লাস ১১০০
এস আর ট্রাভেলস ইসুজু (Isuzu)/ হিনো (Hino) ইকোনমিক ক্লাস ৬০০
মানিক এক্সপ্রেস হুন্দাই (Hyundai) বিজনেস ক্লাস ১১০০
মানিক এক্সপ্রেস হিনো (Hino) বিজনেস ক্লাস ৮০০
আগমনি এক্সপ্রেস স্ক্যানিয়া (Scania) বিজনেস ক্লাস ১১০০
নাবিল পরিবহন স্ক্যানিয়া (Scania) বিজনেস ক্লাস ১১০০
একতা ট্রান্সপোর্ট অশোক লিল্যান্ড (Ashok Leyland) ইকোনমিক ক্লাস ৫০০
অরিন ট্রাভেলস হিনো (Hino) ইকোনমিক ক্লাস ৭০০
হানিফ এন্টারপ্রাইজ হিনো (Hino) বিজনেস ক্লাস ১০০০
হানিফ এন্টারপ্রাইজ ভলভো (Volvo) বিজনেস ক্লাস ১১০০
শাহ্ ফতেহ্ আলী হিনো (Hino) বিজনেস ক্লাস ১১০০
শাহ্ ফতেহ্ আলী হিনো (Hino) ইকোনমিক ক্লাস ৭০০

ঢাকা-বগুড়া ননএসি বাসের ভাড়া ও সময়সূচি-২০২৩

শ্যামলী এন আর ট্রাভেলস হিনো (Hino) ইকোনমি ক্লাস ৪৫০
শাহ্ ফতেহ্ আলী হিনো (Hino) ইকোনমি ক্লাস ৪৫০
নাবিল পরিবহন হিনো (Hino) ইকোনমি ক্লাস ৪৭০
আহাদ এন্টারপ্রাইজ অশোক লিল্যান্ড (Ashok Leyland) ইকোনমি ক্লাস ৫০০
একতা ট্রান্সপোর্ট হিনো (Hino) ইকোনমি ক্লাস ৪৫০
এস আর ট্রাভেলস হিনো (Hino) ইকোনমি ক্লাস ৪৫০
অরিন ট্রাভেলস হিনো (Hino) ইকোনমি ক্লাস ৪৫০
ইউনিটি অশোক লিল্যান্ড (Ashok Leyland) ইকোনমি ক্লাস ৪৫০
আর কে ট্রাভেলস ইসুজু (Isuzu) ইকোনমি ক্লাস ৪৫০

ঢাকা থেকে বগুড়াতে গামী বাসের সময়সূচী

ঢাকা থেকে উত্তরের নগরী বগুড়ায় বিভিন্ন কাজে বা বগুড়া থেকে যে সকল যাত্রী ঢাকার উদ্দেশ্যে ভ্রমণ করেছিল বাড়িতে আসার জন্য প্রতিনিয়ত অনেক যাত্রী ভ্রমণ করে। ঢাকা থেকে কাজ শেষে বা ছুটির দিনে বাসায় আসার জন্য আমরা অনেকেই বাস ভ্রমণ করি। ঢাকা টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া রুটে চলাচল করি বিভিন্ন বাস নির্দিষ্ট সময়ের মধ্যে ঢাকার কাউন্টার গুলো থেকে যাত্রা শুরু করে সময়ের মধ্যেই বগুড়ায় পৌঁছায়।

বাড়িতে ভ্রমণের সময় আমরা অনেকেই বাসের টিকিট কিভাবে ক্রয় করব কোন বাসের ভাড়া কত এ নিয়ে সংশয় পড়ি। আজকের এই অনুচ্ছেদে ঢাকা থেকে বগুড়াগামী বাসের সময়সূচী নিচে শেয়ার করা হলো।

ঢাকা থেকে বগুড়া গামী বাসের কাউন্টার নাম্বার

ঢাকা থেকে বাংলাদেশের উত্তর নগরগুলোতে ভ্রমণের জন্য ঢাকার গাবতলী কল্যাণপুর টেকনিক্যাল এবং আসাদ গেটে টিকিট কাউন্টার স্থাপন করা হয়েছে। বাসের টিকিট কাউন্টারে গিয়ে টিকিট ক্রয় করে নির্দিষ্ট স্থানে ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করে যাত্রীরা। আজকের এই অনুচ্ছেদে ঢাকা থেকে বগুড়া গামী বাসের কাউন্টার নাম্বার শেয়ার করা হলো। আপনারা খুব সহজেই কাউন্টারে যোগাযোগ করে টিকিট ক্রয় বা বাসের সময়সূচির জানতে পারবেন।

নাবিল কাউন্টার 

কল্যাণপুর কাউন্টার
ফোন: 01869 811013, 01869 811012

আসাদ গেট কাউন্টার
ফোন: 01839 968533, 01882 003271

টেকনিক্যাল মিরপুর রোড
ফোন: 01881 012081

কাউন্টার নং-১, মিডল রোড
ফোন: 01839 968530, 01869 811014

কাউন্টার নং 2, মিডল রোড
ফোন: 01839 968531, 01882 003268
কল্যাণপুর কাউন্টার
ফোন: 01869 811013, 01869 811012

হানিফ  কাউন্টার

হানিফ গাবতলী কাউন্টার, ঢাকা।
যোগাযোগ: 02 9012902।

হানিফ টেকনিক্যাল কাউন্টার, ঢাকা।
যোগাযোগ: 02 9008475, 01713 049541।

হানিফ কল্যাণপুর ১ কাউন্টার, ঢাকা।
যোগাযোগ: 01713 049541, 01713 049540, 02 9010212।

হানিফ কল্যাণপুর ৩ কাউন্টার, ঢাকা।
যোগাযোগ: 01713 049574

কলাবাগান কাউন্টার, ঢাকা।
যোগাযোগ: 01730 376342, 02 8119901।

ফকিরাপোল কাউন্টার, ঢাকা।
যোগাযোগ: 02 7191512

আরামবাগ কাউন্টার, ঢাকা।
যোগাযোগ: 01730 376343, 01713-402631, 01713-402632

শ্যামলী রিংরোড ১ কাউন্টার, ঢাকা।
যোগাযোগ: 01713 402639

শ্যামলী রিংরোড 2 কাউন্টার, ঢাকা।
যোগাযোগ: 01713 049532

হানিফ সাভার কাউন্টার, ঢাকা।
যোগাযোগ: 01753 488476, 02 7747788।

নবীনগর কাউন্টার, ঢাকা।
যোগাযোগ: 01681 29999, 01753 488476।

পান্থপথ কাউন্টার, ঢাকা।
যোগাযোগ: 01713 402641।

হানিফ সয়দাবাদ কাউন্টার, ঢাকা।
যোগাযোগ: 01713 402673

উত্তরা কাউন্টার, ঢাকা।
যোগাযোগ: 01713 402672

আবদুল্লাহপুর কাউন্টার, ঢাকা।
যোগাযোগ: 01713 049513

হানিফ নর্দা কাউন্টার, ঢাকা।
যোগাযোগ: 01713 049579

তাই আপনাদের সুবিধার্থে আজকের এই অনুচ্ছেদে ঢাকা থেকে বগুড়া গামী বাসের কাউন্টার নাম্বার নিচের তালিকায় শেয়ার করা হলো।

অনলাইনে টিকিট ক্রয়ের নিয়ম

আপনি কি ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে ভ্রমণ করবেন। নানা ব্যস্ততার মধ্যে আপনার সময় গুলো কাটার পর আপনি ভাবতেছেন কিভাবে টিকিট সংগ্রহ করবেন। কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করতে পারেন। তবে অনেকের ই টিকিট কাউন্টারে গিয়ে টিকিট ক্রয়ের সময় না থাকলে অনলাইনে খুব সহজেই বাসের টিকিট ক্রয় করতে পারবেন। অনলাইনে বাসের টিকিট ক্রয় করার জন্য আপনি https://busbd.com.bd/বা  সহজ ডট. কম এ খুব সহজেই বাসের টিকিট ক্রয় করতে পারবেন। বাসের টিকিট ক্রয়ের সময় আপনি এ সকল ওয়েবসাইটে প্রবেশ করে আপনার পছন্দের বাসের টিকিট ক্রয় করতে পারবেন। প্রথমে আপনি আপনার বাস পরিবহন সিলেক্ট করে আসন সিলেক্ট করতে হবে। আপনি অবশ্যই নগদ বা বিকাশে টাকা পেমেন্ট করে টিকিট সংগ্রহ করতে পারবেন।

সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুচ্ছেদটি মনোযোগ সকলে পড়ার জন্য। আপনাদের ভ্রমণ হোক নিরাপদ এবং আরামদায়ক। সকলের জন্য শুভকামনা রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *