ঢাকা টু বরিশাল লঞ্চের সময়সূচি, টিকিট মূল্য ২০২৩

আজকের এই অনুষ্ঠাতে আমরা ঢাকা থেকে বরিশাল লঞ্চের সময়সূচি টিকিট মূল্য আলোচনা করতে যাচ্ছি। আপনি যদি ঢাকা টু বরিশাল লঞ্চের সময়সূচি ও টিকিট মূল্য অনুসন্ধান করেন তাহলে আমাদের এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারেন। আমরা আপনাদের জন্য ঢাকা থেকে বরিশাল লঞ্চের সময়সূচি, ঢাকা থেকে বরিশাল লঞ্চের টিকিট মূল্য তালিকা, ঢাকা থেকে বরিশাল লঞ্চে অগ্রিম টিকিট বুকিং সিস্টেম সহ যাবতীয় তথ্য তুলে ধরব।
লঞ্চ বাংলাদেশের জনপ্রিয় একটি ভ্রমণ মাধ্যম। আরামদায়ক এই ভ্রমণ সকল বয়সীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বাংলাদেশের রাজধানী ঢাকা হতে দক্ষিণবঙ্গের যাতায়াতকারী সকল যাত্রীদের কাছে লঞ্চ অত্যন্ত জনপ্রিয়। দক্ষিণের জনপদ বরিশাল হতে যোগাযোগের একমাত্র মাধ্যম হিসেবে লঞ্চ ব্যবহৃত হয়। পদ্মা সেতু চালুর পূর্বে লঞ্চ একমাত্র মাধ্যম ছিল যেখান দিয়ে দক্ষিণবঙ্গের মানুষ রাজধানী ঢাকার সাথে যোগাযোগ রক্ষা করতো। তাই এই অনুচ্ছেদে আমরা ঢাকা টু বরিশাল লঞ্চের সময়সূচি ও টিকিট মূল্য আপনাদের সামনে তুলে ধরব।
ঢাকা টু বরিশাল লঞ্চের সময়সূচি ২০২৩
রাজধানী ঢাকা শহর হতে বরিশাল পর্যন্ত বেশ কিছু লঞ্চ যাতায়াত করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হল কর্ণফুলী কোম্পানির বিভিন্ন লঞ্চ। সহ আরো বেশ কিছু জনপ্রিয় কোম্পানির লঞ্চ এই রুটে যাত্রী পরিবহন করে থাকে। লঞ্চগুলো সাধারণত বিকেল পাঁচটা থেকে রাত ৮ টার মধ্যে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ঢাকা টু বরিশাল রুটে চলাচলকারী লঞ্চের তালিকা:
- এমভি সুরভী – ৭,এমভি সুরভী – ৮,এমভি সুরভী – ৯
- এমভি সুন্দরবন – ৮,এমভি সুন্দরবন – ১০,এমভি সুন্দরবন- ১১
- এমভি পারাবত – ৮,এমভি পারাবত- ১০,এমভি পারাবত – ১১,এমভি পারাবত – ১২
- এমভি টিপু – ৭,এম ভি ফারহান-৮এমভি টিপু – ৭,এম ভি ফারহান-৮
- এমভি কামাল-১
- এ্যাডভেঞ্চার – ৯,এ্যাডভেঞ্চার – ১
- এমভি কীর্তনখোলা – ২,এমভি কীর্তনখোলা- ১০
- এমভি গ্রীন লাইন-২,এমভি গ্রীন লাইন-৩
- এমভি মানামী
- এমভি কুয়াকাটা- ২
-
রুট সময়সূচী ঢাকা থেকে বরিশাল ভোর- ৬.১৫ মিনিট, রাত- ৭.৩০ মিনিট বরিশাল থেকে সদরঘাট, ঢাকা সকাল- ৯.১৫ মিনিট, রাত- ৯.১৫ মিনিট রাতের সময়:
রুট সময়সূচী ঢাকা থেকে বরিশাল বিকাল- ৫টা বিকাল- ৫.৩০ মিনিট, সন্ধ্যা- ৬টা বিকাল-৬.১৫ মিনিট, রাত- ৯.৪৫ মিনিট। বরিশাল থেকে সদরঘাট, ঢাকা দুপুর- ১২টা বিকাল- ৩টা বিকাল-৩.১৫ মিনিট, সন্ধ্যা- ৬.৩০ মিনিট, রাত- ৭.৩০ মিনিট।
অপরদিকে বরিশাল থেকে রাজধানী ঢাকায় আসার জন্য বরিশাল লঞ্চ টার্মিনালে ভোর পাঁচটা থেকে সকাল ৯ টা পর্যন্ত ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা লঞ্চ গুলো পাওয়া যায়। এবং বিকাল পাঁচটা হতে রাত আটটা পর্যন্ত বরিশাল হতে লঞ্চ গুলো রাজধানী ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল এর উদ্দেশ্যে ছেড়ে যায়। আমি উল্লেখযোগ্য কিছু লঞ্চের সময়সূচী এই অনুচ্ছেদে শেয়ার করব।
ঢাকা টু বরিশাল লঞ্চের টিকিট মূল্য তালিকা ২০২৩
ঢাকা টু বরিশাল জনপ্রিয় এই নৌরুটে প্রতিদিন শত শত লঞ্চ যাতায়াত করে থাকে। আপনি যদি ঢাকা টু বরিশাল লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা গ্রহণ করতে চান তাহলে আমাদের এই অনুচ্ছেদ হতে ঢাকা টু বরিশাল লঞ্চের টিকিট মূল্য দেখে নিতে পারেন।
সাম্প্রতিক সময় দ্রব্যমূল্যের উদ্যগতি এবং ডিজেলের দাম ব্যাপক বৃদ্ধি পাওয়ার কারণে ঢাকা টু বরিশাল লঞ্চের মূল্য তালিকা কিছুটা বৃদ্ধি পেয়েছে। সেই অনুযায়ী ঢাকা টু বরিশাল লঞ্চের ডেকের ভাড়া কেবিন ভাড়া সিঙ্গেল এবং ডাবল কেবিন সহ ভিআইপি কেবিনের ভাড়া সমান হারে বৃদ্ধি পায় । সর্বশেষ ঢাকা টু বরিশাল লঞ্চের টিকিট মূল্য তালিকা নিচে যুক্ত করেছি।
ভিআইপি কেবিনের ভাড়া।
ভিআইপি কেবিন – সাকুরা = ১০০০০ টাকা
ভিআইপি কেবিন – ফুজি = ৮০০০ টাকা
ভিআইপি কেবিন – কিয়োটা = ৮০০০ টাকা
ফ্যামিলি কেবিনের ভাড়া।
সেমি ভিআইপি কেবিন = ৪০০০ টাকা
ডিলাক্স কেবিন = ৩৫০০ টাকা
সেমি ডিলাক্স কেবিন = ২৫০০ টাকা
ফ্যামিলি এসি কেবিন = ৩০০০ টাকা
ফ্যামিলি ননএসি কেবিন = ২৬০০ টাকা
কেবিনের ভাড়া।
ডাবল এসি কেবিন = ২৫০০ টাকা
ডাবল ননএসি কেবিন = ২৪০০ টাকা
সিঙ্গেল এসি কেবিন = ১৪০০ টাকা
সিঙ্গেল ননএসি কেবিন = ১৩০০ টাকা
সোফা = ৮০০ টাকা
ডেকের ভাড়া = ৩৫০ টাকা
ঢাকা টু বরিশাল লঞ্চের টিকিট বুকিং সিস্টেম
লঞ্চের যে কোন টিকিট ঘরে বসেই পাওয়া যায়। বর্তমান অনলাইনে shohoz.com ওয়েবসাইটের মাধ্যমে যে কোন লঞ্চের টিকিট ক্রয় করা যায়। আপনি চাইলে ঢাকা টু বরিশাল লঞ্চের টিকিট সহজ ডট কম ওয়েবসাইট হতে খুব সহজেই ঘরে বসে ক্রয় করতে পারবেন।
এছাড়াও ঢাকা কাউন্টার এবং বরিশাল কাউন্টার হতে যে কোন লঞ্চের টিকিট সংগ্রহ করা যেতে পারে। অপরদিকে আমাদের এই অনুচ্ছেদে শেয়ারকে তো নাম্বারগুলো থেকে খুব সহজেই ঢাকা টু বরিশাল লঞ্চের টিকিট সংগ্রহ করতে পারবেন।