ঢাকা টু মাদারীপুর লঞ্চের সময়সূচী, ভাড়া, টিকিট বুকিং কাউন্টার নাম্বার

ঢাকা টু মাদারপুর লঞ্চের সময়সূচি টিকিট মূল্য আজকের এই অনুষ্ঠানের আলোচ্য বিষয়। তাই আপনারা যারা ঢাকা টু মাদারীপুর লঞ্চের সময়সূচি এবং ভাড়ার তালিকা অনুসন্ধান করে আমার এই অনুচ্ছেদ এসেছেন তাদের এই অনুচ্ছেদে স্বাগতম। লঞ্চে জানি সকল বয়সী যাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ভ্রমণ। ঢাকা টু মাদারীপুরে প্রতিদিন শত শত মানুষ লঞ্চ করে যাত্রা করে থাকে। এর মধ্যে যে সকল যাত্রী প্রথম বার ঢাকা টু মাদারীপুর চলাচল করতে চাচ্ছেন আপনাদের জন্য এই অনুচ্ছেদে আমরা ঢাকা টু মাদারীপুর লঞ্চের সময়সূচি এবং ঢাকা টু মাদারীপুর লঞ্চের ভাড়ার তালিকা তুলে ধরব। এছাড়াও আপনি এই চলাচল করার জন্য যে কোন লঞ্চের অগ্রিম টিকিট বুকিং নম্বরসহ বিস্তারিত তথ্য জানতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমরা এই অনুচ্ছেদে সকল তথ্য সংযুক্ত করেছি।
মাদারীপুর বাংলাদেশের সুপরিচিত একটি জেলা। বলা হয়ে থাকে মাদারীপুর জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলে অবস্থিত। এই অঞ্চল থেকে প্রতিদিন রাজধানী ঢাকায় শত শত মানুষ চলাচল করে। জেলাটি পূর্ণাঙ্গ জেলার উপায় ১৯৮৪ সালের পহেলা মার্চ।
ঢাকা টু মাদারীপুর লঞ্চের সময়সূচি
রাজধানী ঢাকা শহর হতে মাদারীপুর চলাচল করা কতগুলো লঞ্চের মধ্যে অন্যতম হলো এবং এম ভি তরিকা – ২ এবং এমবি ডিবরাজ ৪ । এছাড়াও আপনি চাইলে এই রুটে চলাচল করে অন্যান্য লঞ্চগুলো করে মাদারীপুর পৌঁছাতে পারেন। তাই আমরা আপনাদের সুবিধার্থে এই অনুচ্ছেদে ঢাকা টু মাদারীপুর লঞ্চের ভ্রমণ করার অভিজ্ঞতা শেয়ার করব।
এম ভি তরিকা – ২
এম ভি তরীকা-২ লঞ্চটি ঢাকা মাদারীপুর রুটে চলাচল করে। ঢাকার সদরঘাটে সরাসরি গিয়ে পুরো লঞ্চটি রিজার্ভও করা যেতে পারে। এটি ৭২২ জন যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন।
যোগাযোগ
- সদরঘাট অফিসে যোগাযোগ করা যেতে পারে যেকোন তথ্যের জন্য।
- যোগাযোগের ফোন নম্বর: +৮৮-০১৭১১৩৪৪৭৫০
যাত্রার সময়
- ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে চারদিন পর পর মাদারীপুরের উদ্দেশ্য ছেড়ে যায়। ঈদের সময় একদিন পর পর মাদারীপুরের উদ্দেশ্য ছেড়ে যায়।
ঢাকা থেকে ছাড়ে |
মাদারীপুর পৌঁছে |
সন্ধ্যা ০৭.৪৫ টা |
সকাল ০৯.০০ টা |
মাদারীপুর থেকে ছাড়ে |
ঢাকা পৌঁছে |
দুপুর ০২.০০ টা |
ভোর ০৫.০০ টা |
ঢাকা মাদারীপুর রুটে চলাচল করা লঞ্চগুলোর ঢাকা থেকে ছাড়ার সময় ও যোগাযোগ নম্বর নিচে তুলে দেওয়া হল :
লঞ্চের নাম |
ঢাকা থেকে ছাড়ার সময় |
এম.ভি তরীকা-২ |
সন্ধ্যা ০৭.৪৫ |
এম.ভি দ্বীপরাজ-৪ |
সন্ধ্যা ০৭.৪৫ |
যোগাযোগ নম্বর
লঞ্চের নাম |
মোবাইল নম্বর |
এম.ভি তরীকা-২ |
০১৭১১৩৪৪৭৫০ |
এম.ভি দ্বীপরাজ-৪ |
০১৭১৬২১৭২৭৬ |
কেবিন বুকিং
- কখনোই মোবাইলে কেবিন বুকিং দেওয়া যায় না। যাত্রীকে সরাসরি লঞ্চে গিয়ে কেবিন বুকিং দিতে হয় ।
ঢাকা টু মাদারীপুর লঞ্চের ভাড়ার তালিকা
ঢাকা থেকে মাদারীপুরের উদ্দেশ্যে বেশ কয়েকটি লঞ্চ নিয়মিতভাবে যাতায়াত করে থাকে। সেই সকল লঞ্চে করে আপনি সহজে মাদারীপুর পৌঁছাতে পারবেন। সাধারণত ঢাকা থেকে মাদারীপুর গামী লঞ্চগুলো ভাড়ার তালিকা হল ডেকের ভাড়া ২০০ টাকা। এছাড়াও আপনি চাইলে এই লঞ্চগুলোতে বিলাসী ভাবে যাতায়াত করতে পারবেন। সেজন্য এই লাঞ্চগুলোতে আছে ভিআইপি কেবিন, সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন সহ বিভিন্ন কেবিন সুবিধা। সে অনুযায়ী টিকিৎ মূল্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আপনি যদি এই রুটে লঞ্চ ভ্রমণ করতে চান তাহলে আপনাকে কি রকম টিকিট মূল্য পরিশোধ করতে হবে সে সম্পর্কে একটি ধারণা দিতে পারি।
ধারণক্ষমতা ও ভাড়া
- লঞ্চের কেবিনগুলোতে ধারনক্ষমতার অতিরিক্ত প্রত্যেক যাত্রীর জন্য একটি করে ডেকের টিকেট সংগ্রহ করতে হয়।
শ্রেণী |
ধারনক্ষমতা |
ভাড়া |
তৃতীয় শ্রেণী (ডেক) |
– |
২০০/- |
সিংগেল কেবিন |
০১ |
৬০০/- |
ডাবল কেবিন |
০২ |
১০০০/- |