বাসের সময়সূচি

ঢাকা টু ময়মনসিংহ বাসের সময়সূচি, ভাড়া, টিকেট কাউন্টার নাম্বার

ঢাকা থেকে ময়মনসিংহ রুটে চলাচলকারী বাসের সময়সূচি এবং টিকিটের ভাড়া ও তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আজকের এই অনুচ্ছেদে। এই অনুচ্ছেদ থেকে আপনারা জানতে পারবেন ঢাকা থেকে ময়মনসিংগামী বাসের সময়সূচী নতুন ভাড়া এবং টিকিট কাউন্টারের যোগাযোগ নাম্বার ও কিভাবে অনলাইনে টিকিট কাটবেন এ নিয়ে কিছু বিস্তারিত তথ্য। আমরা আপনাদের সামনে খুব সহজভাবে এ সকল তথ্য তুলে ধরেছি। আশা করি এ সকল তথ্য আপনার ভ্রমণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হবে।

বাংলাদেশের ময়মনসিংহ একটি গুরুত্বপূর্ণ ট্যুরিজম এলাকা। ঢাকা থেকে ১৫১ কিলোমিটার দূরত্বে অবস্থিত ময়মনসিংহ । ময়মনসিংহে অফিসের কাজে বা বাড়ি ফেরার টানে ঢাকা থেকে প্রত্যেক দিনে ই কয়েক হাজার যাত্রী ভ্রমণ করে। ঢাকা শহরের নানা প্রয়োজন এবং জীবিকার তাগিদে কোটি কোটি মানুষ বসবাস করছে। তারা তাদের বাড়িতে ফেরার জন্য সড়ক পথে ভ্রমণ করে।

তাই ঢাকা থেকে ময়মনসিক রুটে বেশ কয়েকটি বাস নিয়মিত যাত্রী পরিবহন সেবা দিয়ে আসতেছে। সড়কপথে এ সকল বাসে খুব সহজেই আরামদায়ক ও নিরাপদ ভাবে যাত্রা করে আপনি ঢাকা থেকে ময়মনসিংহে পৌঁছাবেন। এই অনুচ্ছেদে ঢাকা থেকে মানুষের উঠে চলাচলকারী বাসের সময়সূচী ভাড়া এবং কাউন্টার নাম্বার নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করেছি।

ঢাকা টু ময়মনসিং বাসের ভাড়া ও সময়সূচী

ঢাকা থেকে ময়মনসিং রুটে চলাচলকারী বাস গুলো দিয়ে আসতেছে নিয়মিত যাত্রী পরিবহন সেবা। ঢাকায় অবশেষে নির্দিষ্ট কাউন্টার থেকে যাত্রী পরিবহনের যাত্রী তুলে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা করে এ সকল গাড়ি। ঢাকা থেকে এনা ট্রান্সপোর্ট, সৌখিন পরিবহন ,এশিয়া পরিবহন ও স্বপ্নভূমি নামে চারটি বাস নিয়মিত যাত্রী পরিবহন সেবা দিচ্ছে। এ সকল বাঁশি আপনার খুব সহজেই ঢাকা থেকে ময়মনসিংহ রুটে চলাচল করতে পারবেন। বাসগুলো অনেক আরামদায়ক এবং সময় সাশ্রয়ী। খুব কম টাকায় আপনি ঢাকা থেকে ময়মনসিংহে এ সকল বাসে রওনা দিতে পারবেন। ঢাকা থেকে ময়মনসিংহ গামী এসকল বাসের সময়সূচী নিচে দেওয়া হল।

Related Articles

সময়সূচী

বাসের নাম

প্রথম ভ্রমন

শেষ যাত্রা

এনা পরিবহন

সকাল 8 টা বেজে 30 মিনিট

রাত সাড়ে ৮টা

এশিয়ার প্রকৃতি

6:00 পূর্বাহ্ন

12:30 অপরাহ্ন

Soukhin Paribahan

5:30 am

রাত সাড়ে ৯টা

স্বপ্নভূমি

5:30 am

রাত সাড়ে ৯টা

ঢাকা টু ময়মনসিংহ রুটের বাসের ভাড়া

ঢাকা থেকে ময়মনসিংহ রুটি চলাচলকারী এশিয়ার প্রকৃতি পরিবহন বাস এনা পরিবহন সৌখিন পরিবহন স্বপ্নভূমি পরিবহন বাস চারটি নিয়মিত পরিবহন সেবা দিয়ে আসতেছে। এ সকল বাসের ভাড়া খুবই সাশ্রয়ী এবং বাসগুলো খুবই আরামদায়ক এবং নিরাপদ। বাসগুলোর এসি এবং নন এসি বাস সার্ভিস ব্যবস্থা রয়েছে। ঢাকা থেকে ময়মনসিংহ রুটে চলাচলকারী এ সকল বাসের ভাড়া নিচের তালিকায় প্রদান করা হয়েছে। বর্তমান সময়ে দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় গাড়ির ভাড়া বৃদ্ধি পেয়েছে। তাই দেশে দূরপাল্লার বাস ভ্রমণে আগে তুলনায় অনেক বেশি টাকায় ভ্রমন করতে হয়। এ অনুচ্ছেদে ঢাকা টু ময়মনসিংহ রুটে চলাচলকারী এ সকল বাসের ভাড়া তালিকা প্রদান করা হলো।

বাস কোম্পানির তালিকা টিকিটের মূল্য এসি টিকিটের মূল্য নন-এসি
এনা পরিবহন 200 150
আলম এশিয়া 250 200
সৌখিন পরিবহন 220 160
স্বপ্নভূমি 250 180

ঢাকা টু ময়মনসিংহ রুটে চলাচলকারী বাসের কাউন্টার নাম্বার

ঢাকা থেকে ময়মনসিংহে চলাচলকারী বাসগুলো নিয়মিত যাত্রী পরিবহন সেবা দিয়ে আসতেছে। যাত্রী পরিবহন সেবায় এ সকল পাস যাত্রা নির্ভরযোগ্য। আপনারা সড়কপথে ঢাকা থেকে ময়মনসিংহ রুটে অবশ্যই বাসে ভ্রমণ করতে পারবেন। বাসে আপনি খুব সহজেই ঢাকায় অবস্থিত কাউন্টারগুলো থেকে যাত্রা শুরু করে নির্দিষ্ট সময়ের মধ্যে ময়মনসিংহ কাউন্টারে পৌঁছে যাবেন। ঢাকায় বিভিন্ন জায়গায় ময়মনসিংহ যাওয়ার জন্য কাউন্টার স্থাপন করা হয়েছে। এ সফল কাউন্টারে গিয়ে আপনি খুব সহজেই টিকিট ক্রয় করতে পারবেন। তাই এ সকল কাউন্টারে যোগাযোগ করার জন্য আমরা এই অনুচ্ছেদে কাউন্টারের যোগাযোগ ঠিকানা নাম্বার প্রদান করেছি। আপনাদের যাত্রার সঠিক সময় এবং টিকিট কাটার বিস্তারিত তথ্য এ সকল কাউন্টার নাম্বার গুলোর সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন। নিচে ময়মনসিংহ যাওয়ার জন্য ঢাকাতে অবস্থিত কাউন্টারের নাম্বার গুলো প্রদান করা হলো।

বাসের নাম

অবস্থান

যোগাযোগের নম্বর

এনা পরিবহন

প্রধান কার্যালয়- বাড়ি নং ২৩, রোড নং ৮, ব্লক নং এ, মিরপুর-১২

01924-76457101869-802736

এশিয়ার প্রকৃতি

Alam Asia Mohakhali CounterAlam Asia  Fulbaria bus stand

01711-806051 01712-71732501716-924302

স্বপ্নভূমি

——

01715910870

Soukhin Paribahan

Kalabagan,Kalyanpur,Gabtoli Counter

01715910870

অনলাইনে টিকিট বুকিং

আপনি হয়তো নানা ব্যস্ততার মধ্যে দিয়ে সময় পার করছেন। হয়তো আপনাকে ময়মনসিংহ যেতে হবে। তো আপনার হাতে ময়মনসিংহ যাওয়ার জন্য টিকিট ক্রয় করার কোন সময় নেই। তাহলে তো মহা বিপদ হয়তো ভাবছেন কিভাবে টিকিট ছাড়া ময়মনসিংহ যাব। এখন আর ভাবনার কিছু নেই আপনারা খুব সহজেই ঘরে বসে ময়মনসিংহ গামী বাসের টিকিট অনলাইনে  ক্রয় করতে পারবেন।

অনলাইনে আপনি খুব সহজেই যে কোন জায়গায় ভ্রমণের জন্য আপনি সহজেই টিকিট করে করতে পারবেন। করার জন্য আপনাকে বাস বিডি ডট কম বা সহজ বিডি ডটকম ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এ সকল ওয়েবসাইটে আপনার বর্তমান অবস্থান থেকে গন্তব্য স্থানের সঠিক ভাবে টাইপ করে আপনার ভ্রমণের দিন তারিখ উল্লেখ করে সাবমিট করতে হবে। আপনি খুব সহজে ই আপনার পছন্দের মাঝে টিকিট ক্রয় করতে পারবেন। এর পরবর্তীতে আপনাকে বাস সিলেক্ট করতে হবে। এরপরে আপনার পছন্দমত বাসের আসন সিলেক্ট করে টিকিট ক্রয়ের জন্য বিকাশ নগদে টাকা পেমেন্ট করতে হবে। এখন ঘরে বসেই খুব সহজেই অনলাইনে টিকিট ক্রয় করা যায়। আশা করি টিকিট ক্রয়ের সকল পদ্ধতি আপনারা খুব সহজেই বুঝে যাবেন।

আমাদের এই ওয়েবসাইটের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের পোস্টগুলো মনোযোগ সহকারে পড়বেন। আশা করি এ সকল পোস্ট থেকে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য পেয়ে উপকৃত হবেন। ভালো থাকবেন আপনাদের জন্য রইল শুভকামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *