বাসের সময়সূচি

ঢাকা টু রাজশাহী বাসের সময়সূচি, ভাড়া, টিকেট কাউন্টার নাম্বার

বাস সার্ভিস পরিবহন ব্যবস্থায় বাংলাদেশে এক জেলা থেকে অন্য জেলায় এবং রাজধানী থেকে বিভিন্ন জেলায় বাস পরিবহন দিচ্ছে নিয়মিত সেবা। আপনি কি ঢাকা থেকে রাজশাহী যাবেন। রাজশাহী উদ্দেশ্যে ভ্রমণের জন্য আপনি খুব সহজেই বাস পরিবহন ব্যবস্থায় ভ্রমণ করতে পারবেন। ঢাকা থেকে রাজশাহী কে ভ্রমণের উদ্দেশ্যে প্রতিদিন ঢাকা থেকে অনেকগুলো বাস পরিবহন দিয়ে আসছে। আজকের এই অনুচ্ছেদে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে এ সকল বাসের ভাড়া সময়সূচী এবং অনলাইনে টিকিট কাটার নিয়ম ও কাউন্টার নাম্বার নিয়ে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে।

ঢাকা আমাদের রাজধানী । বিভিন্ন কাজের জন্য বা চাকরির জন্য ঢাকায় প্রচুর মানুষ বসবাস করে। কিন্তু ঢাকায় বসবাসরত এ সকল মানুষ তাদের নিজের গ্রামের বাড়ি বা নিজ জেলাগুলোতে বা বিভাগগুলোতে ভ্রমণের জন্য প্রত্যেক দিনই ঢাকা থেকে পাড়ি দিচ্ছে। সরকারি ছুটি, ঈদ , পূজা বা বিভিন্ন প্রয়োজনে ঢাকা থেকে মানুষ অভ্যন্তরীণ বিভাগ ও জেলাগুলোতে ভ্রমণ করে প্রত্যেকদিনই।

বাংলাদেশের উত্তর অঞ্চল রাজশাহী বিভাগে ঢাকা থেকে গমনে নিয়মিত বাস পরিবহন সেবা দিয়ে আসছে। আপনি খুব সহজেই রাজশাহীতে ভ্রমণের জন্য বাসে ভ্রমণ করতে পারবেন। এ সকল বাসি ঢাকা থেকে রাজশাহীতে ভ্রমণ  খুব আরামদায়ক এবং নিরাপদ। বেশ কয়েকটি পরিবহন সংস্থা তাদের বাস পরিবহন ঢাকা থেকে রাজশাহী উদ্দেশ্যে প্রত্যেকদিনই ভ্রমণ করে। এই অনুচ্ছেদে ঢাকা থেকে রাজশাহী গামী বাসের সময়সূচী ভাড়া কাউন্টারের যোগাযোগ নম্বর এবং অনলাইনে কিভাবে টিকিট কাটবেন এ নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে।

ঢাকা টু রাজশাহী গামী বাসের ভাড়া

উত্তরের দীপ্তমান বরেন্দ্র অঞ্চলে ভ্রমণের জন্য ঢাকা থেকে প্রতিনিয়ত বাস পরিবহন সার্ভিস সেবা দিয়ে আসছে। ঢাকা থেকে দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস ,একতা ট্রান্সপোর্ট ,গ্রামীণ ট্রাভেলস ,শ্যামলী পরিবহন ও হানিফ এন্টারপ্রাইজ এছাড়া আরো অনেকগুলো পরিবহন বাস সার্ভিস চালু আছে। এ সকল বাসে আপনি খুবই সাশ্রয়ী আরামদায়কভাবে ঢাকা থেকে রাজশাহী উদ্দেশ্যে গমন করতে পারবেন।

Related Articles

এ সকল বাসের টিকিট মূল্য আপনার সামর্থ্য যোগ্য এবং সাশ্রয়ী। ঢাকা থেকে ২৪০ কিলোমিটার দূরত্বে রাজশাহী ভ্রমণের জন্য আপনি বাস সার্ভিস ব্যবস্থায়  ৭ থেকে ৮ ঘন্টা সময় মধ্যেই ঢাকা থেকে রাজশাহীতে পৌঁছাতে পারবেন। এসি এবং নন এসি বাস পরিবহন সেবা ব্যবস্থা রয়েছে। ঢাকা থেকে রাজশাহীর রুটির টিকিটের মূল্য বর্তমান সময়ে বৃদ্ধি পেয়েছে। দেশে জ্বালানি তেল ের দাম বৃদ্ধি পাওয়ায় টিকিট মূল্য বৃদ্ধি পায়। নিচে ঢাকা থেকে রাজশাহীকে আমি এসি ও নন এসি বাসের ভাড়া উল্লেখ করা হয়েছে।

ঢাকা-রাজশাহী এসি বাসের ভাড়া ও সময়সূচি-২০২৩

বাসের নাম বাসের ব্র্যান্ড বাসের ধরণ ভাড়া
দেশ ট্রাভেলস হুন্দাই (Hyundai) বিজনেস ক্লাস ১২০০
ন্যাশনাল ট্রাভেলস স্ক্যানিয়া (Scania)Multi Axle বিজনেস ক্লাস ১২০০
গ্রামীন ট্রাভেলস হুন্দাই (Hyundai) বিজনেস ক্লাস ১২০০

ঢাকা-রাজশাহী ননএসি বাসের ভাড়া ও সময়সূচি-২০২৩

বাসের নাম বাসের ব্র্যান্ড বাসের ধরণ ভাড়া
দেশ ট্রাভেলস হিনো (Hino) ইকোনমি ক্লাস ৬০০
ন্যাশনাল ট্রাভেলস হিনো (Hino) ইকোনমি ক্লাস ৬০০
একতা ট্রান্সপোর্ট হিনো (Hino) ইকোনমি ক্লাস ৬০০
গ্রামীন ট্রাভেলস হিনো (Hino) ইকোনমি ক্লাস ৬০০
শ্যামলী পরিবহন হিনো (Hino) ইকোনমি ক্লাস ৬০০
হানিফ এন্টারপ্রাইজ হিনো (Hino) ইকোনমি ক্লাস ৬০০

ঢাকা টু রাজশাহী গামী বাসের সময়সূচী

ঢাকা থেকে রাজশাহীতে গমনের উদ্দেশ্যে ঢাকায় থেকে রাজশাহী গামী বাসের কাউন্টার স্থাপন করা হয়েছে। এ সকল টিকিট কাউন্টার থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে ঢাকা থেকে রওনা দিয়ে রাজশাহীর উদ্দেশ্যে গমন করে। টিকিট ক্রয়ের সময় অবশ্যই গাড়ি কখন ছাড়বে এর সময় উল্লেখ করা থাকে উক্ত টিকিটে। টিকিটের নির্দিষ্ট সময়ের মধ্যেই ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয় গাড়ি। এক নির্দিষ্ট সময়ের মধ্যে কাউন্টারে উপস্থিত থেকে যাত্রা ভ্রমণ করবেন। ঢাকা থেকে রাজশাহী গামী বাসের সময়সূচী নিচে তালিকায় উপস্থাপন করা হলো।

হানিফ এন্টারপ্রাইজ

ঢাকা থেকে রাজশাহী গামী হানিফ এন্টারপ্রাইজ বাসের কাউন্টার হচ্ছে মিরপুর রোড বাড়ি নং ১১ ঢাকা ১২০৭। হানিফ এন্টারপ্রাইজ বাস সকাল ৬.৩০ মিনিটে এবং দুপুর  ১২টা দিকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করে। যোগাযোগ ঠিকানা ০১৭১৩০৪৯৫৫৯

জাতীয় ভ্রমণ

ঢাকা থেকে রাজশাহী রুটে যাওয়ার জন্য জাতীয় ট্রাভেলস বাস কাউন্টার শহীদ তাজউদ্দীন আহমদ এভি ঢাকা ১২০৫। ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে সকাল দশটায় ৪৫ মিনিটে এবং দুপুর ১২ টা ৩০ মিনিটে যাত্রা করে।

দেশ ট্রাভেলস
দেশ ট্রাভেলস গাড়িটি ঢাকার ১২০৫ নাম্বার রুটে কাউন্টার স্থাপন করে সকাল ৭:৩০ মিনিটে এবং দুপুর ১২ঃ৪৫ মিনিটে রাজশাহীর উদ্দেশে গমন করে । যোগাযোগের ঠিকানা ০১৭৬২ ৬৮৪৪৩১

তুহিন এলিট

ঢাকা থেকে রাজশাহী রুটে তুহিন অভিজাত বাস সার্ভিস ব্যবস্থায় এর কাউন্টার স্থাপন করা হয়েছে ঢাকায় মহাখালী ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল বাস টার্মিনালে। পাঁচটি সকাল ৭ টায় ৩০ মিনিটে এবং সে যাত্রা ১১:০০ টায়। যোগাযোগের ঠিকানা ০১৭০৮৪২৫৯৩০।

গ্রামীন ট্রাভেলস
গ্রামীন ট্রাভেলস গাড়িটি ঢাকা থেকে রাজশাহী রুটে চলাচলকারী এটি সকাল আটটা ত্রিশ মিনিট এবং সে যাত্রা ১২ঃ৩০ মিনিটে। এর কাউন্টার স্থাপন করা হয়েছে টেকনিক্যাল ে যোগাযোগের ঠিকানা ০১৭৩৪৭২১৫৭৪।

শ্যামলী পরিবহন
শ্যামলী পরিবহন বাসের টিকিট কাউন্টার স্থাপন করা হয়েছে গাবতলীতে ঢাকা থেকে রাজশাহী রুটে চলাচল করি এই গাড়িটি সকাল ছয়টা এবং শেষ যাত্রা রাত ১১ টায়। যোগাযোগের ঠিকানা ০১৮৬৫০৬৮৯২৬।

কেয়া পরিবহন
রাজশাহী রুটে চলাচল করি কেয়া পরিবহন গাড়িটির সদর দপ্তর গাবতলীতে গাড়িটি সকাল 6:30 প্রথম যাত্রা এবং শেষ যাত্রা দুপুর রাত ১২ঃ৪৫ মিনিটে যোগাযোগের ঠিকানা ০১১৯৩২৫৫৯৪৪।

ঢাকা টু রাজশাহী গামী বাসের কাউন্টার নাম্বার

রাজশাহীর উদ্দেশ্যে গমনের জন্য ঢাকায় বিভিন্ন রুটে কাউন্টার স্থাপন করা হয়েছে। প্রত্যেকটি বাস সার্ভিস সংস্থা তাদের নিজ নিজ কাউন্টার স্থাপন করেছি ঢাকার বিভিন্ন স্থানে। ঢাকা থেকে রাজশাহীতে গমনের উদ্দেশ্যে ঢাকার গাবতলী, কল্যাণপুর ,টেকনিক্যাল, শ্যামলী ,আসাদগেট প্রভৃতি স্থানে টিকিট কাউন্টার স্থাপন করেছে। সকল কাউন্টারে যোগাযোগ করার জন্য অবশ্যই আপনার কাউন্টার নাম্বার প্রয়োজন। কাউন্টার নম্বরে আপনি আপনার প্রয়োজনে যোগাযোগ করে বাসের সময়সূচী জানতে পারবেন। আপনাদের সুবিধার্থে আজকের এই অনুচ্ছেদে ঢাকা থেকে রাজশাহী আমি বাসের সময়সূচী উল্লেখ করা হয়েছে।

কাউন্টার নাম ফোন নম্বর
১. শ্যামলী কাউন্টার (বাবর রোড, কলেজ গেট, Dhaka) মোবাইল: ০১৭১৩০৪৯৫৭৫
২. শ্যামলী রিংরোড -১ কাউন্টারস মোবাইল: ০১৭১৩৪০২৬৩৯
৩. শ্যামলী রিংরোড -২ কাউন্টারস মোবাইল: ০১৭১৩০৪৯৫৩২
৪. গাবতলী কাউন্টার (গাবতলী, বাগবাড়ী, মিরপুর, Dhakaাকা) মোবাইল: ০১৭১৩২০১৭১৬
৫. কোলাবাগান কাউন্টার (১66 / এ, কোলাবাগান, ধানমন্ডি, Dhakaাকা) মোবাইল নং: ০১৭১৩২০১৭২৭
৬. সায়দাবাদ কাউন্টার (হুজোরসেদাবাদী গেট, সায়দাবাদ, Dhakaাকা) মোবাইল নং:  ০১৭১৩২০১৭৩২
৭. প্রযুক্তি কাউন্টার (মিরপুর, Dhakaাকা) মোবাইল নং: ৯০০৮৪৭৫
৮. মালিবাগ কাউন্টার মোবাইল নং: ৮৩৫৪৭৪৮
৯. জনপথ কাউন্টার মোবাইল নংঃ ৭৫৫৪৩১৮
১০. কল্যাণপুর -১ কাউন্টার মোবাইল নং: ০১৭১৩০৪৯৫৪০, ০১৭১৩০৪৯৫৪১
১১. কল্যাণপুর -২ কাউন্টার মোবাইল নং: ০১৭১৩০৪৯৫৭৩
১২. কল্যাণপুর -৩ কাউন্টার মোবাইল নং: ০১৭১৩০৪৯৫৭৪
১৩. কল্যাণপুর -৪ কাউন্টার মোবাইল নং: ০১৭১৩০৪৯৫৬১
১৪. ফকিরাপুল কাউন্টার মোবাইল নং:০১৭১৩২০১৭২৭
১৫. উত্তরা কাউন্টার মোবাইল নং: ০১৭১১৯২২৪২১
১৬. আবদুল্লাহপুর কাউন্টারস মোবাইল নং: ০১৭১৩০৪৯৫১৩
১৭. আরামবাগ কাউন্টার মোবাইল নং: ০১৭১৩৪০২৬৬৫
১৮. সাভার কাউন্টারস মোবাইল নং: ০১৭৫৩৪৮৮৪৭৬
১৯. নবীনগর কাউন্টারস মোবাইল নং: ০১৬৮১-২৯৯৯৯  মোবাইল নং- ০১৬৮১-২৯৯৯৯
২০. পান্থপথ কাউন্টারস মোবাইল নং: ০১৭১৩৪০২৬৪১
২১. নর্ডদা কাউন্টার মোবাইল নং: ০১৭১২৯২২৪১৩
২২. কাচপুর কাউন্টার কাউন্টারস মোবাইল নং: ০১৬৮৭৪৮০৫৬৯

অনলাইনে টিকিট ক্রয়ের নিয়ম

ঘরে বসে এখন আপনি ভ্রমণের জন্য বাসের টিকিট ক্রয় করতে পারবেন। খুব সহজেই বাসের টিকিট ক্রয়ের জন্য আপনি বাস পরিবহন সংস্থা কর্তৃক ওয়েবসাইট থেকে সহজে ই বাসের টিকিট সংগ্রহ করতে পারবেন। টিকিট ক্রয়ের জন্য আপনি বাস বিডি ডট কম বা সহজ ডট কমে বাসের টিকিট ক্রয় করতে পারবেন। আপনি অনেক ব্যস্ততায় আছেন কাউন্টারে আসার সময় নেই তাহলে আপনি খুব সহজেই অনলাইনে টিকিট ক্রয় করতে এ সকল ওয়েবসাইট থেকে ক্রয় করে নেবেন।

টিকিট ক্রয়ের জন্য আপনাকে এ সকল ওয়েবসাইটে গিয়ে আপনার পছন্দের বাস সার্ভিস পরিবহন সিলেক্ট করে আসন সিলেক্ট করতে হবে। নগদ বা বিকাশে টিকিট মূল্য পেমেন্ট করে আপনি অনলাইন টিকিট কপি ডাউনলোড করতে পারবেন। পরিবহনের সময় আপনার এই ডাউনলোড  কপি প্রয়োজন হবে।

সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ।নিরাপদে ভ্রমণ করুন। আপনার ভ্রমণ হোক নিরাপদ এবং আরামদায়ক। আপনাদের জন্য রইল শুভকামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *