ভ্রমণলঞ্চের সময়সূচি

ঢাকা থেকে পটুয়াখালী লঞ্চের সময়সূচী, ভাড়া, টিকিট বুকিং কাউন্টার নাম্বার 2023

বাংলাদেশের নো রোড গুলোর মধ্যে জনপ্রিয় রোড হচ্ছে ঢাকা টু পটুয়াখালী। তাই আজকের এই অনুষ্ঠানে ঢাকা টু পটুয়াখালী লঞ্চের ভাড়ার তালিকা, ঢাকা টু পটুয়াখালী লঞ্চের সময়সূচি, ঢাকা টু পটুয়াখালী লঞ্চের কেবিন ভাড়া এবং ঢাকা টু পটুয়াখালী লঞ্চের অগ্রিম টিকিট বুকিং সিস্টেম সহ যাবতীয় তথ্য এই আর্টিকেলে তুলে ধরা হবে। আপনি যদি ঢাকার পটুয়াখালী লঞ্চের বিস্তারিত তথ্য জানতে এই অনুচ্ছেদে এসে থাকেন তাহলে আমার এই অনুচ্ছেদটি আপনাকে অনেক ভাবে সাহায্য করতে পারে। আসুন ঢাকা টু পটুয়াখালী লঞ্চের সময়সূচি টিকিট মূল্য সহ বিস্তারিত তথ্য জেনে আসি।

বাংলাদেশের রাজধানী ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল হাতে প্রতিদিন পটুয়াখালী লঞ্চ টার্মিনালে বেশ কয়েকটি লঞ্চ নিয়মিতভাবে যাতায়াত করে। সমুদ্রের কোল ভেসে পটুয়াখালী জেলা অবস্থিত হওয়ায় নৌরুটি এই জেলাটিতে যাওয়া বেশ জনপ্রিয়। আমরা আপনাদের সুবিধার্থে আজকের এই অনুচ্ছেদে সকল তথ্য তুলে ধরছি।

অনেকেই ঢাকা টু পটুয়াখালীর দ্রুত জানেন না। বাংলাদেশের রাজধানী ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল হতে পটুয়াখালী লঞ্চ টার্মিনাল এর দূরত্ব হল ২২৬ কিলোমিটার। এই রাস্তা পাড়ি দিতে প্রত্যেকটি লঞ্চের সময় লাগে প্রায় ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা। অত্যন্ত আরামদায়কভাবেই এই রুটে আপনি লঞ্চ করে যাতায়াত করতে পারবেন সে জন্য আমার এই আর্টিকেলটি আপনাকে সাহায্য করবে।

ঢাকা টু পটুয়াখালী লঞ্চের তালিকা

প্রতিদিন ঢাকা হতে পটুয়াখালীর উদ্দেশ্যে বেশ কয়েকটি লঞ্চ ছেড়ে যায়। এই রোডে যাত্রী অনেক বেশি চলাচল করে বিধায় বেশ কয়েকটি বড় বড় লঞ্চ ে চালু আছে। এর মত উল্লেখযোগ্য হলো এম ভি এ আর খান 1, এম ভি প্রিন্স আওলাদ 7, এম ভি সুন্দরবন 9, এম ভি কুয়াকাটা 1, এম ভি সুন্দরবন 11, এম ভি জামাল 5, এম ভি কাজল 7, এম ভি ছাত্তার খান 1।

Related Articles

ঢাকা টু পটুয়াখালী যাওয়ার জন্য আপনি আমার তালিকা থেকে যে কোন একটি লঞ্চ পছন্দ করতে পারেন। সে ক্ষেত্রে আপনাকে সময়সূচী মেনটেন করতে হবে। আমি ঢাকা লঞ্চের সময়সূচি নিচে তুলে থাকব।

ঢাকা টু পটুয়াখালী লঞ্চের সময়সূচি ২০২৩

ঢাকা থেকে পটুয়াখালী লঞ্চগুলো যাতায়াত করে সারাদিন। অর্থাৎ একেক লঞ্চ একেক সময় যাতায়াত করে নির্দিষ্ট কোন সময় নেই। যদি আপনি এম ভি ফারহানে করে যাতায়াত করতে চান তাহলে এই লঞ্চে প্রতিদিন সন্ধ্যা ৭ঃ৪৫ মিনিটে পটুয়াখালের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যায়। এবং লঞ্চগুলো পটুয়াখালীতে পৌঁছায় সকাল ৮ টায়।

অর্থাৎ আপনি সারাদিন সকাল সাতটা হতে শুরু করে রাত দশটা পর্যন্ত ঢাকা থেকে পটুয়াখালী লঞ্চ পাবেন। বাস টার্মিনাল গুলোতে এর কাউন্টার হাতে টিকিট সংগ্রহ করতে পারবেন আপনি চাইলে অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন।

ঢাকা টু পটুয়াখালী লঞ্চের ভাড়ার তালিকা

আপনারা সকলে অবগত আছেন যে প্রত্যেকটি লঞ্চে বিভিন্ন শ্রেণীর টিকিট পাওয়া যায়। এই লঞ্চগুলোতে কেবিন সুবিধা পাশাপাশি ডেকের সুবিধা আছে। সাধারণত কেবিনে করে যেতে হলে আপনাকে বেশি টাকা পেমেন্ট করতে হবে। ভিআইপি কেবিন ৩০০০ থেকে ৩৫০০ টাকা, ফ্যামিলি ছয়জনের কেবিনের দাম পড়বে ৪০০০ থেকে ৫ হাজার টাকা, নরমাল ডাবল কেবিন ১২০০ থেকে ১৬০০ টাকা, নরমাল সিঙ্গেল কেবিন ৮০০ থেকে ১ হাজার টাকা, এবং ডেকের ভাড়া ২০০ থেকে ৩০০ টাকা।

লঞ্চের ধরন
ভাড়া
বেশি সুযোগ-সুবিধা সম্পন্ন প্রতিটি কেবিনের ৩০০০ থেকে  ৩৫০০ টাকা 
ফ্যামিলি রুম (৬ জন) ৪০০০ থেকে ৫০০০ টাকা
নরমাল ডাবল কেবিন ১২০০ থেকে ১৬০০ টাকা
নরমাল সিঙ্গেল কেবিন ৮০০ থেকে ১০০০ টাকা
ডেকের ভাড়া ২০০  থেকে ৩০০ টাকা

ঢাকা টু পটুয়াখালী লঞ্চের টিকিট কাউন্টার নাম্বার

ঢাকা থেকে পটুয়াখালী যাওয়ার জন্য আপনি পটুয়াখালী লঞ্চ টার্মিনাল কিংবা সদরঘাট লঞ্চ টার্মিনালের কাউন্টার গুলো হাতে টিকিট সংগ্রহ করতে পারবেন। এছাড়াও আমাদের এই আর্টিকেলে সংযুক্ত যে কোন কোম্পানির লঞ্চগুলোর যোগাযোগ নম্বর দেওয়া আছে সেগুলোতে ফোন করে অগ্রিম টিকিট সংগ্রহ করে নিতে পারবেন। আপনি চাইলে অনলাইনে সহজ ডটকম হতে যে কোন লঞ্চের টিকিট ক্রয় করতে পারবেন।

  • এম ভি এ আর খান-১ ০১৮২৩৩৯১৫৬৩, ০১৭৬৩৯৩৬২৯৪
  • এম ভি প্রিন্স আওলাদ-৯ ০১৭৬০৯৯৮৫৩৭, ০১৭৩৩১৬৭৩২৭
  • এম ভি সুন্দরবন -৯ ০১৭১১৩৫৮৮১০
  • এম ভি কুয়াকাটা -১ ০১৭৩৬৬২০৫৮০
  • এম ভি সুন্দরবন ১১ ০১৭১১৩৫৮৮৩৮
  • এম ভি জামাল -৫ ০১৭১২৫৬১৫২০
  • এম ভি  কাজল-৭ ০১৭৯৮৮৪৯৭৪৭
  • এম ভি  সাত্তার খান-১ ০১৭৭০৬৭৩০৬০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *