উৎসব

দূর্গা পূজার সময়সূচী ২০২৩

এসো মা দুর্গা বসো ঘরে আলো জ্বালাও তুমি ঘরে ঘরে। হিন্দু ধর্মীয়দের কাছে দুর্গাপূজা সবচেয়ে বড় পার্বণ। প্রত্যেক বছর ই দুর্গাপূজা নিয়ে বাঙ্গালীদের আগ্রহের শেষ থাকে না কবে দুর্গাপূজা কবে আসবে মা ঘরে। পঞ্জিকার পাতায় দিন গুনতে থাকে হিন্দু সম্প্রদায়ের মানুষ। হিন্দুদের কাছে দুর্গাপূজার সবচেয়ে বড় পার্বণ। মা কবে আসবে? কবে ঘরে বসবে? এই নিয়ে জল্পনা কল্পনা। আজ আমাদের এই অনুচ্ছেদে আপনাদের দুর্গা পূজার সময়সূচী শেয়ার করা হয়েছে।

দূর্গা পূজার
দূর্গা পূজার

এ বছরে দুর্গাপূজায় শুরুর তিথি মহালয়া। এই মহালয়া সময়সূচী এবং মহাপঞ্চমী মহাষষ্ঠী মহা সপ্তমী মহা অষ্টমী নবমী এবং দশমী এর বিস্তারিত সময়সূচী শেয়ার করা হয়েছে। বাংলাদেশ এবং ভারতের কলকাতায় বাঙালিরা দুর্গাপূজা পালন করে এছাড়া পৃথিবীতে সনাতন ধর্মাবলীর মানুষ দুর্গাপূজা পূজা পালন করে। বারো মাসে তেরো পার্বণ। এই তেরো পার্বণের মধ্যে সবচেয়ে বড় পার্বণ হিন্দুদের কাছে দুর্গাপূজা। মহালয়াতে শুরু হয় দুর্গাপূজার আমেজ। ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর কিছুদিন পর থেকেই শুরু হয়ে যায় দুর্গা প্রতিমা তৈরি করা। কুমোর পল্লীতে শুরু হয়ে যায় ব্যস্ততার দিন। তারা এ সময় দূর্গা পূজার প্রতিমা তৈরি করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মহালয়াতে শুরু হয় দুর্গাপূজার আগমনে মা কিসে আসতেছে এই নিয়ে অনেকেরই প্রশ্ন। মা যদি নৌকায় আসে আর ঘোড়ায় চলে যায় ।

দূর্গা পূজার
দূর্গা পূজার

আর যদি ঘোড়ায় এসে নৌকায় চলে যায় তাহলে পৃথিবীতে জল ও শস্য পরিপূর্ণ হবে  পৃথিবীর। মা আসে প্রত্যেক বছরই করুণাময়ী মা পৃথিবীর মঙ্গল কামনা করে পৃথিবীর অশুভ শক্তিকে ধ্বংস করে শুভময় করে এই পৃথিবীর। মহালয়ার কিছুদিন পরেই শুরু হয়ে যায় মহাপঞ্চমী এরপরে মহাষষ্ঠী। মহাষষ্ঠীতে দুর্গা প্রতিমায় প্রাণ  প্রতিষ্ঠা হয় ।এই দিন থেকে ঢাক ঢলে নাচে গানে মাকে আগমন করা হয়। বাপের বাড়িতে উমাকে প্রতিষ্ঠা করে মন্ডপে মন্ডপে জনতার ভিড় লেগে যায় মাকে দেখার জন্য। মহা সপ্তমীতে ভোরবেলা স্বর্গের সব দেবতা গণ এবং মাকে নিদ্রা থেকে তোলার জন্য মন্ত্রের দ্বারা আহবান করা হয়। মাকে নতুন শাড়ি পরিয়ে বরণ করে নেয়া হয়। মহা সপ্তমীতে মাকে কুমারী অবস্থায় পূজা করে মহা অষ্টমীতে মায়ের কুমারী পূজা সম্পন্ন করা হয়। নবমীতে মায়ের পূজা করে দশমীতে মায়ের বিসর্জন। ঢাকাকে ঢলে মায়ের পূজা সম্পন্ন হয়। আনন্দে মেতে উঠে হিন্দু ধর্মাবলীরা। নতুন পোশাক-আশাক গান বাজনা আরতি পূজা সব আয়োজনে মধ্যে দিয়ে সম্পন্ন করে দুর্গাপূজা । দশমীতে সিঁদুর পূজায় রঙে রাঙিয়ে যায় মায়ের ভক্তবৃন্দরা। আজকের এই অনুচ্ছেদে দুর্গাপূজার সময়সূচি নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে।

২০২৩ সালের মহালয়ার তারিখ

২০২৩ সালে দুর্গাপূজায় মহালয়া য় হবে ২৫ সেপ্টেম্বর রবিবার। এই দিনে পিতৃ পক্ষের অবসান ঘটে মাতৃপক্ষের সূচনা ঘটে। এই দিনে অশুভ শক্তি অসুর কে দমন করে মা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে। অসুর সংকেত দেবতাদের স্বর্গ থেকে উচ্ছেদ করে স্বর্গ নিজের দখলে নেয়। নেমে আসে পৃথিবীতে অশুভ অকল্যাণ। সকল দেবতা একত্রিত হয়ে আধ‌্যাশক্তি মহামায়া জগৎ জননী মায়ের আগমন ঘটে। মা অসুরকে বধ করে দেবতাদেরকে স্বর্গ ফিরিয়ে দেয় নেমে আসে পৃথিবীতে কল্যাণ। পৃথিবীতে তাই মাকে স্মরণ করে সকল অশুভ দূর করে কল্যাণের জন্য কামনা করা হয়।

Related Articles
দূর্গা পূজার

দূর্গা পূজার সময়সূচী ২০২৩

মা জগৎজননী দুর্গতিনাশিনী আধ্যাশক্তি মহামায়া এ পৃথিবীতে অশুভ শক্তির বিনাশ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে। বাঙালিরা দেবী দুর্গার আগমনে নতুনভাবে সাজিয়ে তুলে প্রকৃতি নানা উৎসব নাচ গান আনন্দ মধ্য দিয়ে সম্পন্ন করে পূজা। নিচে দুর্গাপূজার সময়সূচী শেয়ার করা হয়েছে।

মহাষষ্ঠী- ১ অক্টোবর ২০২৩, বাংলা ১৪ ই আশ্বিন। রাত্রি ৮ টা ৩৫ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত।

মহাসপ্তমী- রবিবার ২ অক্টোবর, বাংলা ১৫ ই আশ্বিন। রাত্রি ৬ টা ২১ মিনিট ৪২ সেকেন্ড পর্যন্ত।

মহাঅষ্টমী- ৩ অক্টোবর ২০২৩ , বাংলা ১৬ ই আশ্বিন। দিন ৩ টা ৫৯ মিনিট ১৮ সেকেন্ড পর্যন্ত।

সন্ধিপূজাঃ দিন ৩ টা ৩৫ মিনিট ১৮ সেকেন্ড থেকে দিন ৪ টা ২৩ মিনিট ১৮ সেকেন্ড পর্যন্ত ।

মহানবমী- ৪ অক্টোবর ২০২৩, বাংলা ১৭ ই আশ্বিন। দিন ৩ টা ৫৯ মিনিট ১৮ সেকেন্ড পর্যন্ত।

মহাদশমী- বুধবার ৫ অক্টোবর, বাংলা ১৮ ই আশ্বিন। দিন ১১ টা ১০ মিনিট ৭ সেকেন্ড পর্যন্ত।

দূর্গা পূজার
দূর্গা পূজার

দুর্গাপূজার সময়সূচী ২০২৩ বাংলাদেশ

ভারত ও কলকাতায় বাঙ্গালীদের কাছে ১৩ পার্বণের মধ্যে সবচেয়ে বড় পার্বণ হলো দুর্গাপূজা। এই পূজায় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে সম্পন্ন করে নানা উৎসব গান ও পূজা অর্চনার মধ্যে দিয়ে।

দুর্গাপূজার সময়সূচী ২০২৩ বাংলাদেশ
দুর্গাপূজার সময়সূচী ২০২৩ বাংলাদেশ

দূর্গা পূজার ক্যালেন্ডার

বছরের শুরুতেই যখন আমাদের হাতে আসে পঞ্জিকা তখন আমরা পঞ্জিকার পাতা গুনে গুনে খুঁজে বের করি শরতের সেই দূর্গা পূজার তারিখ ও সময়সূচী। বাঙালির ঘরে ঘরে আনন্দ দিকে দিকে ঢাকের বাজনা নতুন পোশাকে পূজা অর্চনায় যায় হিন্দু ধর্মীয়রা। দূর্গা পূজার ক্যালেন্ডার অনুসারী মহালয়ার কিছুদিন পরে পঞ্চমী ও ষষ্ঠীতেই শুরু হয় দুর্গাপূজা।

দূর্গা পূজার
দূর্গা পূজার

এবারের বাংলা ক্যালেন্ডার অনুসারে দুর্গাপূজা শুরু হবে মহালয়া শুরু হবে ২৫ সেপ্টেম্বরে। মহাষষ্ঠীতে মায়ের আগমন আশ্বিন মাসের ১৪ তারিখে মহাষষ্ঠীতে মায়ের আগমন ১৫ ই আশ্বিন সপ্তমী ১৬ই আশ্বিন মহা অষ্টমী ১৭ আশ্বিন নবমী এবং ১৮ই আশ্বিন দশমী।এবারের বাংলা ক্যালেন্ডার অনুসারে দুর্গাপূজা শুরু হবে মহালয়া শুরু হবে ২৫ সেপ্টেম্বরে। মহাষষ্ঠীতে মায়ের আগমন আশ্বিন মাসের ১৪ তারিখে মহাষষ্ঠীতে মায়ের আগমন ১৫ ই আশ্বিন সপ্তমী ১৬ই আশ্বিন মহা অষ্টমী ১৭ আশ্বিন নবমী এবং ১৮ই আশ্বিন দশমী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *