টিপস

নবীন বরণ নিয়ে বক্তব্য, আলোচনা, উক্তি, গান, কবিতা, মেসেজ

সম্মানিত সুধী আজকের এই অনুষ্ঠানের আমরা নবীন বরণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের এই অনুচ্ছেদে আপনারা নবীনবরণ অনুষ্ঠানের বক্তব্য, নবীন বরণ নিয়ে উক্তি, নবীন বরণ নিয়ে কবিতা, ও নবীন বরণ নিয়ে কিছু আলোচনা করতে চাচ্ছি। তাই আপনারা যারা নবীন বরণের বক্তব্য। এবং নবীন বরণের কিছু উক্তি, এবং নবীন বরণের কিছু স্ট্যাটাস আপনাদের জন্য শেয়ার করেছি।

প্রতিবছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে নতুনদের বরণ করে নেওয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশেষ করে এই অনুষ্ঠানটি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ শ্রেণীতে যারা ভর্তি হয় তাদের জন্য এবং আবার এই অনুষ্ঠানটি কলেজের প্রথম দিনে কিংবা ভার্সিটির প্রথম দিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হয়ে থাকে। এই সকল অনুষ্ঠানে সম্মানিত অতিথি বৃন্দ উপস্থিত থাকে এবং নবীন বরণ অনুষ্ঠানের বক্তব্য প্রদান করেন।

নবীনদের বরণ করে নেওয়ার জন্য মূলত বড় ক্লাসের ভাই কিংবা বোনেরা বিভিন্ন প্রকার বক্তব্য দিয়ে থাকে এছাড়াও উক্ত প্রতিষ্ঠানের শ্রদ্ধাভাজন শিক্ষকেরা নবীদের বরণ করার জন্য বিভিন্ন রকম বক্তব্য প্রদান করে। বক্তব্যগুলো বাংলাতেই দেওয়া সব থেকে মানানসই আবার এই বক্তব্যগুলোকে আমরা মানপত্র হিসেবে বলতে পারি। তাই আজকের এই অনুচ্ছেদে আমরা বিভিন্ন প্রকার নবীন বরণের বক্তব্য এবং নবীন বরণের কিছু উক্তি আপনাদের জন্য শেয়ার করব। আশা করি আমার এই অনুচ্ছেদটি আপনাদের ভালো লাগবে।

নবীন বরণ নিয়ে বক্তব্য

আপনি স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় আপনি যে পর্যায়ে পড়াশোনা করেন না কেন আপনার প্রতিষ্ঠানের যদি নবীন বরণ অনুষ্ঠান আয়োজন করা তাহলে আপনি উক্ত অনুষ্ঠানগুলোতে নবীনবরণ নিয়ে বক্তব্য প্রদান করতে পারেন। আপনি যদি নবীন বরণের বক্তব্য প্রদান করতে ইচ্ছুক হন তাহলে আমার এই অনুচ্ছেদটি আপনাকে সাহায্য করবে। আমার এই অনুচ্ছেদের নবীনবরণ নিয়ে বেশ কিছু বক্তব্য সংযুক্ত করা হলো।

Related Articles

মাননীয় অধ্যক্ষ মহোদয়, শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং প্রীতিভাজন নবাগত ও সতীর্থ শিক্ষার্থী ভাইবোন— সবার প্রতি রইল আমার সালাম ও শুভেচ্ছা।

আমাদের এ ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আজ নতুন প্রাণের স্পর্শে স্পন্দিত ও আনন্দ হিল্লোলে মুখরিত। নবাগত শিক্ষার্থী ভাই ও বোনেরা, স্কুলের গণ্ডি পেরিয়ে তোমরা এসেছ আমাদের কলেজের আঙিনায়, ছোট্ট গণ্ডি পেরিয়ে মুক্ত জ্ঞানের আলোয়, উচ্চতর শিক্ষা অর্জনের প্রাথমিক ক্ষেত্রে। তোমাদের এ আগমন শুভ হোক এ কামনা করি। তোমাদের সবার প্রতি রইল আমার আন্তরিক উষ্ণ অভিনন্দন ও গোলাপি শুভেচ্ছা।

নবাগত ভাই ও বোনেরা,

তোমরা জেনে খুশি হবে যে এই অঞ্চলের মধ্যে আমাদের এ প্রতিষ্ঠানটি নানা দিক থেকে গৌরবোজ্জ্বল ঐতিহ্যের অধিকারী। এক মহান ব্রত ধারণ করে আছে এ পবিত্র বিদ্যাঙ্গণ। যার স্লোগান হচ্ছে— ‘শিক্ষাই শক্তি। শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও।’ আজ থেকে তোমাদের জন্য এটাই হোক জীবনের মূলমন্ত্র। আলোকিত জীবনের জন্য তোমাদের সে অভিযাত্রা শুভ হোক, সুন্দর হোক।

নবাগত বন্ধুরা,

জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি পর্বের সফল সমাপ্তির পর তোমরা আজ সম্পূর্ণ নতুন এবং মুক্ত জ্ঞানের রাজ্যে প্রবেশ করেছ। এখানে রয়েছে জ্ঞানচর্চার উন্মুক্ত অবকাশ এবং স্বাধীন চিন্তা বিকাশের অপূর্ব সুযোগ। নিরন্তর সাধনা ও পঠন-পাঠনের মাধ্যমে বিকশিত হোক তোমাদের মেধা ও মননশীলতা— এটিই আমাদের প্রত্যাশা।

বন্ধুরা,

তোমরা জেনে খুুশি হবে যে আমাদের এ কলেজ থেকেই অতীতে পড়ালেখা করে জ্ঞানীগুণী পণ্ডিত হিসেবে দেশে ও আন্তর্জাতিক ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন অনেকে। ডাক্তার, প্রকৌশলী, রাজনীতিক, সাহিত্যিক, সাংবাদিক হিসেবে এ প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীই পরবর্তী জীবনে প্রতিষ্ঠা লাভ করেছেন সমাজে। তোমরাও তাদের মতোই দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে।

নবীন বন্ধুরা,

আমাদের এ শিক্ষালয়ের দীর্ঘদিনের এক সুমহান ঐতিহ্য ও খ্যাতি রয়েছে দেশব্যাপী। এখানকার শিক্ষা-শৃঙ্খলা, ছাত্র-শিক্ষক সুসম্পর্ক, পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল সারাদেশে আলোড়ন সৃষ্টি করে প্রতিবছরই। আজ তোমরা যারা নতুন প্রাণশক্তি ও অমিত সম্ভাবনা নিয়ে এখানে এসেছ, তোমাদের সাদরে বরণ করে নিয়ে তোমাদেরকেও ঐতিহ্য রক্ষার সুমহান দায়িত্বে অংশীদার করছি। আশা করি, এ প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধিতে তোমরাও প্রাণপণ চেষ্টা করবে।

বন্ধুরা,

এ প্রতিষ্ঠানে তোমাদের শিক্ষাজীবন সফল-সার্থক ও গৌরবময় হোক। এখানকার শিক্ষা নিয়ে তোমরা দেশ-জাতি ও বিশ্বমানবতার কল্যাণে নিয়োজিত হও। যৌবনের আলোয় আলোকিত হোক তোমাদের ভুবন— এই প্রত্যাশায় শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।

নবীন বরণ নিয়ে উক্তি

আমরা পূর্বেই আলোচনা করেছি নবীনবরণ অনুষ্ঠানটি মূলত স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের বরণ করার জন্য অনুষ্ঠিত হয়ে থাকে। আপনার প্রতিষ্ঠানে নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করা হলে আপনি উক্ত অনুষ্ঠানগুলোতে বক্তব্য প্রদান করতে পারবেন। আপনার বক্তব্যটি হতে হবে রুচিশীল এবং মানসম্মত এবং আপনার বক্তব্যে বেশ কিছু মনীষীদের উক্তি সংযুক্ত করা প্রয়োজন। সেজন্য আমরা এই অনুচ্ছেদে নবীনবরণ নিয়ে কিছু উক্তি আপনাদের জন্য শেয়ার করলাম।

> পৃথিবীতে মূলত সবাই জিনিয়াস, কিন্তু আপনি যদি ১ টি মাছকে তার গাছ বেয়ে উঠার সামর্থ্যের উপর বিচার করেন তাহলে সে সারা জীবন নিজেকে শুধু অপদার্থই মনে করবে॥ ” — আইনস্টাইন।

> হ্যাঁ এবং না এই শব্দ দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট। কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশিবার ভাবতে হয়॥ ” —পীথাগোরাস।

>  এসো হে নবীন, এগিয়ে চল অবিরাম,অন্তহীন ভোরের সূর্যের প্রথম আলো, স্বপ্নডানা মেলে জয়ের অগ্নি হৃদয়ে ঢালো। -রুনা লায়লা (বাংলা কবিতা.কম)

>এসো হে নবীন, নির্মল ভালোবাসায় হও রংধনুর রঙে রঙিন, শত বাধা-বিপত্তি পেছনে ফেলে, পায়ে পায়ে অগ্রসরমান হও ঢাকের তালে তালে। – রুনা লায়লা (বাংলা কবিতা.কম

>মার্ক টোয়েন বলেন, সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে মূলত ব্যক্তিত্বহীন। ভাগ্য বলে কোনো কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও তার যত্নের উপর তার ভবিষ্যৎ গড়ে উঠে।

> আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়।

(বিজ্ঞানী জন. এ. শেড) 

> একটি বিখ্যাত উক্তি হলো, যদি আপনি গরীব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু আপনি যদি গরীব থেকেই মারা যান তবে সেটা কেবলমাত্র আপনারই দোষ।

(বিল গেটসের) 

> এডলফ হিটলারের একটি বিখ্যাত উক্তি — আমি আপনাদেরকে কখনও ভালবাসতে না বলে যুদ্ধ করতে বলি।

>বাঙালি লেখক প্রমথ চৌধুরী বলেন — আমরা ভাবি দেশে যত ছেলে পাশ করছে শিক্ষার হার তত বিস্তার হচ্ছে।

>  এসো হে নবীন – ভেদাভেদ ভুলে নবীন বা প্রবীন, সোনামাখা সোনালী বরণ ঢালায়, সাজিয়েছি আজ হে নবীন তোমাদেরি শুভেচ্ছায়। – রুনা লায়লা (বাংলা কবিতা.কম)

> ফাগুনের নবীন আনন্দে গানখানি গাঁথিলাম ছন্দে; দিল তারে বনবীথি কোকিলের কলগীতি, ভরি দিল বকুলের গন্ধে – রবীন্দ্রনাথ ঠাকুর

>  এসো নতুন করি বরণ, তোমাদের আগমনে ধন্য হোক এ ভুবন। – ডা. প্রদীপ কুমার রায়(বাংলা কবিতা.কম)

>  ঐ নতূনের কেতন ওড়ে, কাল বোশেখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর – কাজী নজরুল ইসলাম

নবীন বরণের কবিতা

আপনার প্রতিষ্ঠানে আয়োজিত নবীনবরণ উৎসবে আপনি যদি কোন কবিতা আবৃত্তি করে শোনাতে চান তাহলে আমার এই অনুচ্ছেদটি আপনাকে একটি বিষয় সাহায্য করতে পারে। সেটি হলো আমার এই অনুচ্ছেদে নবীনদের বরণ করা নিয়ে বেশ কিছু কবিতা সংযুক্ত আছে আপনি চাইলে আমার এই অনুচ্ছেদ হতে একটু সাহায্য নিয়ে নিজের মতো করে কবিতা তৈরি করতে পারবেন

নবীন বরন

– আপন দেবনাথ

এসেছে শত পুষ্পের দল
করছি তাদের বরন।
হাতে হাতে শোভা পাবে
তাদের দেওয়া মন ।
বিশাল এই পৃথিবীতে
সৃষ্টি হয়েছে সব,
সেই সৃষ্টির বরনে হচ্ছে কলরব।
প্রতিদিনেই নবীন বাড়বে,
প্রবীন হবে সবাই।
আদর্শকে পুজি করে
থাকব মোরা ভাই-ভাই।
রোগে শোকে কাতর হলে,
সবাই আসবে দলে-দলে
করবে সবই জয়।
আমরা তোমাদের পাশে থাকব,
নেইকো যে আর ভয় ।

নবীন বরণ (১০০ তম কবিতা
নবীন বরণ (১০০ তম কবিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *