পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৩

আজকের এই অনুচ্ছেদে আপনার ঢাকা টু পঞ্চগড় রুটে চলাচল কারি পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী এবং টিকিট মূল্য আলোচনা করবো। তাই আপনারা যারা টাকা টু পঞ্চগড় ট্রেন ের সময়সূচি এবং টিকেট মূল্য অনুসন্ধান করে তাদের সকলকে স্বাগতম। বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে দীর্ঘতম রুট ঢাকা টু পঞ্চগড় প্রায় 594 কিলোমিটার । এই ট্রেনে রয়েছে বারটি অত্যাধুনিক কোচ। এছাড়া ট্রেনটিতে রয়েছে নামাজ ঘর এবং ক্যান্টিন সুবিধা। ট্রেনটি করে প্রতিদিন প্রায় এক হাজার মানুষ ঢাকা টু পঞ্চগড় রুটে চলাচল করে । আপনাদের সুবিধার্থে আমরা এই অনুচ্ছেদের এই ট্রেনের সময়সূচী এবং টিকিট মূল্য আলোচনা করবো।
ট্রেনটি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়কে রাজধানী ঢাকার সাথে সংযুক্ত করেছে। ট্রেনটির প্রতি সম্প্রীতি সময় চালু হয়েছে এই রুটে ট্রেনটি চালু করেন তৎকালীন রেল মন্ত্রী। এবং কেন্দ্রীয় উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রেনটি উৎপাদনের ফলে পঞ্চগড় বাসের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত সুফল পাওয়া শুরু করেছে।
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির প্রতিদিন এই রোডে চলাচল করে। ট্রেনটির কোন সাপ্তাহিক ছুটি না থাকার সপ্তাহে সাত দিন চলাচল করে থাকে। প্রতিদিন ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে রাত ১০ঃ৪৫ মিনিটে রওনা দেয়। এবং ট্রেনটি পঞ্চগড়ে পৌঁছায় সকাল আটটা ৫০ মিনিটে। অপরদিকে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় দুপুর বারোটা ত্রিশ মিনিটে এবং পঞ্চগড়ে পঞ্চায়েত ওই দিন রাত ৯ টা ৫৫ মিনিটে।
স্টেশন | ছুটির দিন | ছাড়ার সমায় | পৌঁছার সময় |
ঢাকা থেকে পঞ্চগড় | না | 22:45 | 08:50 |
পঞ্চগড় থেকে ঢাকা | না | 12:30 | 21:55 |
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ভাড়া
বাংলাদেশের সবচেয়ে দ্রুতগামী এই ট্রেনটি প্রতিদিন ঢাকা থেকে পঞ্চগড় চলাচল করে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম রেল রাস্তা দিয়ে। স্বাভাবিকভাবে এই রাস্তা অতিক্রম করতে সবথেকে বেশি পরিমাণ টাকা প্রদান করতে হয়। তারপরেও বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থা টিকিটের মূল্য কম থাকায় খুব সহজেই এই ট্রেনে করে যাত্রীরা যাতায়াত করতে পারে। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা নিছে প্রদান করা হলো।
বিভাগ | মূল্য (15% ভ্যাট) |
শোভন চেয়ার | 550 |
স্নিগ্ধা (শীতাতপ নিয়ন্ত্রিত) | 1035 |
এসি আসন (কেবিন) | 1260 |
এসি বার্থ (কেবিন) | 1892 |
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি যাত্রা পথে খুব কম সংখ্যক স্টেশন ধরে। এটি সাধারনত ঢাকা, বিমানবন্দর, সান্তাহার, পার্বতীপুর, দিনাজপুর, পীরগঞ্জ এবং ঠাকুরগাঁও রেল স্টেশনে তাদের যাত্রা বিরতিতে। অত্যন্ত সময় মেনটেন করা এই ট্রেনটি প্রতিদিন উক্ত স্টেশন গুলোতে নিয়মিত ভাবে যাত্রাবিরতি দিয়ে থাকে। আমি আপনাদের সুবিধার্থে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির আপ এবং ডাউন যাত্রা বিরতি সময় গুলো তুলে ধরলাম।
স্টেশন নাম | আপ সময় | ডাউন সমায় |
ঢাকা বিমানবন্দর | 23:12 | 21:25 |
সান্তাহার | 04:10 | 17:05 |
পার্বতীপুর | 05:50 | 15:15 |
দিনাজপুর | 06:32 | 14:20 |
পিরগঞ্জ | 07:21 | 13.33 |
ঠাকুরগাঁও | 07:47 | 13:07 |