উৎসব

পহেলা ফাল্গুনের শুভেচ্ছা বার্তা, মেসেজ, এসএমএস

হ্যালো বন্ধুরা আপনি কি পহেলা ফাল্গুনের মেসেজ, পহেলা ফাল্গুনের এস এম এস অনুসন্ধান করে এই অনুষ্ঠানে এসেছেন? তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন । আমরা আপনাদের জন্য এই অনুচ্ছেদে পহেলা ফাল্গুনের বিশাল সম্ভার নিয়ে বসে পড়েছি। প্রতিবছর যথাযথ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বসন্তকে বরণ করে নেওয়া হয়। বসন্তকে বরণ করে নেওয়ার মূল প্রস্তুতি শুধু মাত্র পহেলা ফাল্গুনী অনুষ্ঠিত হয়। বাংলা ক্যালেন্ডারের ফাল্গুন মাসের প্রথম দিনটিতে পহেলা ফাল্গুন উৎসব অনুষ্ঠিত হয়। তাই আপনারা যারা পহেলা ফাল্গুন কে বরণ করেন আমার জন্য বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছেন তারা ফাল্গুনের শুভেচ্ছা সকল বন্ধু-বান্ধবকে পাঠিয়ে দিতে পারেন। সেজন্য এই অনুচ্ছেদে পহেলা ফাল্গুনের বেশ কিছু এসএমএস এবং শুভেচ্ছা বার্তা আপনাদের জন্য সংগ্রহ করে রেখেছি।

পহেলা ফাল্গুন উৎসব একটি জনপ্রিয় অসাম্প্রদায়িক উৎসব। এই উৎসবটি হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান, মুসলিম সহ সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পালন করে থাকে। প্রাচীনকাল থেকে ভারত বর্ষ তথা বাংলাদেশে পহেলা ফাল্গুন উদযাপনের প্রচলন লক্ষ্য করা যায়। হিন্দু ধর্মের পৌরাণিক উপখ্যান গুলোতে ভালো ফাল্গুন পালনের তথ্য পাওয়া যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকে শান্তিনিকেতনের ব্যাপক মধ্য দিয়ে পহেলা ফাল্গুন উৎসব পালন করা হতো। ইত্যাদি নানান প্রচলন থেকে পহেলা ফাল্গুন ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে আমাদের বাংলা ভাষাভাষী মানুষের কাছে।

পহেলা ফাল্গুনের মেসেজ

বসন্তকে বরণ করে নেওয়ার প্রধান উৎসব হল পহেলা ফাল্গুন। সাধারণত ফাল্গুন মাসের প্রথম দিনটিতে পহেলা ফাল্গুনী উৎসব অনুষ্ঠিত হয়। প্রকৃতি যখন নতুন রুপে নিজেকে রাঙিয়ে তোলার জন্য ব্যস্ত হয়ে ওঠে বসন্ত ভেতরে মাধ্যমে। বসন্ত ঋতুর প্রথম মাস ফাল্গুন ঠিক এই কারণে ফাল্গুন মাসের প্রথম তারিখে পহেলা ফাল্গুনী সহ প্রতিষ্ঠিত হয়। এটিকে পহেলা ফাল্গুন উৎসবের পাশাপাশি বসন্ত বড় উৎসব বলেও ভুল হয় না। বসন্ত সকলের কাছে অত্যন্ত প্রিয় ঋতু হওয়ায় এই ঋতুর শুভেচ্ছা জানিয়ে একে অপরকে শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন। সেজন্য এই অনুচ্ছেদে আমরা পহেলা ফাল্গুনের কিছু মেসেজ আপনাদের জন্য শেয়ার করব।

ভালোবাসার এই ফাগুনে
যদি হই পাগলা হাওয়া,
ভাবনার গভীর দেশে
হারিয়ে নিবিড় পাওয়া ।

Related Articles

কত বসন্ত আসে
কত বসন্ত যায়
কত কোকিল পথ হারিয়ে
কণ্ঠ থেমে যায় অবলীলায়
শুধু আমি কোথাও যেতে পারলাম না
তোমাকে ছেড়ে কোথাও না ।

দেখো বসন্তের বাতাস বইছে আজি
এসো বসন্তের রঙে সাজি,
আজ ঘুরে ফিরে চাইছে না যে
আমার এ মনের মাঝি ।

পহেলা ফাল্গুনের শুভেচ্ছা বার্তা

বসন্তকে বরণ করে নেওয়ার পূর্ব প্রস্তুতি হল পহেলা ফাল্গুনী উদযাপন করা। পহেলা ফাল্গুনের উৎসব বিভিন্নভাবে উদযাপন করতে পারেন। আপনি নাচ গান করার পাশাপাশি পহেলা ফাল্গুন এর শুভেচ্ছা আপনার প্রিয় বন্ধু এবং বান্ধবীকে পাঠিয়ে এটি সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন। তাইতো আজকের এই অনুষ্ঠানে আমরা পহেলা ফাল্গুন নিয়ে কিছু শুভেচ্ছা বার্তা আপনাদের জন্য সংগ্রহ করে রেখেছি। সবচেয়ে ইউনিক ধরনের কিছু শুভেচ্ছা বার্তা আমার এই আর্টিকেল হতে সংগ্রহ করে নিয়ে আপনি আপনার প্রিয় বন্ধু এবং বান্ধবীকে পাঠিয়ে দিয়ে পহেলা ফাল্গুন ব্যাপকভাবে উদযাপন করতে পারেন। আমরা আপনাদের জন্য এই অনুচ্ছেদে পহেলা ফাল্গুনের কিছু শুভেচ্ছা বার্তা সংগ্রহ করে রাখলাম।

হয়তো ফুটেনি ফুল রবীন্দ্র সংগীতে যত আছে
হয়তো গাহেনি পাখি অন্তর উদাস সুরে
হয়তো কুসুম কলি ঘিরে
আকাশে মেলিয়া আখি
তবুও ফুটেছে জবা, দুরন্ত শিমুল গাছে
তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক ।

ধরণী আজ উঠিছে সাজি
মনের দক্ষিণ দার খুলে দেবো আজি
মাতাল হবো সুখে আজকে অনন্ত
সার্থক হবে ফাগুন, সার্থক বসন্ত।

বসন্ত মাস ভালোবাসায় ভরপুর
তুমি আর আমি ঘুরবো সারা দুপুর
বসন্তের ফুল গুজে দেবো তোমার খোপায়
ভালোবাসার এটাই তো সেরা সময়।

পহেলা ফাল্গুনের এসএমএস

প্রতিবছর ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং মধ্য দিয়ে পহেলা ফাল্গুন পালিত হয়। বসন্ত বরণ উৎসব উদযাপন পরিষদ বাংলাদেশের ব্যাপক হার ে পহেলা ফাল্গুন উৎসব উদযাপনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় আপনিও পহেলা ফাল্গুন অর্থাৎ আপনার প্রিয় ঋতুকে বরণ করে নেওয়ার জন্য বিভিন্ন রকম প্রস্তুতি গ্রহণ করতে পারেন। পহেলা ফাল্গুনের প্রথম প্রহরে আপনি আপনার প্রিয় বন্ধু এবং বান্ধবীকে ফাল্গুনের শুভেচ্ছা বার্তা জানিয়ে দিতে পারেন। তাইতো এই অনুচ্ছেদে আমরা পহেলা ফাল্গুন নিয়ে কিছু শুভেচ্ছা এসএমএস শেয়ার করেছি। যা আপনি আমার এই অনুচ্ছেদতার সংগ্রহ করে আপনার প্রিয় বন্ধু এবং বান্ধবীকে শেয়ার করে দিতে পারেন।

ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত
শান বাধানো ফুটপাতে
পাথরে ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ
কচি কচি পাতায় পাজর ফাটিয়ে হাসছে।
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত।

আসমান জমিন মিশে গেছে বসন্তেরই পরশে
সবার হৃদয় ছুয়ে গেছে অকাল প্রেমের আবেশে
ভালোবাসার জোয়ার ওঠে বসন্তের কূলে,
সেই জোয়ারে যুব-যুবতীর প্রাণ ওঠে দুলে।

সকাল বেলা ঘুম থেকে উঠে যেই মেলেছি আখি
সামনে যকে দেখেছে সেজন কি তুমি?
বাসন্তি রঙ শাড়ীতে আজ লাগছে অপরূপা
খোলা চুলে জবা ফুলে বেঁধেছো ঐ খোপা।

পহেলা 

সম্মানিত পাঠক, আমরা এতক্ষণ পহেলা ফাল্গু নিয়ে কিছু শুভেচ্ছা বার্তা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা যদি পহেলা ফাল্গুনের স্ট্যাটাস, পহেলা ফাল্গুনের ছবি পেতে চান তাহলে আমার এই ওয়েবসাইটের অন্যান্য পোস্টগুলো ভিজিট করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *