টিপস

প্রত্যয়ন পত্র কিভাবে লিখবো

সম্মানিত সুধী, আজকের এই আর্টিকেলে আমরা প্রত্যয়ন পত্র লেখায় এবং প্রত্যয়ন পত্র সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরব। আপনি যদি প্রত্যয়ন পত্র লেখার নিয়ম সহ প্রত্যয়ন পত্র সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এই অনুচ্ছেদে আপনাকে স্বাগতম। বিভিন্ন কাজে প্রতিদিন হাজার হাজার মানুষ অনলাইনে প্রত্যয়ন পত্র লেখার নিয়ম জানতে চেয়ে অনুসন্ধান করে থাকেন। সেই সকল পাঠকদের উদ্দেশ্যে আজকের এই অনুচ্ছেদে আমি প্রত্যয়ন পত্র লেখার নিয়ম সম্পর্কে অবগত করব। তাই আপনারা যারা প্রত্যয়ন পত্র লেখার নিয়ম জানতে আমার এই অনুচ্ছেদে এসেছেন, তারা আমার এই অনুচ্ছেদ হতে খুব সহজেই প্রত্যয়ন পত্র লেখার ফরমেট সহ যাবতীয় তথ্য হয়ে যাবেন ‌‌

প্রত্যয়ন পত্র কি?

প্রত্যেকটি নাগরিকের জীবনে চলার ক্ষেত্রে কোন না কোন সময় প্রত্যয়ন পত্র প্রয়োজন হতে পারে। কিন্তু আমরা অনেকেই জানিনা প্রত্যয়ন পত্র মানে কি। এই অনুচ্ছেদ হতেই আপনি জানতে পারছেন প্রত্যয়ন পত্রের অর্থ কি? অত্যান শব্দের আভিধানিক অর্থ হল আস্থা। প্রত্যয়নপত্রের সাথে আস্থা ওতপ্রোতভাবে জড়িত। প্রত্যয়ন পত্রের মাধ্যমে কোন ব্যক্তির কোন বৈশিষ্ট্যকে সত্যায়িত করাকে বুঝায়। যেমন কোন গন্যমান্য ব্যক্তি কর্তৃক আপনার চারিত্রিক সনদ একটি প্রত্যয়ন পত্রের অন্তর্ভুক্ত। অর্থাৎ আপনি যদি কোন চেয়ারম্যানের নিকট হতে আপনার চারিত্রিক সনদ গ্রহণ করেন তাহলে সেটি একটি প্রত্যয়ন পত্র হিসেবে গণ্য হবে। এর অর্থ হল চেয়ারম্যান আপনার ব্যক্তিগত চরিত্র সুন্দর এর নিশ্চয়তা দিয়ে একটি সনদ প্রদান করবেন যা চারিত্রিক সনদ হিসেবে বিবেচিত হবে এটিই হল প্রত্যয়ন পত্র।

চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র

আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা আপনি যদি পৌরসভা এলাকায় বসবাস করেন তাহলে মেয়রের কাছে প্রত্যয়ন পত্র চেয়ে আবেদন করতে পারেন। একজন মেয়র কিংবা একজন চেয়ারম্যান আপনাকে অনেকগুলো প্রত্যয়নপত্র প্রদান করতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হলো।

  • চারিত্রিক সনদ
  • বিবাহিত সনদ
  • মাসিক আয় এর সনদ
  • উপজাতি সনদ
  • নাগরিকত্ব সনদ
  • ওয়ারিশ সনদ
  • উত্তরাধিকার সনদ আরো নানারকম সনদ প্রদান করতে পারে।

এই সনদগুলো সবই প্রত্যানপত্র আওভক্ত হবে। আমি চেয়ারম্যানের প্রত্যয়ন পত্রের বিষয় একটি ফরমেট তুলে ধরেছি। আপনি উক্ত ফরমেটটি দেখে নিতে পারেন।

Related Articles

নাগরিক সনদ লেখার নিয়ম

প্রত্যয়ন পত্র

এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, মোঃ…………………………., পিতা: …………………………, মাতা: ………………………., গ্রাম: ………………., পোস্ট অফিস: ………………., থানা: …………………………, জেলা: ……………………। তিনি এই এলাকার একজন স্থায়ী বাসিন্দা। সে রাষ্ট্রবিরোধী কোন কর্মকান্ডের যুক্ত নয়।

আমি তার ভবিষ্যৎ জীবনের পরিপূর্ণ সাফল্য ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।

স্বাক্ষর

সিলমোহর

বিদ্যালয় কিংবা কলেজ থেকে প্রত্যয়ন পত্র উত্তোলনের জন্য আপনাকে নিম্নোক্তভাবে প্রত্যয়ন পত্র পাওয়ার জন্য আবেদন করতে হবে।

 

তারিখ – ২৩/৩/২০২০

প্রধান শিক্ষক
’ক‘ হাই স্কুল
মতিঝিল, ঢাকা

বিষয়: প্রত্যয়ন পত্রের জন্য আবেদন।

মহাশয়,
আমার বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র। আমার নাম ……………………………………… , আমি নবম শ্রেণীর ………………….বিভাগের ছাত্র। এ বছর জেএসসি পরীক্ষায় আমি এ+ পেয়ে  উত্তীর্ণ হয়েছি। আমার জেএসসি পরীক্ষার রোল নং……………………………………, রেজিঃ নং ……………………………………………….। দীর্ঘ তিন বছর যাবৎ আমি আপনার বিদ্যালয়ে অধ্যয়ন করছি। এই তিন বছরে আমি কোনোদিন আইন বিরোধী কাজের সাথে লিপ্ত হইনি। বর্তমানে আমার বাবার চাকরিস্থল পরিবর্তন হওয়ায় আমাকে অন্য একটি বিদ্যালয়ে ভর্তি হতে হচ্ছে। এমতাবস্থায়, আপনার স্বাক্ষরিত একটি প্রত্যয়ন পত্র আমার একান্ত প্রয়োজন।

অতএব মহাশয়,আপনার নিকট বিনীত অনুরোধ, উপরোক্ত কারণ বিবেচনা করে আমাকে একটি প্রত্যয়ন পত্র প্রদানে আপনার একান্ত মর্জি হয়।

বিনীত,
আপনার একান্ত অনুগত
”চ”
শ্রেণী – নবম
বিভাগ – ক
রোল – ০১

নাগরিক সনদ লেখার নিয়ম

প্রত্যয়ন পত্র

এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, মোঃ…………………………., পিতা: …………………………, মাতা: ………………………., গ্রাম: ………………., পোস্ট অফিস: ………………., থানা: …………………………, জেলা: ……………………। তিনি এই এলাকার একজন স্থায়ী বাসিন্দা। সে রাষ্ট্রবিরোধী কোন কর্মকান্ডের যুক্ত নয়।

আমি তার ভবিষ্যৎ জীবনের পরিপূর্ণ সাফল্য ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।

স্বাক্ষর

সিলমোহর

চারিত্রিক সনদ লেখার নিয়ম

চারিত্রিক সনদপত্র

এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, মোঃ …………………., পিতা: ……………….., মাতা: ………………., গ্রাম: ………………., পোস্ট অফিস: ……………….., থানা: ………………., জেলা: ………………..। তিনি আমার পরিচিত। সে বাংলাদেশের নাগরিক ও অত্র ………………… ইউনিয়নের স্থায়ী বাসিন্দা এবং বিশিষ্ট মুসলিম/হিন্দু পরিবারের সদস্য। এখন পর্যন্ত রাষ্ট্রবিরোধী কোনো কাজে তাকে আমরা জড়িত থাকার খবর পাইনি। তিনি বিবাহিত/অবিবাহিত।

তার নৈতিক চরিত্র অত্যন্ত ভালো এবং ব্যবহার অত্যন্ত আন্তরিক। আমি তার ভবিষ্যৎ জীবনের সাফল্য ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।

সাক্ষর

সিলমোহর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *