স্ট্যাটাস

প্রপোজ ডে (Propose Day) স্ট্যাটাস, উক্তি, শুভেচ্ছা, কবিতা, এসএমএস ২০২৩

প্রপোজ ডে, বিশ্ব ভালোবাসা দিবসের জন্য ঘোষিত ভালোবাসা সত্য বা ভ্যালেন্টাইনস উইক এর দ্বিতীয় দিনকে প্রপোজ ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। ফেব্রুয়ারির ৮ তারিখ প্রপোজ ডে হিসেবে গোটা পৃথিবীতে পালিত হয়। তাই আজকের এই অনুষ্ঠানে আমরা প্রপোজ ডে নিয়ে স্ট্যাটাস, প্রপোজ ডের মেসেজ, প্রপোজ ডের শুভেচ্ছা বার্তা, প্রপোজ ডে এসএমএস আলোচনা করব। চলুন আপনি যদি প্রপোজ ডে নিয়ে ইত্যাদি অনুসন্ধান করে থাকেন তাহলে এই অনুচ্ছেদটিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা এই অনুচ্ছেদে প্রপোজ ডে নিয়ে বেশ কিছু তথ্য শেয়ার করেছি যা আপনারা পছন্দ করবেন বলে আমরা বিশ্বাস করি।

প্রপোজ ডে বা প্রস্তাব দিবস। এটি মূলত ভালোবাসা সপ্তাহ দ্বিতীয় দিন। এই দিন তরুণ তরুণীরা একে অপরকে ভালোবাসার প্রস্তাব দিয়ে থাকে। ভালোবাসা সপ্তাহ বা ভ্যালেনটাইন সপ্তাহ শুরুর দ্বিতীয় দিন যা ফেব্রুয়ারি ৭-১৪ তারিখে শুরু হয়। উপমহাদেশের বাংলাদেশ এবং ভারতে দিবসটি প্রতি বছর ৮ ফেব্রুয়ারি তারিখে পালিত হয়। এই দিবসে তরুণ বয়স্ক ছেলেমেয়ে তাদের বন্ধু-বান্ধবী, প্রেমিক-প্রেমিকা, বন্ধু এবং পরিচিতদের গোলাপ দিয়ে প্রস্তাব দিয়ে থাকে।

প্রপোজ ডে’র শুভেচ্ছা স্ট্যাটাস

বিশ্ব ভালোবাসা সপ্তাহ বা valentines সপ্তাহ শুরু হয় প্রোপোজ ডে দিয়ে। এদিন ভালোবাসার মানুষকে খুশি করার জন্য এবং আপনার ভালবাসাকে আরো মজবুত করে তোলার জন্য অবশ্যই আপনার পার্টনারকে একগুচ্ছ গোলাপ ফুল উপহার প্রোপোজ করা জরুরী। আপনি অবশ্যই আপনার পার্টনারকে গোলাপ ফুল উপহার দিবেন বিভিন্ন গোলাপের কালার আছে যেকোনো কালার দেওয়া যেতে পারে। এছাড়াও আপনি যদি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভ্যালেন্টাইন্স উইক এর উপলক্ষে অর্থাৎ আজকের প্রোপোজ ডের জন্য স্ট্যাটাস দিতে চান তাহলে আমার এই অনুচ্ছেদ হতেই সংগ্রহ করতে পারবেন।

 আমি তোমার মনে নয় বরং হৃদয়ে থাকবো….  মন ভুলে যেতে পারে কিন্তু হৃদয় কখনো ভুলে যেতে পারে না- আমি তোমাকে খুব ভালোবাসি প্রিয়! 

Related Articles

কত সুন্দর তুমি,,,, প্রেমে পড়েছি আমি! সুন্দর তোমার মন,,,  ভালোবেসে হারাবো দুজন।

মায়াবী তোমার আখি,,,দিওনা আমায় ফাকি! সুন্দর তোমার হাসি ,,,আমি তোমাকে ভালোবাসি!

গভীর রাতে স্বপ্নের মাঝে দেখি তোমার ছবি, সেই ছবি দেখে দেখে তোমার কথা ভাবি! ভাবতে আমার ভালো লাগে শুধু তোমাকে…. তোমার মাঝে হারিয়ে ফেলেছি আমি নিজেকে!

দিন যায় দিন আসে, সময়ের স্রােতে ভেসে,
কেউ কাদে কেউ হাসে, তাতে কি যায় আসে,
খুঁজে দেখো আসে পাশে, কেউ তোমায় তার
জীবনের চেয়ে বেশি ভালোবাসে

ভালবাসা মানে একজনের প্রতি আকর্ষণ
যাকে সে নিজের সুখে-দুঃখে
পাশে রাখতে চায়

ভালবাসা মানে একজনের সব দোষগুলো
জেনে যাওয়া এবং সেগুলোর জন্যে
তাকে আরো বেশী করে ভালবাসা

প্রপোজ ডে’র শুভেচ্ছা বার্তা

ভালোবাসা বন্ধন টিকে অটুট করে রাখার জন্য একটি গোলাপ খুব প্রয়োজন। আপনার প্রিয়জনকে আরো বেশি করে কাছে পাওয়ার জন্য আপনি তাকে একটি গোলাপ ফুল উপহার দিন। আপনার প্রিয়তমার হাতে একগুচ্ছ গোলাপ ফুল উপহার দিয়ে  প্রোপোজ করলে সে আপনাকে আরও বেশি ভালবাসবে এবং বিশ্বাস করবে। কারণ গোলাপ ফুলকে ভালোবাসার প্রতীক হিসেবে ধরে নেওয়া হয়। তাই প্রত্যেক প্রেমিক প্রেমিকা যুগল ভ্যালেন্টাইনস উইথ এর শুরুতে অর্থাৎ ৮ ফেব্রুয়ারি থেকে অপরকে প্রোপোজ ডে উপলক্ষে গোলাপ দিয়ে বিশ্ব ভালোবাসা দিবস অর্থাৎ ভ্যালেন্টাইনস উইক প্রোপোজ শুরু করেন।

ভালোবাসা স্বপ্নীল আকাশের মত সত্য ।
শিশির ভেজা ফুলের মত পবিত্র ।
কিন্তু সময়ের কাছে পরাজিত ।
বাস্তবতার কাছে অবহেলিত ।

ভালবাসা মানে একজনের প্রতি আকর্ষণ
যাকে সে নিজের সুখে-দুঃখে
পাশে রাখতে চায়

ভালবাসা মানে তার কাছ থেকে কিছু
আশা করা নয় ..বরং ভালবাসা মানে
যেকোন মূল্যে তাকেই সবকিছু দেওয়া

ভালবাসা স্বপ্নীল আকাশের মত সত্য
শিশির ভেজা ফুলের মত পবিত্র. কিন্তু
সময়ের কাছে পরাজিত,,
বাস্তবতার কাছে অবহেলিত.!

যদি মন কাঁদে আমি আসবো বরষা হয়ে,
যদি মন হাসে আসবো চাঁদ হয়ে,
যদি মন উড়ে, আমি আসবো পাখি হয়ে,
যদি মন খোঁজে আমি আসবো…
খুজেই দেখনা !!!

তুমি আকাশের ওই নীল
আমি মেঘে মেঘে স্বপ্নিল,
তুমি হাওয়া হয়ে আসো
শুধু আমাকেই ভালোবাসো,
তুমি মনের আলপনা
তুমি সেই প্রিয় কল্পনা…
তুমি ছুঁয়ে দিলে এই মন…
আমি উড়বো আজীবন ।

ভালবাসা সেই অমূল্য উপলব্ধির নাম যা
একজনকে অতীতের সব দুঃখ ভুলিয়ে
দেয় আর নতুন আনন্দে নিজেকে
খুশি রাখতে সাহায্য করে

প্রপোজ ডে’র এসএমএস ২০২৩

প্রোপোজ ডে সকলের কাছে অত্যন্ত প্রিয় দিন। এই প্রোপোজ ডে  তে সাধারণ মানুষের মনে বিভিন্ন রকম কবিতা দোলা দেয়। এর পাশাপাশি কবি সাহিত্যিকদের মনে বিভিন্ন রকম কবিতা আসে। তারা সবসময় প্রোপোজ ডে নিয়ে বেশ কিছু জনপ্রিয় SMS রচনা করে গেছেন। সেরকম কিছু কবিতা আজকের এই অনুচ্ছেদে আমরা তুলে ধরেছি।

দিলাম ফুল হয়োনা কানা

এড়িয়ে যেতে আছে মানা।

দেখতে তোমাকে নয় মন্দ

কবুল করো আমার প্রপোজের ছন্দ।

স্বপ্ন দিয়ে সাজাই মনের সীমানা

হৃদয় দিয়ে খুজি সুখের ঠিকানা।

থাকবো আমি ছায়ার মত তার পাশে

যদি একটিবার বলে সে আমায় ভালোবাসে।

ভালোবাসার উপহার একটু পেলে

মনটি আমার উড়বে ডানা মেলে।

কবুল করো আমার ভালোবাসা

চলনা একসাথে মিলে বাদি একটি বাসা।

যদি তুমি ভেজো, আমি হব বৃষ্টি

মানব হৃদয়ে ভালবাসায় সৃষ্টি।

বাসবো ভালো তোমাকে

যদি বাসো ভালো আমাকে।

প্রপোজ করার ছন্দ

চোখে আছে কাজল, কানে আছে দুল,
ঠোট যেন রক্তে রাঙা ফুল
চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি
এমন একজন মেয়েকে সত্যি আমি…ভালোবাসি

যদি দেখা না হয় ভেবোনা দুরে আছি।
যদি কথা না হয় ভেবোনা ভুলে গেছি
যদি না হাসি ভেবোনা অভিমান করেছি।
যদি ফোন না করি ভেবোনা হারিয়ে গেছি।
মনে রেখো তোমায় আমি ভালোবাসি

গরুতে করে হাল চাষ, ছাগলে করে নষ্ট।
অসতে করে খারাপ কাজ, সতে পায় কষ্ট।
ছাগলের মুখ মানেনা বাধা, মানেনা কোনো নিষেধ
সে করবে পরের ক্ষতি, এটাই তার বিবেক

ভালবাসা সেই অমূল্য উপলব্ধির নাম যা
একজনকে অতীতের সব দুঃখ ভুলিয়ে
দেয় আর নতুন আনন্দে নিজেকে
খুশি রাখতে সাহায্য করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *