টিপস

বঙ্গবন্ধুকে নিয়ে ছন্দ

সম্মানিত সুধী, সকলকে শুভেচ্ছা জানাই। আপনারা অনেকেই বঙ্গবন্ধুকে নিয়ে ছন্দ জানতে চেয়ে অনলাইনে অনুসন্ধান করে থাকেন আপনাদের স্বার্থেই আমার আজকের নিবন্ধে বঙ্গবন্ধুকে নিয়ে দারুন কিছু ছন্দ তুলে ধরলাম। আশা করি আমার আজকের নিবন্ধন থেকে আপনাদের কাঙ্খিত বঙ্গবন্ধুকে নিয়ে ছন্দ পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক।

বঙ্গবন্ধুকে নিয়ে বিখ্যাত কবিতা

বঙ্গবন্ধুর জীবন দশায় মাত্র ৫৫ বছর বয়সে তিনি হয়ে উঠেছিলেন জনগণের কাছে এক অবিসংবাদিত নেতা। বঙ্গবন্ধুর আপোসহীন অবস্থানের কারণে শত্রুরা কখনোই তার কাছে পাত্তা পায়নি। এজন্য বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধিতে ভূষিত করা হয়। বঙ্গবন্ধুর এই জীবদ্দশায় তার জীবনের ত্যাগ ও সাধনা নিয়ে রচিত হয়েছে নানান কবিতা। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত ছোট কবিতা তুলে ধরলাম-

মুজিব নামে
কবির কাঞ্চন

মুজিব নামেই হৃদয় মাঝে ভেসে আসে সুর
সকল দেশের সেরা বলে লাগে সুমধুর।
অত্যাচারী হানাদারের করতে পরাজয়
মুজিব নামেই বুকের ভেতর রক্তধারা বয়।

মুজিব নামেই বিশ্ব মাঝে বীরের পরিচয়
রক্ত দিয়ে আদায় করে বাংলাদেশের জয়।
শোধ হবে না কোনোদিনও তাঁর ত্যাগেরই দাম
মুজিব নামেই মিশে আছে বাংলাদেশের নাম।

মুজিব নামেই দেশের মানুষ যোদ্ধা হয়ে যায়
স্বাধীন দেশে ঘুরেফিরে স্বস্তি ফিরে পায়।
সোনার বাংলা গড়তে হলে করতে হবে কাজ
মুজিব নামেই জাগতে হবে ভেঙে সকল লাজ।

বঙ্গবন্ধুকে নিয়ে ছন্দ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে, তার কথায় উদ্বুদ্ধ হয়ে, নিচের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের আপামর জনতা। ত্রিশ লক্ষাধিক শহীদের বিনিময়ে বাংলাদেশ অর্জন করেছে স্বাধীনতা। এর পেছনে বঙ্গবন্ধুর অবদান স্মরণীয় ও বরণীয়। এই অনুচ্ছেদে বঙ্গবন্ধুকে নিয়ে দারুণ কিছু ছন্দ তুলে ধরলাম-

  • শিমুল পলাশ হাজারো ফুলে বসন্ত এত রঙিন। পত্র-পল্লব পুষ্প বৃক্ষরাজি শুভক্ষণের তীব্র প্রতিক্ষায়,
    ফুলের গন্ধে সুরের ছন্দে রঙে বর্ণে প্রকৃতি সাজায়। শুভ জন্মদিন প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণী বাংলাদেশ, আমার বাংলাদেশ।।
  • ব্যক্তি মুজিবের মৃত্যু হলেও মুজিবাদর্শের মৃত্যু নেই
  • বিশ্বের একজন বাঙালি শ্রেষ্ঠ শেখ মুজিবুর রহমান
    পরাধীন বাংলাকে স্বাধীন করে নিয়েছ সবার ওপরে স্থান।

বঙ্গবন্ধুকে নিয়ে ছোট গল্প

বঙ্গবন্ধুর জীবনাদর্শে উজ্জীবিত হয়ে বাঙালি নিজেকে সঁপে দিয়েছিল মহান মুক্তিযুদ্ধে। মৃত্যুকে পরোয়া না করেই অস্ত্র ধরেছিল শত্রুদের বিরুদ্ধে। জাতির জনকের ৫৫ বছরের জীবনে ঘটে গেছে নানান ঘটনা। এসব জীবনচরিত থেকে সুখকর কিংবা দুঃখময় ঘটনা নিয়ে নানান গল্পকার রচনা করেছেন নানান ধরনের ছোট গল্প। আমার আজকের অনুচ্ছেদে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ছোট গল্পের নাম তুলে ধরব। আপনারা চাইলে গল্পগুলো পড়ে দেখতে পারেন।

জনকের মুখ,লেখক: আখতার হুসেন
বঙ্গবন্ধুকে নিয়ে প্রবন্ধ

বঙ্গবন্ধুকে নিয়ে সাহিত্যের কোন নির্দিষ্ট শাখা সীমাবদ্ধ ছিল না। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত হয়েছে কবিতা, ছোট গল্প, এমনকি রচিত হয়েছে নানান ধরনের প্রবন্ধ। এ সকল প্রবন্ধ থেকে বাঙালি হিসেবে যে কেউ তার জীবন আদর্শকে রাঙিয়ে তুলতে পারেন বঙ্গবন্ধুর মত করে। আপনাদের সামনে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কিছু প্রবন্ধের নাম তুলে ধরলাম-

  • ‘Bangabandhu’s Enthusiasm for Art and Culture’
  • Some Admirable Aspects of Bangabandhu
  • ‘Bangabandhu’s Visits to Rajshahi’
  • ‘Religious thoughts of Bangabandhu’

বঙ্গবন্ধুকে নিয়ে ছোটদের কবিতা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন বাঙ্গালীদের কাছে ছিলেন জনপ্রিয় এক নাম, তেমনি শিশুদের কাছে তিনি এক আদর্শ। শিশুদের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অত্যন্ত যত্নশীল। বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন কবি রচনা করেছেন ছোট্ট শিশুদের জন্য উপভোগ্য দারুন কিছু কবিতা। আপনাদের সামনে বঙ্গবন্ধুকে নিয়ে ছোটদের একটি কবিতা তুলে ধরলাম।

বঙ্গবন্ধু

-শিমুল বড়ুয়া উনন

দাদুর কাছে শুনেছিলাম

বঙ্গবন্ধুর নাম-

টুঙ্গি পাড়ায় জন্ম তাহার

খোকা আদুরে নাম।

ছোট থেকেই দেশের প্রতি

খোকার ছিলো টান,

বড় হয়ে তিনিই হলেন

বাংলাদেশের প্রাণ।

জন্ম দিলো একটি জাতি

একটি নতুন দেশ,

সারা বিশ্ব অবাক হলো

সাবাস বাংলাদেশ।

রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বঙ্গবন্ধুর যতটা না জনপ্রিয়তা রয়েছে, একজন ভালো মানুষ হিসেবে ঠিক তার বেশি জনপ্রিয়তা রয়েছে জনসাধারণের কাছে। বঙ্গবন্ধুর জীবন কাহিনী পড়লেই বোঝা যায় তিনি কতটা আন্তরিক ছিলেন। বঙ্গবন্ধুকে নিয়ে জানতে হলে বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন ধরনের লেখা পড়ার প্রয়োজন হয়। আমার আজকের এই নিবন্ধে বঙ্গবন্ধুকে নিয়ে দারুন কিছু ছন্দ, কবিতা, নিবন্ধ তুলে ধরলাম। আশা করি লেখাটি আপনাদের উপকারে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *