স্বাস্থ্য সেবা

বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতাল

সম্মানিত সুধী, আমরা এই অনুচ্ছেদে একটি জরুরী বিষয় আপনাদের জানাতে এসেছি। অত্যন্ত গুরুত্ব বিষয়টি হলো বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতালের তালিকা এই অনুচ্ছেদে তুলে ধরা হবে। তাই আপনারা যারা বাংলাদেশের প্রথম শ্রেণীর সেরা ক্যান্সার হাসপাতাল গুলোর তালিকা অনুসন্ধান করছেন? আপনারা চাইলে আমার এই অনুচ্ছেদ হতে বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতাল গুলোর তালিকা সংগ্রহ করে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে এই অনুচ্ছেদে আমি বাংলাদেশের সেরা ক্যান্সার হাসপাতাল গুলোর তালিকা সংযুক্ত করছি।

সম্মানিত সুধী বৃন্দ, আপনারা সকলে জানেন ক্যান্সার একটি মারাত্মক প্রাণনাশক রোগ। বাংলাদেশ নয় পুরো পৃথিবীতে ক্যান্সারের এখনো চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়নি। ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য শুধুমাত্র বিভিন্ন রকম থেরাপি দিয়ে সুস্থ করার চেষ্টা করা হয়ে থাকে। ভাগ্যক্রমে অনেক রোগী ক্যান্সার থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। কিন্তু অধিকাংশরূপী ক্যান্সার হতে সুস্থ হতে পারেনা, এর প্রধান কারণ হলো চিকিৎসা বিজ্ঞানে ক্যান্সারের সঠিক চিকিৎসা পদ্ধতি এখনো আবিষ্কৃত হয়নি।

বাংলাদেশের ক্যান্সার হাসপাতালের তালিকা

ক্যান্সার রোগ চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। এই চিকিৎসা পদ্ধতি ব্যবহার হওয়ার কারণে এর চিকিৎসা করতে গেলে উন্নত প্রযুক্তির প্রয়োজন হয়। বাংলাদেশে ক্যান্সারের উন্নত প্রযুক্তিতে চিকিৎসা দেওয়ার মতো হাসপাতাল পুরোপুরি তৈরি হয়নি। তথাপি বাংলাদেশের বেশ কিছু ভালো মানের ক্যান্সার হাসপাতাল রয়েছে। আপনারা যারা বাংলাদেশের থেকে ক্যান্সারের চিকিৎসা করাতে চাচ্ছেন, সেই সকল রোগীদের উদ্দেশ্যে আজকের এই অনুচ্ছেদে আমরা বাংলাদেশের সেরা কিছু ক্যান্সার হাসপাতালের তালিকা তুলে ধরব। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত এই সকল ক্যান্সার হাসপাতাল ক্যান্সার গবেষণা এবং ক্যান্সার রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এইরকম কয়েকটি ক্যান্সার হাসপাতাল গুলোর মধ্যে অন্যতম হলো। National institute of Cancer research hospital. আসুন বাংলাদেশের সেরা কয়েকটি ক্যান্সার হাসপাতালের তালিকা এই অনুচ্ছেদ হতে সংগ্রহ করে নেই।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ হাসপাতাল

National institute of Cancer research hospital বাংলাদেশের একমাত্র ক্যান্সার চিকিৎসা সরকারি হাসপাতাল হিসেবে পরিচিত এই হাসপাতালটি বাংলাদেশের রাজধানী ঢাকার মহাখালীতে অবস্থিত। ১৯৮২ সালে সরকারিভাবে প্রতিষ্ঠিত এই হাসপাতালটিতে রয়েছে ক্যান্সার চিকিৎসা সর্বাধুনিক প্রযুক্তি এবং বাংলাদেশের সবথেকে ভালো মানের কিছু ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর। সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে ক্যান্সার নিয়ে গবেষণা এবং ক্যান্সার রোগীদের চিকিৎসা দিয়ে থাকে এই হাসপাতালটি। আমরা এই হাসপাতালটির সম্পর্কে আরো কিছু তথ্য নিচে তুলে ধরেছি।

Related Articles

যোগাযোগ

ঠিকানা: মহাখালী, টিভি গেট রোড, ঢাকা ১২১২
টেলিফোন নাম্বার: ০২-৯৮৮০০৭৮
ওয়েবসাইট: nicrh.gov.bd

Ahsania Mission Cancer Hospital

ঢাকা আহ্ছানিয়া মিশন (ড্যাম), মানবিক সেবার জন্য নিবেদিত একটি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা, প্রস্তাবিত আহ্ছানিয়া মিশন ক্যান্সার এবং জেনারেল হাসপাতালের মধ্যে একটি 500 শয্যা, মাল্টি – মোডালিটি ক্যান্সার কেয়ার একটি উৎকর্ষ কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠার প্রকল্প গ্রহণ করেছে। আধুনিক ক্যান্সার চিকিৎসা এবং অন্যান্য স্বাস্থ্য সেবা প্রদানের।

যোগাযোগ

ঠিকানা: বাড়ি # 19, রোড # 12, ধানমন্ডি আর / এ, ঢাকা -1209, বাংলাদেশ।
টেলিফোন নাম্বার: (880-2) 9127943
ওয়েবসাইট: www.ahsaniacancer.org.bd

The ENT and Head-Neck Cancer Hospital and Institution

বাংলাদেশের প্রায় এক মিলিয়নেরও বেশি সংখ্যক ক্যান্সার রোগী রয়েছে। সে সকল রোগীদের ক্যান্সারের উন্নত প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে এই হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়েছে।ফাউন্ডেশন সরকার কর্তৃক বরাদ্দকৃত জমিতে প্লট নং F-12 আগারগাঁও প্রশাসনিক এলাকা, শের-ই বাংলা নগর, ঢাকায় একটি আধুনিক ইএনটি হাসপাতাল ও ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব করেছে। প্রকল্পটি সরকারের যৌথ অর্থায়নে 249.35 মিলিয়ন টাকা ব্যয়ে গৃহীত হয়েছিল। বাংলাদেশের এবং ইএনটি এবং হেড-নেক ক্যান্সার ফাউন্ডেশন।

যোগাযোগ

ঠিকানা: ফ্ল্যাট নাম্বার-F, 12 W আগারগাঁও, ঢাকা ১২০৭
টেলিফোন নাম্বার: ০২-৫৮১৫১৬৬০
ওয়েবসাইট: www.entbd.org

Delta Hospital limited

ঠিকানা: ২ তলওয়ার বাজ ফাস্ট লাইন, ঢাকা
টেলিফোন নাম্বার: ০২-৯০২২৪১০
ওয়েবসাইট: delta-hospital.com

Cancer Home

যোগাযোগ

ঠিকানা: ৫৩, মহাখালী, অপজিট টিভি গেট ওয়াটার ট্যাঙ্ক, ঢাকা ১২১২
টেলিফোন নাম্বার: ০২-৯৮৬১১১১
ওয়েবসাইট: cancerhomebd.com

Labaid Cancer Hospital And Super Speciality Center

ঠিকানা: ২৬ গ্রীন রোড, ঢাকা ১২০৫
টেলিফোন নাম্বার: ০৯৬৬৬৭১০০০১
ওয়েবসাইট: labaid.com.bd

Square Hospital

ঠিকানা: ১৮/F, বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক, পান্থপথ, ঢাকা ১২০৫
টেলিফোন নাম্বার: 10616
ওয়েবসাইট: www.squarehospital.com

Dhaka Cancer and General Hospital

ঠিকানা: সাত মসজিদ রোড, ঢাকা ১২০৯
টেলিফোন নাম্বার: ০১৭৯৭৬১৯৯৫৯
ওয়েবসাইট: dhakacancer.com

এতক্ষণ আমি বাংলাদেশের সেরা মনের কিছু ক্যান্সার হাসপাতালের তালিকা আলোচনা করলাম। আপনারা ক্যান্সার রোগের চিকিৎসার জন্য উদ্যোগ হাসপাতাল গুলো থেকে অন্যতম চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। উপলক্ষে যে সকল হাসপাতাল গুলোর তালিকা দেওয়া হলো এইগুলোই মূলত বাংলাদেশের সবথেকে ভালো মনের ক্যান্সার হাসপাতাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *