বাংলা লাভ শায়েরি, বাংলা প্রেমের শায়েরী

বাংলা লাভ শায়েরি, বাংলা প্রেমের শায়েরি সংগ্রহ করার জন্য আমার এই অনুচ্ছেদটি আপনাকে সাহায্য করবে। তাই আপনারা যারা বাংলা লাভ শায়েরি সংগ্রহ করার জন্য আমার এই অনুচ্ছেদে এসেছেন তাদের সকলকে স্বাগতম। অনেকেই অনলাইনে বাংলা লাভ শায়েরি বা বাংলা প্রেমের শায়েরী অনুসন্ধান করে থাকে। আপনি যে কারণেই বাংলা লাভ শায়েরি অনুসন্ধান করেন না কেন এই অনুচ্ছেদটি আপনাকে সাহায্য করবে। আসুন আর কথা না বাড়িয়ে মূল পোস্টে চলে যাওয়া যাবে।
ভালোবাসার মানুষকে খুশি করার জন্য অনেক সময় তাদের বিভিন্ন রকম আবদার এবং কিছু ন্যাকামো করতে হয়। ভালোবাসার মানুষটি যখন তাকে নিয়ে সুন্দর কবিতা কিংবা কোন সুন্দর শায়েরি উপহার চায় তখন নিশ্চয় আপনি বিপদে পড়েন। এইরকম সমস্যা দূর করার জন্য আমরা আছি। কোন সমস্যা নেই আমরা আপনাদের জন্য আজকের এই অনুচ্ছেদে বাংলা লাভ শায়েরি এবং বাংলা প্রেমের সায়েরি গুলো শেয়ার করেছি । আপনার যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার এই অনুচ্ছেদ হতে এখনই সংগ্রহ করতে পারেন।
বাংলা লাভ শায়েরি
অনেকেই অনলাইনে বাংলা লাভ শায়েরি অনুসন্ধান করে থাকেন। আপনিও যদি বাংলা লাভ সায়েরি অনুসন্ধান করে থাকেন তাহলে আমার এই অনুচ্ছেদটি আপনাকে সাহায্য করবে। আমার এই অনুচ্ছেদে আপনাদের জন্য বাংলা লাভ সাহেরি সংযুক্ত আছে। আশা করি আমার এই অনুচ্ছেদ থেকে অতি সহজে আপনি বাংলা লাভ শায়েরি সংগ্রহ করতে পারবেন।
কষ্ট হলে গভীর রাতে
মাথা রেখো চাঁদের কোলে।
বেশি কষ্ট হলে চোখ রেখো তারার চোখে।
কষ্ট রেখো না বুকের মাঝে,
পাঠিয়ে দিও আমার কাছে।
kosto hole govir rate
matha rekho chander kole
beshi kosto hole cokh rekho tarar chokhe
kosto rekho na buker majhe
pathiye dio amar kache.
সময়ের স্রতে যদি ভেসে যাই দূরে
বন্ধু তুমি কোনদিন ভুলিও না মোরে
বাস্তবতার কারনে যদি হয়ে যাই পর
কখনো ভাবিও না বন্ধু আমায় স্বার্থপর ।
দেখো চাঁদের দিকে;
কত যে কষ্ট তাঁর বুকে..
কখনো কালো মেঘ ঢেকে যায়,,
কখনো সে জ্যোৎস্না হারায়
তবুও জ্যোৎস্না ছড়িয়ে সে হাসে
কারণ সে আকাশ কে ভালবাসে
বৃষ্টির জন্য বসে আছি;
বৃষ্টির পখ চেয়ে আছি।
আজ বৃষ্টি নামবে।
আকাশ ভেঙে প্রবল বৃষ্টি নামবে আজ।
আকাশে মেঘ, বাতাসে স্তব্ধতা।
আমার আকাঙ্খা বৃষ্টি হয়ে তুমি আসবে
তুমি সুখী হলে এই আমি দূরে রব।
ভেবোনা না মিসে বিরহ চিরদিন দু:খ পাব।
হৃদয় কতনা রঙয়ের স্বপ্ন দেখে যায়।
বলো তার সব কি সত্যি হয়?
দু’চোখে যদি নামে অকারন শ্রাবণ
ভেবে নেবে সব কিছু ভাগ্যের লিখন।
স্মৃতি যদি হয়ে যায় বেদনা,
পিছু ফিরে আমি আর যাব না।
তুমি সুন্দর তাই মন ভরে তোমায় দেখি
তুমি অপূর্ব তাই দুচোখ দিয়ে তাকিয়ে থাকি
আর তাই তোমাকে আমি অনেক ভালোবাসি
আর তুমি আসবে সেই অপেক্ষায় সারাদিন পথ চেয়ে থাকি ।
বাংলা প্রেমের শায়েরী
ভালোবাসার মানুষকে প্রেমের সাইরি পাঠিয়ে দেওয়ার জন্য আমার এই অনুচ্ছেদটি হাতে আপনি অনেকগুলো প্রেমের সাইরি সংগ্রহ করতে পারবেন। আমরা আপনাদের সুবিধার্থে আমার এই অনুচ্ছেদে অনেকগুলো প্রেমের সাহেরি সংযুক্ত করেছি। আপনি চাইলে আমার এই অনুচ্ছেদ থেকে যেকোন একটি সাইরি পছন্দ করে আপনার প্রিয়জনকে পাঠিয়ে দিতে পারেন।
তোমায় ভেবে হয় যে আমার প্রতিটি দিনের সূচনা
তোমায় ভেবে দু চোখে নামে স্বপ্ন রাতের জসনা ।
ভালোবাসার সাগর তুমি আমি অবুঝ মোহনা
তুমি ছাড়া মনের কথা কেউ তো আর বুঝে না ।
অল্প, অল্প মেঘ থেকে,
হালকা, হালকা বৃষ্টি হয় ।
ছোট্ট, ছোট্ট গল্প থেকে,
ভালবাসার সৃষ্টি হয় ।
মাঝে, মাঝে ফোন করলে,
সম্পর্কটা মিষ্টি হয় ।
ভালোবাসা এসো ঘুমিয়ে পড় হে
আমার নিকটে এসে——
আমি জানি আমি তোমার প্রেমের জোয়ারে
গিয়েছি ভেসে~~~~~~~~
জীবনে সুযোগ তারাই পায়
যারা সুযোগ এর মানেটা বোঝে
তারা কি করে সুযোগ পাবে
যারা সুযোগ এর মানেটাই বোঝে না
Aaj janina tumi kothay achho
chaileo hoyto tomake khuje pabo na
jekhanei thako na kano khusi thako
aar kono din tomar kache jabo na
আজ জানিনা তুমি কোথায় আছো
চাইলেও হয়তো তোমাকে খুঁজে পাবো না
যেখানেই থাকো না কেনো খুশি থাকো
আর কোনো দিন তোমার কাছে যাবো না
Jibon ta amaroi achhe
mon ta sudhu tomar hoye giyechilo
Mon ke ki kore bojhabo
mon aaj o to tomakei chay
জীবন টা আমারই আছে
মনটা শুধু তোমার হয়ে গিয়েছিল
মনকে কি করে বোঝাবো
মন আজও তোমাকেই চায়