বাংলা শায়েরী, বাংলা sad শায়েরি text copy

আমরা আপনাদের জন্য বাংলা শায়েরী Bangla Shayari সংগ্রহ করে রেখেছি। আপনি যদি বাংলা সায়েরি সংগ্রহ করতে আমার এই অনুচ্ছেদ তাহলে এই অনুচ্ছেদে আপনাকে স্বাগতম। আপনি এই অনুচ্ছেদে Bangla Shayari বাংলা শায়েরীর পাশাপাশি বাংলা স্যাড সায়েরি কপি করে নিতে পারবেন। তাই আপনাদের জন্য আমার এই অনুচ্ছেদটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি বাংলা সাহেরি সংগ্রহ করার পাশাপাশি বাংলা দুঃখের Bangla Shayari এই অনুচ্ছেদ সংগ্রহ করতে পারবেন। যা অত্যন্ত উচ্চ মানের এবং মানে গুণে অনেক ভালো।
বাংলা শায়েরী- Bangla Shayari
বাংলা সায়েরি বলতে মূলত বাংলা ভাষার কিছু ছন্দকে বুঝায়। অর্থাৎ আপনি ছোট ছোট কবিতা বলতে পারেন। আপনি বিভিন্ন বিষয় নিয়ে বাংলা সাইরি অনুসন্ধান করে থাকতে পারেন। মূলত বাংলা সাইরি বিভিন্ন স্ট্যাটাস কিংবা মেসেজ হিসেবে পাঠানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে। গভীর রাতে যখন আপনার মন খুব খারাপ থাকবে কিংবা আপনি যখন ভালোবাসায় হাবুডুবু খাবেন তখন বাংলা সায়রি গুলো ব্যবহার করতে পারেন। আশা করি আমার এই অনুচ্ছেটি আপনাদের ভালো লাগবে। আমার অনুচ্ছেদটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই অনুচ্ছেদটির পাশাপাশি আমার এই ওয়েবসাইটের অন্যান্য পোস্ট গুলো ভিজিট করতে পারেন।
প্রতিদিন অনলাইনে অনেকেই বাংলা শায়েরী সংগ্রহ করার জন্য অনলাইনে অনুসন্ধান করে থাকে। আমরা সেই সকল পাঠকদের উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানে বাংলা শায়েরী গুলো সংযুক্ত করেছি।আপনি বাংলা শায়েরী সংগ্রহ করতে চাইলে আমার এই অনুচ্ছেদে আপনার কাছে সবথেকে ভালো মানের একটি অনুচ্ছেদ হতে চলেছে। বাংলা শাহেরি বিশাল সংগ্রহ আমার এই অনুচ্ছেদে আছে। যা আপনি অনায়াসে আমার এই অনুচ্ছেদ হতে সংগ্রহ করতে পারবেন।
কষ্ট হলে গভীর রাতে
মাথা রেখো চাঁদের কোলে।
বেশি কষ্ট হলে চোখ রেখো তারার চোখে।
কষ্ট রেখো না বুকের মাঝে,
পাঠিয়ে দিও আমার কাছে।
সময়ের স্রতে যদি ভেসে যাই দূরে
বন্ধু তুমি কোনদিন ভুলিও না মোরে
বাস্তবতার কারনে যদি হয়ে যাই পর
কখনো ভাবিও না বন্ধু আমায় স্বার্থপর ।
দেখো চাঁদের দিকে;
কত যে কষ্ট তাঁর বুকে..
কখনো কালো মেঘ ঢেকে যায়,,
কখনো সে জ্যোৎস্না হারায়
তবুও জ্যোৎস্না ছড়িয়ে সে হাসে
কারণ সে আকাশ কে ভালবাসে,
তুমি সুখী হলে এই আমি দূরে রব।
ভেবোনা না মিসে বিরহ চিরদিন দু:খ পাব।
হৃদয় কতনা রঙয়ের স্বপ্ন দেখে যায়।
বলো তার সব কি সত্যি হয়?
দু’চোখে যদি নামে অকারন শ্রাবণ
ভেবে নেবে সব কিছু ভাগ্যের লিখন।
স্মৃতি যদি হয়ে যায় বেদনা,
পিছু ফিরে আমি আর যাব না।
তুমি সুন্দর তাই মন ভরে তোমায় দেখি
তুমি অপূর্ব তাই দুচোখ দিয়ে তাকিয়ে থাকি
আর তাই তোমাকে আমি অনেক ভালোবাসি
আর তুমি আসবে সেই অপেক্ষায় সারাদিন পথ চেয়ে থাকি ।
ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন
তুমি আসলে দুজন মিলে সাজাবো জীবন
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা
তুমি আসলেই ডাউনলোড দিবো আনলিমিটেড ভালোবাসা………।।
যদি বলো আমার মনে পড়ে কতবার ?
আমি বলবো চোখের পাপড়ি নড়ে যতবার ।
যদি বলো আমায় ভালোবাসো কতো ?
আমি বলবো ওই আকাশে তাঁরা আছে যত ।
নদী খোঁজে সাগর, আকাশ খোঁজে চাঁদ
অন্তর খোঁজে ভালোবাসা, বাড়িয়ে দুটি হাত
কষ্ট খোঁজে দুক্ষ,সুখ খোঁজে হাসি-
আর আমার মন বলে সারাক্ষন তোমায় ভালোবাসি ।
তোমায় ভেবে হয় যে আমার প্রতিটি দিনের সূচনা
তোমায় ভেবে দু চোখে নামে স্বপ্ন রাতের জসনা ।
ভালোবাসার সাগর তুমি আমি অবুঝ মোহনা
তুমি ছাড়া মনের কথা কেউ তো আর বুঝে না ।
অল্প, অল্প মেঘ থেকে,
হালকা, হালকা বৃষ্টি হয় ।
ছোট্ট, ছোট্ট গল্প থেকে,
ভালবাসার সৃষ্টি হয় ।
মাঝে, মাঝে ফোন করলে,
সম্পর্কটা মিষ্টি হয় ।
ভালোবাসা এসো ঘুমিয়ে পড় হে
আমার নিকটে এসে——
আমি জানি আমি তোমার প্রেমের জোয়ারে
গিয়েছি ভেসে~~~~~~~~
বাংলা sad শায়েরি text copy
নিজের কষ্ট গুলোকে শায়েরীর মাধ্যমে প্রকাশ করার জন্য প্রকাশ করার জন্য যদি উপযুক্ত সাহেরী খুঁজে থাকেন তাহলে আমার এই অনুচ্ছেটি আপনার জন্য। আমরা এখানে বাংলা স্যাড সাইরি সংযুক্ত করেছি যা আপনি আমার এই অনুচ্ছেদটি হতেই শুধুমাত্র কপি করে নিতে পারবেন।
আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম, বৃষ্টিতে ভিজে গেলো,
আকাশে লিখলাম, আকাশ মেঘে ঢেকে গেলো,
কিন্তু যখনই হৃদয়ে লিখলাম, ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে!!!
চলে গেলে চলে যাবে
পিছু পিছু ডাকবো না।
কথা যদি না বলো,
মনে আর রাখবো না।
ভুলটা তোমারই ছিল
আজও তো বুঝলে না..
চলে তো গেলে তুমি
দিয়ে মোরে যাতনা।
কিছু ফুল সকালে ফোটে বিকেলে ঝরে যায়,
কিছু ভালোবাসা এমন ভাবেই মরে যায়।
কিছু মানুষ খুব চেনা হয়েও,
সময়ের সাথে সাথে অচেনা হয়ে যায়।
নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া বড় দায়,
সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায়।
আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না,
স্বার্থের জন্যে আসে কাছে, মনে অন্য আশা।
মাঝে মাঝে কষ্ট করে হলেও একা একা চলা শিখতে হয়,
কারণ যাকে ছাড়া আপনি চলতে পারবেননা, বা বাঁচতে পারবেননা ভাবছেন,
সে কিন্তু আপনাকে ছাড়া ঠিকই বেঁচে আছে।
পৃথিবীতে ভালবাসার অধিকার
সবারই আছে!
কিন্তু পাওয়ার ভাগ্য টা…
সবার নেই।
তুমি বলেছিলে পৃথিবী বদলে
গেলেও বদলাবেনা তুমি,
সেই কথা বোকার মত বিশ্বাষ
করে ছিলাম আমি,
আজ পৃথিবী ঠিকই আছে
শুধু বদলে গেছো তুমি।