স্ট্যাটাস

বাছাই করা মায়ের ভালোবাসার স্ট্যাটাস, মেসেজ, ছন্দ

মা পৃথিবীর সব থেকে মধুর তম সম্পর্ক এবং সব থেকে কাছের মানুষ। তাই আজকের এই অনুচ্ছেদে আমরা বাছাই করা মায়ের ভালোবাসার স্ট্যাটাস, মেসেজ এবং ছন্দ আপনাদের জন্য শেয়ার করব। আপনি যদি মা দিবসে আপনার মাকে অথবা আপনার মায়ের জন্য কোন স্টেটাস আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম গুলিতে দিতে চান তাহলে আমার এই অনুচ্ছেদটি আপনাকে সহায়তা করবে। এই অনুচ্ছেদে মা নিয়ে আমরা বাছাই করা স্ট্যাটাস সংগ্রহ করেছি। মানে আমরা এমন কিছু মেসেজ শেয়ার করব ইনশাআল্লাহ আপনি আর অন্য কোন আর্টিকেল হাতে সংগ্রহ করতে পারবেন না। তাই বাছাই করা মায়ের ভালোবাসার স্ট্যাটাস পাওয়ার জন্য আমার এই অনুচ্ছেদটি আপনাকে সাহায্য করবে।

মা একটি প্রাচীন বাংলা শব্দ যা মাতৃ, মাতা, মাঁ, ময়েশ ইত্যাদি অর্থ করে। এটি একটি বেশি ব্যবহৃত শব্দ যা একটি সম্পূর্ণ পরিবার ও সমাজের জীবনে গুরুত্বপূর্ণ অংশ। এটি না কেবল মাতৃত্ব বোঝায়, তবে এটি প্রেম ও স্নেহ প্রকাশ করে এবং সমস্ত মানব সমাজে গৌরব এবং সম্মানের বোধ করা হয়। মাকে সমস্ত ধরনের সম্মান করা উচিত এবং মাকে উপহার দেওয়া, মাকে সাথে সময় কাটানো এবং মার জন্য যা করা যায় তা করা উচিত।

বাছাই করা মায়ের ভালোবাসার স্ট্যাটাস

পৃথিবীর সবকিছু তুলনা করা যেতে পারে কিন্তু মায়ের ভালোবাসার কোন তুলনা হয় না। মা এমন একজন মানুষ যিনি তার সন্তানের জন্য নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিতে পারে। তাই ইসলাম ধর্ম উল্লেখ করা আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। পৃথিবীতে যে মাকে ভালবাসতে পারে ভবিষ্যতে এসে জান্নাত যাবে এটা নিশ্চিত ভাবেই বলা যায়। পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে কিন্তু একজনও খারাপ মা নেই প্রত্যেক সন্তান তার মাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। আমরা মায়ের ভালোবাসা নিয়ে কিছু স্ট্যাটাস আপনাদের জন্য শেয়ার করলাম।

মৃত্যুর জন্য অনেক রাস্তা আছে।
কিন্তু জন্ম নেওয়ার জন্য শুধু মা আছে।

Related Articles

আপনি যদি আপনার পিতা-মাতাকে সম্মান করেন। তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্মও আপনাকে সম্মান করবে।

ভালোবাসতে সবাই পারে,
তবে মায়ের মতও কেউ ভালোবাসতে পারে না!

আমি গরিব হয়েও পৃথিবীর শ্রেষ্ঠ ধনী
কারণ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ট সম্পদ আমার মা আছে।

মা পৃথিবীতে অমূল্য সম্পদে সম্পর্ক। মা বাবা আমাদের ছাদ বন্ধু ভালবাসা প্রেম প্রীতি ন‍্যায় জ্ঞান বিবেক নৈতিক ধৈর্য্য আর আপন জনের আপন জন।

১. মা তোমার দেয়া ভালোবাসা আমার জীবনে  সবচেয়ে বেশি দরকার। তুমি তোমার ভালোসা থেকে আমাকে কখনো বঞ্চিত করো না- সংগৃহীত।

২. জীবনে যদি কোন ভালোবাসা নিঃস্বার্থভাবে পেয়ে থাকি সেট পেয়েছি আমার মায়ের কাছ থেকে- সাইফুল ইসলাম।

৩. প্রতিট মানুষের ভালোবাসার মধ্যে চাওয়া পাওয়ার দুর্গন্ধ থাকে কিন্তু মায়ের ভালোবাসার মধ্যে সেই গন্ধটি নাই- বীথি আক্তার।

৪. পৃথিবীর সকল লোকের ভালোবাসা এক সাথে করলেও মায়ের ভালোবাসারসমান হবে না- মোঃ নাজিম উদ্দিন।

৫. মায়ের ভালোসার মধ্যে প্রতিদিন নতুন নতুন স্বাদ গ্রহণ করতে পারি। যা অন্যে কারো ভালোবাসায় পাওয়া যায় না- আব্দুল করিম।

মৃত মাকে নিয়ে স্ট্যাটাস

১. দূর অজানায় হাড়িয়ে গেছো তারা দের মাঝে। আজো দু-চোখ শুধু তোমাকেই খোঁজে মা।

২.  তুমি নেই আামাদের মাঝে এই কথাটি ভাবলেই কেমন যেন মনে হয়। তোমাকে ছাড়া সারা পৃথিবী আমার কাছে শূন্য মনে হয়।

৩. তোমার ব্যবহার করা প্রতিটি জিনিস এখনো সেই আগের মতই সাজিয়ে রেখেছি । শুধু তুমি নাই সেই জিনিস গুলো ব্যবহার করার জন্য।

৪. জানি তুমি আসবে না । তুবুও তোমার আশায় পথ চেয়ে থাকি।

৫. যে খানেই থাকো সুখে থাকো এই দুয়া তোমার জন্য করি।

মায়ের ভালোবাসার মেসেজ

মা কথাটি বড়ই মধুর। পৃথিবীতে যার মা নেই সে বুঝে পৃথিবীটা তার জন্য কত করুন। একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার সব থেকে আপনজন হয় তার মা। আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করি আমরা তখন নিতন্ত্র অসহায়। রাতের পর রাত না ঘুমিয়ে মা আমাদের যত্ন করে আমাদের তিল তিল করে বড় করে। নিজের মুখের খাবার না খাইয়ে আমাদের মানুষ করে। তাই মায়ের ভালোবাসার তুলনা পৃথিবীতে আর অন্য কোন কিছু দিয়ে করা যেতে পারে না। আমরা আমাদের পাঠকদের সর্বদা মায়ের ভালোবাসার মূল্য দিতে জানি। এজন্য এই অনুচ্ছেদে মায়ের ভালোবাসা বাছাই করা কিছু মেসেজ আপনাদের জন্য শেয়ার করব।

মায়ের ভালোবাসার ছন্দ

আপনি যদি আপনার মাকে ভালবেসে থাকেন তাহলে এই অনুচ্ছেদটি আপনার জন্য। মা একজন সন্তানকে কতটুকু ভালবাসি সেগুলো আমরা এই অনুচ্ছেদের অংশটিতে ছন্দ আকারে লিখে দিয়েছি। আপনি আমার এই অনুচ্ছেদে মায়ের ভালোবাসার অসাধারণ কিছু ছন্দ পেয়ে যাবেন।

মা তোমকে মনে পড়ে
সাইফুল ইসলাম

তুমি মাগো হৃদয় জুড়ে,
সর্বক্ষণই যেন তুমি থাক।
আমি থাকি দূর বিদেশে,
তবুও ভূলি নাকো।
প্রতিটা দিন কাটে আমার,
তোমায় দেখার আসে ।
এভাবেই দিন কেটে যায়,
দেখিনা তোমায় ১২ মাসে।
তবুও আশায় থাকি চেয়ে,
দেখবো তোমার মুখ।
তবেই হবে হৃদয় ঠান্ডা,
মুছে যাবে মনের দুখ ।
তোমার ছবি হৃদয় মাঝে,
রেখেছি করে  যতন।
যখন কাছে যাব মাগো,
দেখবো তোমায় মনের মতন।

আদরিনী মা
নজরুন আমিন

মা- আমার আদরিনী,
সোহাগিনী মাও ।
মা ছাড়া নেবোনা কিছু,
পৃথিবীর সবকিছু যদি দাও।
অনেক আদর সোহাগ পেয়ে,
উঠেছি আমি বেড়ে।
এখন বুঝি আমি মাগো,
নিয়েছিলাম তোমার সুখ কেড়ে।
দুঃখ দিলও হাসি দিয়ে,
জীবন করেছো পার।
আমার জীবন দিয়েও মাগো,
মূল্য হবেনা তার ।
তবুও মাগো আদর-সোহাগ,
দিও কিন্তু মোরে।
তোমার আদর সোহাগ মাগো,
থাকুক আমার জীবন ভরে।

হারানো মা
         দিদার আলম

ফাঁকি দিয়ে চলে গেলে
আরতো ফিরে এলে না।
আমায় মা- গো ভুলে গেলে,
সাথে নিয়ে গেলে না।
তুমি ছাড়া কেমন করে,
থাকবো বলো আমি।
তুমি ছিলে আমার কাছে,
সাত রাজার ধন হিরার চেয়েও দামি।
প্রতিটা দিন তমোর আশায় ,
পখ চেয়ে যে থাকি।
তুমি মা-গো চলে গেলে,
দিয়ে মোদের ফাঁকি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *