বিদায় ২০২৩, স্বাগতম ২০২৩ এর শুভেচ্ছা, স্ট্যাটাস, উক্তি

নিশি অবসান প্রায় ঐ, পুরাতন বর্ষ হয় গত,
আমি আজি ধূলিতলে জীর্ণ জীবন করিলাম নত।
বন্ধু হও শত্রু হও যেখানে যে রত,
ক্ষমা করো আজিকের মত, পুরাতন বছরের সাথে পুরাতন অপরাধ যত।
সুপ্রিয় পাঠকবৃন্দ, সকলকে বিদায়ী বছরের শুভেচ্ছা। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন আরেকটি নিবন্ধ। আমার আজকের নিবন্ধে বিদায় ২০২৩ স্বাগতম ২০২৩ এর শুভেচ্ছা, স্ট্যাটাস, উক্তি ইত্যাদি বিষয়ে বিভিন্ন উপস্থাপনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আপনি যদি বিদায় ২০২৩ স্বাগতম ২০২৩ বিষয়ক স্ট্যাটাস, শুভেচ্ছা, উক্তি খোঁজ করে থাকেন তাহলে আমার আজকের নিবন্ধে আপনাকে স্বাগতম। আশা করি আমার আজকের নিবন্ধ পাঠ করলে আপনার কাঙ্খিত বিদায় ২০২৩ স্বাগতম ২০২৩ এর উক্তি, স্ট্যাটাস, শুভেচ্ছা বক্তব্য বিষয়ক সম্যক ধারণা লাভ করতে পারবেন। তাহলে চলুন মূল পর্বে যাওয়া যাক।
বিদায় বছরের স্ট্যাটাস
গুটি গুটি পায়ে বিদায়ের দিকে এগিয়ে যাচ্ছে ২০২৩ সাল। পুরাতন বছরে রয়েছে হাসি, কান্না, গ্লানি, পাওয়া, না পাওয়ার অনেক হিসাব। কেউ কেউ চুকিয়ে ফেলেছেন পুরাতন বছরের হিসেব, কেউবা জমিয়ে রেখেছেন খুব শীঘ্রই শেষ করবেন বলে। করা যায় কারো হিসাব মিলে যাচ্ছে কাটায় কাটায়, কারোর বা মেলাতে খেতে হচ্ছে বেশি হিমশিম। এরই মাঝে সবাইকেই খুঁজে নিতে হবে পুরাতন কে বিদায় দিয়ে নতুন কে স্বাগত জানানোর উপায়। এজন্য বলতে হয়, বিদায় কেবলমাত্র তাদের জন্য যারা তাদের চোখের দেখা ভালবাসেন, কারণ যারা হৃদয় ও প্রাণ দিয়ে ভালোবাসেন তাদের জন্য বিদায়ের মতো কোনো জিনিস নেই। আগমন প্রস্থানের এই নির্মম সত্য মেনে নিতে পারাই চরম সার্থকতা।
দেখতে দেখতে আরো একটি বছর গত হতে চলল প্রায়। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছর আগমনের অপেক্ষায় অধীর। প্রকৃতির এই নির্মম সূত্রে পুরাতনকে বিদায় জানিয়ে নতুন কে বরণ করে নিতে হবে আমাদের। নতুনকে জায়গা করে দিতে হবে তার কারিশমা দেখানোর জন্য। পূর্বের যত ভুল ভ্রান্তি রয়েছে সবকিছু ঝেড়ে ফেলে নতুন করে নতুন উদ্যমে সাজাতে হবে আমাদের চারপাশ। আর নতুন কি স্বাগত জানানোর জন্য আমরা পালন করে থাকি বেশ কিছু আনুষ্ঠানিকতা।
আপনারা যারা ২০২৩ কে বিদায় জানিয়ে ২০২৩ কে স্বাগত জানাতে চাচ্ছেন, তাদের জন্য স্বাগতম ২০২৩ এর শুভেচ্ছা, স্ট্যাটাস, উক্তি সম্বলিত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের নিবন্ধন নিয়ে। আপনারা অনেকেই ২০২৩ কে বিদায় জানিয়ে ২০২৩ কে স্বাগত জানানোর জন্য সুন্দর সুন্দর স্ট্যাটাস, শুভেচ্ছা, উক্তি খোঁজ করে থাকেন। বুঝে উঠেন না কিভাবে আপনি নতুন বছরের স্ট্যাটাস দিবেন, কি বলেই বা পুরাতনকে বিদায় জানাবেন। এ সমস্ত প্রশ্নের সমাধান আমার আজকের নিবন্ধে পেয়ে যাবেন বলে আশা করি।
বিদায় ফেসবুক স্ট্যাটাস
আধুনিক এই যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত নেই এরকম মানুষ খুঁজে পাওয়া প্রায় দায়। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকাই নয় বরং সুন্দর সুন্দর স্ট্যাটাস দিয়ে ফ্যান ফলোয়ারের দৃষ্টি আকর্ষণ করাও একটি অন্যতম চাহিদা হয়ে দাঁড়িয়েছে। ফ্যান ফলোয়ারের দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রয়োজন হয় একটি সুন্দর স্ট্যাটাসের। কোথায় পাবেন এই স্ট্যাটাস? কি দেবে আপনাকে আইডিয়া? কেউ কি করবে সাহায্য? জি হ্যাঁ, দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনাদের সাহায্যের জন্যই আছি আমরা। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু টিপস যেগুলো অনুসরণ করে আপনি সহজেই ফেসবুকে বিদায় স্ট্যাটাস দিয়ে অন্যদের নজর কাটতে পারবেন।
ফেসবুকে বিদায় স্ট্যাটাস দেওয়ার জন্য আপনি সুন্দর সুন্দর ছন্দ লিখতে পারেন। চাইলে বিখ্যাত ব্যক্তিদের বিদায় সম্পর্কিত বিভিন্ন উক্তি দিতে পারেন। কিংবা চাইলে আপনারা বিদায়ী শুভেচ্ছা ও জানাতে পারেন। সেই সাথে সুন্দর একটি বিদায় ফেসবুক পিক সংযুক্ত করতে পারেন। এতে করে আপনার স্ট্যাটাসটি সকলের থেকে হবে ইউনিক। আপনাদের সুবিধার্থে বিখ্যাত ব্যক্তিদের কিছু উক্তি তুলে ধরলাম।
- তাকে বিদায় দেওয়া সত্যি খুব কঠিন যার সাথে আপনি কাটিয়েছেন বহুবছর। – অস্কার ওয়াইল্ড
- জীবনের দুটি কঠিন বিচার প্রথমবারের জন্য মিলিত হওয়া এবং শেষ বারের জন্য বিদায়। – মাইরা রজার্স
- বিদায় কখনও বলবেন না কারণ বিদায় মানে দূরে চলে যাওয়া এবং চলে যাওয়া মানে ভুলে যাওয়া। – জে এম ব্যারি
- বিদায় বলাও একটি সাহসী এবং শক্তিশালী শুরু। – আরন রালস্টন
- যদি আপনি বিদায় জানানোর মতো সাহস রাখেন তাহলে জীবন আপনাকে এক নতুন ’হ্যালো’ দ্বারা অ্যাপায়ন করবে। – পাওলো কোয়েলহো
বিদায় ছন্দ
পুরাতন বছর বিগত প্রায়। নতুন বছরের আগমন ও প্রায় সন্নিকটে। পুরাতন কে বিদায় জানাতে তাই চলছে সাল-তামামির হিসাব-নিকাশ। এরই সাথে চলছে পুরাতন কে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা। এই আনুষ্ঠানিকতাকে আরো এককাঠি সরেস করে তুলে একটি সুন্দর ফেসবুক স্ট্যাটাস। বিদায়ী ছন্দ লিখে বিদায় জানাতে পারেন আপনার বন্ধু, প্রিয়জন কিংবা কাছের মানুষজনকে। আপনার এই কাজকে এক ধাপ সহজ করে দেয়ার লক্ষ্যেই আপনাদের সামনে বিদায়ী সুন্দর সুন্দর কিছু ছন্দ তুলে ধরলাম।
- ভাঙ্গে, ভাঙ্গে, সবই ভাঙ্গে
বদলে যায় দিন, মাস, বছর
কেলেন্ডারের তারিখ পাল্টায়।
পাল্টে যায় মানুষ, মানুষের মনের সমীকরণ।
এভাবেই বিদায় নেয় আরো একটি বছর৷ - যতক্ষণ ভাঙা যায় ভেঙ্গেছি
যতটুকু দূরে থাকা যায় থেকেছি
যেখানে হারিয়ে যাওয়া যায় হারিয়েছি
বিদায়টা আজ তবে এভাবেই হোক।
বিদায় ২০২৩
অনেক চড়াই উতরাই এরপর ২০২৩ সাল আমাদেরকে দিয়েছে নবযুগের একটি সূচনা। করোনা কালের ক্রান্তিলগ্ন কাটিয়ে ২০২৩ সাল ছিল নতুন করে সবকিছু শুরু করার একটি প্রথম সিঁড়ি। অনেকটা সফলতার সাথেই সেই সিঁড়ি অতিক্রম করার সামর্থ্য হয়েছে আমাদের। ভেঙ্গেচুরে খানখান হয়ে যাওয়া সব কিছু নতুন করে গোছাতে গিয়ে বেশ বেগ পোহাতে হয়েছে আমাদের। তাইতো এই বছরটিকে বিদায় জানাতে মন চাইছে না কারোরই। কিন্তু প্রকৃতির নিয়মে ব্যাঘাত ঘটানো কি আর সাধ্য আছে আমাদের? এজন্য ২০২৩ কে বিদায় জানানোই বুদ্ধিমানের কাজ। হাসিমুখে বিদায় দিতে হবে ২০২৩ সালকে। আর তারই দেখানো পথে এগোতে হবে আগমনী নতুন কে নিয়ে। তাইতো বলতে হয়, রূপ রস ও গন্ধময়, পৃথিবী হতে বিদায় লয়, পুরাতন বর্ষ শেষ হয়। পুরাতন বিদায় নেবে, নিতে হবে, এটাই স্বাভাবিক। কবির ভাষায় বলা যায়, মুকুলিত সব আশা, স্নেহ প্রেম-ভালোবাসা, জীবনে চির স্মৃতি হয়ে রয়, পুরাতন বর্ষ,বিদায় লয়, নববর্ষের আগমন হয়।
স্বাগতম ২০২৩
নতুনকে জায়গা করে দেয়ার জন্যই পুরাতন ছেড়ে যায় তার স্থান। ২০২৩ গত প্রায়, এরই সাথে সাথে ২০২৩ আগমনের পথে। আর নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত নতুন প্রজন্ম। কেননা পরিবর্তনই নতুন কিছু বয়ে নিয়ে আসে। পরিবর্তন ছাড়া নতুন কিছু সম্ভব নয়। পূর্বের গ্লানি, দুঃখ, ভুল-ভ্রান্তি মুছে নতুন করে শুরু করার নামই উদ্যম। আর উদ্যোমিদের জন্যই উজ্জ্বল আগামী। কে না চাইবে একটু ঝকঝকে, পরিষ্কার আগামীর সাক্ষী হতে? তাইতো নতুনকে স্বাগত জানাতে উদগ্রীব হয়ে আছে পৃথিবীবাসী। তাইতো বলাই যায়, নতুন বছর আসুক নিয়ে নতুন নতুন আশা, পৃথিবীতে ছড়িয়ে দিক শুধুই ভালোবাসা, হানাহানি ভেদাভেদ সবকিছু ভুলি, এসো সবাই মিলে মিশে সৎ পথে চলি।