স্ট্যাটাস

বৃষ্টি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস, ফানি স্ট্যাটাস, কবিতা, ক্যাপশন, অনুভূতি, এবং English ক্যাপশন

আজকের এই অনুচ্ছেদে আমরা বৃষ্টি দিয়ে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তাই আপনারা যারা বৃষ্টি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস, বৃষ্টি নিয়ে ফানি স্ট্যাটাস, বৃষ্টি নিয়ে ক্যাপশন, বৃষ্টি নিয়ে কবিতা অনুসন্ধান করে আমার এই অনুচ্ছেদ এসেছেন তাদেরকে এই আর্টিকেলে স্বাগতম। বৃষ্টির দিনে আপনার অনুভূতি কিরকম থাকে সেটি আপনার নিজের ভাষায় ব্যক্ত করতে না পারলে আমার এই অনুচ্ছেদটি আপনাকে সাহায্য করবে। চলুন বৃষ্টি নিয়ে বেশ কিছু তথ্য জেনে আসি সে সাথে আপনার পছন্দ তথ্যটি আমার এই অনুচ্ছেদ হতে সংগ্রহ করতে পারবেন।

বৃষ্টি কে না ভালোবাসে? শ্রাবণ মাসে যখন অনবরত বৃষ্টি পড়ে তখন মন ব্যাকুল হয়ে ওঠে। মনের ভিতর কত কথাই না ভেসে ওঠে কত রোমান্টিকতা, কত স্মৃতি। তাই আজকের এই অনুষ্ঠানে আমরা বৃষ্টি নিয়ে বেশ কিছু বিষয় আপনাদের জন্য তুলে এনেছি।

বৃষ্টি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস

যখন শ্রাবণ মাসের তিনভর বৃষ্টি হতে দেখা যায়। বৃষ্টির জন্য কোথাও বের হওয়া মুশকিল হয়ে যায় সারাদিন বিছানায় শুয়ে বসে কাটাতে হয় ঠিক সেই সময়ে বৃষ্টি নিয়ে কত কথাই মনে আসে। অনেকেই এই সময় সোশ্যাল মিডিয়াগুলোতে বৃষ্টি নিয়ে স্ট্যাটাস দিতে চায়। তাই আজকের এই অনুষ্ঠানে আমরা বৃষ্টি নিয়ে কিছু রোমান্টিক স্ট্যাটাস আপনাদের জন্য শেয়ার করেছি।

ঝমঝমিয়ে বৃষ্টি আসে,
দাঁড়িয়ে আছি তোমার পাশে,
তোমার সাথে ভিজছি বেশ
এ যেন এক নতুন আবেশ।”

Related Articles

“নীল আকাশ মেঘলা হলো,
নামবে হয়ত বৃষ্টি
আমার কথা পড়লে মনে,
জানালায় রেখো দৃষ্টি।”

বৃষ্টি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস
বৃষ্টি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস

এই বৃষ্টির সাথে তুমি কেন এলেনা আমার শহরে, বৃষ্টি শেষ হলেও এই শহরে তোমার আর দেখা মিলবে না।

একসাথে বৃষ্টিতে ভিজেছিলাম দুজনে, এখন এগুলো শুধু স্মৃতি। এখন আকাশে মেঘ জমে বৃষ্টি নামলে তুমি আর আসবে না ভিজতে।

বৃষ্টিতে ভিজে কান্না করার একটি পজিটিভ দিক রয়েছে। কারণ তখন কেউ বুঝতে পারবে না আপনি কান্না করছেন।

মেঘের সাথে মেঘ যখন অভিমান করে, তখন ঐ আকাশ থেকে বৃষ্টি পড়ে। তাই এই বৃষ্টি দেখে আমারও মনে অভিমান বাড়ে।

বৃষ্টি নামলে মনে সব সময় ছোটবেলার স্মৃতি মনে পড়ে। এই বৃষ্টিতে কতই না আমি ভিজেছি। আজ সময়ের ব্যস্ততায় বৃষ্টিতে আর ভেজা হয় না।

মন তো চায় আগের মতোই বৃষ্টিতে ভিজি। কিন্তু জীবনের আগের জায়গায় দাঁড়িয়ে নেই। তবুও হঠাৎ করে নিজেকে বৃষ্টির মাঝে মেলে দিতে মন চায়।

১/ জীবনের কতগুলো মূল্যবান মুহূর্ত আমরা পার করি রংধনুর অপেক্ষায়, স্রষ্টাকে ধন্যবাদ জানানোর আগে।

> ডিয়েটার এফ

২/ বৃষ্টির পরেই সূর্য আবার উদিত হবে,  জীবনও এরকমই, খারাপ সময় পেরিয়ে ভালো সময় সবার জীবনে হাজির হয়।

> ওয়াল্ট ডিজনি

৩/এক পশলা বৃষ্টির পরে সবসময় ভালো কিছু সবার জন্য অপেক্ষা করে।

> সংগৃহীত

৪/ আমি বৃষ্টি ভালোবাসি, কেননা এই বৃষ্টি মাঝে মাঝে বুঝতে সাহায্য করে যে পৃথিবীতে দুঃখের দিন বিদ্যমান।

> সংগৃহীত

৫/কিছু কিছু মানুষ আছে যারা বৃষ্টি কে অনুভব করে, বাকিরা শুধু শরীর ভেজায়।

>  রজার মিলার

৬/ জীবন ঝড় কেটে যাওয়ার জন্য অপেক্ষা করার মধ্যে নয়, জীবনের মূল উপপাদ্য বৃষ্টিতে ভিজতে ও উপভোগ করার মধ্যে।

> ভিভিয়ান  গ্রীন

বৃষ্টি নিয়ে ফানি স্ট্যাটাস

বৃষ্টির দিনে অনেকের মনে রোমান্টিক স্ট্যাটাস ও দোলা দিলেও অনেক সময় বৃষ্টি ফানি হয়েও আমাদের সামনে আসে। তাই আমরা এই অনুচ্ছেদে আপনাদের জন্য কতগুলো মিষ্টি নিয়ে ফানি স্ট্যাটাস শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা চাইলে আমার এই অনুচ্ছেদ হতে এখনই বৃষ্টি নিয়ে ফানি স্ট্যাটাস গুলো সংগ্রহ করে নিতে পারেন।

বৃষ্টি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস
বৃষ্টি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস

বৃষ্টি নিয়ে কবিতা

বৃষ্টির দিন যখন কোন কাজ হাতে থাকে না সারাদিন বিছানায় শুয়ে বসে কাটাতে হয়। সারারাত দিন শুধু বৃষ্টি ঠিক সে সময় কবিতা পড়তে কার নাম ভালো লাগে। কবিতা সে সময় মধুর থেকে মধুর হয়ে আমাদের হৃদয়ে দোলা দেয়। তাই আজকের এই অনুচ্ছেদে আমরা বৃষ্টি নিয়ে কিছু কবিতা আপনাদের জন্য শেয়ার করেছি। আপনার হাতের কাছে কবিতার বই না থাকলে আমাদের এই কবিতা গুলো পড়তে পারেন যেগুলো আপনাদের ভালো লাগবে।

“সাদা মেঘ আকাশ ঢেকে
বেলার কেড়েছে গতি,
রোদ্দুর আজ না হয়
নিলো ক্ষনিকের বিরতি।”

“ঝমঝমিয়ে বৃষ্টি আসে,
দাঁড়িয়ে আছি তোমার পাশে,
তোমার সাথে ভিজছি বেশ
এ যেন এক নতুন আবেশ।”

“নীল আকাশ মেঘলা হলো,
নামবে হয়ত বৃষ্টি
আমার কথা পড়লে মনে,
জানালায় রেখো দৃষ্টি।”

“মেঘ তোর সঙ্গে যাবো,
হাওয়ায় ভেসে শীল কুরাবো।
মেঘ তোর সঙ্গে যাবো,
ঠান্ডা হাওয়ায় প্রাণ জুরাবো।”

“বৃষ্টিতে যখন তোমার সোশ্যাল স্ট্যাটাস এর ভীড়ে বারে।
ফুটপাতবাসী তখন বৃষ্টি থামার প্রার্থনা করে।”

“বৃষ্টি পড়ছে টুপটাপ
বারান্দায় বসে চুপচাপ
ভেজা কাকটা ডানা
ঝাপটায় ঝুপঝাপ
অতীতের স্মৃতিগুলো
মাথায় খায় ঘুরাপক।”

“বৃষ্টি হলে খবর দিস
হাঁটবো দু’জন একটি ছাতায়,
খালি পায়ে শহর ঘুরে,
বৃষ্টি ভেজা প্রেমের গল্প,
লিখে রাখব ডায়রির পাতায়।”

“বাইরে বৃষ্টি ভেতরে বৃষ্টি
ভেজা ভেজা মন।
মনের দুয়ারে চোখের কিনারে
তুই সারাক্ষন।”

বৃষ্টি নিয়ে ক্যাপশন

বৃষ্টির দিনে আপনি সোশ্যাল মিডিয়া শেয়ার করার জন্য যদি কোন ছবি তুলে থাকেন তাহলে সেই ছবিটি সোশ্যাল মিডিয়া দেওয়া আবশ্যক। সোশ্যাল মিডিয়ায় বৃষ্টি নিয়ে কোন ছবি শেয়ার করতে চাইলে আমার এই অনুচ্ছেদটি আপনাকে যেমন সাহায্য করতে পারবে। তেমনি আমার এই অনুচ্ছেদ থেকে আপনি খুব সুন্দর সুন্দর ক্যাপশন সংগ্রহ করে নিতে পারবেন। আমরা আপনাদের জন্য কিছু বৃষ্টি নিয়ে সুন্দর সুন্দর ক্যাপশন শেয়ার করেছি।

বৃষ্টির পরেই সূর্য আবার উদিত হবে, জীবনও এরকমই; খারাপ সময় পেরিয়ে ভালো সময়ও সবার জীবনে হাজির হয়।

জীবনের কতগুলো মূল্যবান মূহুর্ত আমরা পার করি রঙধনুর অপেক্ষায়, স্রষ্টাকে ধন্যবাদ জানানোর আগে!

যখন মেঘের দল আর বোঝা সহ্য করতে পারে না, তখনই স্বর্গের কান্না হয়ে ভেংগে পড়ে বৃষ্টি।

জীবন ঝড় কেটে যাওয়ার জন্য অপেক্ষা করার মধ্যে নয়, জীবনের মূল উপপাদ্য বৃষ্টিতে ভিজতে ও উপভোগ করার মধ্যে।

বৃষ্টি এক অমূল্য আশির্বাদ; এ যেনো মেঘের মাটির বুকে নেমে আসা। সেখানেই আছে জীবন, কেননা বৃষ্টি ছাড়া কোনো জীবনের অস্তিত্ব থাকতো না।

বৃষ্টি বিনা কিছুই বেড়ে ওঠে না, তাই জীবনের ঝড়গুলোকে আকড়ে ধরে শক্ত থাকতে শেখো।

বৃষ্টি নিয়ে আপনার অনুভূতি

বৃষ্টি ভালোবাসে না এমন মানুষ পাওয়া খুব দায়। কারণ বৃষ্টির দিন সবার খুব ভালো কাটে। বৃষ্টি এক অন্যরকম অনুভূতি সকলের মনে জন্ম দেয়। বৃষ্টি নিয়ে আপনার অনুভূতি কি সেটি আপনি ব্যক্ত করতে পারেন আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে। আপনি কথা খুব সুন্দর গুছিয়ে বলতে না পারলে আমার এই অনুচ্ছেদটি আপনাকে সাহায্য করতে পারে। আসুন এই অনুচ্ছেদ হতে বৃষ্টি নিয়ে কিছু অনুভূতির শেয়ার করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *