টিপস

ভালবাসার সেরা উক্তি

পৃথিবীতে সবথেকে আকাঙ্ক্ষিত শব্দ হলো ভালোবাসা । আপনার সবকিছুই থাকলেও আপনি যদি কারো ভালোবাসা না পান, তাহলে আপনার জীবন কখনো পরিপূর্ণ হতে পারে না। আবার যদি কোন ব্যক্তির কিছুই না থাকে কিন্তু মানুষের অজস্র ভালোবাসার সিক্ত হয় তাহলে তিনি পৃথিবীর সবথেকে ধনী এবং সুখী ব্যক্তিতে পরিণত হবে। তাই আজকের এই অনুচ্ছেদে ভালোবাসার কয়েকটি সেরা উক্তি তুলে ধরা হয়েছে। আপনারা যারা ভালোবাসার সেরা উক্তি অনুসরণ করছেন? তাদেরকে এই অনুচ্ছেদে স্বাগত জানিয়ে আমরা আজকের অনুচ্ছেদটি এখানে শুরু করছি। আমরা এই অনুচ্ছেদে ভালোবাসার কয়েকটি সেরা উক্তি তুলে ধরেছি, যা আপনি আর অন্য কোন ওয়েবসাইট হাতে সংগ্রহ করতে পারবেন না।

পৃথিবীর টিকে আছে ভালবাসার উপর। বর্তমান পৃথিবীতে যত পাপ, অন্যায়, অত্যাচার, হিংসা, নিন্দা, পরচর্চা চলছে এসব কিছু থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় ভালোবাসা বিলিয়ে দেওয়া। আমরা একে অপরের ভালোবাসা আদায় করে নিব ভালোবাসা দিয়ে। আমি যদি একজনকে ভালবাসি তিনিও আমাকে ভালবাসবেন এটাই প্রকৃতির নিয়ম।

তাই ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক অভিজ্ঞতা। নির্দিষ্ট কোন ব্যক্তির প্রতি শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। পিতা-মাতার প্রতি ভালোবাসা শ্রদ্ধাবোধ এবং প্রেমিক প্রেমিকার প্রতি ভালোবাসা এক বিষয় নয়। পৃথিবীতে বিভিন্ন রকম ভালোবাসা থাকতে পারে। এর মধ্যে আবেগ ধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয়ে থাকে। বিশেষ কারো সাথে নিজের সকল মানবীয় অনুভূতি ভাগ করে নেওয়া এটি হলো আবেগ ধর্মী ভালোবাসা। আমি আগেই বলেছি ভালোবাসা বিভিন্ন ধরনের হতে পারে যেমন: নিষ্কাম ভালোবাসা, ধর্মীয় ভালোবাসা, আত্মীয়দের প্রতি ভালবাসা, বাড়িতে কোন পোষ্য প্রাণী বা বস্তুর প্রতি অতিরিক্ত স্নেহ এটাও ভালোবাসার অন্তর্ভুক্ত। এই যে কোন জিনিসের প্রতি অতিরিক্ত আনন্দদায়ক অনুভূতি এটি ভালোবাসার বহিঃপ্রকাশ।

পৃথিবীতে চিরন্তন শব্দ হিসেবে একটি কথা বিবেচনা করা যেতে পারে। আপনি যদি কোন জিনিসের প্রতি বা কোন ব্যক্তিকে নিঃস্বার্থভাবে ভালবেসে থাকেন সেই ভালোবাসা একদিন না একদিন কোন না কোন ভাবে আপনি ফিরিয়ে পাবেন। পৃথিবীকে আপনি যদি ভালোবেসে নিজের করে নিতে পারেন তাহলে দেখবেন পৃথিবীর সবকিছুই আপনার অনুকূলে চলে এসেছে। তাই আমরা এখন ভালোবাসা নিয়ে কিছু উক্তি দেখে আসব।

যাকে ভালোবাসো তাকে চোখের আড়াল করোনা।”

———বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

” তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় ,
সে কি মোর অপরাধ ?
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিনী,
বলে না তো কিছু চাঁদ । ”

———কাজী নজরুল ইসলাম

” তবু তোমাকে ভালোবেসে
মুহূর্তের মধ্যে ফিরে এসে
বুঝেছি অকূলে জেগে রয়
ঘড়ির সময়ে আর মহাকালে
যেখানেই রাখি এ হৃদয় ”

——–জীবনানন্দ দাশ

তুমি তোমার , আমিতো আর আমার নই ।”

———শ্রীজাত বন্দ্যোপাধ্যায়

“বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে।”

——-সুনীল গঙ্গোপাধ্যায়

“বড় প্রেম শুধু কাছেই টানে না দূরেও ঠেলে দেয় ।”

——–শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

” বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয় , তখন আর গড়ে নেবার ফাঁক থাকে না ।”

——–রবীন্দ্রনাথ ঠাকুর

” ভালোবাসা কথাটা বিবাহ কথার চেয়ে আরো বেশি জ্যান্ত। “

——–রবীন্দ্রনাথ ঠাকুর

“পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট হলো এক তরফা ভালবাসা। আর তারচেয়ে বড় কষ্ট হলো আপনি তাকে ভালোবাসতেন সে জানত, এখনও ভালোবাসেন কিন্তু সে জানে না ”

———রেদোয়ান মাসুদ

“যৌবনে যার প্রেম হল না তাঁর জীবন বৃথা ।”

——-শংকর

ভালোবাসার মজার উক্তি

পৃথিবীতে নিজের ক্ষমতার অতিরিক্ত কিছু চাওয়াকেই ভালোবাসা বলা হয়ে থাকে। পৃথিবী সুন্দর করার জন্য আমরা একে অপরকে ভালোবাসবো। তাই আজকের এই অনুচ্ছেদে আমরা ভালোবাসার মজার কিছু উক্তি আপনাদের জন্য শেয়ার করব।

*** প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন-রবীন্দ্রনাথ ঠাকুর।

***এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতই প্রবাহিত হবে-হুমায়ূন আহমেদ।

**** প্রেম মানুষকে শান্তি দেয় কিন্তু স্বস্তি দেয় না-বায়রন।

*** কাউকে প্রচন্ডভাবে ভালবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়- হুমায়ূন আহমেদ।

***প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে উঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়-স্কুট হাসসুন।

*** আমরা কোনো ভাবেই ভালোবাসার ওপর মূল্য নির্ধারণ করতে পারি না, কিন্তু ভালোবাসার জন্য দরকারি সব উপকরণের ওপরমূল্য নির্ধারণ করতেই হবে- ম্যালানি ক্লার্ক।

*** সোনায় যেমন একটু পানি মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না, সেইরকম ভালবাসার সঙ্গে একটু শ্রদ্ধা, ভক্তি না মিশালে সে ভালবাসাও দীর্ঘস্থায়ী হয় না- নিমাই ভট্টাচার্য ক্রোধ।

*** তুমি যদি কাউকে ভালোবাস,তবে তাকে ছেড়ে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে,তবে সে তোমারই ছিল।আর যদি ফিরে নাআসে,তবে সে কখনই তোমার ছিল না- রবীন্দ্রনাথ ঠাকুর।

**** দুটো জিনিস খুবই কষ্টদায়ক।একটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না।। আর অপরটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়- সেক্সপিয়ার।

**** যখন কোন পুরুষ কোন নারীকে ভালবাসে,তখন সে তার জন্য সব কিছু করতে পারে।কেবল তাকে ভালবেসে যেতে পারেনা- অস্কার ওয়াইল্ড।

অভিমানী ভালবাসার উক্তি

কেউ যদি আপনার উপর অভিমান করে বসে থাকে তাহলে বুঝতে বাকি থাকে না যে, সেই ব্যক্তিটি আপনাকে সব থেকে বেশি ভালোবাসে। যেখানে বেশি ভালোবাসা থাকে সেখানে অভিমান জন্মায়। কারণ অভিমানই একমাত্র ভালবাসার বহিঃপ্রকাশ হিসেবে প্রস্ফীতিত হয়। আসুন আমরা অভিমানী ভালোবাসার কিছু উক্তি দেখে নেই।

১। অভিমান এর ফলে ভালোবাসা বাড়ে, তবে অভিমান ভাঙ্গানো না জানলে ভালোবাসার মানুষটাই হারিয়ে যেতে পারে।

— অস্কার ওয়াইল্ড

২। রাগ সময়ের সাথে কমে কিন্তু অভিমান সময়ের সাথে ক্রমশ বাড়তে থাকে।

— তন্ময়

৩। রাগ সবার উপরে দেখানো যায় কিন্তু অভিমান হয় নিজের লোকের উপর।

— তন্ময়

৪। অহংকার ও অভিমান এর মাঝে পার্থক্য অবশ্যই আপনাকে বুঝতে হবে।

— স্নেহেতা কারার

৫। অভিমান বন্ধুত্ব ও রিলেশনশিপের পরিমাণ বাড়িয়ে দেয়। তবে মাঝে মাঝে এই যুক্তিও ভুল হয়ে যায়।

— স্নেহা

৬। একমাত্র নীরবতার অস্ত্রই অভিমানকে খুন করার ক্ষমতা রাখে।

— অনিন্দিতা রহমান

৭। কাচ কতটা অভিমানী আয়না না ভাঙ্গলে বোঝা যায় না।

— হুমায়ুন আহমেদ

৮। যখন মায়া বাড়িয়ে লাভ হয় না, তখন মায়া কাটাতে শিখতে হয়।

— হুমায়ুন আজাদ

ভালোবাসা নিয়ে ক্যাপশন

আপনারা যারা ফেসবুকে কোন ছবি কিংবা স্ট্যাটাস শেয়ার করতে চাচ্ছেন? আপনারা চাইলে আমার এই অনুচ্ছেদ হতে ভালোবাসা নিয়ে কিছু ক্যাপশন সংগ্রহ করে নিতে পারেন। আমরা আপনাদের জন্য ভালোবাসা নিয়ে কিছু ক্যাপশন এই অনুচ্ছেদে শেয়ার করেছি।

*** অতিদূর পরপারে গাঢ় নীল রেখার মতো বিদেশের আভাস দেখা যায়। সেখান হইতে রাগ-অভিমানের দ্বন্দ্ব কোলাহল সমুদ্র পার হইয়া আসিতে পারে না।

— রবীন্দ্রনাথ ঠাকুর

*** অভিমান হলো দুটো মানুষের মাঝে সবচেয়ে বড় দূরত্ব।

— সংগৃহীত

*** তার অভিমান শুরু হলো এবং সে মুহূর্তেই বেখবর হয়ে চলে গেল।

— আলেক্সান্ডার উলকট

***রাগের সৃষ্টি হয় মনোমালিন্য থেকে। অভিমানের জন্ম হয় অধিকারবোধ থেকে।

— সংগৃহীত

*** যার অনুভূতি বেশি তার অভিমানও বেশি। আর বেশির ভাগ অভিমানী লোকরাই বড় হৃদয়ের অধিকারী হয়ে থাকে।

— রুপ দত্ত

সম্মানিত পাঠক, আমরা এতক্ষণ ভালোবাসার বিভিন্ন দিক এবং ভালোবাসা নিয়ে বেশ কিছু উক্তি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমাদের এই অনুচ্ছেদটি পরে আপনি যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলেই আমরা আমাদের সার্থকতা খুঁজে পাবো। এতক্ষণ সময় নিয়ে আমাদের এই অনুচ্ছেদটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *