টিপস
মেয়েদের প্রশংসা করার এসএমএস, স্ট্যাটাস, মেসেজ ও প্রশংসা করার পদ্ধতি

আজ আমি আপনাদের গোপন একটি টিপস শিখিয়ে দেব। সেটি হল প্রশংসা করা। আপনি কোন মেয়েকে কিভাবে প্রশংসা করবেন সেই বিষয়ে জানতে চাইলে আমার এই অনুচ্ছেদটি আপনাকে সাহায্য করবে। কারণ কোন মেয়েকে প্রশংসা করলে সেই মেয়েটি অটোমেটিক আপনার প্রতি দুর্বল অনুভব করবে। পৃথিবীতে একমাত্র মেয়েরাই তাদের প্রশংসা কারীকে অনেক বেশি পছন্দ করে। তাই এই অনুচ্ছেদে মেয়েদের প্রশংসা করার কিছু টিপস আপনাদের জানিয়ে দিচ্ছি। আমার এই অনুচ্ছেদ হতে আপনি মেয়েদের প্রশংসা করার এসএমএস, মেয়েদের প্রশংসা করার মেসেজ, মেয়েদের প্রশংসা করার স্ট্যাটাস, এবং মেয়েদের প্রশংসা করার পদ্ধতি জানতে পারবেন।
প্রশংসা খুব সুন্দর একটি শব্দ। অর্থাৎ কারো আপনি কোন গুণের তারিফ করতেছেন সেটি হল প্রশংসা করা। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে আপনি কালো মেয়ের গুণের প্রশংসা করছেন, অথবা কোন মেয়ের রূপের প্রশংসা করছেন এটি হলো প্রশংসার উদাহরণ।
প্রশংসা করার এসএমএস
আপনার পছন্দের মেয়েকে আপনি প্রশংসা করে পটিয়ে ফেলতে পারেন। এর জন্য আপনাকে খুব সুন্দর সুন্দর মেসেজ সেই মেয়েটির ফোনে পাঠিয়ে দিতে হবে। মেয়েটি আপনার মেসেজগুলো পড়লে এমনিতে আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে। এবং আপনার প্রেম ে হাবুডুবু খাবে। সেজন্য মেয়েটির কিছু গুনের কথা আপনাকে খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে হবে। এরকম কিছু এসএমএস আমি আপনাদের জন্য শেয়ার করলাম।
- শুধু আমি এই কথা বলে যাব যে আমি তোমাকে ভালোবেসে আখিরাত থেকে পরকাল পর্যন্ত নিয়ে যাব তোমাকে কতটা ভালোবাসি তা বলার ভাষা আমার কাছে নেই।
- আমি তোমাকে সে প্রথম দিন দেখার পর তোমার চোখের দিক থেকে আমার চোখ সরাতে পারিনি। কারণ একটাই যে তুমি কতটা সুন্দরী তুমি নিজেও জাননা।
- তুমি হলে আমার দেখা সবচেয়ে সুন্দর মানুষ। যার রূপের গুণ বলে শেষ করা যাবে না।
- তোমার ঐ কাজল কালো চোখে যেনো আমার সারা পৃথিবী দেখতে পাই।
- যে দিন তোমায় প্রথম দেখেছিলাম সেই দিনই প্রেমে পরেগিয়েছিলাম।
- একজন মানুষ এতো সুন্দর হয় কি ভাবে সেটা তোমাকে না দেখলে হয়তো কখনোনই জানতাম না।
- আল্লাহর বানানো প্রতিটা সৃষ্টিই সুন্দর তার মধ্য তুমি একমাত্র মেয়ে যাকে দেখে মাই প্রথম মুগ্ধ হয়েছি। তুমি হয়তো সেই মেয়ে যার জন্য এতো অপেক্ষা করছি।
- আমি হয়তো যে মেয়েকে খুঁজেছি তুমি হয়তো সেই মেয়ে কারন যে দিন তোমায় দেখেছিলাম সেই দিন থেকে তোমাকে প্রতিরাতে স্বপ্নে দেখি তোমায়।
- তুমি হয়তো জানো আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি, যদি তুমি জানতে তাহলে তুমি আমায় কাছে টেনে নিতে।
- তুমাকে দেখলেই আমি ভীষন আবেগী হয়ে যাই, হয়তো তোমার মোহ আমাকে আঁকড়ে ধরেছে।
মেয়েদের প্রশংসা করার মেসেজ
আপনার ক্রাশকে তাড়াতাড়ি পটিয়ে ফেলার জন্য তার প্রশংসা করুন। আপনি আপনার ক্রাশ কে যত বেশি প্রশংসা করবেন সে তত বেশি তাড়াতাড়ি আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে। এটি বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় একটি পদ্ধতি। আপনি যদি তাকে সরাসরি বলতে না পারেন তাহলে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মেসেজ লিখে তাকে পাঠিয়ে দিতে পারেন। সেরকম কিছু মেসেজ আজকের এই অনুচ্ছেদে আমি তুলে ধরেছি।
- তুমি যে কত সুন্দরী তা আয়নায় না দেখলে কখনই বুঝতে পারবে না, তাই নিজেকে সস্তা ভেবো না। নিজেকে গুছিয়ে রাখো জীবনে এগিয়ে যাও ভালো কিছু পাবা।
- তুমিতো সেই নারী যাকে দেখলেই নিজের মধ্য ভালো লাগা কাজ করে। তুমিতো সেই নারী যাকে যত দেখি ততই মুগ্ধ হই।
- তোমার ঐ হাসিমুখ খানা দেখলে সারা জীবনের কষ্ট ভুলে যাই। তুমি সেই যাকে আমার হৃদয়ের মাঝে সারা জীবন খুশিতে রাখতে চাই।
মেয়েদের প্রশংসা করে স্ট্যাটাস
আপনার ক্রাশ যদি আপনার সাথে কোন কারনে কথা না বলে থাকে তাহলে কি করবেন? আপনি তো তাকে সরাসরি মেসেজ করে বলতে পারবেন না কিছু। কিন্তু আপনি চাইলে ইনডাইরেক্ট ভাবে তাকে কিছু মেসেজ না পাঠিয়ে স্ট্যাটাস দিতে পারেন। অর্থাৎ আপনার ক্রাশ যদি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সক্রিয় থাকে তাহলে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কিছু স্ট্যাটাস প্রদান করতে পারেন আপনার ক্রাশকে ইন্ডিকেট করে। অবশ্যই ক্রাশকে প্রশংসা করতে হবে সেই স্ট্যাটাস গুলোতে। সেরকম কিছু স্ট্যাটাস আমি এই অনুসারে তুলে ধরেছি।
- তোমার ঐ ঠোঁটের হাসি যত বার দেখি ঠিক ততো বার প্রেমে পরে যাই।
- তোমার ঐ কালো চুলের গন্ধ মন বোরে যায় ছন্দে তাইতো আজ তোমায় নিয়ে উক্তি লিখি মনে মনে।
- তোমার ঐ মুখের হাসি যেনো আমার বেচেঁ থাকার মাধ্যম। তোমার চোখ যেনো বিষণ মায়াবী।
- যেদিন তোমায় প্রথম দেখিছি সেদিন থেকেই আমার মনে তুমার প্রেমের ফুল ফুটেছে।
- আমি ছন্দে গানে শুধু তোমাকেই খুজে পাই, তুমিই সেই সুর যে সুরে আমি সারা জীবন গান বলতে চাই।
- তুমি এতো সুন্দর যে তোমার রূপের প্রশংসা করে শেষ করে যাবে না, তাই তুমাকে যতই দেখি ততই প্রেমে পড়ি।
মেয়েদের প্রশংসা করার পদ্ধতি
মেয়েদের প্রশংসা করার পদ্ধতি জানার আগে একটি বিষয় আপনাকে জানতে হবে আপনি মেয়েদের কোন কোন বিষয়ে প্রশংসা করতে পারেন। এ সকল বিষয় জানতে হলে আমার এই অনুচ্ছেদের বাকি অংশটুকু পড়তে হবে।
- সর্বোপরি একটি মেয়ের গুণের প্রশংসা করুন তাতে সব থেকে তাড়াতাড়ি মেয়েটি আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে।
- এরপর মেয়েটির রূপের প্রশংসা করতে পারেন। কারণ পৃথিবীর সমস্ত মেয়ে নিজেকে পৃথিবীর সবথেকে সুন্দরী ভাবে। তাই মেয়েটির রূপের প্রশংসা করে তাকে পটি ফেলতে পারেন।
- মেয়েটির পছন্দের প্রশংসা করুন। আপনি আপনার ক্রাশকে পটিয়ে ফেলতে তার পছন্দকে ক্লাস করুন অর্থাৎ সে যে ড্রেসটি পড়ুক না কেন ওটির প্রশংসা করেন। সে যে কাজটি করবে তাকে সেই কাজটি করার জন্য আরও সহ দিন এবং বলুন আমি খুব পছন্দ করেছি আপনি এই কাজটি করেছেন।
ইত্যাদি ভাবে ট্রাই করলে একটি মেয়ে সহজে আপনার প্রতি প্রেমে পড়বে।