টিপস

মেয়েদের মুখের কালো দাগ দূর করার ক্রিম

মানুষের মুখ মন্ডল সব সময় অন্যের কাছে আকর্ষণীয় হয়ে থাকে। তাই সকলে চাই নিজের মুখমণ্ডল কে আকর্ষণীয় করে তুলতে। কিন্তু আমরা অনেক সময় মুখে কালো দাগ নিয়ে দুশ্চিন্তা করি এবং আমাদের মুখে কালো দাগ দেখা যায়। আমরা এই অনুচ্ছেদে মেয়েদের মুখে কালো দাগ দূর করার কিছু ক্রিম এবং সেই সাথে মেয়েদের মুখের কালো দাগ দূর করার ঘরোয়া কিছু টিপস আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আমার এই অনুচ্ছেদটি আপনাদের ভালো লাগবে এবং আমার এই অনুচ্ছেদে আপনি খুব সহজে আপনার মুখের কালো দাগ দূর করে নিতে পারবেন। মুখের কালো দাগ দূর করার জন্য আপনি কোন ক্রিম ব্যবহার না করে বরং কিছু ঘরোয়া টিপস ফলো করতে পারেন। যেগুলো আপনাকে অধিক ফল দেবে এবং প্রাকৃতিকভাবে আপনার মুখের উজ্জ্বলতা বেড়ে যাবে। এক্ষেত্রে, আর সব প্রতিক্রিয়া কম থাকে এবং খুব মসৃণ ভাবে আপনার ত্বকের গঠন গড়ে ওঠে। তাই মেয়েদের মুখের কালো দাগ দূর করার কিছু ক্রিম এবং ঘরোয়া টিপস আমরা এই অনুষ্ঠানে শেয়ার করেছি।

মুখের কালো দাগ দূর করার ক্রিম

আমরা আগেই আলোচনা করেছি মুখের কালো দাগ দূর করার জন্য আপনি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারেন এবং সর্বাপেক্ষা ফলপ্রস। কিন্তু আপনি যদি যথেষ্ট পরিমাণ সময় না পান সে ক্ষেত্রে কিছু আর্টিফিশিয়াল ক্রিম ব্যবহার করতে পারেন। আমরা সম্পূর্ণ পাশের প্রতিক্রিয়া মুক্ত কিছু আর্টিফিশিয়াল ক্রিম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি এই ক্রিমগুলো ব্যবহার করলে আপনারা খুব ভালো ফল পাবেন।

  • Mankind Acnestar removal gel
  • Nivea Whitening Oil Control Moisturizer for Men
  • Garnier Acno Fight 6 in1 Pimple Clearing Face Wash
  • Clean & Clear Pimple Clearing Face Wash (ক্লিন অ্যান্ড ক্লিয়ার পিম্পল ক্লিয়ারিং ফেস ওয়াশ)
  • The Body Shop Tea Tree Skin Clearing Face Wash
  • হিমালয় ক্লারিনা অ্যান্টি-অ্যাকনি ক্রিম
  • ক্লিনিক অ্যাকনি স্যুলিশন স্পোট হেলিং জেল
  • দ্যা রিচফিল অ্যান্টি ব্লেমিস ক্রিম

এ ছাড়া আপনি প্রাকৃতিকভাবে নিজের মুখকে ফর্সা করে তুলতে পারেন। সে ক্ষেত্রে আপনাকে কিছু ঘরোয়া টিপস ফলো করতে হবে আমরা সে সকল টিপস এই অনুচ্ছেদে তুলে ধরেছি। অনুগ্রহ করে সময় নিয়ে পড়ে নেবেন।

ঘরোয়া পদ্ধতিতে মেয়েদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করার উপায়

  • সকালে ঘুম থেকে উঠেই হালকা গরম জল/পানি পান করুন- পরিমাণ এক থেকে দেড় গ্লাস।
  • অনেকে মেথি ভেজানো জল, চিরতার জল রাতে ভিজিয়ে রেখে পরদিন খান, প্রয়োজনে সেটাও খেতে পারেন।
  • সকালের ব্রেকফাস্টে আপনি অবশ্যই কাচা খাওয়া যায় এমন ফল ও সবজি রাখবেন যেমন শশা, ক্ষীরা, টমেটো, গাজর( গাজর খেলে অনেকের গ্যাস হয়, যদি আপনার এই সমস্যা থাকে তাহলে গাজর বাদ দিয়ে বিট খেতে পারেন)
  • আপনি মাংস খাওয়া কয়েকদিন বাদ দিয়ে তার জায়গায় ছোট মাছ খান (ডিম ও না)
  • খাবার অন্ততপক্ষে আধ ঘন্টা পরে জল/পানি খাবেন।
  • রাতে শোবার আগে অবশ্যই কোন Natural facewash দিয়ে মুখ ধোবেন। যদি আপনি এই কিনতে আর্থিকভাবে সমর্থ না হন, তাহলে আমি নিচে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে এই ফেস ক্রিম বাড়িতেই বানাতে পারেন সে ব্যাপারে লিখেছি।

আপনি যেটি করতে পারেন:

Related Articles
  • একটি সদ্য তোলা অ্যালোভেরা পাতাকে কেটে তার ভেতরের জেল একটি প্লেটে বের করে নিন।
  • এর মধ্যে না ফোটানো গরুর দুধ অর্থাৎ কাচা দুধ মেশান। মনে রাখবেন, যেন গ্রাস ফেড অর্থাৎ ঘাস, লতাপাতা খাওয়া গরুর দুধ হয়। বাজারে কেনা গরুর দুধ নয়।
  • এর মধ্যে সামান্য একটু শশার রস মিশিয়ে মিশনটিকে ভালো করে মেশান।
  • এবার আঙ্গুলের ডগা দিয়ে অল্প অল্প করে আপনার গোটা মুখ ও ঘাড়, গলাতে লাগান। এখন ঘষবেন না, আপনার ত্বককে একটু নরম করতে দিন
  • ৫ মিনিট এইভাবে রাখার পর ওপরের দিক দিয়ে (upward direction) আঙ্গুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে (circular motion) মালিশ করতে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *