যমুনা এক্সপ্রেস (Jamuna Express) ট্রেনের সময়সূচী টিকেট, ভাড়া, স্টপ স্টেশন

যমুনা এক্সপ্রেস বাংলাদেশের আন্তঃনগর একটি ট্রেন। আজকের এই অনুচ্ছেদে আমরা যমুনা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী টিকিট মূল্য এবং বিরতি স্টেশন সম্পর্কে আলোচনা করব। আপনারা যারা যমুনা এক্সপ্রেস ট্রেন সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই অনুচ্ছেদে এসেছেন তাদের এই অনুচ্ছেদে স্বাগত। এই অনুচ্ছেদটি ভালোভাবে লক্ষ্য করলে আপনারা যমুনা এক্সপ্রেস ট্রেনটি কখন কোথায় কোন স্টেশনে যাত্রাবৃত্তি করে এবং আপনি কোথায় কখন কিভাবে এই ট্রেন ভ্রমণ করার সুযোগ পাবেন সে সম্পর্কে আপনারা জানতে পারবেন। তাই আসুন যমুনা এক্সপ্রেস ট্রেন সম্পর্কে বিস্তারিত জেনে নেই এবং এই ট্রেনের কি কি সুযোগ-সুবিধা পাওয়া যাবে সে সম্পর্ক অবগত হই ।
যমুনা এক্সপ্রেস বাংলাদেশের রেলওয়ে অধীনে পরিচালিত একটি আন্তঃনগর ট্রেন। এটি মূলত বাংলাদেশের কমলাপুর রেলস্টেশন থেকে ময়মনসিংহের তারাকান্দি রেলস্টেশন পর্যন্ত যাতায়াত করে থাকে। যাত্রাপথে এটি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন, জয়দেবপুর জংশন, শ্রীপুর, গফরগাঁও, ময়মনসিংহ, জামালপুর, সরিষাবাড়ী হয়ে তারকান্দি রেল স্টেশন অতিক্রম করে। ট্রেনটি ১৯৮৮ সালের ৩০ জুন হাতে নিয়মিত ভাবে যাতায়াত করছে। এই রুটে চলাচলকারী যাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই ট্রেনটি প্রতিদিন যাতায়াত করে।
যমুনা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩
যমুনা এক্সপ্রেস ট্রেনটির সপ্তাহের সাত দিন যাতায়াত করে। ছুটির দিন না থাকায় প্রতি সপ্তাহে ৭ দিন ট্রেনটিতে করে যাতায়াত করা যায়। ৭৪৫ নম্বর কোর্স হিসেবে ঢাকার কমল াপুর রেলওয়ে স্টেশন হাতে বিকেল চারটা ৪৫ মিনিটে তারকান্দির উদ্দেশ্যে ছেড়ে যায়। এবং ওই দিন তারকান্দি রেলওয়ে স্টেশনে রাত দশটা ৫৫ মিনিটে পৌঁছায়।
অপরদিকে এইচএমটি প্রতি দিন রাত দুইটা তারকান্দি রেলস্টেশন হতে ঢাকার কমলাপুর রেলস্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং কমলাপুর রেলস্টেশনে পৌঁছায় সকাল ৭ঃ৪৫ মিনিটে। আসার সময় এই ট্রেনটি ৭৪৬ নম্বর কোস হিসেবে যাত্রা শুরু করে।
স্টেশন | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
ঢাকা টু তারাকান্দি | নাই | ১৬ঃ৪৫ | ২২ঃ৫৫ |
তারাকান্দি টু ঢাকা | নাই | ০২ঃ০০ | ০৭ঃ৪৫ |
যমুনা এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ২০২৩
যমুনা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর রেলস্টেশন হতে যাত্রা শুরু করে তারকান্দি রেলস্টেশনে যাবার সময় বেশ কিছু রেজিস্ট্রেশন অতিক্রম করে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ঢাকার বিমানবন্দর রেলস্টেশন ৫.১৭, জয়দেবপুর রেল স্টেশন ৫.৪৭, শ্রীপুর রেলস্টেশন ৬.১৬, গফরগাঁ ৭.০০, ময়মনসিংহ ৮.০০, জামালপুর ৯.২০ সরিষাবাড়ী ১০.১৫ মিনিটে অতিক্রম করবে। অনুরূপভাবে তারকান্দি হতে ঢাকা যাবার সময় এই ট্রেনটি উক্ত রেলস্টেশনগুলোতে যাত্রাবৃত্তি দেয়।
বিরতি স্টেশন নাম | ঢাকা থেকে (৭৪৫) | তারাকান্দি থেকে (৭৪৬) |
বিমানবন্দর | ১৭ঃ১৭ | ০৬ঃ৫০ |
জয়দেবপুর | ১৭ঃ৪৭ | ০৬ঃ২০ |
শ্রীপুর | ১৬ঃ১৬ | ০৫ঃ৪৮ |
গফরগাঁও | ১৮ঃ৫৭ | ০৫ঃ১২ |
ময়মনসিংহ | ২০ঃ০০ | ০৪ঃ২০ |
জামালপুর | ২১ঃ২০ | ০৩ঃ১০ |
সরিষাবাড়ী | ২২ঃ১৫ | ০২ঃ১৭ |
যমুনা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা ২০২৩
যমুনা এক্সপ্রেস ট্রেনের বিভিন্ন শ্রেণীর টিকিট ক্রয় করা যায়। টিকিটের ধরন অনুযায়ী টিকিট মূল্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এই ট্রেনটিতে শোভন চেয়ার প্রথম বাথ স্নিগ্ধা এবং এসি কেবিন ব্যবস্থা থাকায় বিভিন্ন ধরনের টিকিট মূল্য নির্ধারণ করা আছে।
আসন বিভাগ | টিকেটের মূল্য |
শোভন | ১৮৫ টাকা |
শোভন চেয়ার | ২২০ টাকা |
প্রথম সিট | ২৯৫ টাকা |
প্রথম বার্থ | ৪৪০ টাকা |
স্নিগ্ধা | ৪২০ টাকা |
এসি সিট | ৫০৬ টাকা |
এসি বার্থ | ৭৫৪ টাকা |