টিপস

শালি দুলাভাই মজার এসএমএস, কবিতা, গান, ছন্দ, কিছু কথা

পৃথিবীতে অনেক রকম মধুর সম্পর্ক আছে তার মধ্যে অন্যতম হলো শালীর দুলাভাই এর মধ্যে সম্পর্ক। এই সম্পর্ক টিতে যেমন ভালোবাসা থাকে সম্মান থাকে ঠিক তেমনি মজার মজার বিষয় শালী দুলাভাইয়ের মধ্যে শেয়ার করা যায়। তাই আজকের এই অনুচ্ছেদে আমরা শালী দুলাভাইয়ের মজার এসএমএস, শালী দুলাভাইয়ের মজার কবিতা, শালী দুলাভাইয়ের মজার গান, শালী দুলাভাইয়ের মজার ছন্দ, এবং শালী দুলাভাইয়ের সম্পর্ক নিয়ে কিছু কথা আপনাদের মধ্যে শেয়ার করব। তাই আপনি যদি আপনার শালীকে খুব সুন্দর ভাবে মজা দিতে চান তাহলে আমার এই অনুচ্ছেটি আপনাকে সাহায্য করতে পারে। আসুন এই অনুচ্ছেদটি হাতে শালী দুলাভাই সম্পর্ক নিয়ে কিছু মজার এসএমএস, কবিতা, গান, ছন্দ দেখে নেই।

সালে সম্পর্কটি খুবই মধুর এই সম্পর্কটি মূলত হয় স্ত্রীর বোনকে ঘিরে। অর্থাৎ একটি বিবাহিত ছেলের বউয়ের বোনকে শালী হিসেবে সম্বোধন করে অপরদিকে শালী তার বোনের হাজব্যান্ড কে দুলাভাই হিসেবে সম্বোধন করবে। তাই এই সম্পর্কটির মধ্যে যথেষ্ট সম্মান ভালোবাসা থাকার পাশাপাশি এটি একটি ঠাট্টা সম্পর্ক। মানে হচ্ছে মজার সম্পর্ক অর্থাৎ শালী দুলাভাই একে অপরকে যেকোনো ধরনের কথাবার্তা শেয়ার করতে পারে। মূলত শালী দুলাভাইয়ের মধ্যে মজার কথাবার্তা অনেক বেশি পরিমাণে হয়ে থাকে আসুন আমরা শালী দুলাভাইয়ের মধ্যে মজার মজার কিছু এসএমএস কথোপকথন দেখে নেই।

শালী দুলাভাই মজার এসএমএস

আপনি যদি আপনার শালির সাথে খুব ফ্রি কথা বলে থাকেন তাহলে আপনার শালিকে কিছু মজার এসএমএস পাঠিয়ে দিতে পারেন। আমরা এই অনুচ্ছেদে শালী দুলাভাইয়ের মধ্যে মজার কথোপকথনের কিছু এসএমএস নমুনা আপনাদের জন্য তুলে ধরেছি। আপনি অবশ্যই আমাদের এই নমুনাগুলো পছন্দ করে থাকবেন।

  • শালীর পড়ালেখা ঠিকমতো চলছে কিনা, নিয়মিত নামায পড়ে কিনা জিজ্ঞেস করুন।
  • সত্য ও সুন্দর পথে চলার জন্য পরামর্শ দিন। হিজাব ব্যবহার করতে উৎসাহ দিন।
  • শালীকে দামী দামী কাপড়-গহনা উপহার না দিয়ে বই উপহার দিন।
  • শালীকে নিয়ে কখনো একা মার্কেটে-পার্কে-সিনেমা দেখা উচি নয়।
  • শালীকে নিয়ে কখনো আজে-বাজে চিন্তা মাথায় রাখাটাও উচিত নয়।
  • আপনার স্ত্রীর কোন বিপদের সময়ে আপনার শালীকে সাহায্য করার জন্য বাসায় রাখতে পারেন, সেই সময়
  • আপনার শালীর সাথে উত্তম আচরণ করুন।
  • কোন দুর্বলতার সুযোগ নিয়ে আপনার শালীর সাথে খারাপ আচরণ করবেন না।

শালি নিয়ে স্ট্যাটাস

শ্যালিকা, আপনি এমন একজন যার সাথে আমি কথা বলতে পারি, যার সাথে আমি ঝুঁকে থাকতে পারি এবং কেউ যে আমাকে বোঝে। তুমি শুধু আমার ভাইয়ের স্ত্রীর চেয়ে অনেক বেশি, তুমি আমার বন্ধু। – অজানা

আমি খুবই আনন্দিত যে আমার জীবনে তোমার মতো একজন চমৎকার শ্যালিকা আছে। – অজানা

আপনি আমার জৈবিক ভাই নাও হতে পারেন, কিন্তু আপনি এমন একজন বোন যাকে আমি আমার হৃদয়ের কাছে ধারণ করি। – অজানা

বিয়ের দিন আমাদের পরিবারগুলি মিশে যাবে, আপনি আমার ভাই এবং আমার বন্ধুও হবেন। – অজানা

শালী দুলাভাইয়ের মজার ছন্দ

অনেকে গুগলে শালী দুলাভাইয়ের মজা ছন্দ লিখে অনুসরণ করে থাকেন। মূলত শালিকে আনন্দ দেওয়ার জন্য এই ছন্দ গুলো তৈরি করা হয়েছে। গুগলে আপনি আমার এই অনুচ্ছেদে এসে একদম সঠিক জায়গায় এসেছেন। আমরা খুব সুন্দর সুন্দর শালী দুলাভাইয়ের সম্পর্ক নিয়ে মজার কিছু ছন্দ আপনাদের জন্য শেয়ার করব। আশা করি আমার এই অনুচ্ছেদে স্বীকৃত ছন্দ গুলো আপনাদের পছন্দ হবে।

আমার জীবন ধন্য তোমার মত শালিকা পেয়ে কারণ তুমি সবার আগে আমার খোঁজ খবর রাখো।

‘‘আমার প্রিয় শালিকা‘‘

ধন্য আমি ধন্য তোমার ব্যবহারে আমি ধন্য ওগো আমার শালিকা।

‘‘আমার প্রিয় শালিকা‘‘

থেকো তুমি ভালো ওগো আমার প্রিয় শালী সে কামনাই করি ।

‘‘আমার প্রিয় শালিকা‘‘

আমি ভাবতেই পারিনি যে, তোমার মত একটা শালিকা পাব যে, আমার সবর্দা খোজ খবর রাখে।

‘‘আমার প্রিয় শালিকা‘‘

শালি হচ্ছে দুলাভাইয়ের সবথেকে কাছের লোক শ্বশুর বাড়িতে শালি সবথেকে বেশি বোঝে।

— সংগৃহীত।

শালী – দুলাভাই হচ্ছে একটি মধুর সম্পর্ক যা একটি অফুরন্ত নেয়ামত

— গ্রিস লেখক

শালীর ভালোবাসাটা হচ্ছে একটি চমকপ্রত ভালোবাসা যা এর সাথে কোন তুলনায় হয় না।

— সংগৃহীত

শালী – দুলাভাইয়ের মজার জোকস

Ak লোক তার শালীকে নিয়ে একটা নিরিবিলি জায়গা দিয়ে যাচ্ছে।
শালীঃ দুলাভাই! Apni আমাকে এই নিরবিলি জায়গায় একা পেয়ে আমার সাথে সুযোগের সৎ ব্যবহার তো করবেন না?

দুলাভাই(Dulavai)ঃ তুমি দেখছো না আমার এক হাতে ছাগল আর লাঠি। আর অন্য হাতে মুরগী, দড়ি এবং বালতি ধরে রাখছি। আমি কিভাবে তোমার সাথে সুযোগের সৎ ব্যবহার করবো?

শালীঃ কেন করতে পারবেন না? যদি আপনি লাঠি মাটিতে গেঁথে দড়ি দিয়ে ছাগল্টাকে বাঁধেন আর বালতিটাকে উল্টা করে রেখে তার ভিতরে মুরগীটাকে রাখেন তাহলে তো আপনি আমার সাথে সব কিছুই করতে পারেন। আমার কিন্তু এই কথা ভাবতেই খুব ভয় লাগছে……

শালী দুলাভাইয়ের সম্পর্কের গান

শালী এবং দুলাভাই সম্পর্কের গান অনেক তৈরি হয়েছে। আপনাদের হয়তো মনে আছে জনপ্রিয় একটি গান হল- শালী কয় ও দুলাভাই গাছের নিচে ঝুলে কি, দুলাভাই চুপচাপ আল্লাহ দিছে করুম কি।

এরকম আরো মজার মজার গান আছে যেগুলো শালী এবং দুলাভাইয়ের সম্পর্ক নিয়ে তৈরি করা হয়েছে। আসেন আমরা এরকম কিছু গান দেখে আসি।

বউ সাজা শালী

– তিরোহিত ধানিকা

অনেক হল প্রিয়তমা ঘোমটা খোল এবার
সময় হল তোমায় যে ভালোবাসা দেবার ;
চাঁদ যেমন লুকিয়ে থাকে মেঘমালার আড়ালে
তুমি কেন ঘোমটা টানো আমি দুহাত বাড়ালে ।

বিয়ে হল সেই দুপুরে এখন মধ্য রাত
এতক্ষণে কত কিছুর হত বাজিমাত ;
তোমার হাত আমার হাতে , ঘোমটা এবার খুলবো
আজকের দিনের পেরেশান এবার আমি ভুলবো ।

আরও অনেক দুষ্টু কথা শেষ করার ও পরে
হঠাৎ করে বাইরে থেকে নক পড়ে এ ঘরে ;
দরোজার কাঠ পেরনোর পর চিনতে পারি তাকে
দাদির সাথে আসছে বউ রুমাল দিয়ে নাকে ।

এবার আমি সামনে বসা ঘোমটা পরা রমণীর
ঘোমটা টেনে বের করলাম ;নচ্ছাত সে শির ।
টানা পিঠে দড়াম করে দু ঘা দিলাম তাকে
বউ সাজা আমার সেই দুষ্টু শালিটাকে ।

দুলাভাই!
●●
হুম
●●
আপনারে আজ বাহু ডোরেতে
কেন যে এমন চাইছে।
আসলে ইয়ে মানে,
আপনার প্রেমে বক্ষ তটে
ভালোবাসার ঝ্বড় বইছে।
●●
বলো কি তবে শালিকা!!!
তবে কি তোমার বোনের এ-ঘর
জ্বলে-পুড়ে হবে খাঁ!
●●
আমি বুঝিনা এত দুলাভাই,
মোর এ-দেহ মন প্রাণ
কখন যে সপেছি আপনারে,
নিজের-ই জানা নাই।
●●
ওগো মোর প্রিয় শালী,-
কিন্তু জানো,
মোদের প্রেমের জয় হলে যে,
সমাজে হবেনা ঠাই।
●●
আমি ওসব কিছুই বুঝিনা,
শুধু যে মনে
আপনারে পেতে চাই।
●●
রাত হল যে অনেক ভারি
সকাল হতে আর বেশি নয়
অল্পখনেক দেরি।
এখন তবে রাখি-গো শালীকা;
তোমার বোন যে ঘরে রয়েছে একা,
জাগলে পড়ে ওর চোখেতে
পড়তে পারি দেখা।
বিদায় নিচ্ছি খোদা হাফেজ
রাখি এবার ফোন,
শালিকা তোমার অমন রুপটি
দেখে জুরাবো মন,
আমার বাড়ি আসবে তবে
রাখছি বোলে এখন।।

শালী দুলাভাইয়ের সম্পর্ক নিয়ে কিছু কথা

***শালী দুলাভাই সম্পর্কটি যতই ঠাট্টা সম্পর্ক হোক না কেন এটি অত্যন্ত পবিত্র একটি সম্পর্ক।

***শালী এবং দুলাভাই সম্পর্ক টি হল মূলত ভাই এবং বোনের সম্পর্ক।

***এই সম্পর্কের মধ্যে সমস্ত ধরনের কথাবার্তা আদান-প্রদান করা যায়।

***এখানে একটি কথা উল্লেখ করতে হবে শালী দুলাভাইয়ের সম্পর্কটি সম্পর্ক হলেও সম্পর্ক টির পবিত্রতা রক্ষা করা উচিত। আমার এই আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *