শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস

আসসালামু আলাইকুম পাঠক, শিক্ষামূলক ফেসবুক পোস্ট আজকের এই অনুচ্ছেদে আলোচনা করা হবে। আপনারা যারা শিক্ষামূলক ফেসবুক পোস্ট অনুসন্ধান করে এই অনুচ্ছেদে এসেছেন তাদেরকে আমাদের এই ওয়েবসাইটের পক্ষ থেকে স্বাগতম। আমরা এই ওয়েবসাইটে বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিতভাবে পোস্ট করে থাকি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো শিক্ষামূলক ফেসবুক পোস্ট। আপনি যদি ফেসবুকে শিক্ষামূলক কোন বিষয় নিয়ে পোস্ট করতে চান, তাহলে কি কি বিষয় নিয়ে কি কি রকম পোস্ট করতে পারবেন সে বিষয়ে আমরা আপনাদের সম্মুখ ধারণা দেবো। তাহলে অযথা কথা না বাড়িয়ে চলুন আমরা মূল বিষয় চলে যাই।
বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যম গুলোর মধ্যে ফেসবুক সবথেকে জনপ্রিয় । ফেসবুকে মানুষ বিভিন্ন ভাবে সময় অপব্যবহার করে থাকে। তাই আমরা চাইলে আমাদের ফেসবুক বন্ধুদের একটু শিক্ষামূলক কথাবার্তা শুনিয়ে দিতে পারি। এউদ্দেশ্যে আজকের এই অনুচ্ছেদে আমরা শিক্ষামূলক কিছু ফেসবুক স্ট্যাটাস আপনাদের সামনে তুলে ধরব। আপনারা আমাদের এই অনুচ্ছেদ হতে শিক্ষামূলক কি কি বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করতে পারবেন শেষ সকল বিষয় নিয়েও আলোচনা জানতে পারবেন। ফেসবুকে আপনি যদি শিক্ষামূলক বা আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু শিক্ষামূলক পোস্ট শেয়ার করতে পারেন তাহলে সব থেকে ভালো হয়।
অনেকেই আছে নিজের কথা ভালোভাবে গুছিয়ে বলতে পারেন না। আমি সেই সকল পাঠকদের উদ্দেশ্যে সচরাচর মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু বাস্তব অভিজ্ঞতার আলোকে শিক্ষামূলক কিছু অভিজ্ঞতা শেয়ার করব। যে অভিজ্ঞতাগুলো আপনার ফেসবুক ফ্রেন্ডগুলো পেলে তাদের জীবনে কিছু সাবধানতা অবলম্বন করে অভিজ্ঞতা নিতে পারবে। তাই শিক্ষাগুলো পোস্টগুলো এক থেকে যেমন আপনার জন্য শিক্ষামূলক হতে চলেছে অন্যদিকে আপনার শেয়ার কি তো পোস্টগুলো থেকে আপনার কাছের বন্ধু-বান্ধবরা ও অভিজ্ঞতা সংগ্রহ করবে। তাই শিক্ষামূলক ফেসবুক পোস্টগুলো এখনই আমার এই অনুচ্ছেদ হতে সংগ্রহ করে নিন।
নিজেকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস
লালন ফকিরের জীবন আদর্শ লক্ষ্য করলে বুঝা যায় লালন ফকির সর্বদা নিজেকে আবিষ্কার করার চিন্তা করেছিলেন। লালন ফকির নিজের মধ্যেই বিশ্বব্রহ্মাণ্ডকে খুঁজে পেয়েছিলেন এবং নিজের মধ্যেই ঈশ্বর তথ্য যাচাই করার চেষ্টা করেছেন। আমার এই কথার অর্থ হল নিজেকে জানলেই পুরো পৃথিবীকে জানা যায়। তাই আজকের এই অনুচ্ছেদে আমরা কিছু নিজেকে নিয়ে ফেসবুকে দেওয়ার মত পোস্ট আপনাদের জন্য শেয়ার করব। আপনি আমার এই অনুচ্ছেদ হতে যে কে যাচাই করার মত কিছু ফেসবুক পোস্ট সংগ্রহ করে নিতে পারেন।
১. সব মানুষকেই লক্ষ্য কর, বিশেষ করে নিজেকে সবচেয়ে বেশি।
— বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
২. শুধু নিজেকেই বিশ্বাস করাই উত্তম। কেননা সেখানে অন্যের বিশ্বাসঘাতকতা করার কোন সুযোগ বা ভয় নেই।
— উইলিয়াম পেন
৩. এমন কোনো মানুষের সাথে বন্ধুত্ব করার সিদ্ধান্ত নিওনা যদি সে তোমার চেয়ে ভালো কেউ না হয়।
— কনফুসিয়াস
৪. নিজেকে জানতে শুরু কর, যে নিজের সম্পর্কে অধ্যয়ন করে সে নিজের সাফল্যকে খুব সহজেই ধরে ফেলে।
— এন্ড্রি গাইড
৫. নিজেকে জানা একটি ভালো উক্তি, তবে সব পরিস্থিতিতে নয়।অনেকক্ষেত্রে এটা বলাই শ্রেয় যে অন্যকে জান।
— মেনাডর
৬. পৃথিবীর সবচেয়ে বড় উপহার হচ্ছে নিজেকে জানতে পারার সৌভাগ্য লাভ করা।
— র্যাল্ফ ওয়াল্ডো এমারসন
৭. মানুষের আগে নিজেকে জানা উচিত, তারপর পৃথিবী ও সৃষ্টিকর্তাকে জানা আবশ্যক একটা বিষয়।
— পিথাগোরাস
৮. নিজেকে জানো, নিজেকে গ্রহণ কর, নিজেকে ভালবাসো – তুমি যেখানেই থাকো বা যাই কর না কেন।
— ইয়ানলা ভানজান্ট
৯. যখন তুমি নিজেকে জানো তখন তুমি ক্ষমতাপ্রাপ্ত আর যখন নিজেকে গ্রহণ কর তখন তুমি অপরাজেয়।
— সংগৃহীত
১০. অন্যকে জানা হল জ্ঞান অর্জন করা আর নিজেকে জানা হল জ্ঞানের প্রদীপকে প্রজ্জ্বলিত করা।
— লাও জু
১১. নিজেকে জানা হল জ্ঞান অর্জনের প্রথম ধাপ।
— সক্রেটিস
১২. অন্যদের প্রশংসা অর্জন করা নিঃসন্দেহে অনেক আনন্দের তবে নিজের কাছ থেকে সৎ তারিফ পাওয়া তার থেকে অনেক উচুমানের অনুভূতি।
— রিচেল ই গুডরিচ
১৩. তুমি যদি না জানো যে তুমি কি চাও তবে অন্যরা তোমাকে সেভাবেই চাইবে তারা যা জানে।তাই তোমার অবশ্যই নিজেকে জানা উচিত।
— ইসরায়েলমোর এইভোর
১৪. একজন সত্যিকারের বিচারক শুধু অন্যকে বিচার করেনা, অন্যের থেকে বেশি সে নিজেকেই বিচার করে।
— আন্দ্রিজা জরিক
১৫. যে বাইরে তাকায় সে শুধু স্বপ্নই দেখতে
থাকে, আর যে নিজের দিকে তাকায় সেই জেগে উঠতে সক্ষম হয়।
— কার্ল জাং
১৬. তিনটি জিনিস আছে যা খুবই শক্ত -স্টিল, ডায়মন্ড আর তৃতীয়টি নিজেকে জানা।
— সংগৃহীত
১৭. নিজের সত্ত্বা নিজের মধ্যে খুব ভালভাবেই লুকনো থাকে, সব খনির মধ্যে এটি সবচেয়ে নিচে অবস্থান করে।
— ফেড্রিক নিয়েচি
১৮. নিজেকে জানার সংকল্প কর আর জেনে রাখো, যে নিজেকে খুঁজে পায় সে দুর্দশা হারিয়ে ফেলে।
— ম্যাথিউ আরনল্ড
১৯. শত্রু এবং নিজেকে খুব ভালভাবে জেনে রাখো।
— সুন জু
২০. মানুষের সবার শুরুতে যা জানতে হবে তা হল নিজেকে, নিজেকে জানলে সে একজন দর্শকের মত নিজের সবকিছু খেয়াল করতে পারবে।
— এডাম স্মিথ
২১. আমরা জানি যে আমরা কি তবে আমরা জানিনা আমাদের কি হওয়ার ক্ষমতা আছে।
— উইলিয়াম শেক্সপিয়ার
ইসলামিক শিক্ষামূলক ফেসবুকে স্ট্যাটাস
ইসলাম সর্বদা নিজের জীবনের আদর্শ এবং জীবন দর্শন দেখানোর চেষ্টা করে। আমরা সর্বদা ইসলামিক আদর্শে নিজের জীবনকে অতিবাহিত করার চেষ্টা করি। নিজের জীবনকে ইসলামিক আদর্শে গড়িয়ে তুলতে পারলে ইহকাল এবং পরকালের দুই জায়গায় আমরা সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভ করতে পারি। ইসলামিক কিছু বিষয় অন্যকে জানানো আমাদের নৈতিকতার মধ্যে পড়ে। ইসলামিক কথাবার্তা এক বন্ধু যদি আরেক বন্ধুকে জানায় তাহলে আমরা পূর্ণ নেকি অর্জন করতে পারি। আমরা এক থেকে ইসলামিক জ্ঞান সমৃদ্ধি লাভ করতে পারি অন্যদিকে নিজেকে ইসলামিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করতে পারি। আমাদের এই আর্টিকেল হাতে আপনি কিছু ইসলামিক শিক্ষামূলক কথা জানতে পারেন যেগুলো আপনি আপনার ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ওয়ালের শেয়ার করে দিতে পারবেন।
ইসলাম জিতবেই, তোমাকে সহ অথবা তোমাকে ছাড়া।
কিন্তু তুমি জিততে পারবে না, ইসলামকে ছাড়া।
রাসূলুল্লাহ (সা) বলেন,
“পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ
সন্তুষ্ট, আর পিতা-মাতার অসন্তুষ্টিতে
আল্লাহ অসন্তুষ্ট।”
– [তিরমিযী, মিশকাত হা/ ৪৭১০]
আর তাদের বিরুদ্ধে লড়াই কর যে পর্যন্ত না ফিতনা খতম হয়ে যায় এবং দীন আল্লাহর জন্য হয়ে যায়। সুতরাং তারা যদি বিরত হয়, তাহলে যালিমরা ছাড়া (কারো উপর) কোন কঠোরতা নেই।
প্রতিরাতে শেষ তৃতীয়াংশে ১ম আসমানে এসে আল্লাহ বলেন-কে আমাকে ডাকে ! আমি সাড়া দিব যা চাইবে তাই দিব!”-বুখারি-১১৪৫
সুবহানআল্লাহ্ তিনজনের দোয়া নিঃসন্দেহে কবুল হয় ৷ -মজলুমের দোয়া -মুসাফিরের দোয়া -সন্তানের জন্যে মা বাবার দোয়া ৷
[ইবেনমাজাহ-৩৮৬২] “সূরা ইয়াসিন”এর এমন একটি আয়াত আছে যেটা জিকির করলে জীবনের সকল সমস্যা দূর হয়ে যায়!
আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করো – দেখবে খারাপ সময়গুলো ও আল্লাহর।পক্ষ হতে রহমত মনে হবে।
তোমারা শুক্রবারকে ভয় করো। কারণ কোনো এক শুক্রবারে কিয়ামত হবে।-হযরত মুহাম্মদ(সাঃ)
আপনি যতোই সরল পথে চলুন,তারপরও কিছু মানুষ আপনি এমন পাবেন,যারা আপনার বাঁকা ছায়া নিয়েও সমালোচনা করবে।- শায়খ আহমাদ মূসা জিবরিল (হাফিযাহুল্লাহ)
যরত মুহাম্মদ (সাঃ) বলেন, কেউ তোমাদের ফুল দিলে তা যেনো প্রত্যাখ্যান না করো, কেননা তা বহনে হালকা ও ঘ্রাণে উত্তম। -মুসলিম (হাদীসঃ৫৬৮৭)
যে হৃদয় পুড়ে গেছে পাপের রোদে তাওবার বৃষ্টি সেখানে ফের জাগিয়ে তোলে প্রাণের স্পন্দন। বইঃ আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। আমার রহমত সব বস্তুকে আবৃত করে আছে। -সূরা আরাফ, আয়াতঃ ১৫৬
আপনি সালাতের প্রতি উদাসীন। অথচ আপনার মৃত্যু দুই সালাতের মধ্যবর্তী যেকোন সময় হতে পারে।
মানুষ হচ্ছে সময়ের সমষ্টি, জীবন থেকে একটা দিন গত হওয়া মানে মানুষের একটা অংশ গত হয়ে যাওয়া। -ইমাম শাফেয়ী (রাহিঃ)
প্রাচুর্যের প্রতিযোগিতা সাময়িক। হারাম পথে ; অবৈধ ভাবে বান্দার হক নষ্ট করে করা বিলাসিতা থেকে প্রাপ্ত সুখ সাময়িক। আর এই সাময়িক সুখের পরিণতি চিরস্থায়ী জাহান্নাম।
সম্মানিত পাঠক, আমরা এই অনুচ্ছেদে বিভিন্ন রকম শিক্ষামূলক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি। আমরা এই ওয়েবসাইটে বিভিন্ন তথ্যমূলক কনটেন্ট প্রকাশিত করে থাকে। আপনি চাইলে আমাদের এই ওয়েবসাইটে অন্যান্য কনটেন্ট গুলো দেখে নিতে পারেন। পুরো সময় নিয়ে আমাদের এই অনুচ্ছেদটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।