শীত নিয়ে রোমান্টিক স্ট্যাটাস, কবিতা, এসএমএস, মেসেজ ২০২৩

বাংলা ক্যালেন্ডারের পৌষ মাঘ এই দু মাস শীতকাল। তাই আজকের এই অনুচ্ছেদে আমরা শীত নিয়ে কিছু রোমান্টিক স্ট্যাটাস, শীত নিয়ে রোমান্টিক কবিতা, শীত নিয়ে রোমান্টিক এস এম এস, শীত নিয়ে রোমান্টিক মেসেজ আলোচনা করব। আপনারা যারা শীত নিয়ে ইত্যাদি তথ্য অনুসন্ধান করে এই অনুচ্ছেদে এসেছেন তাদেরকে এই অনুষ্ঠানের স্বাগতম। শীতকাল অত্যন্ত রোমান্টিক একটি ঋতু। এটিকে বসন্ত ঋতুর পরেই অবস্থান দেওয়া যায়। যদিও বসন্ত ঋতুর আগে পৃথিবীতে আসে শীতকাল। শীতের সময় চারদিক ঘন কুয়াশা চতুরে ঢেকে যায়। শীতের বৈশিষ্ট্য হলো চারদিকে পিঠাপুলি খাওয়ার ধুম পরে এবং গ্রামে গঞ্জে আত্মীয়র বাড়িতে যাওয়ার প্রবণতা দেখা যায়। বাড়িতে আত্মীয় আসলে তাদেরকে বিভিন্ন রকম পিঠাপুলি খাইয়ে আপ্যায়ন করা হয়। তাইতো আজকের এই অনুষ্ঠানে আমরা শীত নিয়ে কিছু আলোচনা করব।
ছয় ঋতুর দেশ বাংলাদেশ। ছয়টি ঋতুতে বিভিন্ন রকম প্রকৃতি আমাদের বাংলাদেশের লক্ষ্য করা যায়। পৌষ মাঘ এই দুই মাস হল শীতকাল। বাংলাদেশ ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত শীতকাল অবস্থান করে। এরপর আসে বসন্তকাল। চারদিকে শুল্ক আবহাওয়া এবং কুয়াশার চাদরে ঢেকে যায়। কোন কোন দিন এত বেশি কুয়াশা পড়ে সারাদিন সূর্যের মুখ দেখা যায় না। সকলে সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি করে কাজে যেতেও লেট হয়। এ সময় গরম গরম খাবার খেতে সকলেই পছন্দ করে। সকলে ভারী পোশাক আসার পরে এবং শীতকালে মানুষ ঘুরতে বেশ পছন্দ করে। বাংলাদেশের উত্তরাঞ্চলে ব্যাপক শীত পড়ে সে সময় এ অঞ্চলের তাপমাত্রা সাধারণত ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকে।
শীত নিয়ে রোমান্টিক স্ট্যাটাস
শীত অত্যন্ত রোমান্টিক একটি ঋতু। শীতের দিন কম্বলের নিচে শুয়ে প্রয়োজনের কথা সব থেকে বেশি মনে পড়ে। শীতকালে নানা বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও শীতকালের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এ সময় চারদিকে বিয়ের পরে যায়। বাড়িতে বাড়িতে নতুন অতিথি আসে এবং অতিথিদের আপ্যায়ন করার জন্য বিভিন্ন রকম পিঠাপুলির ব্যবস্থা করা হয়।
কুয়াশা ভরা, কোন কনে আমেজ ঘুম ভেঙ্গেই দেখি আটটা
শিশির ভেজা ঘাস ওয়াজ নত করল মাথাটা ।।
এরকম নানান রোমান্টিক কথা শীতকাল নিয়ে প্রচলিত আছে। যেগুলো আপনি আপনার সোশ্যাল মিডিয়ার শেয়ার করতে পারেন। এরকম সুন্দর সুন্দর স্ট্যাটাস নিয়ে আজকের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে।
১। শীতের জড়তা বড়ই মায়াবী। সুমধুর, অলসতায় শীতের ভোরবেলা যেন এক আদরিনী মেয়ে।
২। শীতের সকালে শিশিরে পা রেখে চলার আছে এক রমোণীয় অনুভূতি।
৩।শীতের উজ্জল মধুরিমা গায়ে মেখে প্রকৃতি অপরূপা হয়ে ওঠে, শুধু সুন্দর নয় বড় স্নিগ্ধ লাগে তাকে।
৪। শীতের দিনে মানুষ খোঁজে উষ্ণতার পরশ ।
৫। অমলিন ও পরিচ্ছন্ন শীতকাল যেমন উপভোগ্য তেমনি স্বাস্থ্যকর।
শীতকাল হলো আরামের, ভালো খাবার এবং উষ্ণতার জন্য, বন্ধুত্বপূর্ণ হাতের স্পর্শের জন্য,আগুনের পাশে আলাপ করার সময়, সময়টি একান্তই বাড়ির জন্য।
-এডিথ সাইডওয়েল
গ্রীস্মের উষ্ণতা কতটা ভাল, শীত ছাড়াই শীতকাল মিষ্টি লাগে।
– জন স্টেইনবেক
স্বাগতম শীতকাল। আপনার দেরি হয়ে গেছে এবং শীতল নিশ্বাস আমাকে অলস করে দিচ্ছে কিন্তু আমি তবুও আপনাকে ভালোবাসি।
– টেরি গিলিমেটস
শীতকে সংক্ষিপ্ত করতে, বসন্তের সময় কিছু টাকা ধার করুন।
-ডব্লিউ জে ভোগেল
শীত নিয়ে রোমান্টিক কবিতা
শীতকাল সকলের কাছে অত্যন্ত প্রিয় ঋতু। এই ঋতুতে সাধারণ মানুষের মনে বিভিন্ন রকম কবিতা দোলা দেয়। এর পাশাপাশি কবি সাহিত্যিকদের মনে বিভিন্ন রকম কবিতা আসে। তারা সবসময় শীতকাল নিয়ে বেশ কিছু জনপ্রিয় কবিতা রচনা করে গেছেন। সেরকম কিছু কবিতা আজকের এই অনুচ্ছেদে আমরা তুলে ধরেছি।
তুমি শীতের সন্ধ্যায় কুয়াশা হও,,
আমি হবো শীতের সকাল।
তুমি প্রেমের বাতাস হও🍂
আমি মত্ত হবো ভালবাসার আকাশে।
চলে এসো আজ সব মায়াজাল ভেঙ্গে;
আমরা ভেসে যাই একাকী আনমনে👩❤️👨
আবীর রাঙানো তোমার মুখটা
যেন ফুলের বাগানে রঙের ঘনঘটা🌸🌹🌼🌻
সুদূর নীলাকাশে ওই মেঘরাশি☁️
তোমাকে ভিজিয়ে দিচ্ছে এক পশলা বৃষ্টিতে🌧️
তুমি বৃষ্টি ভেজা হয়ে-
আলতো ছোঁয়ায় স্বস্তির নিঃশ্বাস দিলে😌
পাহাড়ের বুকে ঝর্ণা যদি মাতোয়ারা হয়
তোমাকে জড়িয়ে ধরবো💞
এক পলকের দেখায়,,
তুমি সাঁঝবাতি হয়ে জ্বালিয়ে দিলে🪔
আমার অন্ধকার মন।
আমি যদি হই খরস্রোতা নদী,
তবুও রোজ নিয়মমাফিক জ্বালাবো-
তোমার দেওয়া আলোর বাতি🪔
তোমাকে পেয়ে নিজেকে নদী ভরা ঢেউ ভাবি
এসেছো জীবনে আমার;
করো নি কোনদিন কোন দাবী!
নিজেকে যখন করছিলাম বন্দী,
তুমি এসে আমাকে শেখালে
এক নতুন জীবনের সন্ধি👫🏻
তুমি আমার বাঁচার প্রেরণা,,
তুমি আমার কল্পনার কবিতা,,
তুমি মুক্ত আকাশে মৃদঙ্গ,
তুমি আমার জীবনের
শ্রেষ্ঠ একটা অঙ্গ।।
কবিতা
শিরোনামঃ মনে পড়ে
“””””””””””””””””””””””
তোমায় মনে পড়ে,
শীতের সন্ধ্যা সাজানো
এই বিকেলে,
মিনি মিনি কুয়াশা ঘেরা
প্রকৃতির নীচে।
তোমায় মনে পড়ে,
ছাদের কানায় সাজানো
বেঞ্চিতে বসে,
ঐ দূরের পথ দিয়ে
এক্ষুণি যাবে কোথাও।
ছিঁড়ে গেছে প্রেম
ভালোবাসার বাঁধন,
তবু ভালোবাসি
ভালোবাসি আমি তোমাকে।
একটু দেখি বা না দেখি
তবু তার পূবাভাষ
বয়ে আসে বাতাসে,
ঐ আম বাগান
পুকুরের বুক চিরে।
মনে পরে যায়
তোমার ও মুখ খানা,
শরীরের লাবণ্য,
মনে পরে যায়
সেদিনের সেই
দূরে সরানোর ভাষা,
ছিঁড়ে ফেলা ভালোবাসার
কুটি কুটি চাহনি।
মনে পরে যায়
প্রথম দেখা তোমার
মুচকি হাসির ঝলকানি
ভালোবাসার ইশারায়।
ভালোবাসা, ভালোবাসা,
হা, ভালোবাসা,
তোমায় মনে পরে।
—-০—
শীতের ভালবাসা
– মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
তুমি কি সেই কথা মনে রেখেছ?
মনে রেখেছ কি ?
সেই শীতের প্রেম লগ্ন।
উষ্ণ আর গভীর প্রেম ছিল সেটি।
আজ তুমি নেই
এই খবর চারদিকে কেউ জানে না।
আমিও বসে আছি।
রাতে এখন কম্বলের নীচে;
একা একা মনে অশান্ত ভাবনা;
চারদিকে অশান্ত সব স্বপ্ন —
ভির করেছে মনের কোণে
লেপের উষ্ণতা যেন কমে গেছে
কম্বলে কিছু ঠান্ডা ডুকে গেল
এই বুঝি কেউ কিছু বলছে
সেই কণ্ঠ যেন চীর চেনা
শীতের কম্বলের আচরণ
বার বার বলে
তুমি নেই ।
শীতের রাত।
একা একা কাটে না সময়।
কম্বলের আচরণ কেমন বৈরি হয়ে গেছে ।
কেমন যেন অচেনা আচরণ
সব কিছুতেই যেন কিছু নেই
নেই তুমি নেই।
নেই সেই উষ্ণ রাত।
নেই বুকে নরম সেই হাত
নেই তুমি নেই।।
কেউ নেই পাশে।
শীতকালের রোমান্টিক এসএমএস
শীতকাল পুরোটাই পৃথিবী চারদিকে ঘন কুয়াশা ঢাকা থাকে। কোন কোন দিন এত বেশি কুয়াশা থাকে যে সেদিন আর সূর্যের আলো পৃথিবীতে আসে না। এতে করে নিম্ন নিম্ন মধ্যবিত্ত মানুষের এবং নির্ণয়ের মানুষের ব্যাপক কষ্ট হওয়া সত্বেও শীতকাল সকলের কাছে বেশ জনপ্রিয়। শীতকাল আসলেই প্রিয়জনের কথা খুব মনে পড়ে কম্বলের নিচে শুয়ে প্রিয়জনের সাথে কথা বলতে কার ন মন চায়। তাইতো এই অনুচ্ছেদে আমরা শীতকাল নিয়ে কিছু এসএমএস আপনাদের জন্য শেয়ার করব। আমি আশা করছি এই এসএমএস গুলো আপনাদের পছন্দ হবে।
শীত একটি মৌসুম নয়, এটি একটি উদযাপন।
— অনামিকা মিশরা
মানুষ যখন আনন্দে থাকে তখন কি শীতকাল নাকি গ্রীষ্মকাল তা কখনোই খেয়াল করে না।
— আন্তন চেখভ
শীতকাল হলো আরামের আয়েসের, ভাল ভাল খাবার এবং স্নীগ্ধ উষ্ণতার জন্য, বন্ধুত্বপূর্ণ হাতের কোমল স্পর্শের জন্য, আগুনের পাশে আলাপচারিতা করার সময়: এ সময়টি একান্তই বাড়ির জন্য।
— এডিথ সাইডওয়েল
স্বাগতম হে শীতকাল। আপনার আসতে দেরী হয়ে গেছে এবং হীমশীতল নিঃশ্বাস আমাকে আরো অলস করে দিচ্ছে কিন্তু আমি তবুও আপনাকে ভালবাসি।
— টেরি গিলিমেটস
শীতকালকে সংক্ষিপ্ত করতে, বসন্তেকালের সময় কিছু টাকা ধার করুন।
— ডব্লিউ জে ভোগেল
কোন শীতকাল চিরকাল স্থায়ী হবে না; আবার কোন বসন্তকাল তার পালা এড়াতে পারবে না।
— হাল বোরল্যান্ড
আমি মনে করি আমার এই অনুচ্ছেদটি পড়ে আপনাদের ভালো লেগেছে। আমার এই অনুচ্ছেদের বিষয়বস্তু আপনার যদি ভালো লেগে থাকে এবং আমরা যে তথ্যগুলো এই অনুচ্ছেদের শেয়ার করছি সেগুলো যদি আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে আমার এই অনুচ্ছেদটি হতে সংগ্রহ করে নিতে পারেন। শীতকাল আপনার জন্য অত্যন্ত আনন্দদায়ক হোক এই কামনায় আজকের এই অনুচ্ছেদটি এখানে শেষ করছি।