স্ট্যাটাস

শুভরাত্রি এসএমএস ও স্ট্যাটাস

শুভ রাত্রি বলতে সাধারণত রাতের শুভেচ্ছা জানানো কে বুঝে থাকে। ব্যক্তিগত জীবনে প্রতিটি মানুষ বন্ধুদেরকে অথবা প্রিয়জনদেরকে রাতের শুভেচ্ছা জানানোর জন্য শুভ রাত্রি কথাটি ব্যবহার করে থাকেন। বর্তমান সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার কারণে এবং প্রতিটি মানুষ প্রিয় জনদের শুভরাত্রি বলার পরিবর্তে শুভরাত্রি সম্পর্কিত বিভিন্ন ধরনের স্ট্যাটাস শুভেচ্ছা বার্তা কিংবা ছোট ছোট এস এম এস গুলোর মাধ্যমে শুভরাত্রি শুভেচ্ছা জানিয়ে থাকেন। তাই আমরা সকল পাঠকদের উদ্দেশ্যে আজকের প্রতিবেদনটিতে শুভরাত্রি এসএমএস ও স্ট্যাটাস গুলো শেয়ার করব। আজকের আর্টিকেলটিতে আপনাদের সকলের উদ্দেশ্যে শুভরাত্রি স্ট্যাটাস ও এসএমএস গুলো অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। যেগুলো ব্যবহার করে আপনারা প্রত্যেকেই নিজেদের ব্যক্তিগত জীবনে প্রিয়জনদের রাতের শুভেচ্ছা জানাতে পারবেন।

পৃথিবীতে প্রতিটি মানুষ নিজেদের কর্মব্যস্ত জীবনের পাশাপাশি প্রিয়জনদের অথবা বন্ধুদেরকে খুশি করানোর চেষ্টা করে থাকেন। অনেকেই বন্ধুদেরকে তাদের জীবনের বিশেষ মুহূর্তগুলোর শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে তাদের সাথে সময় কাটিয়ে থাকেন। আবার অনেকেই বন্ধুদের সাথে বিভিন্ন বিষয়ে আড্ডা কিংবা ঘুরাঘুরি করে তাদের সাথে সময় কাটিয়ে নিজের মনকে ফ্রেশ করে থাকেন। তবে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার চারিদিকে ব্যাপক পরিমাণ বৃদ্ধি হওয়ার কারণে কোন কর্মব্যস্ত জীবনের প্রতিটি মানুষ নিজের কর্ম সম্পাদনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে প্রিয়জনদের সাথে সুসম্পর্ক তৈরি করে থাকেন। ব্যক্তিগত জীবনে প্রতিটি মানুষ প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় মানুষটিকে খুশি করার জন্য সকলে শুভেচ্ছা কিংবা রাতের শুভেচ্ছা অথবা বিকালের শুভেচ্ছা জানিয়ে তাদের টেক কেয়ার করে থাকেন। এটি মূলত ব্যক্তিগত জীবনের প্রতিটি মানুষের সম্পর্ক মিষ্টি একটি সম্পর্কে পরিণত করতে সাহায্য করে।

শুভরাত্রি sms

শুভরাত্রি এস এম এস বলতে সাধারণত সেই এসএমএস গুলো যে এসএমএস গুলো তারা একজন মানুষ প্রিয়জনদের কিংবা বন্ধুদেরকে রাতে শুভেচ্ছা জানাতে পারে। আর বর্তমান সময়ে আমাদের মাঝে আধুনিকতার প্রভাব ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাওয়ার কারণে এবং প্রতিটি মানুষ তার ব্যক্তিগত জীবনে প্রিয়জনদের অথবা আপনজনদেরকে শুভরাত্রি বিভিন্ন ধরনের এসএমএসের মাধ্যমে জানিয়ে থাকেন। তাইতো তারা প্রতিনিয়ত প্রিয়জনদের নতুন নতুন এসএমএসের মাধ্যমে রাতের শুভেচ্ছা জানানোর জন্য শুভরাত্রি এসএমএস গুলো অনুসন্ধান করেন। তাদেরকে জানাতে আজকের প্রতিবেদনটিতে শুভরাত্রি বেশ কিছু এসএমএস তুলে ধরা হয়েছে। আপনারা এসএমএস গুলো সংগ্রহ করে আপনার বন্ধুদেরকে অথবা প্রিয়জনদেরকে রাতের শুভেচ্ছা জানাতে পারবেন। নিচে শুভ রাত্রি এসএমএস গুলো উপস্থাপন করা হলো:

  • ছোট ছোট স্বপ্ন দেখো মনের মানুষ নিয়ে,
    রাতের আকাশে ভেসে যেও খুশীর গান গেয়ে,
    যে তারাটা দেখবে তুমি সব চাইতে ব্রাইট,
    আমার হয়ে সে তোমাকে বলবে গুড নাইট ।
  • রাত মানে গভির নেসায় স্বপ্ন দেখার আশা,
    রাত মানে লুকিয়ে থাকা উষ্ণ ভালোবাসা ,
    রাত মানে চোখটি বুজে সৃতির দোকান খোলা,
    রাত মানে তোমাকে আমার শুভ রাত্রি বলা।
  • গল্প শুনি ঠাকুমার কাছে,
    ভুতের বাড়ি তেতুল গাছে,
    ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ি,
    স্বপ্ন দেখি দুচোখ ভরি ,
    শুভ রাত্রি
  • চোখ তুমি বুঝিয়ে ফেলো অনেক হলো রাত,
    কালকে আবার দেখবো নতুন সুপ্রভাত,
    সারারাত ঘুমের মাঝে স্বপ্ন দেখো খুব,
    অনেক হলো রাত এবার দাও ঘুমের সাগরে ডুব ।
    শুভ রাত্রি
  • যোনাকি হল রাতের বাতি ।
    স্বপ্ন নাকি ঘুমের সাথী।
    মন হল মায়াবী পাখি।
    বন্ধু নাকি সুখ দুঃখের সাথী।
    তাই জানাই তোমাদের ” শুভ রাত্রী।
  • রাত শুধু আঁধার ৯, একটু খানি আলো।
    রাত শুধু খারাপ ৯, স্বপ্ন গুলো ভালো।
    তাই ঘুমিয়ে পড় ,ভাল থেকো। শুভ রাত্রী।

শুভরাত্রি স্ট্যাটাস

অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভরাত্রি নিয়ে স্ট্যাটাস গুলো শেয়ার করতে চান। তাদের জন্য আজকের প্রতিবেদনে আমরা শুভরাত্রি নিয়ে স্ট্যাটাস গুলো তুলে ধরেছি। আপনারা আজকের এই শুভরাত্রি নিয়ে স্ট্যাটাসগুলো সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভরাত্রি নিয়ে বিভিন্ন ধরনের স্ট্যাটাস শেয়ার করতে পারবেন এবং আপনার ভার্চুয়াল জগতের বন্ধুদেরকে এই স্ট্যাটাস গুলো জানাতে পারবেন। আমাদের আজকের এই স্ট্যাটাস গুলো আপনার প্রিয়জনদেরকে শুভ রাত্রি র অর্থাৎ রাতের শুভেচ্ছা জানাতে সাহায্য করবে। নিচে শুভরাত্রি স্ট্যাটাস গুলো তুলে ধরা হলো:

Related Articles
  • হে আল্লাহ,
    আমি আপনার সাথে কথা বলতে চাই।
    কিছু চাওয়ার জন্য নয়,
    বরং আমার যা আছে তার জন্যে আপনাকে আমি অনেকটা ধন্যবাদ জানাতে চাই।
    ..শুভরাত্রি..
  • দুর ঐ আকাশের নীলে ডানা মেলে উড়ে যায়,
    স্বপ্নের গাংচিল স্নিগ্ধ সকাল তার অপেক্ষায়,
    ক্লান্ত দুপুর থমকে দাঁড়ায় এই দিগন্তে, চোখের সীমানায় কেউ কি ডাকে নিশ্চুপ গভীর মায়ায়?
    শুভ রাত্রি
  • অহংকার কম বেশি সকলের মাঝে থাকে..
    কিন্তু নত হতে সেই পারে যার মনে কারো জন্যে চিন্তা থাকে।
    শুভরাত্রি…
  • আকাশ জুড়ে তারার মেলা আর চাঁদের খেলায় অবুঝ মন,
    আমার মন চাই আমার আপনজন খুশী থাকোক।
    নীল রঙের আকাশ এখন ঢেকে যাচ্ছে কালো মেঘে,
    আমি আছি ভালো আর তোমরাও থেকো ভালো।
    **শুভ_রাত্রি**
  • আকাশের সব তারা দিয়ে,
    ভোরের সব আলো দিয়ে,
    জোৎস্না রাতের চাঁদের সব আলো দিয়ে,
    সাগরের সব গভীরতা দিয়ে,
    হৃদয়ের সব আবেগ আর অনুভূতি দিয়ে,
    তোমাকে জানাই,,,,
    –শুভরাত্রি–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *