শুভ মাতৃ দিবস ২০২৩ শুভাচ্ছা, স্ট্যাটাস, উক্তি, কবিতা, ছন্দ, পিকচার

মা দিবস, অথবা মাতৃ দিবস, বিশ্বের সকল মায়েদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এই দিবসটি প্রতি বছর সারা বিশ্বে যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়। একটি সন্তান জন্মদান হতে শুরু করে লালন পালন এবং সন্তানটিকে বড় করার মায়ের যে অবদান সেই অবদানকে স্মরণ করে এই দিনটি পালন করা হয়। দিনটিতে মায়ের প্রতি ভালোবাসা প্রদর্শন করে বিভিন্ন রকম সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড পালন করার পাশাপাশি মাকে সময় দেওয়া হয়। আজকের এই অনুচ্ছেদে আমরা মাতৃ দিবসের শুভেচ্ছা বার্তা, মাতৃ দিবসের স্ট্যাটাস, মাতৃ দিবসের কবিতা, মাতৃ দিবসের ছন্দ, এবং মাতৃ দিবসের কিছু পিকচার আপনাদের সামনে তুলে ধরব। আশা করি পুরো আর্টিকেলটি জুড়ে আপনারা আমার সাথে থাকবেন এবং আমার এই আর্টিকেল হতে মাতৃ দিবস সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করে নেবেন।
অনেকের মধ্যে মাতৃ দিবস পালনের সূচনা হয়েছিল প্রাচীন গ্রিসে। সে সময় প্রাচীন গ্রীষ্মের মাতৃ আরাধনা থেকেই মূলত মাতৃ দিবসের সূচনা পাতায়। গ্রিক দেবতাদের মধ্যে একজন বিশিষ্ট দেবী সিবেল ছিলেন। দেবী সিবেল এর আরাধনার জন্য একটি উৎসবের আয়োজন করা হতো। অনেকে ধারণা মতে সেই উৎসব থেকেই মূলত মাতৃ দিবসের সূচনা হয়েছিল।
এছাড়াও আরো অনেক উপকার প্রচলিত আছে মাতৃ দিবসের সূচনা নিয়ে। কিন্তু দিবসটির যেভাবেই প্রচলন শুরু হয় না কেন মাতৃ দিবস অন্যতম শ্রেষ্ঠ একটি দিবস হিসেবে সকলের কাছে পরিচিত। মাতৃ দিবসকে আরো রঙিন করে তোলার জন্য আজকের এই অনুচ্ছেদে আমরা কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব।

মাতৃ দিবসের শুভেচ্ছা বার্তা
একটি শিশুর জন্মের পর প্রথম যে কথাটি তার মুখ থেকে উচ্চারিত হয় সেই কথাটি হলো মা। শিশুটি জন্মের পর নিত্যন্ত অসহায় হয়ে পৃথিবীতে আসে। তখন একমাত্র ব্যক্তি যিনি আমাদের দেখাশোনা করেন তিনি হলেন আমাদের মা। না থাকলে আমাদের এই পৃথিবীতে আসা অসম্ভব এবং অকল্পনীয় হতো। তাই আজকের মাতৃ দিবসে সকল মায়েদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা এবং ভালোবাসা। মাতৃ দিবসের কিছু শুভেচ্ছা বার্তা আপনাদের জন্য শেয়ার করলাম।
“জন্মান্তর যদি থাকে- নতুন জীবন বাঁকে
ফের তুমি হয়ো মোর মা।
শিশুর জিজ্ঞাসু চোখে- তোমাকে যে ফের দেখে
মনে পাবো বড় স্বান্ত্বনা।”
মা জননী চোখের মনি,
অসিম তোমার দান,
ভগবানের পরে তোমার আসন
আসমানের সমান..
ত্রিভুবনে তোমার মত হয়না
কারো মান।
শুভ মাতৃ দিবস
একমাত্র মা-ই সেটা বুঝতে পারে
যেটা তার সন্তান কখনই বলে
উঠতে পারে না…
হ্যাপি মাদার্স ডে
শুভ মাতৃ দিবসের স্ট্যাটাস
পৃথিবীতে সকল মা তাদের সন্তানকে ভালোবাসেন। একটি মাকে পাওয়া যাবে না যে তার সন্তানকে ভালোবাসেন না। সকল মায়েরা তাদের সন্তানকে অকৃত্রিম এবং নিজের থেকে বেশি ভালোবাসা দিয়ে বড় করেন। তাই মায়েদের প্রতি আমাদের ঋণ কখনো শোধ হবে না। একমাত্র ঋণ যেটি আমরা কখনো শোধ করতে পারব না সেটি হল মায়ের ভালোবাসা ঋণ। তাই আজকের এই মাতৃ দিবসে আমাদের সকল মায়েদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। মাতৃ দিবসের কিছু শুভেচ্ছা স্ট্যাটাস এই অনুচ্ছেদ হতে সংগ্রহ করে নিন।
সবার সেরা আপন
তুমি আমার মা।
তোমাকে ছাড়া বিষন্নতায় থাকে
আমার এ মন।
হ্যাপি মাদারস ডে
আমার মা যখন হাসে,
তখন আমার খুব ভালো লাগে।
কিন্তু যখন মা আমার কারণে হাসে,
তখন আরো বেশি ভালো লাগে।
শুভ মাতৃ দিবস
পৃথীবির সব সন্তানই তার
মাকে ভালোবাসে,
কিন্তু কখনো বলতে পারেনা।
কারন এই ভালোবাসাটা এতটাই
গভীর যে কখনো বলে বুঝাতে হয়না।
শুভ মাতৃ দিবস
মাতৃ দিবসের উক্তি
পৃথিবীতে সকলেই তাদের মাকে অত্যন্ত বেশি ভালোবাসে। কারণ মা হলো এমন এক ব্যক্তি যে না থাকলে আমরা পৃথিবীতে আসতে পারতাম না। আমাদের জন্মের পর কত রাত আমাদের মা না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। সেই মাদ্বের প্রতি ভালোবাসা প্রদর্শনপূর্বক পৃথিবীর বিখ্যাত মনীষী বর্গ বিখ্যাত কিছু উক্তি প্রদান করে গেছেন। আজকের এই অনুচ্ছেদে আমরা সে সকল উক্তি দেখে নেব।
- যার মা আছে, সে কখনই গরীব নয়।” – আব্রাহাম লিঙ্কন
- “আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল।“- জর্জ ওয়াশিংটন
- “কোনও একটা বিষয় মায়েদেরকে দুবার ভাবতে হয়। একবার তার সন্তানের জন্য, আর একবার নিজের জন্য।”-সোফিয়া লরেন।
- “আমাদের পরিবারে মায়ের ভালবাসা সবসময় সবচেয়ে বড় শক্তি। আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হই।“-মিশেল ওবামা
- “আমার মা বিস্ময়কর আর আমার কাছে উৎকর্ষতার আরেক নাম।”-মাইকেল জ্যাকসন।
- “ভালবাসা থেকেই আমাদের জন্ম, আর ভালবাসা মানে হল মা।“-রুমি
- “আমার জীবন শুরু হয়েছিল মাতৃগর্ভে আর আমার দিন শুরু হয় মায়ের পবিত্র মুখ দেখে।”- জর্জ এলিয়ট।
- “একটি শিশুর কাছে ভগবান মানেই হল ‘মা’।” -উইলিয়াম ম্যাকপিস ঠাকরে।
- “তুমি যখন তোমার মায়ের চোখের দিকে তাকাও, তখনই বোঝা যায় খাঁটি ভালবাসার কাকে বলে।”-মিচ অ্যালবম।
- “মা আমাদের সবসময় এটা বোঝাতে চাইতেন যে, জীবনের চরম কষ্টের মূহুর্তগুলো তোমাদের হাসির কোন গল্পের অংশ হয়ে যাবে একসময়।”-নোরা এফ্রন
- “মাতৃত্ব, ভালবাসার শুরু আর শেষ এখানেই।”- রবার্ট ব্রাউনিং।
- “মায়ের আদরে যে আরাম, ভরসা আছে, তা আর পৃথিবীর কারও আদরে নেই।“- প্রিন্সেস ডায়না।
- “মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নিই বিনা সুদে অকৃত্রিম ভালবাসা।”-হুমায়ূন আহমেদ
মাতৃ দিবসের পিকচার
আমরা যারা আমাকে ভালোবাসি মার প্রতি সদা সর্বদা কৃতজ্ঞ থাকি তারা আজকের এই মাতৃ দিবসে বিশেষ কিছু করে দিনটিকে আরো বেশি ভাবে মায়ের জন্য উৎসবে করতে পারেন। সেজন্য আপনি আপনার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ওয়ালের মা দিবসের কিছু ছবি শেয়ার করতে পারেন। আমরা এই অনুচ্ছেদে মাতৃ দিবস নিয়ে কিছু পিকচার আপনাদের জন্য শেয়ার করব।


মাতৃ দিবসের ছন্দ
শুভ মাতৃ দিবস উপলক্ষে আপনি যদি আপনার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্টে বিভিন্ন রকম ছন্দ শেয়ার করতে চান তাহলে আমার এই অনুচ্ছেদটি আপনাকে সাহায্য করতে পারে। কারণ এই অনুচ্ছেদে আমরা মাতৃ দিবস নিয়ে বেশ কিছু ছন্দ আপনাদের জন্য শেয়ার করেছি।
যতই ঝগড়া হোক,
রাগ হোক তোমার শাসনে,
কষ্ট হোক তোমার বকুনিতে,
তবু তোমাকে ছাড়া একদিনও
চলে না আমার..
Love You মা
শুভ মাতৃ দিবস
ফেলে আসা ছেলেবেলা,
মনে পড়ে আজ,
যত্ন নিতে তুমি আমার
ফেলে তোমার কাজ।
তুমি শুধু ভালোবাসো,
কষ্ট দাও না,
তোমাকে এখনও ভালবাসি
ও আমার মা!
শুভ মাতৃ দিবস
ভালোবাসো তাকে যার
কারনে পৃথিবী দেখেছো।
ভালোবাস তাকে যে
তোমাকে ১০ মাস ১০ দিন
গর্ভে রেখেছে।
ভালোবাস তাকে যার
পায়ের নিচে তোমার সর্গ আছে।
শুভ মাতৃ দিবস
অনেকের কাছে আমার
মা বোকা হতে পারে,
খারাপ হতে পারে,
কিন্তু আমার কাছে
আমার মাই শ্রেষ্ঠ।
শুভ মাতৃ দিবস