সাজেক চান্দের গাড়ি ভাড়া ২০২৩

আপনি কি সাজেক যাওয়ার কথা ভাবছেন? সাজেক যাওয়ার জন্য গাড়ি ভাড়া কত? মূলত এই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব। অর্থাৎ রাজধানী ঢাকা হতে সাজেক যাওয়ার জন্য আপনি বিভিন্ন গাড়িতে যেতে পারবেন। এ সকল গাড়িতে সাজেক যাওয়ার জন্য গাড়ি ভাড়া কত পড়বে ইত্যাদি নানান বিষয় নিয়ে আজকের এই অনুচ্ছেদে আমরা আলোচনা করতে যাচ্ছি। তাই আপনারা যারা সাজেক যাওয়ার নিয়ে চিন্তিত তারা আমার এই অনুচ্ছেদ হতে অনেক তথ্য সংগ্রহ করে নিতে পারেন।
সাজেক বাংলাদেশের জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। এখানে পায়ের নিচে মেঘ এবং মেঘের সাথে লুকোচুরি খেলা যায়। অত্যন্ত মনোরম পরিবেশে সাজেক ভ্রমণ করার জন্য সকল বয়সী মানুষ সাজেক ভ্রমণ করে থাকে। সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আপনি রাজধানী ঢাকার যে কোন বাস স্টেশন হাতে গাড়ি পেয়ে যাবেন। সে সকল গাড়িতে চড়ে খুব সহজেই সাজেক ভ্রমন করতে পারবেন।

সাজেক যাওয়ার বাস ভাড়া
রাজধানী ঢাকা থেকে সাজেক যাওয়ার জন্য বাংলাদেশের সকল বড় বড় কোম্পানির বাস পেয়ে যাবেন।ঢাকা থেকে সেন্টমার্টিন হুন্দাই (এসি-নন এসি), গ্রীণ লাইন (এসি), শ্যামলী, হানিফ (এসি-নন এসি), শান্তি পরিবহন, এস আলম, সৌদিয়া, রিল্যাক্স (এসি-নন এসি), ও ঈগল প্রায় সবধরনের বাস পাবেন। ঢাকা ও চট্টগ্রাম ছাড়াও আপনার শহর থেকে আসা গাড়িতে করে খাগড়াছড়ির প্রাণকেন্দ্র শাপলা চত্বর গাড়ি থেকে নামতে হবে। শাপলা চত্বরের আশেপাশেই রয়েছে সাজেকগামী গাড়ির কাউন্টার। সেখান থেকেই নির্ধারিত ভাড়ায় সাজেকগামী চাঁদের গাড়ি, পিকআপ, মাহেন্দ্র ও সিএনজিচালিত অটোরিকশা মধ্যে আপনার পছন্দের বাহন রিজার্ভ করবেন।
সাজেক যাওয়ার বাস ভাড়া জানার আগে আপনি কিভাবে সাজেক পৌঁছাবেন সে বিষয়ে আলোচনা করা দরকার। আপনি যদি ঢাকা থেকে রওনা করেন তাহলে ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল যেমন: ঢাকার কমলাপুর, সায়দাবাদ, ফকিরাপুল, কলাবাগান থেকে সরাসরি খাগড়াছড়ির বাস ধরে উঠে পড়বেন। মনে রাখবেন আপনি সরাসরি ঢাকা থেকে সাজেক পর্যন্ত কোন বাস পাবেন না। আপনি সর্বপ্রথম খাগড়াছড়িতে পৌঁছাবেন। ঢাকা থেকে খাগড়াছড়ির দূরত্ব 316 কিলোমিটার। খাগড়াছড়ি থেকে অনেকগুলো বাস পেয়ে যাবেন যেগুলো আপনাকে সরাসরি সাজেক পৌঁছাই দেবে। খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। এইটুকু আপনি বাস অথবা অটো করে খুব সহজে পাড়ি দিতে পারবেন।
ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত দূরত্ব ৩ ১৬ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার জন্য আপনাকে হীনো চেয়ার কোচ গুলোতে ৫২০ থেকে ৭০০ টাকা এবং এসি শেয়ার কোর্সগুলোতে ১১০০ থেকে ১৫০০ টাকা পেমেন্ট করতে হবে।
সাজেক চান্দের গাড়ি ভাড়া
আপনি সাজেক ভালো করে ঘুরে দেখার জন্য সাজেকে চান্দের গাড়ি ভাড়া করে নিতে পারেন। সম্প্রতি সময় ডিজেলের মূল্য বৃদ্ধি ও নানাবিধের কারণে মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা এই অনুচ্ছেদের সাজেকে সর্বশেষ চাঁদের গাড়ি ভাড়া আলোচনা করেছি। সাজেকে চান্দের গাড়ি বলতে জিপ এবং অন্যান্য গাড়ি ভাড়া করে নিতে। অর্থাৎ প্রতিটি প্যাকেজে কত টাকা মূল্য তালিকা পরিশোধ করতে হবে সে বিষয়ে একটি তালিকা নিচে সংযুক্ত করেছি।
