ট্রেনের সময়সূচিভ্রমণ

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৩

সুন্দরবন এক্সপ্রেস বাংলাদেশের জনপ্রিয় একটি আন্তঃনগর ট্রেন। এটি রাজধানী ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে খুলনা রেলওয়ে স্টেশন পর্যন্ত যাতায়াত করে থাকে। আজকের এই অনুচ্ছেদে আমরা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী টিকিট মূল্যসহ বিস্তারিত তথ্য তুলে ধরব। আপনারা যারা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী টিকেট মূল্য অনুসন্ধান করছেন তারা আমার এই অনুচ্ছেদ হতে খুব সহজেই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের টিকেট মূল্য, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের স্টপ স্টেশন সহ বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশের দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলে বিখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনকে কেন্দ্র করে এই ট্রেনটির নামকরণ করা হয় সুন্দরবন এক্সপ্রেস। ২০০৩ সাল থেকে চালু হওয়া সুন্দরবন এক্সপ্রেস বৃহত্তম খুলনা এবং খুলনা অঞ্চলের মানুষের জনপ্রিয় একটি ট্রেনে পরিণত হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই ট্রেনে করে খুলনা ভ্রমণ করে থাকে। খুলনা থেকে রাজধানী ঢাকার মধ্যে সংযোগকারী এই ট্রেনটি সপ্তাহে ছয় দিন নিয়মিতভাবে যাতায়াত করে। ইত্যাদি সকল বিষয় আজকের এই অনুচ্ছেদে আমরা তুলে ধরব।

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৩

বাংলাদেশের সব থেকে বড় ম্যানগ্রোভ কোন অঞ্চল সুন্দরবন এবং পার্শ্ববর্তী সমুদ্র সৈকত কুয়াকাটা দেখার জন্য রাজধানী ঢাকা হতে প্রতিদিন হাজার হাজার মানুষ খুলনায় যাতায়াত করে থাকে। ট্রেন সকলের আগ্রহ তালিকায় সর্বপ্রথমে থাকায় এই ট্রেনটি করে খুলনা ভ্রমণ করা সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ছয় দিন যাতায়াত করে থাকে। রাজধানী ঢাকা হতে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ায় সপ্তাহে বুধবার বন্ধ থাকে। অপরদিকে খুলনা হতে ঢাকা আসার পথে সপ্তম মঙ্গলবার এটি বন্ধ থাকে। ট্রেনটি রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন হতে প্রতিদিন সকাল ৮ টা ১৫ মিনিটে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। অপরদিকে ট্রেনটি খুলনাতে পৌঁছাবে বিকেল ৫: ৪০ মিনিটে।

ট্রেনটি খুলনা থেকে রাজধানী ঢাকার কমলাপুর রেলস্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসে রাত ১০:১৫ মিনিটে এবং রাজধানী ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছাবে সকাল সাতটায়। আমি একটি টেবিল এই অনুষ্ঠানের সংযুক্ত করব যেটি দিয়ে আপনি সহজেই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী জানতে পারবেন।

Related Articles
ট্রেননং উৎস প্রস্থান গন্তব্য প্রবেশ সাপ্তাহিকছুটি
৭২৫ খুলনা ২২:১৫ কমলাপুর ০৭:০০ মঙ্গলবার
৭২৬ কমলাপুর ০৮:১৫ খুলনা ১৭:৪০ বুধবার

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

ট্রেন ভ্রমণ সকলের কাছে আনন্দদায়ক এবং সাশ্রয়ী। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে করে আপনি সহজেই এবং খুলনা থেকে রাজধানী ঢাকার মধ্যে যাতায়াত করতে পারবেন। এই ট্রেনটিতে বিভিন্ন রকম শ্রেণি থাকায় আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি শ্রেণীতে ভ্রমণ করতে পারবেন। এসি নন এসি এবং শোভন চেয়ারের ব্যবস্থা থাকায় সকল শ্রেণীর যাত্রী এই ট্রেনে করে ভ্রমণ করতে পারে। ট্রেনটিতে উন্নত সেমিটেশন ব্যবস্থা ছাড়াও রয়েছে নামাজ এবং ক্যান্টিন সুবিধা। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের টিকিট মূল্যের একটি তালিকা নিচে প্রদান করা হলো।

স্টেশনের নাম শোভন শোভন চেয়ার প্রথম সিট এসি সিট
জয়দেবপুর ৩৫ ৪০ ৮০ ৯০
মির্জাপুর ৬৫ ৮০ ১০৫ ১৩০
টাঙ্গাইল ৯০ ১০৫ ১৪০ ১৭৫
বি-বি-পূর্ব ১০৫ ১২৫ ১৬৫ ২১০
জামতলী ১৮০ ২১৫ ২৮৫ ৩৫৫
উল্লাপাড়া ১৯০ ২২৫ ৩০০ ৩৭৫
বড়াল ব্রিজ ২০৫ ২৪৫ ৩২৫ ৩৭৫
চাটমোহর ২১০ ২৫০ ৩৩৫ ৪০৫
ঈশ্বরদী ২২৫ ২২৫ ২৭০ ৪২৫
ভেড়ামারা ২৬৫ ২৭০ ৩৩৫ ৪৫০
মিরপুর ২৭০ ৩২০ ৪২৫ ৫৩০
পোড়াদহ ২৮০ ৩২৫ ৪৩৫ ৫৪০
আলমডাঙ্গা ২৯০ ৩৩৫ ৪৪৫ ৫৫৫
চুয়াডাঙ্গা ৩০০ ৩৪৫ ৪৬০ ৫৭৫
কোটচাঁদপুর ৩৩৫ ৩৬০ ৪৮০ ৬০০
যশোর ৩৫০ ৪২০ ৫৬০ ৭০০
খুলনা ৩৯০ ৪৬৫ ৬২০ ৭৭৫

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন

রাজধানী ঢাকা হতে খুলনা যাতায়াতের সময় ট্রেনটি বিভিন্ন রেলস্টেশন অতিক্রম করে। একজন যাত্রী চাইলে যাত্রাপথে যে কোন একটি রেল স্টেশন হতে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ব্যবহার করতে পারে। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের স্টেশন গুলোর তালিকা নিচে প্রচার করা হলো।

বিরতি স্টেশন নাম খুলনা থেকে (৭২৫) ঢাকা থেকে (৭২৬)
দৌলতপুর ২২ঃ২৫ ১৭ঃ১৯
নওয়াপাড়া ২২ঃ৪৯ ১৬ঃ৫২
যশোর ২৩ঃ২০ ১৬ঃ২০
কোটচাদপুর ২৪ঃ০০ ১৫ঃ৪২
চুয়াডাঙ্গা ০০ঃ৫৩ ১৪ঃ৪১
আলমডাঙ্গা ০১ঃ১৩ ১৪ঃ২০
পোড়াদহ ০১ঃ৩২ ১৪ঃ০১
ভেড়ামারা ০১ঃ৫৩ ১৩ঃ৪০
ঈশ্বরদী ০২ঃ১৫ ১৩ঃ০০
চাট্মোহর ০৩ঃ০০ ১২ঃ২৪
বড়াল্ব্রীজ ০৩ঃ১৫ ১২ঃ০৮
উল্লাপাড়া ০৩ঃ৩৬ ১১ঃ৪৬
জামতেল ০৩ঃ৫১ ১১ঃ৩২
শ,এম,ম,আলী ০৪ঃ০০ ১১ঃ২১
বঙ্গবন্ধু সেতু পূর্ব ০৪ঃ৪২ ১০ঃ৪৫
জয়দেবপুর ০৫ঃ৫৭ ০৯ঃ১২
বিমানবন্দর ০৬ঃ২৫ ০৮ঃ৪২

আমরা এতক্ষন সুন্দরবন এক্সপ্রেস ট্রেন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। আপনার ভ্রমণের সঙ্গী হিসেবে আমার এই ওয়েবসাইটটি খুব সহায়ক ভূমিকা পালন করতে পারে তাই আমার এই ওয়েবসাইটের অন্যান্য পোস্ট গুলো ভিজিট করতে পারেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *