সেরা রূপকথার গল্প

ছোট্ট বন্ধুরা, তোমরা যারা সেরা রূপকথার গল্প করতে চাও। তোমাদের জন্য আজকের এই অনুচ্ছেদে আমরা সেরা রূপকথার গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের এই নিবন্ধে আমরা বেশ কয়েকটি রূপকথার গল্প তুলে ধরব। যেগুলো পড়ে তুমি রূপকথার রাজ্য ে ভ্রমন করে আসতে পারবে। তাই তোমাদের জন্য আজকের এই অনুচ্ছেদে রূপকথার গল্পের সমাহার থাকছে।
রূপকথার গল্প ছোটদের জন্য অন্যরকম একটি আনন্দদায়ক জিনিস। আমরা আমাদের ছোটবেলায় আমাদের বড়দের কাছ থেকে রূপকথার গল্প শুনে শুনে বড় হয়েছি। কিন্তু কালের পরিক্রমায় বর্তমান রূপকথার গল্প প্রায় হারিয়ে যেতে বসেছে। আলিবাবা চল্লিশ চোর সহ আরো কত রূপকথার গল্প ও সমাজের প্রচলিত ছিল। ওগুলো আমরা শুনেছি আমাদের দাদা-দাদী নানা নামের কাছ থেকে। বিশ্বায়নের এই যুগে দাদা, দাদি, নানা, নানীর বদলে তৈরি হয়েছে একক ফ্যামিলি। একক পরিবারগুলোতে দাদা-দাদি নানা-নানী না থাকায় রূপকথার গল্প শোনানোর মত কেউ থাকে না। বর্তমান যুগে ছেলে মেয়েদের দাদা-দাদী, নানা – নানি না থাকায় গল্পের বদলে বর্তমানে তারা বিভিন্ন রকম কার্টুন কিংবা মোবাইলে সিনেমা থেকে সময় কাটায় । এই সমস্যার সমাধান করার জন্য এই অনুচ্ছেদে আমরা কিছু রূপকথার গল্প শেয়ার করব। আপনারা আমার এই অনুচ্ছেদ হতে সেরা রূপকথার গল্প গুলো সংগ্রহ করে নিয়ে নিজে পড়তে পারেন এবং অন্য কেউ পড়ে শোনাতে পারেন।
সেরা রূপকথার গল্পের নাম
চিরায়ত তো এই বাংলায় আমাদের শৈশব কেটেছে বিভিন্ন রূপকথার গল্পের রাজকন্যা রাজকুমারকে নিয়ে। বিভিন্ন রাক্ষস কিংবা ডালিম কুমারকে নিয়ে। কালের পরিক্রমায় আমরা অনেকে রূপকথার গল্পের বইগুলোর নাম ভুলে যেতে বসেছি। আপনি আমার এই অনুচ্ছেদ থেকে শৈশবে পড়া কিছু রূপকথার বইয়ের নামের তালিকা দেখে নিতে পারেন। এই তালিকার সর্বপ্রথমে যে বইটির নাম আছে সেটি হল ঠাকুর মার ঝুলি-দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র কালো জয়ী রূপকথার গল্প বইটি লিখে গেছেন।সাতভাই চম্পা, নীলকমল আর লালকমল, মনিমালা, কাঁকনমালা, সোনার কাঠি, রূপার কাঠি—এসব পরিচিত আর বহুশ্রুত রূপকথারা ঠাঁই পেয়েছে ঠাকুরমার ঝুলিতে, সে ঝুলি বড্ড বেশি মমতায় মাখা, দেশি সবুজ সোঁদা গন্ধে ভরপুর। আসুন এক নজরে সেরা কিছু রূপকথার গল্পের বইয়ের নাম জেনে নেই।
- সাতভাই চম্পা
- নীলকমল আর লালকমল
- মনিমালা, কাঁকনমালা
- সোনার কাঠি
- রূপার কাঠি
- ঠাকুরমার ঝুলি
- চিরকালের সেরা
এছাড়াও আছে
- অপরূপ রূপকতা
- তোমাদের জন্য রূপকথা
- ক্ষীরের পুতুল
- মালা কাইটের ঝাঁপি
- অনেক চাঁদ
- রুশদেশের রূপকথা
সেরা রূপকথার গল্প pdf
এ সকল বই আপনি বিভিন্ন লাইব্রেরী হতে অথবা রকমারি থেকে বর্তমান কিনে পড়তে পারেন। বাংলার সাহিত্য ভান্ডার অন্যান্য যে কোন সাহিত্য ভান্ডার থেকে কম নয়। বাংলা সাহিত্য ভান্ডারে যেমন বিখ্যাত রূপকথার গল্প আলিবাবা ৪০ দস্যুর আরব্য রজনী পাওয়া যায় ঠিক তেমনি বাংলা লেখকদের বিখ্যাত কিছু রূপকথার গল্প পাওয়া যায়। আমরা কিছু রূপকথার গল্পের বইয়ের নাম তুলে ধরেছি।আমরা এই অনুচ্ছেদে বেশ কয়েকটি রূপকথার গল্প আপনাদের জন্য শেয়ার করলাম।
সম্মানিত পাঠক, বাংলার সেরা রূপকথার গল্পের বইগুলো আমাদের এই অনুচ্ছেদ হতে আপনারা জেনে নিতে পেরেছেন। এছাড়াও আমরা কিছু রূপকথার গল্প এই অনুচ্ছেদে শেয়ার করেছি। আপনি এই রূপকথার গল্প গুলো আপনার বাড়িতে ছোট্ট সোনামণিদের পরে শোনাতে পারেন। এছাড়াও আপনার বাড়িতে ছোট সোনামণিদের রূপকথার বই গুলো কিনে দিতে পারেন যেগুলো ওরা নিজেরাই পড়ে নেবে। মনে রাখবেন মোবাইল কিংবা টিভিতে রূপকথার বইয়ের কার্টুন না দেখে সরাসরি করলে ওদের জ্ঞান ভান্ডার আরো সমৃদ্ধ হবে। সময় নিয়ে আমার এই অনুচ্ছেদটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।