বিমানের সময়সূচিভ্রমণ

সৈয়দপুর থেকে ঢাকা বিমানের টিকিট মূল্য সময়সূচী ও বিস্তারিত ২০২৩

সম্মানিত পাটক আজকের এই অনুষ্ঠানে আমরা ঢাকা টু সৈয়দপুর এবং সৈয়দপুর টু ঢাকা রোডের বিমানের সময়সূচি টিকিট মূল্য টিকিট প্রার্থী স্থান সহ বিস্তারিত তথ্য আপনাদের জন্য তুলে ধরব। আপনারা যারা সৈয়দপুর টু ঢাকা এবং ঢাকা টু সৈয়দপুর বিমানের টিকিট মূল্য অনুসন্ধান করে আমার এই আর্টিকেলে এসেছেন তাদের সকলকে স্বাগতম। আশা করি আমার এই অনুচ্ছেদ হতে আপনি খুব সহজেই সৈয়দপুর টু ঢাকা এবং ঢাকা টু সৈয়দপুর রোডের বিমানের সময়সূচী এবং টিকেট মূল্য পেয়ে যাবেন।

আপনারা সকলে জানেন বাংলাদেশের উত্তরবঙ্গের সবথেকে বড় শহর গুলোর মধ্যে সৈয়দপুর অন্যতম। এটি জেলা শহর না হলেও একটি উপজেলা শহর। এটি উপজেলা শহর হল সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্মিলিত একটি সম্পূর্ণ আধুনিক শহর। এখানে রয়েছে বাংলাদেশের সব থেকে বড় রেলওয়ে কারখানা এবং রয়েছে উত্তরা ইপিজেড। উত্তরবঙ্গে যারা বসবাস করেন তাদের কাছে অত্যন্ত জনপ্রিয় সৈয়দপুর। সাম্প্রতিক সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার প্রক্রিয়া চলমান। বর্তমান ঢাকা থেকে সৈয়দপুর অভ্যন্তরীণ বিমান রোডে সবথেকে বেশি পরিমাণ বিমান চলাচল করছে। উত্তরবঙ্গ যেমন রংপুর অধিনাজপুর নীলফামারী ঠাকুরগাঁও পঞ্চগড় সহ আশেপাশের এলাকার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় সৈয়দপুর এয়ারপোর্ট। কারণ এই এয়ারপোর্ট হতে প্রতিদিন ১৪ টি ফ্লাইট নিয়মিতভাবে যাতায়াত করে। সপ্তাহের সাত দিন প্রতি এক ঘন্টা বাদে বাদে এখানে ফ্লাইট ওঠা নামা করে। মূলত ঢাকা থেকে সৈয়দপুর রোডে চলাচলকারী যাত্রীদের জন্য সুখবর নিয়ে আসতেছে সৈয়দপুর এয়ারপোর্ট। সাম্প্রতিক সৈয়দপুর এয়ারপোর্ট হতে সরাসরি চট্টগ্রাম যাওয়ার ফ্লাইট চালু হয়েছে। আসুন আমরা ঢাকা টু সৈয়দপুর রোডের বিমানের সময়সূচী এবং টিকিট মূল্য দেখে আসি।

সৈয়দপুর থেকে ঢাকা বিমানের টিকিট মূল্য

সৈয়দপুর থেকে ঢাকা চলাচলকারী বিমান গুলোর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স নভো এয়ার এয়ারলাইন্স এবং সম্প্রতি নতুন একটি কোম্পানি সৈয়দপুর থেকে ঢাকা রুটে ফ্লাইট চালু করেছে। এছাড়াও এই রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন কয়েকটি ফ্লাইট নিয়মিতভাবে পরিচালিত হয়। আসুন আমরা সৈয়দপুর থেকে ঢাকা বিমানের টিকিট মূল্য জেনে আসি।

সৈয়দপুর থেকে ঢাকা বিমানের টিকিট মূল্য নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট রকম হয়ে থাকে। যাত্রীদের চাপ মাথায় রেখে বিমান এয়ারলাইন্স টিকিট মূল্য নির্ধারণ করে থাকে। যেমন ঈদের সময় ঢাকা থেকে সৈয়দপুর আসা বিমানের টিকিট প্রায় 8 থেকে 10 হাজার টাকায় বিক্রি হয়। এবং রেগুলার সময় বিমানের টিকিট বিক্রি হয় সাধারণত তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে। আমরা একটি তালিকার মাধ্যমে সৈয়দপুর থেকে ঢাকার বিমানের টিকিট মূল্য তুলে ধরার চেষ্টা করব।

Related Articles

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সর্বনিম্ন এক জনের টিকেট মূল্য ২,৯০০ টাকা। সর্বোচ্চ জনপ্রতি টিকেট মূল্য ৬,২০০ টাকা।
ইউএস-বাংলা এয়ারলাইন্স এর সর্বনিম্ন জন প্রতি টিকেট মূল্য ৩,২০০ টাকা। এবং সর্বোচ্চ জনপ্রতি টিকেট মূল্য ৭,৭০০ টাকা।
রিজেন্ট এয়ারওয়েজ এর সর্বনিম্ন জনপ্রতি টিকেট মূল্য ২,৬৯৯ টাকা। রিজেন্ট এয়ারওয়েজ এর সর্বোচ্চ জনপ্রতি টিকেট মূল্য ৫,৯০০ টাকা।
নভোএয়ার বিমানের জনপ্রতি সর্বনিম্ন টিকেট মূল্য ২,৭০৯ টাকা। নভোএয়ার বিমানের জনপ্রতি সর্বোচ্চ টিকেট মূল্য ৭,৭০০ টাকা।

সৈয়দপুর থেকে ঢাকা বিমানের সময়সূচী ২০২৩

সৈয়দপুর থেকে ঢাকার মধ্যে চলাচল গাড়ি এয়ারলাইন্স গুলো নিয়মিতভাবে এই রুটে যাত্রী পরিবহন করে থাকে। প্রতিদিন অসংখ্য ফ্লাইট এই রুটে বিমান পরিচালনা করে থাকে। বলা যায় প্রতি ঘন্টায় সৈয়দপুর থেকে ঢাকায় বিমান চলাচল করে। সেরকম কিছু এয়ারলাইন্সের তালিকা তুলে ধরলাম যেগুলো প্রতিদিন ঢাকা টু সৈয়দপুর রুটে যাত্রী পরিবহন করে থাকে।

ঢাকা টু সৈয়দপুর বিমান টিকিট প্রাপ্তির স্থান

ঢাকা টু সৈয়দপুর এবং সৈয়দপুর টু ঢাকা রোডের বিমানের টিকিট ক্রয় করার জন্য আপনাকে বিভিন্ন রকম অ্যাপস এর অথবা ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। এছাড়াও বিভিন্ন এজেন্সির মাধ্যমে টিকিট করে করতে পারবেন যেগুলো আপনার হাতের কাছেই রয়েছে।

নভোএয়ার বিমানের টিকেট অনলাইনে বুকিং করা যায়।  নভোএয়ার বিমানের অফিশিয়াল পেজে গিয়ে আপনি অতি সহজে অথবা বাংলাদেশ বিমান অ্যাপস ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। নিচের অ্যাপ গুলো ব্যবহার করে আপনি সহজেই বিমানের টিকিট বুকিং করতে পারবেন। সেগুলি হল কায়াক, গুগল ফ্লাইট, ট্রিটস্টা, কিউই ফ্লাইট, মাইহলিডে, মাইট্রিপ, ক্লিনট্রিপ, সাটিটিকিট, এক্সপেডিয়া, এয়ারফরিওয়াচডগ, বুকিংবাডি, স্কটটস সস্তার ফ্লাইট, চেন্সটিকিট, প্রিলিনে, জেট্রাসার, এভিসালেস, টুটু, এভিটা, ইয়ানডেক্স ফ্লাইট, নিয়াওয়াইনিয়াডে, ওয়াটিফ, গোইবিবো, স্মার্টভাড়া, ফালাইটনেটওয়ার্ক, মোমোদো, আরো অনেক কিছু ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *