হ্যাপি নিউ ইয়ারের SMS 2023

সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। আশাকরি সকলে ভালো আছেন আজকের এই অনুচ্ছেদে হ্যাপি নিউ ইয়ারের SMSশেয়ার করেছি আপনাদের সাথে। নতুন পুরাতন নিয়ে আমাদের জীবন। পুরাতন শেষ হই নতুনের আগমন ঘটে। তাই নতুনের আগমনে আমরা আমাদের জীবনের নতুন পরিকল্পনা নতুন পদক্ষেপ এবং নতুন সকল স্বপ্ন নিয়ে নতুন কে জানাবো আগমন। আজকের এই অনুচ্ছেদে নতুন বছরকে নিয়ে প্রিয়জনের সাথে নতুন বছর শেয়ার করার জন্য হ্যাপি নিউ ইয়ার ২০২৩ SMS ।
২০২৩ কে বিদায় জানিয়ে 2023 কে করি স্বাগতম। নতুন বছরে সকলকে জানাই শুভেচ্ছা। নতুন এই বছরে সকল পুরাতন গ্লানি ভুলে গিয়ে নতুন বছরে নতুন সকল পরিকল্পনা নিয়ে আমাদের সকলের সাথে জীবন নির্ভর করার জন্য নতুন ভাবে শুরু করি। নতুন বছরে নতুন নতুন সকল চিন্তা আসা-আকাঙ্ক্ষা নিয়ে বুক বাঁধি। সকল হতাশাকে পিছিয়ে ফেলে সকল দুঃখ কষ্ট কে ভুলে গিয়ে আবারো নতুন বছরে নতুন ভাবে বাঁচার আকাঙ্ক্ষা নিয়ে শুরু করি নতুন বছর। তাই নতুন বছরে আমাদের প্রিয়জন বন্ধু-বান্ধবদের সাথে নতুন বছরকে সেলিব্রেশন করার জন্য আমরা নানা ধরনের আয়োজন করি।
নতুন বছরে সকলকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা অনলাইনে এসএমএস বা মোবাইলে এসএমএস এর মাধ্যমে শুভেচ্ছা জানাই। আজকের এই অনুচ্ছেদে নতুন বছরে বন্ধুদের জন্য প্রিয়জনদের জন্য এবং আপনজনদেরকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা কিছু এসএমএস শেয়ার করেছি। আশা করি এ সকল এসএমএস আপনাদের ভালো লাগবে। নতুন বছরে সকলকে শুভেচ্ছা জানানোর জন্য এসএমএস এর মাধ্যমে আপনি খুব সহজেই প্রিয়জনদের সাথে নতুন বছরকে ভাগাভাগি করে তাদেরকে শুভেচ্ছা জানাতে পারবেন।
হ্যাপি নিউ ইয়ারের SMS 2023
নতুন বছর ২০২৩ কে জানাই স্বাগতম। নতুন এই বছরে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আমরা নতুন বছরে পুরাতন সকল দুঃখ-কষ্ট হতাশাকে ভুলে গিয়ে নতুন ভাবে জীবনকে সাজিয়ে নেই। এজন্য নতুন বছরের প্রথম দিন থেকে আমরা আমাদের সকল পরিকল্পনা অনুযায়ী জীবনযাপন শুরু করি। নতুন বছরে প্রথম দিনে নানা উৎসব আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করা হয়। নতুন বছরে এই দিনটি আমাদের সকলের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন।
এইদিন থেকে আমরা আমাদের জীবনে আরেকটি নতুন পদক্ষেপ নেওয়ার বা সিদ্ধান্ত নেওয়ার নতুন একটি সময় বেছে নিচ্ছি। হয়তো এই নতুন বছর থেকে আমাদের জীবন যাপন নতুন ভাবে নতুন আঙ্গিকে শুরু করতে পারব। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমরা নতুন বছরের প্রথম এই দিন শুরু করতে চাই। নতুন এ বছরে আল্লাহর এবাদত করে আমরা আমাদের কাঙ্খিত উদ্দেশ্য যেন পূরণ করতে পারি এজন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চাই। তাই নতুন এ বছরের সকলকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা সকলের সাথে এসএমএসের মাধ্যমে শুভেচ্ছা জানাতে পারব। এই অনুচ্ছেদে এসএমএসের মাধ্যমে শুভেচ্ছা জানানোর জন্য কিছু এসএমএস শেয়ার করা হয়েছে।
“New year দিচ্ছে উঁকি,
আর মাত্র কিছুক্ষন বাকি,
গাছে গাছে উড়ছে পাখি,
বন্ধু তোমায় বলে রাখি
~Happy New Year~
“নতুন বছরের নতুন দিনে
আপনাদের জানাই সুস্বাগতম
শুভ নববর্ষ”
নতুন পোশাক নতুন সাজ।
নতুন বছর শুরু আজ।
মিষ্টি মন, মিষ্টি হাসি,
শুভেচ্ছা জানাই রাশি রাশি।
হ্যাপি নিউ ইয়ার
“রং বে রঙে সাজছে জাতি
ডাক ঢোলের ছড়াছড়ি।
জীবনে আসুক নতুন প্রিতি
সুখে গড় জীবনটি।
~হ্যাপি নিউ ইয়ার~
“নতুন সকাল নতুন দিন
নতুন করে শুরু,
যা হয়না যেন শেষ,
নতুন বছরের অনেক শুভেচ্ছার
সাথে পাঠালাম তোমায় এই SMS”
“শুধু প্রথম দিন নয়,
বছরের প্রতিটি দিন যেন
তোমার সুখে কাটে..
হ্যাপি নিউ ইয়ার
আগামী বছরটা যেন তোমার
গত বছরের চেয়েও ভালো কাটে
সেই সমস্ত সুখ ও আনন্দ
যা তুমি গত বছরে পাও নি,
তা যেন এই বছরে পাও
হ্যাপি নিউ ইয়ার ”
“একটা সম্পূর্ণ নতুন
বছরের অনেক অনেক
শুভেচ্ছা জানাই
তোমাকে ও তোমার পরিবারকে
হ্যাপি নিউ ইয়ার”
নতুন বছর আপনার জীবনে
সুখ, সমৃদ্ধি ও সুসাস্থ নিয়ে আসুক
এই আশায় আপনাকে
শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।
পুরানোকে বিদায় জানিয়ে,
নতুনকে বরণ করে,
আপনার পুরো বছরটা
হাসি-খুশির মধ্যেদিয়ে কেটে যাক।
শুভ নববর্ষ
আমার তরফ থেকে আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
নতুন বছরের দিনটাকে আনন্দের সাথে উপভোগ করুন।
নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
আপনার জীবনটি নতুন বছরে উজ্জ্বল হয়ে উঠুক।
বন্ধুদের জন্য হ্যাপি নিউ ইয়ারের SMS
আমাদের কাছে যে মানুষটার গুরুত্ব অনেক বেশি তাহলে আমাদের বন্ধু। একটা সময়ে আমাদের সুখ দুঃখ সবকিছুই ভাগাভাগি করি প্রিয় বন্ধুটির সাথে। তাই প্রিয় বন্ধুটির সাথেই হয়তো কত বছর কেটে গেছে। প্রিয় বন্ধুর সাথে প্রত্যেকটি বছরের প্রথম দিনটি আমরা নানা উৎসব ও আয়োজনের মধ্যে উদযাপন করি।
নতুন এই বছরের প্রথম দিনটি বন্ধুদের সাথে কথা কথা ঘুরতে যাওয়া নানা ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকা এবং অনেক হাসি ঠাট্টা ও আনন্দের মধ্যে দিয়ে এই দিনটি আমরা উদযাপন করি। তাই নতুন বছরের প্রথম দিন শুরুর দিকেই আমরা আমাদের প্রিয় বন্ধুকে মোবাইল বা অনলাইনে এসএমএস করতে পারি। এসএমএস এর মাধ্যমেই প্রিয় বন্ধুকে আমরা নতুন বছরের শুভেচ্ছা জানাতে পারি। তাই প্রিয় বন্ধুকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য এই অনুচ্ছেদে কিছু এসএমএস শেয়ার করা হয়েছে।
- তারকারা অনেক, তবে চাঁদটি এক, বন্ধুরা অনেক তবে প্রিয়তম সেই, যাকে আমি আজকের রাত্রে নতুন বছরের আগমনের মতো কামনা করছি! তোমাকে নতুন বছরের শুভেচ্ছা!
- বন্ধুত্বের উপহারটি সারা বছর আপনার হৃদয়ে ঝলমল হয়ে উঠুক আপনার প্রিয়জনের মধ্যে এই ঘনিষ্ঠতার যাদু ছড়িয়ে দিন, শুভ নববর্ষ আমার বন্ধু!
- আপনার চারপাশে থাকা, প্রতিটি মুহূর্ত আমার জন্য বিশেষ হয়ে ওঠে এবং আমি আপনাকে ভবিষ্যতের জন্য শুভ কামনা করি। আপনাকে এবং আপনার পরিবারকে নতুন বছরের শুভকামনা।
- আমাদের বন্ধুত্ব সদা প্রফুল্ল। এই সমস্ত বছর আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাকে পরের বছর সমস্ত আনন্দ এবং সুখ কামনা করি।
- নতুন বছরটি বন্ধুদের উদযাপন গত বছরের মুহুর্তগুলি মনে রাখতে এবং একসাথে নতুন বছরকে স্বাগত জানাতে। শুভ নব বর্ষ!
প্রিয়জনদের জন্য হ্যাপি নিউ ইয়ারের SMS
প্রিয়জন শব্দটি আসলেই প্রিয়। যে সকল মানুষ আমাদের সুখে দুখে পাশে থাকে। যারা আমাকে আপনাকে বুঝতে পারে। আমাদের বিপদে আপদে উপস্থিত থেকে আমাদের সহানুভূতি যোগায় সে সকল লোকই হল আমাদের প্রিয়জন। তাই প্রিয়জনের সাথে বছরের প্রথম দিনটি আমরা নানা উৎসব ও আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করি। বলতে মা বাবা ভাই বোন আত্মীয়-স্বজন এবং আমাদের জীবনসঙ্গী ও বন্ধু-বান্ধব হতে পারে।
তাই প্রিয়জনের গুরুত্ব আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ। বছরের প্রথম দিন আমাদের অবশ্যই উচিত প্রিয়জনকে নতুন বছরের শুভেচ্ছা জানা। তাই প্রিয় জনকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য আমরা এসএমএসের মাধ্যমে জানাতে পারি। এসএমএসের মাধ্যমে প্রিয়জনকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা আজকের এই অনুচ্ছেদে কিছু সুন্দর সুন্দর এসএমএস শেয়ার করেছি।
- এই নববর্ষে আমার শুভেচ্ছা এবং প্রার্থনা কেবলমাত্র আপনার জন্য শ্বরের আশীর্বাদ করুন এবং মে বর্ষ অনুসরণ করুন সেরা ইউ কখনও ব্যয় করেছে। ইউ এ ইউ শুভ নববর্ষ ২০২৩. আমি ইউ ভালবাসা।
- শুভ নব বর্ষ! টু দ্য বেস্ট, বউ, মা, প্রেমিকা এবং বন্ধু। আই লাভ ইউ হানি এন্ড ডোন ইউ এভার ভুলে যাবেন না।
- কিছু লোকের চোখ ভাল থাকে, কারও সুন্দর হাসি আছে আবার কারও মুখ ভালো। তবে ইউ হ্যাভ অল দ্য থেম ওম উইথ আ নাইস হার্ট। সংযুক্ত আরব শুভ নববর্ষকে পুরো হৃদয় কামনা করুন।
- ২০২৩ শেষ হয়ে গেছে, এবং আপনি এখনও রয়েছেন। আমি জানি যে যদিও বছরগুলি আসতে পারে এবং যেতে পারে তবুও আপনার ভালবাসা চিরন্তন। এটার জন্য ধন্যবাদ. শুভ নববর্ষ আমার সুন্দর স্ত্রী।
- এখানে রয়েছে: আপনার হাসির মধ্যে এমন কিছু যা আমাকে বলে আমার ভালবাসার জন্য নববর্ষের শুভেচ্ছা !!
- প্রেম মাঝে মাঝে বিবর্ণ হয়, তবে তীব্র ছিল। তবে এর অর্থ এটি শেষ নয়। কখনও কখনও আমাদের কেবল আমাদের সময় প্রয়োজন এবং আমি মনে করি আমাদের ক্ষেত্রে এটিই ঘটেছে। আপনাকে একটি সুন্দর নতুন বছরের শুভেচ্ছা!
- আকাশে, আমরা দু’টি তারার মতো, একসাথে চকচকে এবং আরও দূরে। আমরা সত্য ভালবাসার জন্য নির্ধারিত হয়। এটা ofশ্বরের আনন্দ, আমরা একটি খুঁজে। আপনাকে একটি দোলনা শুভ নববর্ষের শুভেচ্ছা!
- আমাদের মতো দুটি গোলাপ আমরা একসাথে ফুল ফোটে এবং মরে যাব। কে আলাদা করে? আমরা ইতিমধ্যে একজন, এবং একটি আত্মা ছিল। শুভ নববর্ষের শুভেচ্ছা আপনাকে!
- আর কি নিয়তি আমি জানি না। আপনার এবং আমার একসাথে প্রবাহিত। আপনি এবং আমি চিরকাল একে অপরের মধ্যে থাকি। তুমি এবং আমি এবং একমাত্র আল্লাহই জানেন। শুভ নববর্ষ আমার ভালোবাসা!
- আপনি ছাড়া, আমার জন্য এই পৃথিবী, কেবল অভাব। আপনি যখন নেই, আমার অর্থ কী? তুমি আমার জন্য সব কিছু। তোমাকে শুভ নববর্ষ!
পিতা-মাতার জন্য হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা SMS
পৃথিবীর আলো আমাদের বাবা-মা না দেখালে আমরা কখনোই দেখতে পারতাম না। এই সুন্দর পৃথিবীতে যাদের জন্য আমরা আজকে আসতে পেরেছি তাদের গুরুত্ব আমাদের কাছে সবার আগে। তাই বছরের প্রত্যেকটা দিন অবশ্যই আমাদেরকে পিতামাতাকে গুরুত্ব দিয়ে চলতে হবে। তাদের সেবায় আমাদেরকে কখনো অবহেলা করলে চলবে না।
তাই বছরের প্রথম দিন আমরা কখনো পিতা-মাতাকে ছাড়া পালন করার কোথাও ভাববো না। বছরের প্রথম দিনে পিতা-মাতাকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা নানাভাবে শুভেচ্ছা জানাতে পারি। হয়তো পিতা-মাতার সাথে পারিবারিক নৈশ্য ভোজন আয়োজন করে প্রথম দিন উদযাপন করতে পারি। পিতা মাতা কে শুভেচ্ছা জানানোর জন্য আমরা এসএমএসের মাধ্যমে শুভেচ্ছা জানাতে পারি। তাই এই অনুচ্ছেদে সুন্দর সুন্দর কিছু এসএমএস শেয়ার করা হয়েছে।
- আমি আপনার জন্য আমার হৃদয়ে কতটা ভালোবাসা রেখেছি তা আমি কখনও প্রকাশ করতে পারি নি তবে আমি আমার মা ও বাবার প্রতি আমার শ্রদ্ধা ও ভালবাসার কথা জানাতে ২০২৩ সালের প্রতিটি সম্ভাব্য মুহুর্তটি গ্রহণ করতে চাই।
- যতবার আমি হাঁটুতে নামি ততবার আপনি আমাকে তুলে ধরে সর্বদা উত্সাহিত করেন। আপনারা আমার জন্য অনুপ্রেরণা, আপনাকে শুভ নববর্ষের শুভেচ্ছায়।
- শিশুরা তাদের প্রবীণদের কথা শুনে খুব ভাল হয় নি, তবে তারা কখনও তাদের অনুকরণ করতে ব্যর্থ হয় নি।
- একজন পিতা-মাতা তার সন্তানদের যে উত্তম উত্তরাধিকার দিতে পারে তা হ’ল প্রতিদিন তার কয়েক মিনিটের সময়।
- আমার বাবাকে শুভ এবং সমৃদ্ধ নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটি ভোজ এবং আনন্দ উদযাপনে আপনার সাথে নতুন বছর উদযাপনের অপেক্ষায় রয়েছি।
হ্যাপি নিউ ইয়ারের ইসলামিক SMS
হ্যাপি নিউ ইয়ার কে সামনে রেখে বিশ্বের প্রত্যেকটি দেশ বছরের এই প্রথম দিনটি নানা উৎসব ও আনন্দমুখর পরিবেশের মাধ্যমে উদযাপন করে। বিশ্বের সকল দেশের এই দিনটিকে নানা উৎসব যেমন পারিবারিক পার্টি, গান বাজনা ,ফানুস উড়িয়ে অথবা নানা ধরনের আয়োজন করি এই দিনটি উদযাপন করা হয়। ইসলামিক ভাবে এই দিনটিতে নামাজ পড়ে সকলের জন্য দোয়া করা হয়।
আল্লাহর কাছে এবাদত করে পৃথিবীর সকল মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে তাদের জীবন নির্ভর করতে পারে এই প্রার্থনা করা হয়। তাই আজকের এই অনুচ্ছেদে কিছু ইসলামিক শুভেচ্ছা এসএমএস শেয়ার করা হয়েছে। আপনারা আপনাদের প্রিয় মানুষের কাছে এ সকল ইসলামিক এসএমএসের মাধ্যমে শুভেচ্ছা জানাতে পারেন।
মানুষের মধ্যে যখন শক্তির অহংকার দেখা দেয়
তখন সে নিজের ভুল গুলোকেও দুরদর্শিতা মনে করে
আর নিজের উপলব্ধি ব্যতিক্রম
কোন কথা শুনতে পছন্দ করেনা…
Ekdin Saada Kapor Pore
Jete Hobe Ondhokar Kobore
Tomar Sob Kichu Pore Robe Duniyate
Ektu Vabo Moron Kaale Tomar Sathe Ki Jabe
Tai Allah Ke Bhoy Koro
Notun Bochorer Suveccha
মানুষ আল্লাহর কাছে লক্ষ
কোটি টাকা আশা করে অথচ
আল্লাহর নামে কিছু দান করার সময়
খুচরা টাকা খোঁজে!
Jokhon Tomar Jiboner Upor Aghat Asbe
Islam Diye Ta Protihoto Koro
Aar Jokhon Islamer Upor Aghat Asbe
Tomar Jibon Diye Ta Protihoto Koro
Obujh Sishura Jemon Kede
Somossar Somadhan Kore Tar Mayer Kache
Thik Temon Vabe Amadero Uchit
Bochorer Seshe Alaahar Kache
Kede Sob Somossar Somadhan Kore Neoya
সুন্দর চেহারা দিয়ে কী হবে
যদি চরিত্র না থাকে
উচ্চতর ডিগ্রী দিয়ে কি হবে
যদি অন্তরে দ্বীনের জ্ঞান না থাকে
অঢেল সম্পদ দিয়ে কি হবে
যদি ঈমান না থাকে
পৃথিবীর সবকিছু পেলে কি হবে
যদি আল্লাহ সাথে না থাকেন…
Prithibir Sob Somporker Sesh Ache
Kintu
Bandar Sathe Allahar
Somporker Sesh Nei
Happy New Year
ভাই বোনদের জন্য হ্যাপি নিউ ইয়ারের SMS
ভাই বোনরা আমাদের সব সময় পাশে থাকে। বন্ধুর মতো তাদের সাথে সকল কিছু শেয়ার করে আমার আমাদের পারিবারিক জীবন সম্পূর্ণ হয়। বোন যেমন একটি ভাইয়ের কাছে সকল আবদার নিয়ে আসে বছরের এই প্রথম দিনে বোনকে বা ভাইকে তাদের সকল আবদার পূরণ করার জন্য হয়তো কোথাও ঘুরতে যাওয়া বা কিছু কিনে দেওয়া এছাড়া আর নানা ধরনের আয়োজন করে তারা বছরের প্রথম দিনটি পালন করে। বছরের প্রথম দিনে তাই ভাই-বোনদের বছরের প্রথম দিনের শুভেচ্ছা জানানোর জন্য আমরা এসএমএস এর মাধ্যমে শুভেচ্ছা জানাতে পারি। এই অনুচ্ছেদে কিছু সুন্দর সুন্দর এসএমএস শেয়ার করা হয়েছে।
“নতুন বছোরের নতুন দিন,
অল্পো কিছু শুভেচ্ছা নিন।
দুঃখ গুলো ঝেড়ে ফেলুন,
নতুন কিছু স্বপ্নো গড়ুন।
নতুন বছর নতুন আশা,
রইলো কিছু ভালোবাসা।”
“ফুরিয়ে গেলাে একটি বছর,
সময় হল বিদায় বেলার,
নতুন দিনে নতুন ভাবে
দেখা হবে দুজনে আবার।
~Happy New Year~
“নতুন সুর্য, নতুন বছর,
নতুন ভাবে নতুন আলাে,
তােমরা সবাই থেকো ভালাে।
~শুভ নববর্ষ~
“ফুল ফুটেছে বনে বনে,
ভাবছি তোমায় মনে মনে,
বলছি তোমায় কানে কানে…
~শুভ নববর্ষ~
নতুন বছর শুরু আজ।
মিষ্টি মন মিষ্টি হাঁসি।
শুভেচ্ছা জানাই রাশি রাশি।
~শুভ নববর্ষ~
আসন্ন নতুন বছরে কামনা করি
সবার জীবন যেন ভরে ওঠে
অনাবিল সুখ ও শান্তিতে…
হ্যাপী নিউ ইয়ার
“নতুন সূর্য, নতুন গান।
নতুন সুর, নতুন প্রান।
নতুন ঊষার নতুন আলো।
নতুন বছর কাটুক ভালো।
কাটুক বিষাদ আসুক হর্ষ।
শুভ হোক নববর্ষ।”
আমাদের এই ওয়েবসাইটে হ্যাপি নিউ ইয়ার নিয়ে অনেকগুলো পোস্ট শেয়ার করা হয়েছে। এ সকল পোষ্টটি আপনি হ্যাপি নিউ ইয়ারের এসএমএস ক্যাপশন উক্তি বাণী আরো অনেক কিছু পেয়ে যাবেন। আমাদের এই সকল পোস্ট দেখার জন্য আমন্ত্রণ রইল। পোস্টগুলো মনোযোগ ও ধৈর্য সহকারে পড়লে আপনি সুন্দর সুন্দর তথ্য পেয়ে যাবেন। সকলেই ভাল থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরের শুভকামনা রইল।