স্ট্যাটাস

হ্যাপি নিউ ইয়ার 2023 ছন্দ

সামনে আসুক নতুন বছর নতুন বছরের শুভেচ্ছা কাটুক তোমার সারা জীবন সাফল্য আর পূরণ হোক আকাঙ্ক্ষা। নতুন বছরকে আলিঙ্গন করে পুরাতন বছরের সকল গ্লানি ভুলে গিয়ে আমরা নতুন স্বপ্নে বুক বাঁধি। নতুন আশা আকাঙ্ক্ষা নতুন পরিকল্পনা নতুন উদ্দেশ্য নিয়ে আমরা নতুন বছরকে শুভেচ্ছা জানাই। পুরাতন বছরের সকল অবহেলা গ্লানি হতাশা চিন্তা ভুলে গিয়ে নতুন ভাবে আমরা পরিকল্পনা মোতাবেক আমাদের জীবন চালানোর পরিকল্পনা করি। জীবন হোক সাফল্যমন্ডিত। তাই পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা নতুন বছর পালন করি। আজকের এই অনুচ্ছেদে নতুন বছরের ছন্দ নিয়ে হাজির হয়েছি। নতুন বছর কে ছন্দে ছন্দে সাজিয়ে আগমন জানায় নতুন সাফল্যের। আজকের এই অনুচ্ছেদে নতুন বছরকে ছন্দের শুভেচ্ছা জানানোর জন্য কিছু ছন্দ শেয়ার করেছি আপনাদের সাথে।

হ্যাপি নিউ ইয়ার এটি ইংরেজি সভ্যতার ঐতিহ্য। এটি জর্জিয়ান ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম দিন কে হ্যাপি নিউ ইয়ার পালন করা হয়। রোমান দেবতা জেনাস কে স্মরণ করার জন্য হ্যাপি নিউ ইয়ার পালন করা হয় বলে জানা গেছে। দেবতার জেনাস স্মরণ করার জন্য ইংরেজি ক্যালেন্ডার জর্জিয়ান ক্যালেন্ডার নামে নতুন বছরের গণনা শুরু হয়। তখন থেকে নতুন বছরের প্রথম দিন কে শুভেচ্ছা জানানোর জন্য হ্যাপি নিউ ইয়ার পালন করা হয়।

হ্যাপি নিউ ইয়ার মানে বছরের প্রথম দিন বা শুভ নববর্ষ। এই শুভ নববর্ষে আমরা আনন্দঘন মুহূর্ত এবং পুরাতন সকল গ্লানি ভুলে গিয়ে নতুন ভাবে উদযাপন করি বছরের প্রথম দিনে। পুরাতন সালের শেষ দিনে নতুন সালের প্রথম রাতেই আমরা হ্যাপি নিউ ইয়ার পালন শুরু করে সম্পূর্ণ দিনব্যাপী এই দিন উদযাপন করা হয়। হ্যাপি নিউ ইয়ারের এই দিনটি প্রিয় মানুষকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা নানা ধরনের স্ট্যাটাস ক্যাপশন ও এসএমএস শেয়ার করি। আজকের এই অনুচ্ছেদে হ্যাপি নিউ ইয়ারের কিছু ছন্দ শেয়ার করা হয়েছে। আশা করি এ সকল ছন্দ আপনাদের মন মত হবে। ছন্দে ছন্দে হ্যাপি নিউ ইয়ার উদযাপনের জন্য আপনাদের সামনে অনেক ছন্দ নিয়ে হাজির হয়েছি আজকের এই পোস্টে।

ছন্দে ছন্দে হ্যাপি নিউ ইয়ার

শুভ হোক সাফল্যমন্ডিত হোক আগামী পথচলা সুন্দর হোক এই বলে আমরা কামনা করি বছরের প্রথম দিনই। জীবনে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় কাটে অনেক সমস্যা এর মধ্যে দিয়ে। এ সকল সমস্যা সমাধানের জন্য আমরা ঈশ্বরের কাছে কামনা করি। তেমনি বছরের প্রথম দিনেই আমরা কামনা করি যেন আমাদের আগামী সময়গুলো সুন্দর এবং সাফল্যমন্ডিতভাবে কাটে। প্রত্যেকটি পদক্ষেপ পরিকল্পনা মাফিক এবং গুছানোভাবে আমাদের জীবনকে নির্ভর করতে পারি। প্রার্থনা করি পৃথিবীর উন্নতি হোক প্রার্থনা করি সকল জীবনের উন্নতি হোক। শান্তি বর্ষিত হোক এই পৃথিবীতে। তাই বছরের প্রথম দিনকে শুভেচ্ছা জানানোর জন্য বা বছর প্রথম দিনে প্রিয় মানুষের শুভ কামনার জন্য আমরা তাদেরকে নানা ভাবে শুভেচ্ছা জানাই। আমরা আমাদের ফেসবুক প্রোফাইল বা অন্যান্য সামাজিক মাধ্যমগুলোতে ছন্দে ছন্দে শুভেচ্ছা জানানোর জন্য নানা ধরনের স্ট্যাটাস বা ক্যাপশন শেয়ার করি। এই অনুচ্ছেদে নানা ধরনের ছন্দ রচনা করা হয়েছে এ সকল ছন্দ আপনি আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করতে পারবেন।

Related Articles

পুরাতন সকল গ্লানি ভুলে গিয়ে আমরা নতুন ভাবে স্বপ্নের পথ চলার জন্য পালন করি শুভ নববর্ষ বা হ্যাপি নিউ ইয়ার। এই দিনে আমরা পুরাতন সকল দুশ্চিন্তা হতাশা ভুলে গিয়ে নতুনভাবে আবারো নতুন চিন্তায় নতুন সফলতায় পথ গুনতে শুরু করি। শুরু করি আগামীর পথ চলার জন্য পরিকল্পনা। তাই সকলের আশীর্বাদে আমাদের পরবর্তী সময় গুলো যেন শান্তিতে সুখে কাটে এজন্য আমরা প্রার্থনা করি ঈশ্বরের। তাই সকলকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে হ্যাপি নিউ ইয়ার এর ছন্দে ছন্দে স্ট্যাটাস শেয়ার করি। নিচে কিছু ছন্দে ছন্দে স্ট্যাটাস শেয়ার করা হয়েছে।

চোখের পানি ফেলোনা,বন্ধু তুমি কেদনা,

তোমাকে সবাই ভুলে গেলেও আমি তোমায় ভুলবো না।
(2021 কে সবাই হাসি খুসিতে বিদায় দাও)।
হ্যাপি নিউ ইয়ার ২০২৩

**আজ দেখ নতুন সপ্ন,
ভুলে যাও সব পুরনো কস্ট।
আজ কর নতুন সব কল্পনা,
ভুলে যাও সব পুরনো যন্ত্রনা।
আজ থেকে শুরু হোক নতুন জীবন,
সুখের হোক সবার প্রতিটি ক্ষণ।
এই কামনা করি আমি সারাটা ক্ষণ।
হ্যাপি নিউ ইয়ার

***ফুল ফুটেছে বনে বনে…
ভাবছি তোমায় মনে মনে…
বলছি তোমায় কানে কানে…
হ্যাপি নিউ ইয়ার

**ঘড়ির কাটা ১২ টা, মন যে আর মানে না।
তুমি বন্ধু ঘুমাও নাকি ? নতুন বছরের নতুন তারা,
দেখ করছে ঝলমল। দিচ্ছে নতুন এর সাড়া ।
তোমার জীবনের বাকি দিন গুলো হোক সুখ সমৃদ্ধি ময়,
এই কামনায় তোমায় জানাই শুভ নববর্ষ

**যেটুকু ভুল ছিল সুধরে নিব,
না পাওয়ার কষ্ট টুকু ভুলে যাব,
সবারে বাসবো ভাল,
এ প্রত্যয়ে শুরু হোক নতুন বছর।
হ্যাপি নিউ ইয়ার 2021

**নতুন পোশাক নতুন সাজ।
নতুন বছর শুরু আজ।
মিষ্টি মন, মিষ্টি হাসি,
শুভেচ্ছা জানাই রাশি রাশি।
হ্যাপি নিউ ইয়ার 2021

 

**সবকিছুরই একটা শুরু এবং শেষ থাকে..
কিন্তু কামনা করি নতুন বছরে তোমার আনন্দ এবং সুখ যেন কখনো শেষ না হয়…
হ্যাপি নিউ ইয়ার বন্ধু

**স্বপ্ন সাজাও রঙের মেলায়,
জীবন ভাষাও রঙিন ভেলায়।
ফিরে চলো মাটির টানে,
নতুন সুরে নতুন গানে।
নতুন আশা জাগাও প্রানে,
খুঁজে নাও বাঁচার মানে।
সবাই কে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
হ্যাপি নিউ ইয়ার

**নতুন ভোর জেগে উঠছে নতুন সূর্যকিরণের সাথে…
নতুন সকাল জেগে উঠেছে মিষ্টি হাসির সাথে..
নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমায়,
নতুন বছর কাটুক তোমার অনেক আনন্দের সাথে…
হ্যাপি নিউ ইয়ার…

**ভুল কে আজ দাও ছুটি,
বিবাদ কে আজ দাও বিদায়।
মনকে আজ শুদ্ধ কর,
শত্রুকে আজ বন্ধু কর।
এই সময় এই ক্ষন পাবে তুমি কতক্ষন
আসো তবে হাত মিলাই ,
মনের সাথে মন মিলাই,
ভালবাসায় ধন্য হোক জীবন,
শুভ হোক তোমার আমার নববর্ষ

 

**মিস্টি হাসি, দুষ্টু চোখ।
সবার সপ্ন সত্যি হোক।
জানাই সবাই কে আরেক বার
হ্যাপি নিউ ইয়ার।
হ্যাপি নিউ ইয়ার

ছে যাক সকল কলুষতা
শান্তির বার্তা নিল খামে পাঠালাম
সুদিনের সুবাতাস তোমায় দিলাম
শুভ নববর্ষ

মুছে যাক সকল কলুষতা
শান্তির বার্তা নিল খামে পাঠালাম
সুদিনের সুবাতাস তোমায় দিলাম
হ্যাপি নিউ ইয়ার…

**নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত
সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো
শুভ নববর্ষ

**পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম।
বন্ধু তুমি উড়ে দেখ পাবে সুখের ঘ্রান।
পুরনো সব কষ্ট করে ফেল নষ্ট।
নতুন বছরের নতুন যাত্রা হয় যেন সুখ আর সমৃদ্ধিময়..
এই কামনায় তোমাই জানাই হ্যাপি নিউ ইয়ার।

**নতুন বছরের নতুন দিনে
আপনাদের জানাই
সুস্বাগতম

**নতুন বছরে তোমার জীবন যেন সেইসব জিনিসে ভরে যায় যেগুলো তোমায় কোনভাবে উদ্বুদ্ধ করেছে…
কিম্বা তোমার জীবনে মূল্যবান হয়ে উঠেছে…
আর তোমার ঠোঁটে হাসি ফুটিয়েছে …
হ্যাপী নিউ ইয়ার

**নতুন বছরে তোমার প্রতিটি দিন হয়ে উঠুক রঙীন….
বর্ণময়তায় ভরে উঠুক তোমার জীবনের প্রতিটি অধ্যায়…
সাফল্য ও সৌভাগ্য সর্বদা ঘিরে থাক তোমায়…
হ্যাপী নিউ ইয়ার…

 

**নতুন বছরে দূর হোক সব জাতপাতের ভেদাভেদ….
ধর্মাধর্মের বিভেদ…
সুখী হোক সকল পৃথিবীবাসী..
হ্যাপী নিউ ইয়ার…

**নতুন বছরে নতুন প্রতিজ্ঞা নিয়ে ঝাঁপিয়ে পরো সাফল্যের খোঁজে….
তোমার সাফল্যে কে কে দুখী হবে জানি না,
তবে তোমার মা বাবা অবশ্যই খুব খুশি হবে…
তাদের মুখে হাসি ফোটানোর এই সুযোগ ছেড়ো না যেন…
হ্যাপি নিউ ইয়ার…

**নীল আকাশের খামে ভরে,
সাদা মেঘের কাগজে করে,
রংধনুর রঙে লিখে,
দখিনা বাতাস কে দিয়ে আমার মনের কথা পাঠালাম…
হ্যাপি নিউ ইয়ার

**নতুন আলো নতুন ভোর,
আসলো বছর কাটলো প্রহর।
অতীতের হলো মরণ,
নতুন কে করো বরন!!
পুরনো সব স্মৃতি করে ফেল ইতি,
তোমাকে জানাই,
নতুন বছরের প্রীতি।
হ্যাপি নিউ ইয়ার

**নতুন আশা নতুন প্রান নতুন হাসি নতুন গান
নতুন সকাল নতুন আলো নতুন দিন হোক ভালো
দুঃখকে ভুলে যাই নতুনকে স্বাগত জানাই
শুভ নববর্ষ

**নতুন আশা নতুন প্রান
নতুন হাসি নতুন গান
নতুন সকাল নতুন আলো
নতুন দিন হোক ভালো
দুঃখকে ভুলে যাই
নতুনকে স্বাগত জানাই
শুভ নববর্ষ

**নতুন আশা, নতুন রোদ
নতুন আলো, নতুন ভোর,
মিষ্টি হাসি, দুষ্টু চোখ,
স্বপ্ন গুলো সফল হোক…..
হ্যাপী নিউ ইয়ার…

**নতুন পোশাক নতুন সাজ।
নতুন বছর শুরু আজ।
মিষ্টি মনমিষ্টি হাঁসি।
শুভেচ্ছা জানাই রাশি রাশি॥
শুভ নববর্ষ

**বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে,
একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে।
নতুন বছর এসেছে,
তাকে যত্ন করে রেখো,
সপ্ন গুলো সত্যি করে খুব ভাল থেকো।
হ্যাপি নিউ ইয়ার

**পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম।
বন্ধু তুমি উড়ে দেখ পাবে সুখের ঘ্রান।
পুরনো সব কস্ট করে ফেল নষ্ট।
নতুন বছরের নতুন যাত্রা হয় যেন সুখ আর সমৃদ্ধি ময়।
এই কামনায় তোমাই জানাই
হ্যাপি নিউ ইয়ার

**নতুন বছর আসুক নিয়ে
নতুন নতুন আশা
পৃথিবীতে ছড়িয়ে দিক
অনেক অনেক ভালবাসা
হ্যাপী নিউ ইয়ার…

**তোমার সব মন খারাপে সঙ্গী আমায় কোরো
তোমার দুঃখ আমায় দিয়ে ঝুলি আমার ভরো!
নতুন বছরে শুধুই খুশী তোমায় রাখুক ঘিরে
জেনো আমি আছি পাশে,
একলা হও বা ভিড়ে!
হ্যাপী নিউ ইয়ার..

**তোমার হৃদয়ে লিখে নাও যে
নতুন বছরের প্রতিটি দিন তোমার ভালো কাটবে…
হ্যাপী নিউ ইয়ার…

**তোমার হৃদয়ের খাতে লিখে নাও যে,
নতুন বছরের প্রতিটি দিন হবে খুব সুন্দর আর সফল!
হ্যাপি নিউ ইয়ার

হ্যাপি নিউ ইয়ার এসএমএস

হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা জানানোর জন্য আমরা আমাদের প্রিয় মানুষকে নানা ধরনের এসএমএস শেয়ার করি। আমরা আমাদের আপনজন বন্ধু-বান্ধব সকলকেই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানানোর জন্য এসএমএস দেই। তাই আপনাদের জন্য আজকের এই অনুচ্ছেদে হ্যাপি নিউ ইয়ারের সুন্দর সুন্দর কিছু এসএমএস শেয়ার করা হয়েছে। সকল এসএমএস আপনারা ডান সহজেই এখান থেকে ডাউনলোড করতে পারবেন।

 

দিন গুলি যেমনি হোক, ঠিক যায় কেটে, তবে বল লাভ কি পুরোনো স্মৃতি গেথে, এ বছরে পুরন হউক তোমার সকল আসা, নতুন বছরে তোমার জন্য এটাই করি প্রত্যাশা। নতুন বছরের শুভেচ্ছা।

নিউ ইয়ার দিচ্ছে উঁকি,আর মাত্র কিছুক্ষণ বাকি। গাছে গাছে উড়ছে পাখি, বন্ধু তোমাকে বলে রাখি। অগ্রীম হ্যাপি নিউ ইয়ার।

নতুন বছর নতুন দিন, সবার জীবনটা হোক রঙিন। পুরনোকে ভুলে যাও আসবে নতুন কিছু আরও, পুরনোকে ভেবে মন খারাপ হয় না যেন কারও। শুধু ভালবাসা গুলো থেকে যাক সব হৃদয়ে যেমনি ছিল যার, সবাই কে জানাই আমি *হেপি নিউ ইয়ার*

শুনে যাও ভোরের পাখি, একটা কথা বলে রাখি। আছে ১টা বন্ধু আমার, মনে পড়ে সকাল বিকাল। কি করে যে জানাই তাঁকে – Dear, Happy New Year.

নিশি যখন ভোর হবে। সুখ তারা নিভে যাবে, আসবে একটা নতুন দিন, দুঃখ হতাশা যাও ভুলে, হাসি আনন্দ নিও তুলে, বছরটা হোক অমলিন। হ্যাপি নিউ ইয়ার ২০২৩।

স্বপ্ন সাজাও রঙের মেলায়, জীবন ভাসাও রঙিন ভেলায়। ফিরে চলো মাটির টানে, নতুন সুরে নতুন গানে। নতুন আশা জানাও প্রানে, খুঁজে নাও বাঁচার মানে। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।

লাইফ কে সুন্দর করো। মনকে ফ্রেশ করো। হৃদয়কে নরম করো। টাইমকে উইজ করো। লাভকে মিস করো। বন্ধুকে এসএমএস করো। হ্যাপি নিউ ইয়ারকে ওয়েলকাম করো। Happy New Year২০২৩

পুরানো সব দুঃখের আজ দাও ইতি। মনের মাঝে মাতিয়ে তোল শুধুই সুখের স্মৃতি। দুঃখটাকে আজ কুড়িয়ে নিয়ে দাও ফেলে। সবার জন্য একটাই কামনা রইল। পুরানো সব দুঃখ-কষ্ট, বেদনে ভুলে সুখের স্মৃতি সাথে নিয়ে এগিয়ে যাও। সবারই যেন এই বছরটিতে নতুন সব সুখের স্মৃতিতে স্মরণীয় হয়ে থাকে। Happy New Year ২০২৩

হ্যাপি নিউ ইয়ার এর ক্যাপশন

ভুলে যাই পুরাতন ভুলে যাই জরাজীর্ণ ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনকে স্বাগতম জানিয়ে হ্যাপি  নিউ ইয়ারের শুভেচ্ছা। নানা উৎসব আয়োজন এর মধ্যে দিয়ে সারা বিশ্বে এই দিনটি পালন করা হয়। প্রতিটি পরিবারে এই দিনটির বিশেষ গুরুত্ব রেখে নানা আয়োজনের মধ্যে পালন করা হয়। তাই হ্যাপি নিউ ইয়ার এই দিনটিকে স্মরণীয় করার জন্য আমরা আমাদের ফেসবুকে কিছু ক্যাপশন শেয়ার করি। আজকের এই অনুচ্ছেদে হ্যাপি নিউ ইয়ার এর কিছু ক্যাপশন শেয়ার করা হয়েছে।

তুন বছর নতুন আলো, বন্ধুরা সব কই গেল? পাখিরা সব ডানা মেলে, ২০২৩ ঘরে এলো। দুঃখ গুলো যাই ভুলে, যাতে সুখের সন্ধান মেলে। এমন করে বলিস না তোরা, আসিস আমার বাড়ি। সবাই মিলে একসাথে ২০২৩ দেব পাড়ি। হ্যাপি নিউ ইয়ার।

নীল আকাশের খামে ভরে, সাদা মেঘের কাগজে করে, রংধনুর রঙে লিখে, দখিনা বাতাসকে দিয়ে আমার মনের কথা পাঠালাম… “হ্যাপি নিউ ইয়ার ২০২৩

মিশে থেকো আপনজনে, মান-অভিমান সব ভুলে, খুশীর প্রদীপ রেখো জ্বেলে। হাজার সূর্য তোমার চোখে। ভাল থেকো এই কামনায় তোমায় জানাই “শুভ নববর্ষ ২০২৩

আসছে নতুন বছর, সবাইকে জানাই সুখবর… সবার মনে আনন্দ। তবে কেন মুখ বন্ধ? জোরে জোরে বলা দরকার… হ্যাপি নিউ ইয়ার ।

স্বপ্ন সাজাও রঙের মেলায়, জীবন ভাষাও রঙিন ভেলায়। ফিরে চলো মাটির টানে, নতুন সুরে নতুন গানে। নতুন আশা জানাও প্রানে, খুঁজে নাও বাঁচার মানে। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।

সূর্য বিলায় আলো, তোমরা থাকো ভালো। চাঁদ ছড়ায় জ্যোৎস্না। তোমাদের প্রতি শুভ কামনা। Happy New Year 202৩

আগের সব কষ্ট, করে ফেল নষ্ট। নতুন দিনে সবার প্রাণে, কেউ রেখ না দুঃখ মনে। শুভ হোক নতুন দিন, খুশি থাকো সারা দিন। নতুন বছরের শুভেচ্ছা।

যেটুকু ভুল ছিল শুধরে নিব, না পাওয়ার কষ্ট টুকু ভুলে যাব। সবারে বাসবো ভালো, এই প্রত্যয়ে শুরু হোক নতুন বছর। হেপি নিউ ইয়ার।

হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা বার্তা

শুভেচ্ছা জানাই হ্যাপি নিউ ইয়ার। সুন্দর সফল ভাবে এবং আগামীর পথ চলা সুগম হোক। প্রতিটি পদক্ষেপ হোক সাফল্যমন্ডিত। হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা জানানোর জন্য আমরা ফেসবুকে এসএমএস বা নানা ধরনের ক্যাপশন এবং স্ট্যাটাস শেয়ার করি। ভাই বোন আত্মীয়-স্বজন বা শুভাকাঙ্ক্ষীদের আমরা হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা জানাই। আজকের এই অনুচ্ছেদে হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা বার্তা শেয়ার করা হয়েছে। আশা করি এ সকল শুভেচ্ছা বার্তা আপনারা সহজে ডাউনলোড করে শেয়ার করতে পারবেন।

 

পরিশেষে পুরাতনকে ভুলে গিয়ে নতুন কে আলিঙ্গন করি নতুন পরিকল্পনায়। নতুন স্বপ্নে বুক বাঁধি। আসুন আমরা সকলে ই নিজের দেশের এবং পৃথিবীর উন্নতির জন্য আগামী দিনগুলোতে কাজ করি। সুন্দরভাবে সাজিয়ে নেই নিজের জীবন আলোকিত করি এই পৃথিবীকে। আগামী পথ চলা সুন্দর হোক সাফল্যমন্ডিত হোক এই কামনা করি আজকের এই অনুচ্ছেদ এখানেই সমাপ্ত করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *